Skip to main content

Posts

Showing posts from April, 2020

সাম্প্রতিক পোস্ট

প্রাচীন ভারত ও ভৌগোলিক প্রেক্ষাপট (Ancient India and Geographical Context) - প্রশ্নোত্তর

প্রাচীন ভারত ও ভৌগোলিক প্রেক্ষাপট (Ancient India and Geographical Context) - প্রশ্নোত্তর ১। ভারতবর্ষকে কে নৃতত্ত্বের যাদুঘর আখ্যা দিয়েছেন? উঃ। ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে 'নৃতত্ত্বের যাদুঘর' বলে আখ্যা দিয়েছেন। ২। দ্রাবিড় সভ্যতা ভারতের কোথায় প্রথম গড়ে ওঠে? উঃ। দ্রাবিড় সভ্যতা প্রথম গড়ে ওঠে দক্ষিণ ভারতে। ৩। 'নাডিক' নামে কারা পরিচিত? উঃ। আর্যরা 'নার্ডিক' নামে পরিচিত। ৪। ভারতের প্রচীনতম লিপি কোনটি? উঃ। ভারতের প্রাচীনতম লিপি হল সিন্ধু লিপি।

সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গণিত অনুশীলন।।দিন ৩

---------------------------------------------------------------------------------------------------------------- দিন ০২ এর অঙ্ক গুলির জন্য এখানে ক্লিক করুন। ---------------------------------------------------------------------------------------------------------------- প্রশ্ন 1 (Bank P.O. 2008) 2115 / ? = 94 * 15 (A) 1.25 (B) 2.75 (C) 1.5 (D) 3 (E) কোনোটিই নয়।

[MCQ] Excretion||জীবনবিজ্ঞান।। রেচন।।সেট ১।।Solve.org.in

👉 প্রশ্ন ১ উদ্বায়ী তেল পাওয়া যায় —   ( a ) ইউক্যালিপটাসের পাতায় ( b ) রজন নালীতে ( c ) ক্ষীরনালীতে ( d ) ক্ষীরকোষে

সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গণিত অনুশীলন।। দিন ২

দিন ০১ এর অঙ্ক গুলির জন্য, এখানে ক্লিক করুন। প্রশ্ন 1 (S.S.C. 2007) একজন ব্যক্তি 1200 টাকায় 2 টি চেয়ার বিক্রি করেন। একটি চেয়ার এ তিনি 20% লাভ করেন এবং অন্যটিতে 20% ক্ষতি হয়। চেয়ার দুটি বিক্রি করে তার কি পরিমান লাভ বা ক্ষতি হলো?

সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গণিত অনুশীলন।। দিন ১

প্রশ্ন ১ 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো, যেটি 111 দ্বারা বিভাজ্য। (A) 111111 (B) 110011 (C) 100011 (D) কোনোটিই নয়।

[MCQ] MOVEMENT AND LOCOMOTION।। জীবনবিজ্ঞান।। চলন ও গমন।।সেট ১।।Solve.org.in

👉 প্রশ্ন ১ লজ্জাবতী গাছ স্পর্শ করলে সঙ্গে সঙ্গে পত্ৰকগুলি মুড়ে যায় , এটি এক রকমের  ( a ) নিকটিন্যাস্টি চলন ,  ( b ) সিসমোন্যাস্টি চলন ,  ( c ) কেমােন্যাস্টি চলন ,  ( d ) থার্মোন্যাস্টি চলন ।