Skip to main content

Posts

Showing posts from October, 2022

সাম্প্রতিক পোস্ট

নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও।

নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও।   অথবা,  একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও।  অথবা,  নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও।             উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়।  এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়।  নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা:       পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের নীচের দিকে ক্ষয়কাজ বেশি করে বলে নদী-খাত প্রথমে '।'

Miscellaneous Q&A for WBCS Exam, Set 06 - সাধারণ বিজ্ঞান

Miscellaneous Q&A for WBCS Exam প্রশ্ন ১.  পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি ? উত্তরঃ  শুক্র  প্রশ্ন ২.  উদ্ভিদের মূল স্ফীত হয় ও পাতা কুঁকড়ে যায় কিসের অভাবে ? উত্তরঃ  বোরন  প্রশ্ন ৩.  প্রোটিন অপুষ্টি জনিত রোগ কোনটি ? উত্তরঃ  কাওয়াশিয়রকর  প্রশ্ন ৪.  বায়ুমণ্ডলের কোন গ্যাস অতি বেগুনি রশ্মিকে শুষে নেই ? উত্তরঃ  ওজন  প্রশ্ন ৫.  আলবিউমিন থাকে কোন খাদ্যদ্রব্যে ? উত্তরঃ  ডিম্ 

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান, সেট ২৯

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান প্রশ্ন ১ নিচের কোনটি থাকার কারণে বারুদ দ্রুত জ্বলে ওঠে ? (a) চারকোল  (b) পটাশিয়াম নাইট্রেট  (c) বেরিয়াম  (d) সালফার  উত্তর : (d) প্রশ্ন ২ নামদফা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত ? (a) অসম  (b) রাজস্থান  (c) অরুণাচল প্রদেশ  (d) জম্মু ও কাশ্মীর  উত্তর : (c)

Miscellaneous Q&A for WBCS Exam, Set 05

Miscellaneous Q&A for WBCS Exam 🧿IAA হলো - প্রাকৃতিক অক্সিন।  🧿প্রখ্যাত কবি ও গীতিকার গুলজার এর আসল নাম - সম্পূরণ সিং কালরা।  🧿লর্ড মাউন্টব্যাটেন কাকে একাই এক সীমান্ত বাহিনী বলে উল্লেখ করেন - আবদুল গফ্ফর খানকে।  🧿মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় - ১৯০৬ সালে। 

Miscellaneous Q&A for WBCS Exam, Set 04

Miscellaneous Q&A for WBCS Exam 🧿সংবাদপত্রের মুক্তিদাতারূপে পরিচিত ছিলেন - মেটকাফ।  🧿ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় - ১৯৫১ সালে।  🧿ভারতের EXIM ব্যাঙ্ক কাজ করে - ভারতের আমদানি রপ্তানির জন্য। 🧿বোম্বাই তে আর্য সমাজ প্রতিষ্ঠিত হয় - ১৮৭৫ সালে। 

Miscellaneous Q&A for WBCS Exam, Set 03

Miscellaneous Q&A for WBCS Exam 🧿ভারতে নতুন কৃষি পদ্ধতির সূচনার দশক টি হলো - ১৯৬০ এর দশক।  🧿অর্থনৈতিক বিশ্লেষণের জন্য একটি অর্থনীতিকে কিভাবে ভাগ করা যায় ? - প্রাথমিক, মাধ্যমিক, এবং  সেবাক্ষেত্র।  🧿কৃষক ভিত্তিক আবাদ বলতে বোঝায় - চাষী নিজেই জমির মালিক।  🧿NABARD প্রতিষ্ঠানটির কিসের সাথে জড়িত ? - গ্রামের উন্নয়ন।