Skip to main content

Posts

Showing posts with the label সাধারণ জ্ঞান - ভারতে প্রথম

সাম্প্রতিক পোস্ট

নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও।

নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও।   অথবা,  একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও।  অথবা,  নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও।             উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়।  এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়।  নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা:       পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের নীচের দিকে ক্ষয়কাজ বেশি করে বলে নদী-খাত প্রথমে '।'

সাধারণ জ্ঞান।।ভারতের প্রথম মহিলা

ভারতের প্রথম মহিলা প্রশ্ন ১ ভারতের প্রথম মহিলা স্পীকার কে? (ক) কিরণ বেদী (খ) সুশীলা আয়ার (গ) আন্না চন্ডী (ঘ) নার্গিস দত্ত উত্তরঃ সুশীলা আয়ার প্রশ্ন  ২  ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? (ক) প্রতিভা প্যাটেল (খ) সরোজিনী নাইডু (গ) ইন্দিরা গান্ধী (ঘ) এখনও পর্যন্ত কোন মহিলা ভারতের প্রধানমন্ত্রী হয় নি উত্তরঃ ইন্দিরা গান্ধী

সাধারণ জ্ঞান।।পশ্চিমবঙ্গের প্রথম

পশ্চিমবঙ্গের প্রথম প্রশ্ন ১ পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে? (ক) ডঃ প্রফুল্ল ঘোষ (খ) ডঃ বিধান চন্দ্র রায় (গ) জ্যোতি বসু (ঘ) কেউই নয় উত্তরঃ ডঃ প্রফুল্ল ঘোষ প্রশ্ন  ২  পশ্চিমবঙ্গের প্রথম স্থলবাহিনীর প্রধান কে হন? (ক) এ কে চ্যাটার্জী (খ) সুব্রত মুখার্জী (গ) জয়ন্ত চৌধুরী (ঘ) কেউই নয় উত্তরঃ জয়ন্ত চৌধুরী

সাধারণ জ্ঞান।।পশ্চিমবঙ্গের প্রথম মহিলা

পশ্চিমবঙ্গের প্রথম মহিলা প্রশ্ন ১ পশ্চিমবঙ্গের প্রথম কোন মহিলা অ্যাকাদেমি পুরস্কার পেয়েছিলেন? (ক) আরতি সাহা (খ) দূর্বা ব্যানার্জী   (গ) মৈত্রেয়ী দেবী   (ঘ) কেউই নয় উত্তরঃ মৈত্রেয়ী দেবী   প্রশ্ন  ২  পশ্চিমবঙ্গের প্রথম মহিলা শহীদ কে? (ক) মাতঙ্গিনী হাজরা (খ) প্রীতিলতা ওয়াদেদার (গ) সরোজিনী নাইডু (ঘ) কেউই নয় উত্তরঃ মাতঙ্গিনী হাজরা প্রশ্ন ৩  পশ্চিমবঙ্গের প্রথম মহিলা আই এ এস অফিসার কে? (ক) রিতু মহেশ্বরী (খ) রমা মজুমদার (গ) চন্দ্রমুখী বসু (ঘ) কেউই নয় উত্তরঃ রমা মজুমদার প্রশ্ন ৪ পশ্চিমবঙ্গের প্রথম কোন মহিলা ইংলিশ চ্যালেন পার করেছিলেন? (ক) আরতি সাহা (খ) বুলা চৌধুরি (গ) শ্রেয়া দত্ত (ঘ) কেউই নয় উত্তরঃ আরতি সাহা প্রশ্ন ৫ পশ্চিমবঙ্গের প্রথম মহিলা জেলাশাসক কে? (ক) রমা মজুমদার   (খ) রানু ঘোষ (গ) বুলা চৌধুরি (ঘ) কেউই নয় উত্তরঃ রানু ঘোষ প্রশ্ন ৬ পশ্চিমবঙ্গের কোন মহিলা সর্বপ্রথম এভারেস্ট আরোহণ করেছিলেন? (ক) শিপ্রা মজুমদার (খ) দুর্বা ব্যানার্জী (গ) আরতী সাহা (ঘ) কেউই নয় উত্তরঃ শিপ্রা মজুমদার প্রশ্ন  ৭ পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে? (ক) সুচেতা কৃপালিনী (খ) সরোজিনী নাইডু (গ) রেজিনা গুহ (ঘ)

সাধারণ জ্ঞান।।ভারতে প্রথম।। সেট ৩

ভারতে প্রথম প্রশ্ন ১ ভারতের প্রথম মহিলা বিশ্ব বিদ্যালয় কোথায় গড়ে উঠেছিল? (ক) কলকাতা (খ) গুয়াহাটি (গ) পুনে (ঘ) দিল্লী উত্তরঃ  পুনে প্রশ্ন  ২  ভারতের প্রথম দেশীয় ব্যাঙ্ক কোনটি? (ক) দেনা ব্যাঙ্ক (খ) রিজার্ভ ব্যাঙ্ক (গ) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (ঘ) পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক উত্তরঃ  পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক

সাধারণ জ্ঞান।।ভারতে প্রথম।। সেট ২

ভারতে প্রথম প্রশ্ন ১ ভারতের প্রথম উপ প্রধান মন্ত্রী কে? (ক) ডঃ রাজেন্দ্র প্রসাদ (খ) সর্দার বল্লভ ভাই প্যাটেল (গ) মিহির সেন (ঘ) গৌতম কাজী উত্তরঃ  সর্দার বল্লভ ভাই প্যাটেল প্রশ্ন ২ ভারতের প্রথম রাজ্য সভার চেয়ারম্যান কে হয়েছিলেন? (ক) সুকুমার সেন (খ) হীরালাল জে কানাইয়া (গ) ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন (ঘ) ডঃ রাজেন্দ্র প্রসাদ উত্তরঃ  ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন

সাধারণ জ্ঞান।।ভারতে প্রথম।। সেট ১

ভারতে প্রথম প্রশ্ন ১ স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে? (ক) ডঃ জাকির হোসেন (খ) ডঃ রাজেন্দ্র প্রসাদ (গ) ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ (ঘ) জওহরলাল নেহেরু উত্তরঃ  ডঃ রাজেন্দ্র প্রসাদ প্রশ্ন ২  স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে? (ক) ডঃ জাকির হোসেন (খ) ডঃ ভি ভি গিরি (গ) জি এস পাঠক (ঘ) ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ উত্তরঃ  ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