Skip to main content

Posts

Showing posts from August, 2021

সাম্প্রতিক পোস্ট

নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও।

নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও।   অথবা,  একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও।  অথবা,  নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও।             উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়।  এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়।  নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা:       পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের নীচের দিকে ক্ষয়কাজ বেশি করে বলে নদী-খাত প্রথমে '।'

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-উদ্ভিদ শারীরবৃত্ত, সেট-৯

উদ্ভিদ শারীরবৃত্ত প্রশ্ন:১ ব্ল্যাকম্যান বিক্রিয়া কী ? উত্তর:  বিজ্ঞানী ব্ল্যাকম্যান (1905) প্রথম সালােকসংশ্লেষের অন্ধকার দশার বিক্রিয়াগুলি আবিষ্কার করেছিলেন বলে তাঁর নাম অনুসারে অন্ধকার বিক্রিয়াগুলিকে একত্রে ব্ল্যাকম্যান বিক্রিয়া বলে। তিনি প্রথম সালােকসংশ্লেষ প্রক্রিয়াটিকে আলােক দশা ও অন্ধকার দশায় বিভক্ত করেন। অন্ধকার দশায় কার্বনের আত্তীকরণ, গ্লুকোজ সংশ্লেষ RuBP পুনঃসংশ্লেষ প্রভৃতি ঘটে।

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-উদ্ভিদ শারীরবৃত্ত, সেট-৮

উদ্ভিদ শারীরবৃত্ত প্রশ্ন:১ জলের দূরবর্তী সংবহন কী ? উত্তর:  যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় মূল দ্বারা শােষিত জল জাইলেম বাহিকার মাধ্যমে সমগ্র উদ্ভিদ অঙ্গে প্রবাহিত হয়। প্রশ্ন:২ মূলজ চাপ কী ? উত্তর:  মূলরােম দ্বারা শােষিত জল কোশান্তর অভিস্রবণের মাধ্যমে বহিঃস্তরে বাইরে থেকে ভিতরের দিকে প্রবেশ করে। বহিঃস্তরে পূর্ণ রসস্ফীত কোশগুলি মৃত জাইলেম বাহিকার মধ্যে যে উর্ধ্বমুখী চাপ সৃষ্টি করে তাকে মূলজ চাপ বলে। এর ফলে জলের উৎস্রোত ঘটে।

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-উদ্ভিদ শারীরবৃত্ত, সেট-৭

উদ্ভিদ শারীরবৃত্ত প্রশ্ন:১ নিঃস্রাবণ বা গাটেশন কী ? উত্তর:  যে বিশেষ পদ্ধতিতে হাইডাথােডের মাধ্যমে জল তরল জলবিন্দু আকারে উদ্ভিদদেহ থেকে নির্গত হয়, তাকে নিঃস্রাবণ বলে। প্রশ্ন:২ গ্লাইকোলাইসিস পদ্ধতিতে শেষ উৎপাদিত যৌগগুলি কী ? উত্তর:  শেষ উৎপাদিত যৌগগুলি হল পাইরুভিক অ্যাসিড, NADH2, ATP এবং জল।

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-উদ্ভিদ শারীরবৃত্ত, সেট-৬

উদ্ভিদ শারীরবৃত্ত প্রশ্ন:১ লবণ শ্বসন (Salt respiration) কী ? উত্তর:  লবণের উপস্থিতি শ্বসন হারকে স্বাভাবিক শ্বসন হার অপেক্ষা যে মাত্রায় বৃদ্ধি করে তাকে লবণ শ্বসন বলে। বিজ্ঞানী লুন্ডেগার্ড এবং বারস্ট্রম (Lundegardh & Burstrom 1933) লক্ষ করেন যে-কোনাে উদ্ভিদ বা কলাকে জল থেকে লবণ দ্রবণে স্থানান্তর করলে শ্বসন হার বেড়ে যায়। দেখা গেছে লবণ দ্রবণে লবণের সক্রিয় শােষণের জন্য ATP-র প্রয়ােজনই শ্বসন হারের বৃদ্ধি ঘটায়। প্রশ্ন:২ গ্লাইকোলাইসিস কাকে বলে ? উত্তর:  যে প্রক্রিয়ায় গ্লুকোজ কোশের সাইটোপ্লাজমে কয়েক প্রকার উৎসেচকের সাহায্যে আংশিকভাবে জারিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড ও 2 অণু ATP (সাবসট্রেট লেবেলে) উৎপন্ন করে, তাকে গ্লাইকোলাইসিস বলে।

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-উদ্ভিদ শারীরবৃত্ত, সেট-৫

উদ্ভিদ শারীরবৃত্ত প্রশ্ন:১ বিভেদন কী ? উত্তর:  কোশের স্থায়ী ও গুণগত পরিবর্তন, যার দ্বারা উদ্ভিদের বিভিন্ন আকৃতি ও প্রকৃতির কোশ, কলা বা অঙ্গের সৃষ্টি হয়, তাকে বিভেদন বলে। প্রশ্ন:২ পার্থেনোকার্পি কী ? উত্তর:  পরাগযােগ বা নিষেক ব্যতীত গর্ভাশয়ের কোশকে উদ্দীপ্ত করে বীজহীন ফল উৎপাদনের পদ্ধতিতে পার্থেনােকার্পি বলে।

