ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
পাঞ্জাব - ভাতিন্দা, রূপনগর
হরিয়ানা - পানিপথ, ফরিদাবাদ,যমুনাগর
উত্তরপ্রদেশ - হরদুয়াগঞ্জ, রিহান্দ, গোরক্ষপুর
দিল্লি - বদরপুর, ইন্দ্রপ্রস্থ, রাজঘাট
মহারাষ্ট্র - ট্রম্বে, ভুসাওয়াল, কোলাপুর, নাসিক, পারস, চোলা, উজ্জয়িনী
গুজরাট - সবরমতি, পোরবন্দর, কান্দালা, গান্ধীনগর
মধ্যপ্রদেশ - সাতপুর, বিন্ধ্যাচল
ছত্তিসগড় - কোরবা, অমরকণ্টক
অন্ধ্রপ্রদেশ - বিজয়ওয়ারা, নেল্লোর, রামগুন্ডাম
কর্ণাটক - ব্যাঙ্গালুরু, রায়চুর
তামিলনাড়ু - এন্নোর, তুতিকোরিন, নেভেলি
বিহার - মুজাফরপুর, বারাউনি
ঝাড়খন্ড - চন্দ্রপুরা, পাত্রাতু, বোকারো
ওড়িশা - তালচের, বালিওমেলা
পশ্চিমবঙ্গ - ফারাক্কা, সাঁওতালডি, ব্যান্ডেল, দুর্গাপুর, কোলাঘাট, টিটাগড় ইত্যাদি

Comments
Post a Comment