প্রাচীন ভারত ও ভৌগোলিক প্রেক্ষাপট (Ancient India and Geographical Context) - প্রশ্নোত্তর ১। ভারতবর্ষকে কে নৃতত্ত্বের যাদুঘর আখ্যা দিয়েছেন? উঃ। ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে 'নৃতত্ত্বের যাদুঘর' বলে আখ্যা দিয়েছেন। ২। দ্রাবিড় সভ্যতা ভারতের কোথায় প্রথম গড়ে ওঠে? উঃ। দ্রাবিড় সভ্যতা প্রথম গড়ে ওঠে দক্ষিণ ভারতে। ৩। 'নাডিক' নামে কারা পরিচিত? উঃ। আর্যরা 'নার্ডিক' নামে পরিচিত। ৪। ভারতের প্রচীনতম লিপি কোনটি? উঃ। ভারতের প্রাচীনতম লিপি হল সিন্ধু লিপি।
পাঞ্জাব - ভাতিন্দা, রূপনগর
হরিয়ানা - পানিপথ, ফরিদাবাদ,যমুনাগর
উত্তরপ্রদেশ - হরদুয়াগঞ্জ, রিহান্দ, গোরক্ষপুর
দিল্লি - বদরপুর, ইন্দ্রপ্রস্থ, রাজঘাট
মহারাষ্ট্র - ট্রম্বে, ভুসাওয়াল, কোলাপুর, নাসিক, পারস, চোলা, উজ্জয়িনী
গুজরাট - সবরমতি, পোরবন্দর, কান্দালা, গান্ধীনগর
মধ্যপ্রদেশ - সাতপুর, বিন্ধ্যাচল
ছত্তিসগড় - কোরবা, অমরকণ্টক
অন্ধ্রপ্রদেশ - বিজয়ওয়ারা, নেল্লোর, রামগুন্ডাম
কর্ণাটক - ব্যাঙ্গালুরু, রায়চুর
তামিলনাড়ু - এন্নোর, তুতিকোরিন, নেভেলি
বিহার - মুজাফরপুর, বারাউনি
ঝাড়খন্ড - চন্দ্রপুরা, পাত্রাতু, বোকারো
ওড়িশা - তালচের, বালিওমেলা
পশ্চিমবঙ্গ - ফারাক্কা, সাঁওতালডি, ব্যান্ডেল, দুর্গাপুর, কোলাঘাট, টিটাগড় ইত্যাদি

Comments
Post a Comment