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-উদ্ভিদ শারীরবৃত্ত, সেট-৪

উদ্ভিদ শারীরবৃত্ত প্রশ্ন:১ সালােকসংশ্লেষে আলােক দশা ও অন্ধকার দশা কাকে বলে ? উত্তর:  সালােকসংশ্লেষ প্রক্রিয়ার প্রথম পর্যায়ের বিক্রিয়াগুলির জন্য আলােক অপরিহার্য। সালােকসংশ্লেষের আলােক-নির্ভর দশাটিকে আলােক দশা বলে। এই পর্যায়ে ATP সংশ্লেষ, জলের আলােক বিয়ােজন, O2 নির্গমন এবং NADPH+H+ এর উৎপাদন হয়। দ্বিতীয় পর্যায়ের বিক্রিয়াগুলির আলােক ব্যতীত ঘটতে পারে। সালােকসংশ্লেষের আলােক-নিরপেক্ষ দশাটিকে অন্ধকার দশা বলে। এই পর্যায়ে ATP, NADPH+ H+ -এর সহায়তায় CO2-এর স্থিতিকরণ, PGA-র বিজারণ, শর্করা সংশ্লেষ ও RuBP-র পুনঃসংশ্লেষ ঘটে। বিজ্ঞানী ব্ল্যাকম্যান (1905) প্রথম পর্যায়ের বিক্রিয়াগুলিকে আলােক দশা ও দ্বিতীয় পর্যায়ের বিক্রিয়াগুলিকে অন্ধকার দশা আখ্যা দিয়েছিলেন।

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-উদ্ভিদ শারীরবৃত্ত, সেট-৩

উদ্ভিদ শারীরবৃত্ত প্রশ্ন:১ উইদার টিপ কী ? উত্তর:  ক্যালশিয়ামের অভাবে পাতার কিনারা অসমান হয় এবং অগ্রভাগ আঁকশির মতাে বেঁকে যায়। এই লক্ষণকে উইদার টিপ বলে। প্রশ্ন:২ নাইট্রোজেন চক্র কী ? উত্তর:  যে চক্রাকার পদ্ধতিতে জীবজগৎ পরিবেশ থেকে নাইট্রোজেন আরােহণ করে ও ওই মৌলটিকে আবার পরিবেশে ফিরিয়ে দেয়, ফলস্বরূপ পরিবেশে নাইট্রোজেনের ভারসাম্য বজায় থাকে, তাকে নাইট্রোজেন চক্র বলে।

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-উদ্ভিদ শারীরবৃত্ত, সেট-২

উদ্ভিদ শারীরবৃত্ত প্রশ্ন:১ অক্সিডেটিভ ফসফোরাইলেশন কাকে বলে ? উত্তর:  সবাত শ্বসনের শেষ পর্যায়ে ইলেকট্রন পরিবহণ পদ্ধতিতে ইলেকট্রন ও H+ আয়নের আণবিক অক্সিজেনের (O2) সঙ্গে যুক্ত হওয়ার পথে F0-F1 বস্তু মাধ্যমে ATP উৎপাদনকে অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলে। প্রশ্ন:২ শটন ও সন্ধান কী ? উত্তর:  শটন (putrefaction) হল অণুজীব কর্তৃক জৈব বস্তুর পচন ক্রিয়া, বিশেষত প্রােটিন জাতীয় বস্তুর অসম্পূর্ণ সবাত জারণ, যার ফলে দুর্গন্ধ যুক্ত যৌগের সৃষ্টি হয়। অপরপক্ষে, সন্ধান (fermentation) হল সজীব কোশের একরকমের অবাত জারণ প্রক্রিয়া, যার ফলে তাপ ও জৈব পদার্থ সৃষ্টি হয়।

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-উদ্ভিদ শারীরবৃত্ত, সেট-১

উদ্ভিদ শারীরবৃত্ত প্রশ্ন:১ C3 ও C4 উদ্ভিদ কাদের বলে ? উত্তর:  কেলভিন চক্র সম্পন্নকারী উদ্ভিদে সালােকসংশ্লেষে প্রথম উৎপন্ন স্থায়ী যৌগ 3-কার্বন যুক্ত ফসফোগ্লিসারিক অ্যাসিড (PGA)। এইজন্য এদের C3 উদ্ভিদ বলে। C3 উদ্ভিদ— Mangifera indica, Chlorella sp. অপরদিকে হ্যাচ এবং স্ল্যাক পথে প্রথম উৎপন্ন স্থায়ী যৌগ 4-কার্বন যুক্ত অক্সালাে অ্যাসিটিক অ্যাসিড  (OAA) এইজন্য এদের C4 উদ্ভিদ বলে। C4 উদ্ভিদ—আখ, ভুট্টা, সরগাম ইত্যাদি। প্রশ্ন:২ ক্লোরােফিল-a কে প্রধান সালােকসংশ্লেষীয় রঞ্জক বলা হয় কেন ?

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-কোশের গঠন এবং কাজ, সেট-১৬

কোশের গঠন এবং কাজ প্রশ্ন:১ লাইসােজোমকে সুইসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলি বলা হয় কেন ? উত্তর:  লাইসােজোম পর্দাবৃত উৎসেচকপূর্ণ থলির মতাে অঙ্গাণু। লাইসােজোম নিঃসৃত উৎসেচকের দ্বারা কোশ উপাংশগুলির পচিত হয়ে ধ্বংসপ্রাপ্ত হয় বলে লাইসােজোমকে সুইসাইডাল ব্যাগ (Suicidal bag) বা আত্মঘাতী থলি বলে। প্রশ্ন:২ কোন্ কোন্ কোশ অঙ্গাণু কেবল প্রাণীকোশে দেখা যায় ? উত্তর:  লাইসােজোম এবং সেন্ট্রোজোম।

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-কোশের গঠন এবং কাজ, সেট-১৫

কোশের গঠন এবং কাজ প্রশ্ন:১ মাইটোটিক স্পিন্ডল কী ? উত্তর:  যে স্পিন্ডল নিউক্লিওপ্লাজম এবং সাইটোপ্লাজম থেকে তৈরি হয় তাকে মাইটোটিক স্পিন্ডল বলে।  যথা—উদ্ভিদ কোশের স্পিন্ডল। প্রশ্ন:২ মেটাকাইনেসিস কী ? উত্তর:  প্রােমেটাফেজ দশায় কোশের কেন্দ্রস্থলে সাইটোপ্লাজমে ক্রোমােজোমগুলি যে পদ্ধতিতে একত্রিত হয় তাকে মেটাকাইনেসিস বলে।

