পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
পদার্থবিদ্যা (তাপ, প্রবাহী তড়িৎ ও তড়িৎচুম্বকত্ব, আধুনিক পদার্থবিদ্যা) প্রশ্ন:১ আধানের ব্যাবহারিক একক লেখো। উত্তর: আধানের ব্যাবহারিক একক coulomb (C)। প্রশ্ন:২ পরিবর্তী প্রবাহ (ac) কাকে বলে ? উত্তর: তড়িৎপ্রবাহ নির্দিষ্ট সময়ের ব্যবধানে বিপরীতমুখী হলে সেই প্রবাহকে পরিবর্তী প্রবাহ (ac) বলে। প্রশ্ন:৩ তড়িৎবিভব ভেক্টর রাশি, না স্কেলার রাশি ? উত্তর: তড়িৎবিভব স্কেলার রাশি।