Skip to main content

Posts

Showing posts with the label পদার্থবিদ্যা VSQ

সাম্প্রতিক পোস্ট

ইতিহাস MCQs For WBCS EXAM, SET 01

ইতিহাস MCQs For WBCS EXAM প্রশ্নঃ ১.  গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন? (a) লুম্বিনী (b) সারণাথ (c) কুশিনগর (d)  বুদ্ধগয়া উত্তরঃ d প্রশ্নঃ ২.  মৃচ্ছকটিকম নাটকটি কার লেখা? (a) বিসাখদত্ত (b) সুদ্রক (c)  বানভট্ট (d)  ভাস উত্তরঃ b

[VSQ] পদার্থবিদ্যা (তাপ, প্রবাহী তড়িৎ ও তড়িৎচুম্বকত্ব, আধুনিক পদার্থবিদ্যা), সেট–১৫

পদার্থবিদ্যা (তাপ, প্রবাহী তড়িৎ ও তড়িৎচুম্বকত্ব, আধুনিক পদার্থবিদ্যা) প্রশ্ন:১ আধানের ব্যাবহারিক একক লেখো। উত্তর:  আধানের ব্যাবহারিক একক coulomb (C)। প্রশ্ন:২ পরিবর্তী প্রবাহ (ac) কাকে বলে ? উত্তর:  তড়িৎপ্রবাহ নির্দিষ্ট সময়ের ব্যবধানে বিপরীতমুখী হলে সেই প্রবাহকে পরিবর্তী প্রবাহ (ac) বলে। প্রশ্ন:৩ তড়িৎবিভব ভেক্টর রাশি, না স্কেলার রাশি ? উত্তর:  তড়িৎবিভব স্কেলার রাশি।

[VSQ] পদার্থবিদ্যা (তাপ, প্রবাহী তড়িৎ ও তড়িৎচুম্বকত্ব, আধুনিক পদার্থবিদ্যা), সেট–১৪

পদার্থবিদ্যা (তাপ, প্রবাহী তড়িৎ ও তড়িৎচুম্বকত্ব, আধুনিক পদার্থবিদ্যা) প্রশ্ন:১ তাপ-আয়নিক ভাল্‌ভ বা ভ্যাকুয়াম টিউব কাকে বলে ? উত্তর:  তাপ-আয়নিক নিঃসরণকে যে যন্ত্রে কাজে লাগানো হয়, তাকে তাপ-আয়নিক ভাল্‌ভ বা ভ্যাকুয়াম টিউব বলে। প্রশ্ন:২ ডায়োডের একটি ব্যবহার লেখো। উত্তর:  পরিবর্তী প্রবাহ (ac)-কে একমুখী বা সমপ্রবাহ (dc) করার কাজে একমুখীকারক হিসেবে ডায়োড ব্যবহৃত হয়। প্রশ্ন:৩ তাপীয় আয়ন কাকে বলে ? উত্তর:  তাপপ্রয়োগে কোনো ধাতব পদার্থের পৃষ্ঠতল থেকে যে ইলেকট্রন নিঃসৃত হয়, তাদেরকে তাপীয় আয়ন বলে।

[VSQ] পদার্থবিদ্যা (তাপ, প্রবাহী তড়িৎ ও তড়িৎচুম্বকত্ব, আধুনিক পদার্থবিদ্যা), সেট–১৩

