Skip to main content

Posts

Showing posts with the label ভূগোল সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

সাম্প্রতিক পোস্ট

নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও।

নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও।   অথবা,  একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও।  অথবা,  নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও।             উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়।  এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়।  নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা:       পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের নীচের দিকে ক্ষয়কাজ বেশি করে বলে নদী-খাত প্রথমে '।'

আঞ্চলিক ভূগোলের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-ভারতের ভূপ্রকৃতি, নদনদী, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ ও মৃত্তিকা সেট-৭

ভারতের ভূপ্রকৃতি, নদনদী, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ ও মৃত্তিকা প্রশ্ন:১ পশ্চিমঘাট পর্বত থেকে উৎপন্ন হয়ে আরবসাগরে পতিত হয়েছে এরকম চারটি নদীর নাম লেখাে। উত্তর:  পশ্চিমঘাট পর্বত থেকে উৎপন্ন হয়ে আরবসাগরে পতিত হয়েছে এ রকম চারটি নদী হল— (i) গুজরাট উপকূলের ভাদর,  (ii) কোঙ্কন উপকূলের উলহাস,  (iii) কর্ণাটক উপকূলের সরস্বতী এবং  (iv) মালাবার উপকূলের পেরিয়ার।

আঞ্চলিক ভূগোলের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-ভারতের ভূপ্রকৃতি, নদনদী, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ ও মৃত্তিকা সেট-৬

ভারতের ভূপ্রকৃতি, নদনদী, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ ও মৃত্তিকা প্রশ্ন:১ ভারতে সরলবর্গীয় অরণ্য কোথায় দেখা যায় ? অথবা, হিমালয় পর্বতের উচ্চ অংশে সরলবর্গীয় অরণ্য দেখা যায় কেন ? উত্তর:  সরলবর্গীয় অরণ্য প্রধানত শীতল নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চল যেখানে দীর্ঘস্থায়ী শীতকাল এবং প্রায় প্রতিদিন তুষারপাত হয় সেইসব অঞ্চলে জন্মায়। ভারতে এই ধরনের জলবায়ু হিমালয় পর্বতের উচ্চ অংশে লক্ষ করা যায়। পূর্ব হিমালয়ের ২০০০ থেকে ৪০০০ মিটার উচ্চতায় ও পশ্চিম হিমালয়ের ২০০০ থেকে ৩৫০০ মিটার উচ্চতায় সরলবর্গীয় অরণ্য দেখা যায়। যেমন—পাইন, ফার প্রভৃতি।

আঞ্চলিক ভূগোলের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-ভারতের ভূপ্রকৃতি, নদনদী, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ ও মৃত্তিকা সেট-৫

ভারতের ভূপ্রকৃতি, নদনদী, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ ও মৃত্তিকা প্রশ্ন:১ সিন্ধু নদের প্রধান কয়েকটি উপনদীর নাম লেখাে। উত্তর:  সিন্ধু নদের ডান তীরের কয়েকটি উপনদী হল— শায়ক, শিগার, গিলগিট প্রভৃতি।  সিন্ধু নদের বামতীরের কয়েকটি উপনদী হল— বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, শতদ্রু, বিপাশা প্রভৃতি। প্রশ্ন:২ গােদাবরী, কৃষ্ণা ও কাবেরী নদীর দুটি করে উপনদীর নাম লেখাে। উত্তর:  গােদাবরী নদীর দুটি উপনদীর নাম হল—ইন্দ্রাবতী ও শাবরী।  কৃষ্ণা নদীর দুটি উপনদী হল—কয়না ও ভীমা।  কাবেরী নদীর দুটি উপনদী হল—ভবানী ও সিমসা।

আঞ্চলিক ভূগোলের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-ভারতের ভূপ্রকৃতি, নদনদী, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ ও মৃত্তিকা সেট-৪

ভারতের ভূপ্রকৃতি, নদনদী, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ ও মৃত্তিকা প্রশ্ন:১ পাট অঞ্চল বলতে কোন্ অঞ্চলকে বােঝায় ? উত্তর:  ছােটোনাগপুর মালভূমি অঞ্চলের পশ্চিম অংশ সবচেয়ে উঁচু। প্রায় ১১০০ মিটার গড় উচ্চতাযুক্ত পশ্চিমের মালভূমি অঞ্চলই পাট অঞ্চল নামে পরিচিত। প্রশ্ন:২ রাজস্থানের দুটি লবণাক্ত হ্রদের নাম লেখো। উত্তর:  রাজস্থানের মরু অঞ্চলে অবস্থিত দুটি লবণাক্ত হ্রদ হল— সম্বর (ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ) ও দিদওয়ানা হ্রদ।

আঞ্চলিক ভূগোলের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-ভারতের ভূপ্রকৃতি, নদনদী, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ ও মৃত্তিকা সেট-৩

