Skip to main content

Posts

Showing posts with the label সাধারণ জ্ঞান VSQ

সাম্প্রতিক পোস্ট

নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও।

নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও।   অথবা,  একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও।  অথবা,  নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও।             উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়।  এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়।  নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা:       পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...

[VSQ] সাধারণ জ্ঞান–সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সেট–২১৬

সাধারণ জ্ঞান প্রশ্ন:১ মঙ্গল গ্রহে পাঠানো মহাকাশ যানের নাম কী ? উত্তর:  পাথ ফাইন্ডার। প্রশ্ন:২ ভারতীয়রা কত সালে সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়ার অধিকার লাভ করে ? উত্তর:  ১৮৫৮ খ্রিষ্টাব্দে। প্রশ্ন:৩ শনি গ্রহে পাঠানো মহাকাশযানের নাম কী ? উত্তর:  ক্যাসিনি। প্রশ্ন:৪ বিশ্বের সর্ব প্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটি ? উত্তর:  ENIAC।

[VSQ] সাধারণ জ্ঞান–সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সেট–২১৫

সাধারণ জ্ঞান প্রশ্ন:১ ভারতের জাতীয় সংগীতটি প্রথম কোন উপন্যাসটিতে প্রকাশিত হয় ? উত্তর:  আনন্দমঠ। প্রশ্ন:২ এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা কে করেন ? উত্তর:  স্যার উইলিয়াম জোন্স। প্রশ্ন:৩ কবে থেকে ‘শকাব্দ’–এর প্রচলন হয়েছিল ? উত্তর:  ৭৮ খ্রিস্টাব্দে। প্রশ্ন:৪ ‘আধুনিক পাঞ্জাবের জনক’ কাকে বলা হয় ? উত্তর:  লর্ড ডালহৌসিকে।

[VSQ] সাধারণ জ্ঞান–সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সেট–২১৪

সাধারণ জ্ঞান প্রশ্ন:১ রকেট উৎক্ষেপণের ক্ষেত্রে কোন সূত্র কাজ করে ? উত্তর:  নিউটনের তৃতীয় সূত্র তথা ভরবেগের সংরক্ষণ সূত্র। প্রশ্ন:২ পড়ন্ত বস্তুর সূত্র আবিষ্কার করেন কে ? উত্তর:  গ্যালিলিও। প্রশ্ন:৩ তাপমাত্রার একক কী ? উত্তর:  কেলভিন। প্রশ্ন:৪ মন্দন কী ? উত্তর:  সরল পথে চলমান বস্তুর সময়ের সঙ্গে বস্তুর বেগ হ্রাসই মন্দন।

[VSQ] সাধারণ জ্ঞান–সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সেট–২১৩

সাধারণ জ্ঞান প্রশ্ন:১ ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয় ? উত্তর:  ১৯৪২ খ্রিস্টাব্দে। প্রশ্ন:২ ‘কথাসরিৎসাগর’ গ্রন্থ কার রচনা ? উত্তর:  সোমদেব ভট্ট। প্রশ্ন:৩ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠা হয় ? উত্তর:  ১৯২১ খ্রিস্টাব্দে। প্রশ্ন:৪ ভারত সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন ? উত্তর:  সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

[VSQ] সাধারণ জ্ঞান–সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সেট–২১২

সাধারণ জ্ঞান প্রশ্ন:১ পরমাণুর সর্বাপেক্ষা হালকা কনা কোনটি ? উত্তর:  ইলেকট্রন। প্রশ্ন:২ পরমানুর পজেটিভ চার্জযুক্ত কণিকা কোনটি ? উত্তর:  প্রোটন। প্রশ্ন:৩ পরমানুর চার্জ নিরপেক্ষ কণিকা কোনটি ? উত্তর:  নিউট্রন। প্রশ্ন:৪ নিউট্রন আবিস্কার করেন কে ? উত্তর:  জেমস চ্যাডউইক।

