ভারতবর্ষের নামকরণ-সংক্রান্ত বিতর্ক আমাদের দেশ 'ভারতবর্ষ' নামে পরিচিত হলেও এই নামকরণের উৎস নিয়ে ঐতিহাসিক ও পণ্ডিতদের মধ্যে যথেষ্ট মতপার্থক্য বা বিতর্ক রয়েছে। প্রধানত পৌরাণিক কাহিনি, ধর্মীয় বিশ্বাস এবং ঐতিহাসিক তথ্যের ওপর ভিত্তি করে এ বিষয়ে একাধিক মত প্রচলিত আছে।
ভারতে প্রধানত তিনটি পদ্ধতির দ্বারা জলসেচ করা হয়ে থাকে
১. কূপ ও নলকূপ
২. জলাশয়
৩. সেচখাল
কূপ ও নলকূপ - প্রায় ৫৮.৫%
সেচ খাল - প্রায় ২৫.৮ %
জলাশয় - প্রায় ৩.৩ %
অন্যান্য - প্রায় ১২.১%
রাজ্য অনুযায়ী বিভিন্ন জলসেচ ব্যাবস্থার অবস্থান :
কূপ ও নলকূপ
প্রথম - উত্তরপ্রদেশ
দ্বিতীয় - পাঞ্জাব
তৃতীয় - বিহার
জলাশয়
প্রথম - অন্ধ্রপ্রদেশ
দ্বিতীয় - তামিলনাড়ু
তৃতীয় - কর্ণাটক
সেচখাল
প্রথম - উত্তরপ্রদেশ
দ্বিতীয় - রাজস্থান
তৃতীয় - কর্ণাটক
ভারতের প্রায় ৩৭% মানুষ কৃষির সাথে যুক্ত

Comments
Post a Comment