Skip to main content

Posts

Showing posts from May, 2022

সাম্প্রতিক পোস্ট

নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও।

নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও।   অথবা,  একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও।  অথবা,  নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও।             উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়।  এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়।  নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা:       পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের নীচের দিকে ক্ষয়কাজ বেশি করে বলে নদী-খাত প্রথমে '।'

দেশীয় ভাষা সংবাদপত্র আইন (১৮৭৮ খ্রি.)

দেশীয় ভাষা সংবাদপত্র আইন প্রবর্তন সাম্রাজ্যবাদী গভর্নর–জেনারেল লর্ড লিটন দেশীয় পত্রপত্রিকার কণ্ঠরোধ করার সিদ্ধান্ত নেন। এই উদ্দেশ্যে তিনি ১৮৭৮ খ্রিস্টাব্দে দেশীয় ভাষা সংবাদপত্র আইন (Vernacular Press Act, 1878) জারি করেন। পটভূমি ঊনবিংশ শতকে দেশীয় সংবাদপত্রগুলিতে সরকারি কর্মচারীদের অন্যায় আচরণ, অর্থনৈতিক শোষণ, দেশীয় সম্পদের বহির্গমন, দেশীয় শিল্পের অবক্ষয় ইত্যাদি নানা বিষয় তুলে ধরা হয়। ইতিহাসবিদ এ.আর.দেশাইয়ের মতে, “ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে সংবাদপত্র হল এক গুরুত্বপূর্ণ মাধ্যম”।

নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন

নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন আইন প্রবর্তনের কারণ ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে জাতীয়তাবাদী নাটক রচনা করে ব্রিটিশের শোষণ ও অপশাসনের বিরুদ্ধে জনমত সংগঠিত করার কাজ শুরু হয়। অমৃতলাল বসুর ‘চা–কর দর্পণ’, দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটকে অত্যাচারী শ্বেতাঙ্গ সাহেবদের মুখোশ খুলে দেওয়া হয়। অমৃতলাল বসু ও উপেন্দ্রনাথ দাস ‘হনুমান চরিত’ নামক প্রহসন নাটকে ইংরেজের প্রতি ব্যঙ্গবিদ্রুপ প্রকাশ করেন। গ্রামেগঞ্জে ব্রিটিশ বিরোধী মনোভাব সৃষ্টির কাজে নাটকগুলি সাফল্য পায়। সরকার দমনমূলক আইন জারি করে দেশাত্মবোধক নাটকের প্রচার বন্ধ করে দিতে উদ্যত হয়।

স্বদেশপ্রেমমূলক জাতীয়তাবাদী সাহিত্যের বিবরণ

স্বদেশপ্রেমমূলক জাতীয়তাবাদী সাহিত্যের বিবরণ উনিশ শতকের ভারতে বেশ কিছু প্রতিভাবান ও সৃজনশীল লেখক আবির্ভূত হন। এইসব সাহিত্যিক তাঁদের সাহিত্যে নতুন যুগের আশা–আকাঙ্ক্ষা, ধ্যানধারণা, বাস্তব পরিস্থিতির প্রতিফলন ঘটান। এর মধ্যে স্বদেশপ্রেমমূলক জাতীয়তাবাদী সাহিত্য ছিল বিশেষ উল্লেখযোগ্য। 

থিয়োজফিক্যাল সোসাইটি

থিয়োজফিক্যাল সোসাইটি অর্থ ‘থিওস’ (ঈশ্বর) ও ‘সোফিয়া’ (জ্ঞান)—এই দুটি গ্রিক শব্দের মিলিত রূপ হল ‘থিওসফি’। সংস্কৃত ভাষায় এর অর্থ হল ব্রহ্মবিদ্যা। খ্রিস্টীয় তৃতীয় শতাব্দীতে গ্রিক দার্শনিক ইয়ামব্লিকাস সর্বপ্রথম এই শব্দটি ব্যবহার করেন।

[SAQ] ইতিহাস–ভারতের সমন্বয়বাদী সংস্কৃতি, সেট–১

ভারতের সমন্বয়বাদী সংস্কৃতি প্রশ্ন:১ ভক্তিবাদ বলতে কী বোঝায় ? উত্তর:  সুলতানি তথা মধ্যযুগে একশ্রেণির সন্ন্যাসীগণ ঈশ্বর আরাধনার মাধ্যম হিসেবে ‘ভক্তি’ কে অবলম্বন করেছিলেন এবং প্রচার করেছিলেন। এটি ইতিহাসে ভক্তিবাদ বা ভক্তি আন্দোলন নামে পরিচিত। প্রশ্ন:২ দাদু কে ছিলেন ? উত্তর:  মধ্যযুগের অন্যতম ভক্তিবাদী সাধক ছিলেন দাদু বা দাদু দয়াল। তিনি রামচন্দ্রের উপাসক ছিলেন। তিনি ফতেপুর সিক্রিতে সম্রাট আকবরের সঙ্গে ধর্ম আলোচনা করেন।

[VSQ] ইতিহাস–ভারতের সমন্বয়বাদী সংস্কৃতি, সেট–১

ভারতের সমন্বয়বাদী সংস্কৃতি প্রশ্ন:১ লালকেল্লা কার আমলে নির্মিত হয় ? উত্তর: শাহজাহানের। প্রশ্ন:২ ময়ূর সিংহাসন কে নির্মাণ করেন ? উত্তর: শাহজাহান। প্রশ্ন:৩ জাহাঙ্গিরের আমলের একজন প্রখ্যাত চিত্রকরের নাম করো। উত্তর: ওস্তাদ মনসুর।