পদার্থবিদ্যা (তাপ, প্রবাহী তড়িৎ ও তড়িৎচুম্বকত্ব, আধুনিক পদার্থবিদ্যা) প্রশ্ন:১ ‘সিসার আপেক্ষিক তাপ 0.03’–এর অর্থ কী ? উত্তর:  একক ভরের সিসার এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করতে 0.03 একক তাপ লাগবে। অথবা 1g সিসার উষ্ণতা 1°C বৃদ্ধি করতে 0.03 cal তাপ লাগবে। প্রশ্ন:২ কোনো বস্তুর জলসম 20g বলতে কী বোঝ ? উত্তর:  কোনো বস্তুর জলসম 20g–এর অর্থ ওই বস্তুর 1°C উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেই পরিমাণ তাপ 20g জলের উষ্ণতা 1°C বৃদ্ধি করতে পারে। প্রশ্ন:৩ একই উষ্ণতায় 1g লোহা এবং 1g তামা কি একই পরিমাণ তাপ ধারণ করে ? ব্যাখ্যা করো। উত্তর:  একই পরিমাণ তাপ ধারণ করে না। লোহা ও তামার আপেক্ষিক তাপের মান ভিন্ন হওয়ার জন্য এরূপ হয়।

[VSQ] পদার্থবিদ্যা (তাপ, প্রবাহী তড়িৎ ও তড়িৎচুম্বকত্ব, আধুনিক পদার্থবিদ্যা), সেট–১২

পদার্থবিদ্যা (তাপ, প্রবাহী তড়িৎ ও তড়িৎচুম্বকত্ব, আধুনিক পদার্থবিদ্যা) প্রশ্ন:১ পরমাণুর কোন্ অংশ থেকে α ও β কণা নির্গত হয় ? উত্তর:  পরমাণুর নিউক্লিয়াস থেকে α ও β কণা নির্গত হয়। প্রশ্ন:২ α-কণা ও β-কণার মধ্যে কার গতিবেগ বেশি ? উত্তর:  α-কণা অপেক্ষা β-কণার গতিবেগ বেশি। প্রশ্ন:৩ X-রশ্মি উৎপাদন নলে উচ্চ গলনাঙ্কের টার্গেট রাখা হয় কেন ? উত্তর:  ফিলামেন্ট থেকে নির্গত ইলেকট্রনগুলি টার্গেটের ওপর কেন্দ্রীভূত হওয়ায় প্রচুর তাপ উৎপন্ন হয়। এই তাপে টার্গেট যাতে গলে না যায়, সেজন্য টার্গেটটি উচ্চ গলনাঙ্কবিশিষ্ট ধাতু দিয়ে তৈরি হয়।

[VSQ] পদার্থবিদ্যা (তাপ, প্রবাহী তড়িৎ ও তড়িৎচুম্বকত্ব, আধুনিক পদার্থবিদ্যা), সেট–১১

পদার্থবিদ্যা (তাপ, প্রবাহী তড়িৎ ও তড়িৎচুম্বকত্ব, আধুনিক পদার্থবিদ্যা) প্রশ্ন:১ রোধের ওপর চাপের প্রভাবকে কাজে লাগিয়ে কোন্ যন্ত্র তৈরী করা হয় ? উত্তর:  রোধের ওপর চাপের প্রভাবকে কাজে লাগিয়ে মাইক্রোফোন যন্ত্র তৈরি করা হয়। প্রশ্ন:২ তড়িৎপ্রবাহের তাপীয় ফলের এমন দুটি প্রয়োগের উল্লেখ করো যা গার্হস্থ্য জীবনে ব্যবহৃত হয়। উত্তর:  তড়িৎপ্রবাহের তাপীয় ফলকে কাজে লাগিয়ে তৈরি ইলেকট্রিক ইস্ত্রি ও হিটার গার্হস্থ্য জীবনে ব্যবহৃত হয়। প্রশ্ন:৩ ওহমের সূত্র মানে না এরূপ দুটি পরিবাহীর নাম লেখো। উত্তর:  ওহমের সূত্র মানে না এরূপ দুটি পরিবাহী হল—ডায়োড ভাল্ভ ও অর্ধপরিবাহী।

[VSQ] পদার্থবিদ্যা (তাপ, প্রবাহী তড়িৎ ও তড়িৎচুম্বকত্ব, আধুনিক পদার্থবিদ্যা), সেট–১০