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-কোশের গঠন এবং কাজ, সেট-১৪

কোশের গঠন এবং কাজ প্রশ্ন:১ এসেনসিয়াল ফ্যাটি অ্যাসিডগুলি কী কী ? উত্তর:  এসেনসিয়াল ফ্যাটি অ্যাসিডগুলি হল—লিনােলেইক অ্যাসিড, লিনােলেনিক অ্যাসিড এবং আরাকিডোনিক অ্যাসিড। প্রশ্ন:২ নিউক্লিক অ্যাসিডের একক কী ? তার উপাদানগুলি কী কী ? উত্তর:  নিউক্লিক অ্যাসিডের একক হল নিউক্লিওটাইড। নিউক্লিওটাইডের উপাদানগুলি হল নাইট্রোজেন বেস, পেন্টোজ সুগার, ফসফোরিক অ্যাসিড।

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-কোশের গঠন এবং কাজ, সেট-১৩

কোশের গঠন এবং কাজ প্রশ্ন:১ ট্রান্সলােকেশন ও ক্রসিংওভারের মধ্যে পার্থক্য করাে। উত্তর:  স্থির দশার নিউক্লিয়াসে অসমসংস্থ ক্রোমােজোমের মধ্যে খণ্ডাংশের বিনিময়কে ট্রান্সলােকেশন বলে। আবার মিয়ােসিস-I এর প্যাকিটিন উপদশায় সমসংস্থ ক্রোমােজোমের নন্-সিস্টার ক্রোমাটিড জোড়ার মধ্যে খণ্ডাংশের বিনিময়কে ক্রসিংওভার বলে। ট্রান্সলােকেশনের ক্ষেত্রে কায়াজমা গঠিত হয় না, কিন্তু কসিংওভারের ক্ষেত্রে কায়াজমা গঠিত হয়।

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-কোশের গঠন এবং কাজ, সেট-১২

কোশের গঠন এবং কাজ প্রশ্ন:১ DNA-র ডাবল হেলিক্স মডেল আবিষ্কার করেন কে ? উত্তর:  ওয়াটসন ও ক্রিক। প্রশ্ন:২ t-RNA কাকে বলে ? উত্তর:  যে RNA অণু সাইটোপ্লাজমের অ্যামাইনাে অ্যাসিডের ভাণ্ডার থেকে অ্যামাইনাে অ্যাসিড স্থানান্তরিত করে রাইবােজোমে নিয়ে আসে তাকে t-RNA বলে।

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-কোশের গঠন এবং কাজ, সেট-১১

কোশের গঠন এবং কাজ প্রশ্ন:১ হেমিডেসমোজোম কাকে বলে ? উত্তর:  এপিথিলীয় কোশের কোশপর্দার ভিতরের গাত্রে কোলাজেন তন্তু দিয়ে গঠিত যে স্থূলীকরণ লক্ষ করা যায় তাদের হেমিডেসমােজোম (Hemidesmosome) বলে। প্রশ্ন:২ প্রােটোপ্লাজমের রােটেশন ও সারকুলেশন চলন কোন্ উদ্ভিদে দেখা যায় ? উত্তর:  রােটেশন দেখা যায় পাতাশ্যাওলা, ঝাঁঝি প্রভৃতি জলজ উদ্ভিদের কোশে। অপরপক্ষে, সারকুলেশন দেখা যায় কুমড়াে গাছের কাণ্ড-রােমে এবং রিও (Reo) নামক উদ্ভিদের কোশে।

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-কোশের গঠন এবং কাজ, সেট-১০

কোশের গঠন এবং কাজ প্রশ্ন:১ ল্যাক্টোজ ও সুক্রোজের মধ্যে কী কী সরল শর্করা থাকে ? উত্তর:  ল্যাক্টোজ—গ্লুকোজ ও গ্যালাকটোজ। সুক্রোজ—গ্লুকোজ ও ফ্রুক্টোজ। প্রশ্ন:২ কার্বোহাইড্রেটের দুটি পুষ্টিগত গুরুত্ব উল্লেখ করাে ? উত্তর:  (i) শক্তি সরবরাহ—এক গ্রাম শর্করা জারিত হলে 4.0 কিলােক্যালােরি তাপশক্তি উৎপন্ন হয়। (ii) সঞ্চয়—শরীরের প্রয়ােজনের অতিরিক্ত শর্করা যকৃৎ ও পেশিতে গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে এবং ভবিষ্যতের প্রয়ােজনে কাজে লাগে।

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-কোশের গঠন এবং কাজ, সেট-৯

কোশের গঠন এবং কাজ প্রশ্ন:১ মাইটোসিসকে সমবিভাজন বলা হয় কেন ? উত্তর:  মাইটোসিস প্রক্রিয়ায় মাতৃকোশ ও উৎপন্ন অপত্য কোশের ক্রোমােজোম সংখ্যা সমান থাকে এবং তারা সমগুণসম্পন্ন হয়, এই কারণে মাইটোসিসকে সমবিভাজন বলে। প্রশ্ন:২ সাইক্লিনস্ (Cyclins) কী ? উত্তর:  সাইক্লিনস্ একপ্রকারের প্রােটিন। সাইক্লিনস্ ও সাইক্লিন-নির্ভর প্রােটিন কাইনেজেস্ (CDKs) মিলিতভাবে কোশচক্র নিয়ন্ত্রণ করে। কোশচক্র দুটি জায়গায় নিয়ন্ত্রিত হয় এদের যথাক্রমে প্রথম চেক্ পয়েন্ট (First check point) ও দ্বিতীয় চেক্ পয়েন্ট (Second check point) বলে। সাইক্লিন G1 (CG1) ক্রিয়া করে কোশচক্রের ‘G1’ দশাকে ‘S’ দশায় উন্নীত করে আবার সাইক্লিন M (CM) বা মাইটোটিক সাইক্লিন্ ক্রিয়া করে ‘G2’ দশাকে ‘M’ দশায় উন্নীত করে।

