প্রাচীন ভারত ও ভৌগোলিক প্রেক্ষাপট (Ancient India and Geographical Context) - প্রশ্নোত্তর ১। ভারতবর্ষকে কে নৃতত্ত্বের যাদুঘর আখ্যা দিয়েছেন? উঃ। ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে 'নৃতত্ত্বের যাদুঘর' বলে আখ্যা দিয়েছেন। ২। দ্রাবিড় সভ্যতা ভারতের কোথায় প্রথম গড়ে ওঠে? উঃ। দ্রাবিড় সভ্যতা প্রথম গড়ে ওঠে দক্ষিণ ভারতে। ৩। 'নাডিক' নামে কারা পরিচিত? উঃ। আর্যরা 'নার্ডিক' নামে পরিচিত। ৪। ভারতের প্রচীনতম লিপি কোনটি? উঃ। ভারতের প্রাচীনতম লিপি হল সিন্ধু লিপি।
বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল—
পুণ্য হউক, পুণ্য হউক, পুণ্য হউক হে ভগবান॥
বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ—
পূর্ণ হউক, পূর্ণ হউক, পূর্ণ হউক হে ভগবান॥
বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা—
সত্য হউক, সত্য হউক, সত্য হউক হে ভগবান॥
বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন—
এক হউক, এক হউক, এক হউক হে ভগবান॥
SOLVE এর পথচলা শুরু হয় ১লা জুলাই ২০১৯। মূলত বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে এই সাইট টি খোলা হয়।
পুণ্য হউক, পুণ্য হউক, পুণ্য হউক হে ভগবান॥
বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ—
পূর্ণ হউক, পূর্ণ হউক, পূর্ণ হউক হে ভগবান॥
বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা—
সত্য হউক, সত্য হউক, সত্য হউক হে ভগবান॥
বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন—
এক হউক, এক হউক, এক হউক হে ভগবান॥
SOLVE এর পথচলা শুরু হয় ১লা জুলাই ২০১৯। মূলত বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে এই সাইট টি খোলা হয়।
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর এই সাইটে দেওয়া হবে যা বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীদের অনেকটা সাহায্য করবে।
প্রশ্নোত্তরের পাশাপাশি বিভিন্ন ধরনের টিপস ও দেওয়া হবে।
বিভিন্ন পরীক্ষার প্রশ্নোত্তর দিয়ে বাংলা মাধ্যমের ছাত্রছাত্রী দের সাহায্য করা হলো আমাদের একমাত্র উদ্দেশ্য। আমরা চেষ্টা করবো বাংলার ছেলেমেয়েরা যাতে ভালো কিছু করতে পারে।
ধন্যবাদ।
Comments
Post a Comment