পদার্থবিদ্যা (তাপ, প্রবাহী তড়িৎ ও তড়িৎচুম্বকত্ব, আধুনিক পদার্থবিদ্যা) প্রশ্ন:১ 1 w.h = কত J ? উত্তর:  1 W.h=1 W×1 h = 1 J.s-¹ × (60×60) s=3600 J। প্রশ্ন:২ তড়িৎপ্রবাহের অভিমুখ উল্টে গেলে তড়িৎচুম্বকের কী হবে ? উত্তর:  তড়িৎচুম্বকে তড়িৎপ্রবাহের অভিমুখ উল্টে দিলে তড়িৎচুম্বকের মেরু দুটির অবস্থান পূর্বের বিপরীত হয়। প্রশ্ন:৩ এমন একটি যন্ত্রের নাম করো যা তড়িৎপ্রবাহের ওপর চুম্বকের ক্রিয়ার নীতির ওপর কাজ করে। উত্তর:  তড়িৎপ্রবাহের ওপর চুম্বকের ক্রিয়ার নীতির ওপর কাজ করে বৈদ্যুতিক মোটর।

[VSQ] পদার্থবিদ্যা (তাপ, প্রবাহী তড়িৎ ও তড়িৎচুম্বকত্ব, আধুনিক পদার্থবিদ্যা), সেট–৯

পদার্থবিদ্যা (তাপ, প্রবাহী তড়িৎ ও তড়িৎচুম্বকত্ব, আধুনিক পদার্থবিদ্যা) প্রশ্ন:১ এক বালতি গরম জলে একটুকরো বরফ ফেললে তাপ কোন্‌দিকে প্রবাহিত হবে ? কোন্ সময় তাপের প্রবাহ বন্ধ হয়ে যাবে ? উত্তর:  এক বালতি গরম জলে একটুকরো বরফ ফেললে তাপ জল থেকে বরফের দিকে প্রবাহিত হবে। বরফগলা জল এবং বালতির গরম জলের উষ্ণতা সমান হয়ে গেলে তাপপ্রবাহ বন্ধ হয়ে যাবে। প্রশ্ন:২ ফারেনহাইট স্কেলের ঊর্ধ্বস্থিরাঙ্ক এবং নিম্নস্থিরাঙ্ক কত ? উত্তর:  ফারেনহাইট স্কেলের ঊর্ধ্বস্থিরাঙ্ক 212°F এবং নিম্নস্থিরাঙ্ক 32°F। প্রশ্ন:৩ থার্মোমিটারের প্রাথমিক অন্তর কাকে বলে ? উত্তর:  থার্মোমিটারের নিম্নস্থিরাঙ্ক এবং ঊর্ধ্বস্থিরাঙ্কের মধ্যবর্তী উষ্ণতার ব্যবধানকে প্রাথমিক অন্তর বলে।

[VSQ] পদার্থবিদ্যা (তাপ, প্রবাহী তড়িৎ ও তড়িৎচুম্বকত্ব, আধুনিক পদার্থবিদ্যা), সেট–৮

পদার্থবিদ্যা (তাপ, প্রবাহী তড়িৎ ও তড়িৎচুম্বকত্ব, আধুনিক পদার্থবিদ্যা) প্রশ্ন:১ α-রশ্মি ও γ-রশ্মির মধ্যে মূল পার্থক্য কী ? উত্তর:  α-রশ্মি 2 একক ধনাত্মক আধানবিশিষ্ট অতিক্ষুদ্র কণার স্রোত। γ-রশ্মি হল ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এই রশ্মি ভর ও আধানবিহীন। প্রশ্ন:২ X-রশ্মি ও γ-রশ্মির মধ্যে বৈসাদৃশ্য কী ? উত্তর:  (a) X-রশ্মির তরঙ্গদৈর্ঘ্য অপেক্ষা γ-রশ্মির তরঙ্গদৈর্ঘ্য কম।   (b) X-রশ্মির অপেক্ষা γ-রশ্মির ভেদনক্ষমতা বেশি। (c) পদার্থকে উচ্চ গতিবেগসম্পন্ন ইলেকট্রন দ্বারা আঘাত করলে X-রশ্মি নির্গত হয়। কিন্তু γ-রশ্মি নির্গত হয় পদার্থের স্বতঃস্ফূর্তভাবে তেজস্ক্রিয় বিভাজনের সময়। প্রশ্ন:৩ α, β ও γ রশ্মির মধ্যে ভেদনক্ষমতার তুলনামূলক আলোচনা করো। উত্তর:  γ-রশ্মির ভেদনক্ষমতা > β-রশ্মির ভেদনক্ষমতা > α-রশ্মির ভেদনক্ষমতা।