[VSQ] সাধারণ জ্ঞান–সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সেট–২১১

সাধারণ জ্ঞান প্রশ্ন:১ প্রথম বৌদ্ধ মহাসভা কোথায় হয়েছিল ? উত্তর:  রাজগৃহে। প্রশ্ন:২ পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন ? উত্তর:  অপরাজিত বর্মণ। প্রশ্ন:৩ মানবেন্দ্রনাথ রায়ের আসল নাম কি ? উত্তর:  নরেন্দ্রনাথ ভট্টাচার্য। প্রশ্ন:৪ শশাঙ্কের রাজধানীর নাম কি ? উত্তর:  কর্ণসুবর্ণ।

[VSQ] সাধারণ জ্ঞান–সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সেট–২১০

সাধারণ জ্ঞান প্রশ্ন:১ যোগ করার দক্ষতা গুণ করার ক্ষেত্রে বিশেষভাবে কার্যকরী হয়। এক্ষেত্রে কোন ধরনের শিখন সঞ্চালন ঘটেছে ? উত্তর:  ধনাত্বক শিখন সঞ্চালন। প্রশ্ন:২ একটি শিশুর বৃদ্ধি ও বিকাশ নির্ভর করে কিসের ওপর ? উত্তর:  জিনগত বৈশিষ্ট্য, পরিবেশ ও ব্যক্তির প্রভাবের ওপর। প্রশ্ন:৩ বংশগতির ক্ষুদ্রতম উপাদান কী ? উত্তর:  জিন।

[VSQ] সাধারণ জ্ঞান–সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সেট–২০৯

সাধারণ জ্ঞান প্রশ্ন:১ সংবাদপত্রের মুক্তিদাতা নামে কে পরিচিত ? উত্তর:  মেটকাফ। প্রশ্ন:২ কাকে ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী বলা হয় ? উত্তর:  ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রশ্ন:৩ কাদম্বরী গ্রন্থের রচয়িতা কে ? উত্তর:  বানভট্ট। প্রশ্ন:৪ অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস কে স্থাপন করেন ? উত্তর:  এন.এম.যোশি। প্রশ্ন:৫ লখনৌ চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ? উত্তর:  ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লিগের মধ্যে।

[VSQ] সাধারণ জ্ঞান–সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সেট–২০৮

সাধারণ জ্ঞান প্রশ্ন:১ কোন সালে এবং কোথায় ভারতের সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা হয় ? উত্তর:  ১৭৭৪ সালে কোলকাতায় ভারতের সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা হয়। প্রশ্ন:২ ম্যাঙ্গালোরের সন্ধি কত খ্রিস্টাব্দে এবং কাদের মধ্যে হয়েছিল ? উত্তর:  ১৭৮৪ খ্রিস্টাব্দে ম্যাঙ্গালোরের সন্ধি হয়েছিল এবং এই সন্ধি টিপু সুলতান এবং ইংরেজদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। প্রশ্ন:৩ ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ? উত্তর:  লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। প্রশ্ন:৪ ভারতের স্বাধীনতা আইন কে প্রচলন করেন ? উত্তর:  লর্ড মাউন্টব্যাটেন।

[VSQ] সাধারণ জ্ঞান–সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সেট–২০৭

সাধারণ জ্ঞান প্রশ্ন:১ এশিয়ার বৃহত্তম সমভূমি কোনটি ? উত্তর:  পশ্চিম সাইবেরিয়া। প্রশ্ন:২ পৃথিবীর বৃহত্তম লবন হ্রদ কোনটি ? উত্তর:  কাস্পিয়ান সাগর। প্রশ্ন:৩ বৃক্ষরূপী নদীবিন্যাস কোথায় দেখা যায় ? উত্তর:  মরু অঞ্চলে। প্রশ্ন:৪ জনবসতির বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত ? উত্তর:  দ্বিতীয়।

