ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
ভারতে প্রধানত তিনটি পদ্ধতির দ্বারা জলসেচ করা হয়ে থাকে
১. কূপ ও নলকূপ
২. জলাশয়
৩. সেচখাল
কূপ ও নলকূপ - প্রায় ৫৮.৫%
সেচ খাল - প্রায় ২৫.৮ %
জলাশয় - প্রায় ৩.৩ %
অন্যান্য - প্রায় ১২.১%
রাজ্য অনুযায়ী বিভিন্ন জলসেচ ব্যাবস্থার অবস্থান :
কূপ ও নলকূপ
প্রথম - উত্তরপ্রদেশ
দ্বিতীয় - পাঞ্জাব
তৃতীয় - বিহার
জলাশয়
প্রথম - অন্ধ্রপ্রদেশ
দ্বিতীয় - তামিলনাড়ু
তৃতীয় - কর্ণাটক
সেচখাল
প্রথম - উত্তরপ্রদেশ
দ্বিতীয় - রাজস্থান
তৃতীয় - কর্ণাটক
ভারতের প্রায় ৩৭% মানুষ কৃষির সাথে যুক্ত

Comments
Post a Comment