[VSQ] পদার্থবিদ্যা (তাপ, প্রবাহী তড়িৎ ও তড়িৎচুম্বকত্ব, আধুনিক পদার্থবিদ্যা), সেট–৭

পদার্থবিদ্যা (তাপ, প্রবাহী তড়িৎ ও তড়িৎচুম্বকত্ব, আধুনিক পদার্থবিদ্যা) প্রশ্ন:১ কুণ্ডলীর পাকসংখ্যা বাড়ালে তড়িৎচুম্বকের মেরুশক্তির কী হয় ? উত্তর:  কুণ্ডলীর পাকসংখ্যা বাড়ালে তড়িৎচুম্বকের মেরুশক্তি বাড়ে। প্রশ্ন:২ তড়িৎপ্রবাহের চুম্বকীয় ফলের প্রয়োগে প্রস্তুত একটি যন্ত্রের নাম লেখো। উত্তর:  তড়িৎপ্রবাহের চুম্বকীয় ফলের ওপর ভিত্তি করে তৈরি যন্ত্র হল গ্যালভ্যানোমিটার। প্রশ্ন:৩ ফিউজ তারকে মূল বর্তনীর সঙ্গে কোন্ সমবায়ে যোগ করা হয় ? উত্তর:  ফিউজ তারকে মূল বর্তনীর সঙ্গে শ্রেণি সমবায়ে যোগ করা হয়।

[VSQ] পদার্থবিদ্যা (তাপ, প্রবাহী তড়িৎ ও তড়িৎচুম্বকত্ব, আধুনিক পদার্থবিদ্যা), সেট–৬

পদার্থবিদ্যা (তাপ, প্রবাহী তড়িৎ ও তড়িৎচুম্বকত্ব, আধুনিক পদার্থবিদ্যা) প্রশ্ন:১ 1 A কাকে বলে ? উত্তর:  কোনো পরিবাহীর যে-কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে 1 C তড়িৎ প্রবাহিত হলে ওই প্রবাহমাত্রাকে 1 A বলে। প্রশ্ন:২ কোশের তড়িৎচালক বলের মান কোশের আকৃতির ওপর নির্ভর করে কি ? উত্তর:  কোশের তড়িৎচালক বলের মান কোশের আকৃতির ওপর নির্ভর করে না। প্রশ্ন:৩ বিভবপ্রভেদের ব্যাবহারিক একক কী ? উত্তর:  বিভবপ্রভেদের ব্যাবহারিক একক volt (V)।

[VSQ] পদার্থবিদ্যা (তাপ, প্রবাহী তড়িৎ ও তড়িৎচুম্বকত্ব, আধুনিক পদার্থবিদ্যা), সেট–৫

পদার্থবিদ্যা (তাপ, প্রবাহী তড়িৎ ও তড়িৎচুম্বকত্ব, আধুনিক পদার্থবিদ্যা) প্রশ্ন:১ কোনো তড়িৎ বর্তনীতে প্রবাহমাত্রা বাড়াতে বা কমাতে কোন যন্ত্র ব্যবহার করা হয় ? উত্তর:  তড়িৎ বর্তনীতে প্রবাহমাত্রা বাড়াতে বা কমাতে রিওস্ট্যাট নামক যন্ত্র ব্যবহার করা হয়। প্র শ্ন:২ রোধাঙ্ক কি পরিবাহীর দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের ওপর নির্ভর করে ? উত্তর:  রোধাঙ্ক পরিবাহীর দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ওপর নির্ভর করে না। প্রশ্ন:৩ ভোল্টমিটার দিয়ে কী মাপা হয় ? উত্তর:  ভোল্টমিটারের সাহায্যে তড়িৎ বর্তনীর যে-কোনো দুটি বিন্দুর মধ্যে বিভবপ্রভেদ মাপা হয়।