[VSQ] সাধারণ জ্ঞান–সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সেট–২০৬

সাধারণ জ্ঞান প্রশ্ন:১ বাংলার বিপ্লববাদের জনক কাকে বলা হয় ? উত্তর:  প্রমথনাথ মিত্র। প্রশ্ন:২ ‘আমার সংগ্রাম’ বা ‘মেঁই ক্যাম্ফ’ গ্রন্থটির রচয়িতা কে ? উত্তর:  অ্যাডলফ হিটলার। প্রশ্ন:৩ মহাত্মা গান্ধীর পুরো নাম কী ? উত্তর:  মোহনদাস করমচাঁদ গান্ধী। প্রশ্ন:৪ কবে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় ? উত্তর:  ১৯১৪ খ্রিস্টাব্দে।

[VSQ] সাধারণ জ্ঞান–সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সেট–২০৫

সাধারণ জ্ঞান প্রশ্ন:১ শ্রীরঙ্গপত্তমের যুদ্ধে ইংরেজরা কাকে পরাজিত করে ? উত্তর:  টিপু সুলতানকে। প্রশ্ন:২ সলবাই এর সন্ধি কবে স্বাক্ষরিত হয় ? উত্তর:  ১৭৮২ খ্রিস্টাব্দে। প্রশ্ন:৩ কোন আইন অনুযায়ী বাংলার গভর্নরকে গভর্নর জেনারেল করা হয় ? উত্তর:  ১৭৭৩ খ্রিস্টাব্দের রেগুলেটিং আইন অনুযায়ী। প্রশ্ন:৪ স্বত্ববিলোপ নীতি কে প্রবর্তন করেন ? উত্তর:  লর্ড ডালহৌসি।

[VSQ] সাধারণ জ্ঞান–সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সেট–২০৪

সাধারণ জ্ঞান প্রশ্ন:১ ভারতের প্রথম পারমানবিক বিস্ফোরণের সাংকেতিক নাম কী ছিল ? উত্তর:  শান্তিপূর্ণ নিউক্লিয় বিস্ফোরণ (বোমার সাংকেতিক নাম ছিল–স্মাইলিং বুদ্ধ)। প্রশ্ন:২ লালারস দিয়ে রেচিত হয় এমন একটি ভারি ধাতু কী ? উত্তর:  পারদ। প্রশ্ন:৩ কাশী বিশ্বনাথ মন্দির কোথায় অবস্থিত ? উত্তর:  বারানসী। প্রশ্ন:৪ মাছির লার্ভাকে কী বলে ? উত্তর:  ম্যাগট।

[VSQ] সাধারণ জ্ঞান–সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সেট–২০৩

সাধারণ জ্ঞান প্রশ্ন:১ উচ্চ শ্রেনীর প্রোটিন সমৃদ্ধ খাবার কোনটি ? উত্তর:  মাংস। প্রশ্ন:২ ঊর্ধ্ব মহাশিরা হৃৎপিণ্ডের কোন অলিন্দ থেকে উৎপন্ন হয় ? উত্তর:  ডান অলিন্দ। প্রশ্ন:৩ ইন্টারফেরন কি ? উত্তর:  ক্ষুদ্র ক্ষুদ্র অনেক গুলো প্রোটিনের সমষ্টি যা দেহের রোগ–প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। প্রশ্ন:৪ মটরগাছ কোন গোত্রের উদ্ভিদ ? উত্তর:  লেগুমিনোসি বা শিম্বগোত্রীয়।

[VSQ] সাধারণ জ্ঞান–সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সেট–২০২

সাধারণ জ্ঞান প্রশ্ন:১ ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সবথেকে কম ? উত্তর:  হরিয়ানাতে। প্রশ্ন:২ আশ্বিনের ঝড় দেখা যায় কোন রাজ্যে ? উত্তর:  পশ্চিমবঙ্গে। প্রশ্ন:৩ ভারতের সাতপুরা কী প্রকৃতির পর্বত ? উত্তর:  স্তূপ পর্বত। প্রশ্ন:৪ আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র কোথায় অবস্থিত ? উত্তর:  মার্কিন যুক্তরাষ্ট্রে।

