দশম শ্রেণী-ভৌতবিজ্ঞান-পরিবেশের জন্য ভাবনা-ভৌতবিজ্ঞান ও পরিবেশ-এক নম্বরের প্রশ্ন বায়ুমণ্ডলের স্তর ও গঠন Q. বায়ুমণ্ডল কাকে বলে? Α. পৃথিবী পৃষ্ঠকে আবৃত করে কয়েক হাজার কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত অদৃশ্য গ্যাসীয় আবরণকে বায়ুমণ্ডল বলে. Q. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? Α. ৭৮.০৯%. Q. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? Α. ২০.৯৫%. Q. বায়ুমণ্ডলে আর্গন গ্যাসের শতকরা ভাগ কত? Α. ০.৯৩%. Q. বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত? Α. ০.০৩%. Q. বায়ুর প্রকৃতি অনুসারে বায়ুমণ্ডলকে কটি স্তরে ভাগ করা যায়? Α. ছয়টি. Q. ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত বিস্তৃত? Α. প্রায় ১৬-১৮ কিমি. Q. উচ্চতা বাড়লে ট্রপোস্ফিয়ারে বায়ুর চাপের কী পরিবর্তন হয়? Α. বায়ুর চাপ কমে যায়. Q. ট্রপোপজ কাকে বলে? Α. ট্রপোস্ফিয়ারের উপরের দিকের স্থির উষ্ণতার অঞ্চলকে (১০-১৬ কিমি) ট্রপোপজ বলে. Q. স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা কত? Α. ২০ থেকে ৪৫ কিমি পর্যন...
ভারতে প্রধানত তিনটি পদ্ধতির দ্বারা জলসেচ করা হয়ে থাকে
১. কূপ ও নলকূপ
২. জলাশয়
৩. সেচখাল
কূপ ও নলকূপ - প্রায় ৫৮.৫%
সেচ খাল - প্রায় ২৫.৮ %
জলাশয় - প্রায় ৩.৩ %
অন্যান্য - প্রায় ১২.১%
রাজ্য অনুযায়ী বিভিন্ন জলসেচ ব্যাবস্থার অবস্থান :
কূপ ও নলকূপ
প্রথম - উত্তরপ্রদেশ
দ্বিতীয় - পাঞ্জাব
তৃতীয় - বিহার
জলাশয়
প্রথম - অন্ধ্রপ্রদেশ
দ্বিতীয় - তামিলনাড়ু
তৃতীয় - কর্ণাটক
সেচখাল
প্রথম - উত্তরপ্রদেশ
দ্বিতীয় - রাজস্থান
তৃতীয় - কর্ণাটক
ভারতের প্রায় ৩৭% মানুষ কৃষির সাথে যুক্ত

Comments
Post a Comment