[VSQ] পদার্থবিদ্যা (তাপ, প্রবাহী তড়িৎ ও তড়িৎচুম্বকত্ব, আধুনিক পদার্থবিদ্যা), সেট–৪

পদার্থবিদ্যা (তাপ, প্রবাহী তড়িৎ ও তড়িৎচুম্বকত্ব, আধুনিক পদার্থবিদ্যা) প্রশ্ন:১ বস্তুতে তাপ প্রয়োগের ফলে বৈদ্যুতিক শক্তি সৃষ্টি করা যায় কি ? উত্তর:  দুটি ভিন্ন ধাতুর তারের দু-প্রান্ত জোড়া লাগিয়ে দু-প্রান্তে উন্নতার ব্যবধান সৃষ্টি করলে তার যুগ্মের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয়। প্রশ্ন:২ নিউক্লীয় সংযোজন ও বিভাজন—উভয় প্রক্রিয়ায় শক্তি উৎপাদিত হয় যে সূত্র অনুসারে, সেটির আবিষ্কারকের নামসহ সূত্রটি উল্লেখ করো। উত্তর:  নিউক্লিয় বিভাজন ও সংযোজন উভয় প্রক্রিয়ায় শক্তি উৎপাদিত হয় ভরের ঘাটতির ফলে। বিজ্ঞানী আইনস্টাইনের ভর-শক্তির তুল্যতা নীতি E=mc² সূত্রানুসারে উৎপাদিত হয়। এখানে, m=ঘাটতি ভরের পরিমাণ এবং c=আলোর বেগ। প্রশ্ন:৩ ধাতবপৃষ্ঠ থেকে বেরিয়ে আসার জন্য একটি ইলেকট্রনের যে ন্যূনতম শক্তির প্রয়োজন তাকে ওই ধাতুর কী বলা হয় ? উত্তর:  কার্য-অপেক্ষক।

[VSQ] পদার্থবিদ্যা (তাপ, প্রবাহী তড়িৎ ও তড়িৎচুম্বকত্ব, আধুনিক পদার্থবিদ্যা), সেট–৩

পদার্থবিদ্যা (তাপ, প্রবাহী তড়িৎ ও তড়িৎচুম্বকত্ব, আধুনিক পদার্থবিদ্যা) প্রশ্ন:১ তড়িৎচুম্বকের মেরু কীভাবে বদলানো যায় ? উত্তর:  তড়িৎচুম্বকে তড়িৎপ্রবাহের অভিমুখ উল্টে দিয়ে তড়িৎচুম্বকের মেরু বদলানো যায়। প্রশ্ন:২ কোন্ তরলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি ? উত্তর:  জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি। প্রশ্ন:৩ তড়িৎ চুম্বকের মজ্জা কাকে বলে ? উত্তর:  তড়িৎ চুম্বকে যে কাঁচা লোহার দণ্ডটিকে ঘিরে তারের কুণ্ডলী জড়ানো থাকে, তাকে তড়িৎ চুম্বকের মজ্জা বলে।

[VSQ] পদার্থবিদ্যা (তাপ, প্রবাহী তড়িৎ ও তড়িৎচুম্বকত্ব, আধুনিক পদার্থবিদ্যা), সেট–২