[VSQ] সাধারণ জ্ঞান–সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সেট–২০১

সাধারণ জ্ঞান প্রশ্ন:১ কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় ? উত্তর:  আয়নোস্ফিয়ারে। প্রশ্ন:২ কোন শহরকে “নীরব শহর” বলা হয় ? উত্তর:  রোমকে। প্রশ্ন:৩ পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপের নাম কি ? উত্তর:  সুন্দরবন। প্রশ্ন:৪ বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক ? উত্তর:  নাইট্রোজেন গ্যাস।

[VSQ] সাধারণ জ্ঞান–সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সেট–২০০

সাধারণ জ্ঞান প্রশ্ন:১ বাংলার দেওয়ানি লাভের সময় গভর্নর কে ছিলেন ? উত্তর:  লর্ড ক্লাইভ। প্রশ্ন:২ জার্মানির সংসদ ভবনের নাম কী ছিল ?  উত্তর:  রাইখস্ট্যাগ। প্রশ্ন:৩ ভাইমার প্রজাতন্ত্র কোথায় গঠিত হয় ? উত্তর:  জার্মানির ভাইমার শহরে। প্রশ্ন:৪ পিটের ভারত আইন কত সালে প্রবর্তিত হয় ? উত্তর:  ১৭৮৪ সালে।

[VSQ] সাধারণ জ্ঞান–সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সেট–১৯৯

সাধারণ জ্ঞান প্রশ্ন:১ গান্ধীজীর অনুপস্থিতিতে কে ভারত ছাড়ো আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন ? উত্তর:  অরুণা আসফ আলি। প্রশ্ন:২ বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয় ? উত্তর:  সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। প্রশ্ন:৩ কোন আইনের দ্বারা প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের ওপর সরকারের নিয়ন্ত্রণের সূচনা হয় ? উত্তর:  ১৭৭৩ খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট। প্রশ্ন:৪ ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সম্পাদক কে ছিলেন ? উত্তর:  অ্যালান অক্টোভিয়ান হিউম।

[VSQ] সাধারণ জ্ঞান–সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সেট–১৯৮

সাধারণ জ্ঞান প্রশ্ন:১ বিদ্যালয়ে শ্রেণীকক্ষের প্রধান দায়িত্ব কি ? উত্তর:  শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখা। প্রশ্ন:২ শিক্ষক হিসাবে আপনি কোন ধরণের ছাত্রদের বিশেষ গুরুত্ব দেবেন ? উত্তর:  সক্রিয় ছাত্রদের। প্রশ্ন:৩ শিখনের ইনসাইট থিওরি কে প্রবর্তন করেছিলেন ? উত্তর:  প্যাভলভ। প্রশ্ন:৪ শিশুদের স্মৃতিশক্তি বলতে কি বোঝায় ? উত্তর:  অভিজ্ঞতালব্ধ বা শেখা বিষয় মনে রাখার ক্ষমতা।

[VSQ] সাধারণ জ্ঞান–সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সেট–১৯৭

সাধারণ জ্ঞান প্রশ্ন:১ শিবাজির শিক্ষার ছেলেবেলার গুরু কে ছিলেন ? উত্তর:  দাদাজি কন্ডদেব। প্রশ্ন:২ কে ‘বাহাদুর’ উপাধি গ্রহণ করেছিলেন ? উত্তর:  টিপু সুলতান। প্রশ্ন:৩ অজাতশত্রুর পুত্রের নাম কি ? উত্তর:  উদয়ী। প্রশ্ন:৪ রামমোহনের জীবনীকার কে ছিলেন ? উত্তর:  মিস সোফিয়া কোলেট।