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-কোশের গঠন এবং কাজ, সেট-৮

কোশের গঠন এবং কাজ প্রশ্ন:১ মিয়ােসিস কোশ বিভাজন কোথায় এবং কখন ঘটে ? উত্তর:  নিম্নশ্রেণির উদ্ভিদ—শৈবাল ও ছত্রাকের ক্ষেত্রে জাইগােটের অঙ্কুরোদগমকালে (জাইগােটিক মিয়ােসিস), উন্নত উদ্ভিদ দেহে পুংরেণুস্থলী এবং স্ত্রীরেণুস্থলীতে অবস্থিত পুংরেণুমাতৃকোশ ও স্ত্রীরেণুমাতৃকোশে (স্পােরিক মিয়ােসিস) এবং উন্নত মেরুদণ্ডী প্রাণীদেহে শুক্রাশয় ও ডিম্বাশয়ে শুক্রাণু মাতৃকোশ এবং ডিম্বাণু মাতৃকোশে (গ্যামেটিক মিয়ােসিস) মিয়ােসিস বিভাজন ঘটে। প্রশ্ন:২ সেন্ট্রিওলার স্পিন্ডিল কাকে বলে ? উত্তর:  মাইটোটিক কোশ বিভাজনের সময় সেন্ট্রিওল থেকে যে স্পিন্ডিল তৈরি হয় তাকে সেন্ট্রিওলার স্পিন্ডিল বলে।

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-কোশের গঠন এবং কাজ, সেট-৭

কোশের গঠন এবং কাজ প্রশ্ন:১ ফুলের বিভিন্ন অংশে রঞ্জক পদার্থের তিনটি রাসায়নিক শ্রেণির নাম উল্লেখ করো। উত্তর:  ফুলের রঞ্জক পদার্থের তিনটি রাসায়নিক শ্রেণি হল যথাক্রমে— i. ক্যারােটিনয়েডস,  ii. ফ্ল্যাভােনয়েডস এবং  iii. বিটালিনস। প্রশ্ন:২ রাইবােফোরিন কাকে বলে ? উত্তর:  অমসৃণ এন্ডােপ্লাজমিক রেটিকিউলামের গাত্রে অবস্থিত যে প্রােটিনের সাহায্যে রাইবােজোম ER-এর সিস্টারনি পর্দার সঙ্গে যুক্ত থাকে, তাকে রাইবােফোরিন (Ribophorin) বলে। রাইবােফোরিন রাইবােজোম সংশ্লেষিত প্রােটিনকে সিস্টারনির মধ্যে স্থানান্তরিত হতে সাহায্য করে।

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-কোশের গঠন এবং কাজ, সেট-৬

কোশের গঠন এবং কাজ প্রশ্ন:১ ম্যাক্রোমলিকিউল কাকে বলে ? উত্তর:  যেসব রাসায়নিক পদার্থ অপেক্ষাকৃত জটিল গঠনের এবং যাদের আণবিক ওজন বেশি তাদের ম্যাক্রোমলিকিউল বলে। যেমন নিউক্লিক অ্যাসিড, প্রােটিন, লিপিড, পলিস্যাকারাইড ইত্যাদি। প্রশ্ন:২ মাইক্রোমলিকিউল কাকে বলে ?  উত্তর:  বিভিন্ন প্রকার রাসায়নিক দ্রব্যগুলির মধ্যে যারা আকৃতিতে ছােটো এবং আণবিক ওজন কম তাদের মাইক্রোমলিকিউল বলে।  যেমন—সরল শর্করা, অ্যামাইনাে অ্যাসিড, নিউক্লিওটাইড এবং খনিজ পদার্থ।

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-কোশের গঠন এবং কাজ, সেট-৫

কোশের গঠন এবং কাজ প্রশ্ন:১ রাইবােজোমের ও ক্যারিওজোম-এর মধ্যে পার্থক্য দেখাও। উত্তর:  কোশের সাইটোপ্লাজমে মুক্তভাবে বা এন্ডােপ্লাজমীয় জালিকার গায়ে ও নিউক্লীয় পর্দার গায়ে অবস্থিত প্রােটিন সংশ্লেষে অংশগ্রহণকারী রাইবােপ্রােটিন নির্মিত যে দানা বা কণিকা দেখা যায় তাদের রাইবােজোম (Ribosome) বলে। অপরপক্ষে, সহজে বর্ণযুক্ত করা যায় নিউক্লিয়াসমধ্যস্থ এমন গােলাকার ক্রোমাটিন বস্তুকে ক্যারিওজোম (Karyosome) বলে। প্রশ্ন:২ কোন্ প্রকার কোশে অধিক সংখ্যক গলগি বডি এবং কোন্ প্রকার কোশে অধিক সংখ্যক লাইসােজোম পাওয়া যায় ? উত্তর:  ক্ষরণকারী কোশে গলগি বডি অধিকসংখ্যায় থাকে। শ্বেতকণিকা ও ম্যাক্রোফ্যাজে অধিকসংখ্যায় লাইসােজোম থাকে।

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-কোশের গঠন এবং কাজ, সেট-৪

কোশের গঠন এবং কাজ প্রশ্ন:১ রাইজোপ্লাস্ট কী ? এটি কোথায় দেখা যায় ? উত্তর:  সেন্ট্রিওল ও ব্লেফারােপ্লাস্টের সংযােগ রক্ষাকারী তন্তুকে রাইজোপ্লাস্ট (Rhizoplast) বলে। এটি ক্ল্যামাইডােমােনাস নামক শৈবালে দেখা যায়। প্রশ্ন:২ পছন্দযুক্ত ভেদ্যতা কাকে বলে ? উত্তর:  যখন কোনাে একক পর্দা দ্রাবক ও দ্রাব অণু উভয়কেই নিজের প্রয়ােজন অনুসারে কোশে প্রবেশ করতে দেয়, তখন পর্দার এই বৈশিষ্ট্যকে পছন্দযুক্ত ভেদ্যতা বলে।