পদার্থবিদ্যা (তাপ, প্রবাহী তড়িৎ ও তড়িৎচুম্বকত্ব, আধুনিক পদার্থবিদ্যা) প্রশ্ন:১ সেলসিয়াস স্কেলে মানবদেহের স্বাভাবিক উষ্ণতা কত ? উত্তর:  মানবদেহের স্বাভাবিক উষ্ণতা 36.9°C। প্রশ্ন:২ পরম স্কেলে 27°C-এর পাঠ কত হবে ? উত্তর:  পরম স্কেলে উষ্ণতার পাঠ=(273+27)=300K। প্রশ্ন:৩ SI-তে তাপমাত্রার একক কী ? উত্তর:  SI-তে তাপমাত্রার একক kelvin (K)।

[VSQ] পদার্থবিদ্যা (তাপ, প্রবাহী তড়িৎ ও তড়িৎচুম্বকত্ব, আধুনিক পদার্থবিদ্যা), সেট–১

পদার্থবিদ্যা (তাপ, প্রবাহী তড়িৎ ও তড়িৎচুম্বকত্ব, আধুনিক পদার্থবিদ্যা) প্রশ্ন:১ X-রশ্মি কি গ্যাসকে আয়নিত করতে পারে ? উত্তর:  X-রশ্মি গ্যাসকে আয়নিত করতে পারে। প্রশ্ন:২ হীরক বিশুদ্ধ কি না জানতে কোন্ রশ্মির সাহায্য নেওয়া হয় ? উত্তর:  হীরক বিশুদ্ধ কি না জানতে X-রশ্মির সাহায্য নেওয়া হয়। প্রশ্ন:৩ X-রশ্মি কি তড়িৎক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় ?  উত্তর:  X-রশ্মি তড়িৎক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না, কারণ X-রশ্মি তড়িদাধানযুক্ত কণা নয়, তড়িৎচুম্বকীয় তরঙ্গ।

[VSQ] পদার্থবিদ্যা - আলো

আলো প্রশ্ন:১ কমলা বর্ণের পরিপূরক বর্ণ কী ? উত্তর:  কমলা বর্ণের পরিপূরক বর্ণ হল নীল। প্রশ্ন:২ একটি লেন্সকে একটি দেয়ালের সামনে 10 cm দূরে রাখা হলে একটি দূরের বস্তুর উলটানো প্রতিবিম্ব ভালোভাবে ফোকাসিত হয়। লেন্সটি কী ধরনের এবং এর ফোকাস দূরত্ব কত ? উত্তর:  এ কটি লেন্সকে একটি দেয়ালের সামনে 10 cm দূরে রাখা হলে, একটি দূরের বস্তুর উলটানো লেন্সের ফোকাসতলে গঠিত হয়। এক্ষেত্রে লেন্সটি উত্তল লেন্স এবং ফোকাস দূরত্ব 10 cm। প্রশ্ন:৩ কীভাবে সাদা আলোকে বিচ্ছুরিত করা যায় ? সাদা আলোতে কয়টি রঙের আলো মেশানো থাকে ? উত্তর:  প্রিজমের সাহায্যে সাদা আলোকে বিচ্ছুরিত করা যায়। সাদা আলোতে সাতটি রঙের আলো মেশানো থাকে।

[VSQ] পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার সাধারণ বিষয়(পরমাণুর গঠন, গ্যাসের ধর্ম, অ্যাভোগাড্রোর সূত্র) সেট–৯

পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার সাধারণ বিষয় প্রশ্ন:১ যোজ্যতা ইলেকট্রন কাকে বলে ? উত্তর:  পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষের যে সমস্ত ইলেকট্রন রাসায়নিক মিলনে অংশ নেয়, তাদের যোজ্যতা-ইলেকট্রন বলে। প্রশ্ন:২ একটি পরমাণুর K কক্ষে 2 টি, L কক্ষে 8 টি এবং M কক্ষে 1 টি ইলেকট্রন আছে। পরমাণুটির পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা কত ? পরমাণুটির যোজ্যতা কত ? মৌলটির ভরসংখ্যা 23 হলে নিউট্রন সংখ্যা কত ? পরমাণুটি থেকে 1 টি ইলেকট্রন সরিয়ে নিলে পরমাণুটির কী পরিবর্তন হবে ? উত্তর:  পরমাণুটির মোট ইলেকট্রন সংখ্যা= 2+8+1=11 ∴ পরমাণুটির প্রোটন সংখ্যা=11; সুতরাং, পরমাণুটির পারমাণবিক সংখ্যা=11 যেহেতু পরমাণুটির সবচেয়ে বাইরের কক্ষে ইলেকট্রনের সংখ্যা 1 টি, অতএব পরমাণুটির যোজ্যতা=1। পরমাণুটির নিউট্রন সংখ্যা=ভরসংখ্যা–প্রোটন সংখ্যা=23–11=12 পরমাণুটি থেকে 1 টি ইলেকট্রন সরিয়ে নিলে কেন্দ্রক-এ 1 টি প্রোটনের আধিক্যের জন্য পরমাণুটি 1 একক ধনাত্মক আধানবিশিষ্ট ক্যাটায়নে পরিণত হবে।

[VSQ] পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার সাধারণ বিষয়(পরমাণুর গঠন, গ্যাসের ধর্ম, অ্যাভোগাড্রোর সূত্র) সেট–৮

পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার সাধারণ বিষয় প্রশ্ন:১ 56g নাইট্রোজেন=কত g.mol নাইট্রোজেন ? উত্তর:  আমরা জানি, 28 g N2=1 g.mol N2 ∴  56g নাইট্রোজেন= 2 g.mol নাইট্রোজেন। প্রশ্ন:২ 12g কার্বনে পরমাণুর সংখ্যা কত ? উত্তর:  কার্বনের পারমাণবিক গুরুত্ব 12। ∴ 12g কার্বনে পরমাণুর সংখ্যা 6.023×10²³। প্রশ্ন:৩ 4 mol অ্যামোনিয়া বলতে কত ওজনের অ্যামোনিয়াকে বোঝায় ? উত্তর:  অ্যামোনিয়ার আণবিক গুরুত্ব=17 অর্থাৎ 1 mol অ্যামোনিয়ার ওজন=17g। ∴ 4 mol অ্যামোনিয়ার ওজন=17×4 = 68g।

[VSQ] পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার সাধারণ বিষয়(পরমাণুর গঠন, গ্যাসের ধর্ম, অ্যাভোগাড্রোর সূত্র) সেট–৭

পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার সাধারণ বিষয় প্রশ্ন:১ একটি নিউট্রন একটি ইলেকট্রনের তুলনায় কতগুণ ভারী ? উত্তর:  একটি নিউট্রন একটি ইলেকট্রনের তুলনায় 1839 গুণ ভারী। প্রশ্ন:২ কোনো মৌলের পরমাণুতে উপস্থিত নিউট্রন ও প্রোটনের মোট সংখ্যাকে কী বলে ? উত্তর:  কোনো মৌলের পরমাণুতে উপস্থিত নিউট্রন ও প্রোটনের মোট সংখ্যাকে ওই মৌলের ভরসংখ্যা বলে। প্রশ্ন:৩ প্রোটনের তড়িদাধানের প্রকৃতি কী ? উত্তর:  প্রোটন ধনাত্মক তড়িত্যুক্ত কণা।

[VSQ] পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার সাধারণ বিষয়(পরমাণুর গঠন, গ্যাসের ধর্ম, অ্যাভোগাড্রোর সূত্র) সেট–৬

পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার সাধারণ বিষয় প্রশ্ন:১ আর্গন গ্যাসের পারমাণবিকতা কত ? উত্তর:  আর্গন গ্যাসের পারমাণবিকতা 1। প্রশ্ন:২ 1 mol অক্সিজেনের ওজন কত ?  উত্তর:  1 mol অক্সিজেনের ওজন 32 g। প্রশ্ন:৩ পরমাণুবাদের জনক কোন্ বিজ্ঞানী ? উত্তর:  পরমাণুবাদের জনক হলেন বিজ্ঞানী ডালটন।