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-কোশের গঠন এবং কাজ, সেট-৩

কোশের গঠন এবং কাজ প্রশ্ন:১ প্রথম শ্রেণির প্রােটিন কাকে বলে ? উত্তর:  যেসব প্রােটিনে সব কটি অপরিহার্য অ্যামাইনাে অ্যাসিড থাকে, তাদের প্রথম শ্রেণির প্রােটিন বলে।  যেমন—প্রাণীজ প্রােটিন। প্রশ্ন:২ প্রােটিন ক্যালােরি অপুষ্টি কী জন্য হয় ? এটি কত প্রকার ? উত্তর:  শৈশবকালে যদি একাধারে প্রােটিন ও ক্যালােরির অভাব ঘটে, ফলে যে অপুষ্টি দেখা যায় তাকে প্রােটিন ক্যালােরি অপুষ্টি (PCM/PEM) বলে।  এই অপুষ্টি দু-রকমের— i. কোয়াশিওরকর ও  ii. ম্যারাসমাস।

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-কোশের গঠন এবং কাজ, সেট-২

কোশের গঠন এবং কাজ প্রশ্ন:১ গ্রাম-পজিটিভ ও গ্রাম-নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য কী ? উত্তর:  যেসব ব্যাটারিয়া গ্রাম-রঞ্জকে রঞ্জিত হয় এবং যাদের কোশপ্রাচীর পুরু (150-200Å) এবং এর প্রাচীরে পেপটাইডোগ্লাইক্যান-এর পরিমাণ বেশি (90-95%) থাকে। তাদের গ্রাম-পজিটিভ (Gm+) ব্যাকটেরিয়া বলে। অপরপক্ষে, যেসব ব্যাকটেরিয়া গ্রাম-রঞ্জকে রঞ্জিত হয় না এবং যাদের কোশপ্রাচীর পাতলা (75-120Å) এবং প্রাচীরে পেপটাইডোগ্লাইক্যান-এর পরিমাণ খুব কম (5-10%) থাকে তাদের গ্রাম-নেগেটিভ (Gm-) ব্যকটেরিয়া বলে।

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-কোশের গঠন এবং কাজ, সেট-১

কোশের গঠন এবং কাজ প্রশ্ন:১ ইউক্যারিয়ন, হেটারােক্যারিয়ন ও সিনক্যারিয়ন কাকে বলে ? উত্তর:  একটি কোশে একটি প্রজাতির নিউক্লিয়াস থাকলে তাকে ইউক্যারিয়ন (Eukaryon),  দুটি প্রজাতির দুটি নিউক্লিয়াস একটি কোশে থাকলে তাকে হেটারােক্যারিয়ন (Heterokayon) এবং দুটি প্রজাতির দুটি নিউক্লিয়াস মিলিত হয়ে একটি নিউক্লিয়াস গঠন করে একটি কোশে অবস্থান করলে, তাকে সিনক্যারিয়ন (Synkaryon) বলা হয়। প্রশ্ন:২ মাইটোকন্ড্রিয়াকে কোশের শক্তিঘর বলার কারণ কী ? উত্তর:  মাইটোকন্ড্রিয়ার মধ্যে ক্রেবস চক্রের মাধ্যমে কোশের প্রয়ােজনীয় শক্তি উৎপন্ন হওয়ায় মাইটোকন্ড্রিয়াকে কোশের শক্তিঘর (Power house of cell) বলে।

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান, সেট-২৫

উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান প্রশ্ন:১ পরাগযােগের বাহক কাকে বলে ? উত্তর:  যে সব বস্তু বা জীব পরাগযােগে সাহায্য করে, তাদের পরাগযােগের বাহক বলে।  যেমন—বায়ু, জল, কীট-পতঙ্গ, পাখি ইত্যাদি। প্রশ্ন:২ ক্লিস্টোগ্যামি কাকে বলে ? উত্তর:  যে সব ফুল সম্পূর্ণভাবে প্রস্ফুটিত হয় না, ফলে স্বপরাগযােগ সম্পন্ন হয়, তাকে ক্লিস্টোগ্যামি বা অনুন্মীলন বলে। দোপাটি, কানশিরা এইরকমের ফুল।

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান, সেট-২৪

উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান প্রশ্ন:১ তরুণাস্থি কোথায় পাওয়া যায় ? এর প্রধান অংশগুলি কী কী ? উত্তর:  তরুণাস্থি নাসিকার অগ্রভাগে, কর্ণছত্রে, পর্শুকা (rib) ও স্টারনামের সংযােগস্থল এবং হাঙরের অন্তঃকঙ্কালে পাওয়া যায়।  তরুণাস্থির অংশগুলি হল—ম্যাটিক্স বা ধাত্র, কন্ড্রোসাইট বা তরুণাস্থি কোশ এবং পেরিকন্ড্রিয়াম বা তরুণাস্থির আবরণ। প্রশ্ন:২ অস্থি মজ্জা কত প্রকার ? তাদের কাজ কী ? উত্তর:  অস্থি মজ্জা দু-প্রকারের, যথা—লাল অস্থি মজ্জা ও হলুদ অস্থি মজ্জা। লাল অস্থি মজ্জা অস্থির প্রান্তদেশে থাকে এবং RBC সৃষ্টি করে। হলুদ অস্থি মজ্জা বয়স্ক লােকদের অস্থিতে থাকে, যা থেকে WBC উৎপন্ন হয়।

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান, সেট-২৩

উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান প্রশ্ন:১ সুষম ফুল ও বিষম ফুল কাকে বলে ? উত্তর:  যে ফুলের বিভিন্ন স্তবকগুলি আকৃতিগতভাবে সমান, তাকে সুষম ফুল এবং যে ফুলের কোনাে না কোনাে স্তবকের অংশগুলি আকৃতিগতভাবে অসমান হয়, তাকে বিষম ফুল বলে। জবা, ধুতরাে সুষম এবং মটর, অপরাজিতা বিষম ফুল। প্রশ্ন:২ সাইন্যানড্রাস ও গাইন্যানড্রাস পুংকেশর কাকে বলে ? উত্তর:  যেসব ফুলের পুংকেশরগুলির পুংদণ্ড ও পরাগধানী পরস্পরের সংলগ্ন থাকে, তাদের সাইন্যানড্রাস পুংকেশর বলে।  যেমন—কুমড়াে।  অপরপক্ষে যখন পুংকেশরের পুংদণ্ডগুলি গর্ভপত্রের সঙ্গে যুক্ত থাকে, তখন তাদের গ্যাইন্যানড্রাস পুংকেশর বলে।  যেমন—আকন্দ।

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান, সেট-২২

উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান প্রশ্ন:১ প্রােনেটাম কাকে বলে ? উত্তর:  অগ্রবক্ষের টারগামকে প্রােনেটাম বলে। প্রশ্ন:২ হেপাটিক সিকা কী ? উত্তর:  আরশােলার গিজার্ড ও মেসেনটেরনের সংযােগস্থলে যে আটটি কর্ষিকার মতাে সরু নালি থাকে তাদের হেপাটিক সিকা বলে। এই নালির অগ্রপ্রান্ত বদ্ধ এবং পশ্চাদপ্রান্ত পৌষ্টিক নালিতে মুক্ত। এই নালিগুলি পাচক রস নিঃসরণ করে।

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান, সেট-২১

উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান প্রশ্ন:১ পাতার দুটি সাধারণ কাজ উল্লেখ করাে। উত্তর:  (i) পাতার প্রধান কাজ সালােকসংশ্লেষে সাহায্য করা।  (ii) পাতা শ্বসনে ও বাষ্পমােচনে বিশেষ ভূমিকা নেয়। প্রশ্ন:২ উদাহরণ দাও—স্ফীত পত্রবৃন্ত, পক্ষল পত্রবৃন্ত, আকর্ষী পত্রবৃন্ত এবং পর্ণবৃন্ত।  উত্তর:  স্ফীত পত্রবৃন্ত—কচুরিপানা,  পক্ষল পত্রবৃন্ত—লেবু,  আকর্ষী পত্রবৃন্ত—ছাগলবটি,  পর্ণবৃন্ত—আকাশমণি। প্রশ্ন:৩ সােপপত্রিক ও অনুপপত্রী কাকে বলে ?

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান, সেট-২০

উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান প্রশ্ন:১ রক্ত কী ? একে যােগকলা বলে কেন ? উত্তর:  রক্ত হল রক্তরস ও রক্তকণিকা সহযােগে গঠিত অস্বচ্ছ, ক্ষারধর্মী তরল যােগ কলা। রক্তে কোশ অপেক্ষা ধাত্রের পরিমাণ বেশি। রক্তে কোনাে ভিত্তিপর্দা থাকে না; তাই রক্তকে যােগ কলা বলে। প্রশ্ন:২ শ্বেত কণিকার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করাে। উত্তর:  (i) শ্বেত কণিকা আকৃতিবিহীন ও নিউক্লিয়াস যুক্ত।  (ii) শ্বেত কণিকা আমিবয়েড চলন প্রদর্শন করে এবং রক্তবাহের প্রাচীর ভেদ করতে পারে।

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান, সেট-১৯

উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান প্রশ্ন:১ অনৈচ্ছিক পেশি কাকে বলে ? এটি কোথায় দেখা যায় ? উত্তর:  যে সব পেশি স্বেচ্ছায় সংকুচিত হয় না, অনুপ্রস্থ রেখা থাকে না, সেই প্রকার পেশিকে অনৈচ্ছিক পেশি বলে। পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্র, জরায়ু, মূত্রনালি ইত্যাদি অঙ্গে অনৈচ্ছিক পেশি দেখা যায়। প্রশ্ন:২ ফ্লেক্সর ও এক্সটেনশন পেশির উদাহরণ দাও। উত্তর:  বাইসেপস্ ফ্লেক্সর পেশি এবং ট্রাইসেপস্ এক্সটেনসর পেশি।

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান, সেট-১৮

উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান প্রশ্ন:১ এপিথেলীয় কলার দুটি কাজ উল্লেখ করাে। উত্তর:  (i) রক্ষণাত্মক কাজ—এই কলা যে কলাকে বেষ্টন করে অবস্থান করে তাকে শুষ্কতার হাত থেকে রক্ষা করে এবং জীবাণু প্রবেশে বাধা দেয়।  (ii) ক্ষরণ—এই কলার কোশ বিভিন্ন পদার্থ ক্ষরণ করে। প্রশ্ন:২ কলামনার এপিথেলিয়াম কোথায় থাকে ? এর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করাে। উত্তর:  কলামনার এপিথেলিয়াম পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্র, অ্যালভিওলাই ইত্যাদি স্থানে থাকে। বৈশিষ্ট্য— (i) কোশগুলি স্তম্ভাকার,  (ii) কোশের পাদদেশে ডিম্বাকার নিউক্লিয়াস থাকে।

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান, সেট-১৭

উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান প্রশ্ন:১ মিশ্র মুকুল কাকে বলে ? উত্তর:  যে মুকুল থেকে উদ্ভিদের দৈহিক অঙ্গ এবং ফুল উভয়ই উৎপন্ন হয়, তাকে মিশ্র মুকুল বলে।  যেমন—আপেলের পুষ্প মুকুল। প্রশ্ন:২ তিনটি অস্থানিক মুকুলের উদাহরণ দাও। উত্তর:  (i) পাথরকুচি পাতার পত্রাশ্রয়ী মুকুল।  (ii) গােলাপের কাণ্ডজ মুকুল।  (iii) পটলের মূলজ মুকুল।

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান, সেট-১৬

উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান প্রশ্ন:১ হিমােলিম্ফ কী ? উত্তর:  আরশােলার বর্ণহীন রঞ্জককে হিমােলিল্ফ বলে। প্রশ্ন:২ কংগ্লোবেট গ্রন্থি কী ? উত্তর:  ক্ষেপন নালির অঙ্কীয় তলে একটি লম্বা চ্যাপটা থলির মতাে গ্রন্থি থাকে, যাকে কংগ্লোবেট গ্রন্থি বা ফ্যালিক গ্রন্থি বলে। এই গ্রন্থির শেষ অংশ ক্রমশ সরু হয়ে জনন প্রকোষ্ঠে উন্মুক্ত হয়। এই গ্রন্থি নিঃসৃত রস স্পার্মাটোফোরের বহিরাবরণ গঠন করে। প্রশ্ন:৩ আরশােলার হৃৎপিণ্ডে কটি প্রকোষ্ঠ আছে, তারা কোথায় অবস্থিত ?

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান, সেট-১৫

উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান প্রশ্ন:১ এপিপােগিয়াম কী ? উত্তর:  মূলবিহীন সপুষ্পক উদ্ভিদকে এপিপােগিয়াম বলে,  যেমন—ক্ষুদেপানা (wolffia sp.)। প্রশ্ন:২ ফুলের দুটি উল্লেখযােগ্য বৈশিষ্ট্য উল্লেখ করাে। উত্তর:  (i) ফুল একটি পরিবর্তিত বিটপ।  (ii) ফুল উদ্ভিদের বংশবিস্তারে সাহায্য করে।

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান, সেট-১৪

উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান প্রশ্ন:১ কাজের ভিত্তিতে নিউরােন কত প্রকারের ? উত্তর:  কাজের ভিত্তিতে স্নায়ুকোশ তিন প্রকারের,  যথা—সংজ্ঞাবহ নিউরােন, আজ্ঞাবহ নিউরােন এবং সহযােগী নিউরােন। প্রশ্ন:২ মায়েলিন ও অমায়েলিন স্নায়ু তন্তু কাকে বলে ? উত্তর:  যে স্নায়ু তন্তুতে মায়েলিন আবরণ থাকে তাকে মায়েলিন স্নায়ু তন্তু এবং যে স্নায়ু তন্তুতে মায়েলিন আবরণ থাকে না তাকে অমায়েলিন স্নায়ু তন্তু বলে।

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান, সেট-১৩

উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান প্রশ্ন:১ শ্বাসমূল কাকে বলে ? উত্তর:  যে সব মূল বায়ু থেকে অক্সিজেন গ্রহণের জন্য মাটির ওপর উঠে আসে তাদের স্বাসমূল বা নিউম্যাটোফোর বলে। সুন্দরী, গরান প্রভৃতি লবণাম্বু উদ্ভিদে স্বাসমূল থাকে। প্রশ্ন:২ জনন মূল কাকে বলে ? উত্তর:  যে সব অস্থানিক মূলে মুকুল জন্মায় এবং সেই মুকুল থেকে অপত্য উদ্ভিদ সৃষ্টি হয়, তাকে জনন মূল বলে। রাঙা আলু, পটল ইত্যাদি উদ্ভিদে জনন মূল থাকে।

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান, সেট-১২

উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান প্রশ্ন:১ অপসারী ও অভিসারী শিরাবিন্যাস কাকে বলে ? উত্তর:  যে বহুশিরাল শিরাবিন্যাসে প্রধান শিরাগুলি বৃন্তের অগ্রভাগ থেকে উৎপন্ন হয়ে পত্রফলকের মধ্য দিয়ে বিস্তৃত হয়ে পত্ৰকিনারায় বিভিন্ন দিকে ছড়িয়ে অবস্থান করে, তখন তাকে অপসারী শিরাবিন্যাস বলে। অপরপক্ষে প্রধান শিরাগুলি যখন বৃন্তের অগ্রভাগ থেকে উৎপন্ন হয়ে ফলকের মধ্য দিয়ে বিস্তৃত হয়ে পুনরায় অগ্রে মিলিত হয়, তখন তাকে অভিসারী শিরাবিন্যাস বলে। তালপাতায় অপসারী এবং বাঁশপাতায় অভিসারী শিরাবিন্যাস দেখা যায়। প্রশ্ন:২ একফলক, দ্বিফলক, ত্রিফল, চর্তুফলক ও অঙ্গুলাকার যৌগিক পত্রের উদাহরণ দাও। উত্তর:  একফলক—লেবুপাতা,  দ্বিফলক—হিঙ্গন,  ত্রিফলক—বেলপাতা,  চর্তুফলক—শুশনি এবং  অঙ্গুলাকার—শিমুল পাতা।

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান, সেট-১১

উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান প্রশ্ন:১ হাইডাথােড কী ? উত্তর:  প্রাইমুলা (Primula sp.), টম্যাটো  (Lycopersicon esculentum), কোলোকেসিয়া (Colocasia sp.) প্রভৃতি উদ্ভিদের পত্ৰকিনারা বা পত্রাগ্রে অবস্থিত জল ক্ষরণকারী রন্ধ্র বিশেষ। উদ্ভিদদেহ থেকে জল তরল আকারে হাইডাথােড বা জলরন্ধ্রের মাধ্যমে বাইরে নির্গত হয়। প্রশ্ন:২ অ্যালবুমিনাস কোশ কী ? উত্তর:  অপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে ফ্লোয়েম কলায় সঙ্গীকোশের পরিবর্তে যে বিশেষ কোশ থাকে, তাকে অ্যালবুমিনাস কোশ (Albuminous cell) বলে।

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান, সেট-১০

উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান প্রশ্ন:১ বালব্ বা কন্দ কাকে বলে ? উত্তর:  যে সব মৃদগত কাণ্ড সর্বাপেক্ষা ছােটো চাকতির মতাে এবং সঞ্চিত খাদ্যবিহীন, কাণ্ডে পর্ব ও সংকুচিত পর্বমধ্য থাকে এবং রসালাে শল্কপত্রযুক্ত হয়, কাণ্ডের নীচে অসংখ্য গুচ্ছমূল থাকে এবং অনুকূল ঋতুতে ভৌমপুষ্পদণ্ড সৃষ্টি হয়, তাদের বালব্ বা কন্দ বলে। পেয়াজ, রসুন ইত্যাদির কাণ্ড এই রকমের। প্রশ্ন:২ পর্ণকাণ্ড বা ফাইলােক্ল্যাড কাকে বলে ? উত্তর:  যেসব কাণ্ড খর্ব, স্থূল, রসালাে এবং পাতার মতাে চ্যাপটা ও সবুজ, তাদের পর্ণকাণ্ড বলে। ফণীমনসা উদ্ভিদে পর্ণকাণ্ড দেখা যায়।

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান, সেট-৯

উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান প্রশ্ন:১ স্ট্রাটিফায়েড কলামনার এপিথেলিয়াম কোথায় থাকে ? উত্তর:  আলজিহ্বা, পুরুষদের মূত্র নালির প্রশস্ত অংশে, স্নায়ুর অন্তঃআবরণীতে থাকে। প্রশ্ন:২ ট্রানজিশনাল এপিথেলিয়াম কোথায় থাকে ? উত্তর:  গবিনী, মূত্রাশয় ও মূত্রনালির ঊর্ধ্বাংশে থাকে।

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান, সেট-৮

উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান প্রশ্ন:১ কোন্ উদ্ভিদের দেহ কেবল মূল দ্বারা গঠিত ? উত্তর:  র‍্যাফ্লেসিয়া (Rafflesia sp.) কেবল মূল দ্বারা গঠিত। প্রশ্ন:২ বহুযােজী মূলত্র কাকে বলে ? উত্তর:  বহুস্তর বিশিষ্ট মূলত্রকে বহুযােজী মূলত্র বলে। কেয়া গাছে এরকম মূলত্র থাকে।

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান, সেট-৭

উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান প্রশ্ন:১ সিভনলের দুটি বৈশিষ্ট্য লেখাে। উত্তর:  (i) কোশগুলি নলাকার, সাইটোপ্লাজমপূর্ণ কিন্তু নিউক্লিয়াসবিহীন।  (ii) কোশগুলির প্রান্তপ্রাচীর চালুনির মতাে ছিদ্রযুক্ত হয়ে সিভপ্লেট গঠন করে। প্রশ্ন:২ মেটাজাইলেম কী ? উত্তর:  নালিকা বান্ডিলের অন্তর্গত বড়াে গহ্বরবিশিষ্ট যে জাইলেম মূলের ক্ষেত্রে কেন্দ্রের দিকে এবং কাণ্ডের ক্ষেত্রে পরিধির দিকে অবস্থিত তাকে মেটাজাইলেম (Metaxylem) বলে। এটি ট্র্যাকিড, ট্যাকিয়া, জাইলেম প্যারেনকাইমা ও জাইলেম তন্তু নিয়ে তৈরি।

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান, সেট-৬

উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান প্রশ্ন:১ নীরস ফল ও রসাল ফল কাকে বলে ? উত্তর:  যে ফল শুস্ক প্রকৃতির তাকে নীরস ফল এবং যে ফলের ফলত্বক রসালাে ও শাঁসালাে হয়, তাকে রসাল ফল বলে। ধান নীরস এবং আম রসাল ফল। প্রশ্ন:২ বেলুন পদ্ধতিতে কীভাবে বীজ বিস্তার লাভ করে ? উত্তর:  টেপারি, শিবঝুল প্রভৃতি ফলের বৃতি ফলটিকে সম্পূর্ণভাবে ঢেকে রাখে। বৃতি ও ফলের মধ্যবর্তী অংশ বায়ুপূর্ণ হওয়ায় ফলগুলি বেলুনের মতাে ভেসে স্থানান্তরিত হয়।

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান, সেট-৫

উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান প্রশ্ন:১ অনিয়ত পুষ্পবিন্যাস কাকে বলে ? উত্তর:  যে পুষ্পবিন্যাসে পুষ্পদণ্ডটি অনির্দিষ্টভাবে বৃদ্ধি পায়, পুষ্পদণ্ডের শীর্ষে কোনাে ফুল সৃষ্টি হয় না এবং ফুলগুলি পুষ্পদণ্ডের ওপর অগ্রোন্মুখভাবে প্রস্ফুটিত হয়, তাকে অনিয়ত পুষ্পবিন্যাস বলে।  যেমন—সরষে, রজনীগন্ধা ইত্যাদি। প্রশ্ন:২ কোরিম্ব পুষ্পবিন্যাস কী রকমের ? উত্তর:  এইরকম অনিয়ত পুষ্পবিন্যাসে মঞ্জরিদণ্ড অনির্দিষ্টভাবে বৃদ্ধি পায় এবং মঞ্জরিদণ্ডের আগায় উৎপন্ন ফুলগুলির বৃন্তিকাগুলি অসমান হয়। মঞ্জরিদণ্ডের নীচ থেকে ওপরের দিকে ক্রমান্বয়ে বড়াে থেকে ছােটো বৃন্ত সমন্বিত ফুলগুলি এমনভাবে সজ্জিত থাকে মনে হয় ফুলগুলি একই তলে সজ্জিত আছে।  যেমন—কালকাসুন্দা।

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান, সেট-৪

উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান প্রশ্ন:১ ভাজক কলার দুটি বৈশিষ্ট্য লেখাে। উত্তর:  (i) কোশগুলি অপরিণত ও বিভাজনে সক্ষম।  (ii) কোশগুলির মাঝে কোনাে কোশান্তররন্ধ্র থাকে না। প্রশ্ন:২ আদি ভাজক কলা কাকে বলে ? উত্তর:  উদ্ভিদের কাণ্ড ও মূলের শীর্ষস্থানে অবস্থিত যে ভাজক কলা অন্য সকল ভাজক কলা সৃষ্টি করে, তাকে আদি ভাজক কলা বলে।