ভারতের ভূপ্রকৃতি, নদনদী, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ ও মৃত্তিকা প্রশ্ন:১ ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের উদাহরণ দাও। উত্তর:  ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল হল— (i) পশ্চিমঘাট পর্বতের পূর্বাংশ— দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আরবসাগরীয় শাখা পশ্চিমদিক থেকে প্রবাহিত হয়ে পশ্চিম উপকূলের পশ্চিমঘাট পর্বতমালায় বাধা পেয়ে পর্বতের পশ্চিম ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। কিন্তু, এই বায়ু যখন পশ্চিমঘাট পর্বত অতিক্রম করে পর্বতের পূর্ব ঢালে পৌছায় তখন বায়ুতে জলীয়বাষ্পের অভাবে বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস পায়, ও বৃষ্টিচ্ছায় অঞ্চলের সৃষ্টি করে।

আঞ্চলিক ভূগোলের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-ভারতের ভূপ্রকৃতি, নদনদী, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ ও মৃত্তিকা সেট-২

ভারতের ভূপ্রকৃতি, নদনদী, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ ও মৃত্তিকা প্রশ্ন:১ ভুর কী ? উত্তর:  উচ্চ গাঙ্গেয় সমভূমি অঞ্চলে, দোয়াব সমভূমির মধ্যে ছােটো ছােটো বালিয়াড়ি দেখা যায়। স্থানীয় ভাষায় বালিয়াড়িগুলি ভুর নামে পরিচিত। প্রশ্ন:২ শিবালিক পর্বতশ্রেণির সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তর:  হিমালয় পর্বতমালার দক্ষিণ প্রান্তে এবং উত্তর ভারতের সমভূমির উত্তর প্রান্তে একাধিক ছােটো ছােটো পর্বত পশ্চিম থেকে পূর্বে সারিবদ্ধভাবে অবস্থান করছে। এদের একত্রে শিবালিক পর্বতশ্রেণি বা বহিঃহিমালয় বলে। এই পর্বতশ্রেণি ১০-৫০ কিমি প্রশস্ত এবং এর গড় উচ্চতা ৬০০-১৫০০ মিটার। শিবালিক দক্ষিণে খাড়া ঢালযুক্ত, এবং উত্তরে মৃদু ঢালযুক্ত হয়ে প্রশস্ত উপত্যকায় মিলিত হয়েছে। উপত্যকাগুলি ‘দুন’ নামে পরিচিত। হিমালয় গঠনের শেষ পর্যায়ে এই পর্বতশ্রেণির উৎপত্তি হয়েছে।

আঞ্চলিক ভূগোলের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-ভারতের ভূপ্রকৃতি, নদনদী, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ ও মৃত্তিকা সেট-১

ভারতের ভূপ্রকৃতি, নদনদী, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ ও মৃত্তিকা প্রশ্ন:১ ভূমিক্ষয় কী ? উত্তর:  প্রাকৃতিক শক্তি (বৃষ্টিপাত, জলস্রোত, নদীপ্রবাহ, বায়ুপ্রবাহ প্রভৃতি) ও মানুষের অবাঞ্ছিত হস্তক্ষেপের ফলে মাটির ক্ষয়সাধনকে ভূমিক্ষয় বা মাটিক্ষয় বলে। ভূমিক্ষয়ের ফলে মাটির উপরের হালকা ও অসংবদ্ধ অংশ ক্ষয়প্রাপ্ত ও অপসারিত হয় এবং মাটির উর্বরতা দ্রুত হ্রাস পায়।

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। ভূগোল, সেট-৪

ভূগোল প্রশ্ন:১ Global worming কি ? উত্তর:  Green house গ্যাস গুলাে অত্যধিক বৃদ্ধি পাওয়ার কারণে (যেমন CFC, CO2) পৃথিবীর গড় মাত্রা ক্রমশ বেড়ে চলেছে। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিজনিত এই ভয়ঙ্কর অবস্থাকে বিজ্ঞানীরা নাম দিয়েছেন Global Worming। প্রশ্ন:২ পরিবহনের সংজ্ঞা দাও।

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। ভূগোল, সেট-৩

ভূগোল প্রশ্ন:১ ব্যাপক কৃষি বলতে কি বােঝ ? উত্তর:  বিশ্বের যে সব দেশ অঞ্চলে জনঘনত্বের পরিমাণ কম এবং তুলনামূলকভাবে কৃষি জমির পরিমাণ বেশি, সেই সবদেশ বা অঞ্চলে সুবিশাল কৃষিখামারগুলিতে আধুনিক যন্ত্রপাতির দ্বারা স্বল্প সংখ্যক শ্রমিকের সাহায্যে চাষ-আবাদ করা হয়ে থাকে। এই প্রকার আধুনিক কৃষি পদ্ধতিকে ব্যাপক কৃষি বলে। প্রশ্ন:২ পুনঃ রপ্তানি বানিজ্য কাকে বলে ?  উত্তর:  আন্তর্জাতিক বাজারে কোন পণ্য দ্রব্য অনুন্নত বা উন্নয়নশীল দেশ থেকে আমদানি করে, যেটি চাহিদাযুক্ত কোন দেশে রপ্তানি করা হলে এরূপ বাণিজ্যকে পুনঃ রপ্তানি বাণিজ বলে। পুনঃ রপ্তানি বাণিজ্যে বৈদেশিক মুদ্রার ভান্ডার ও অর্থনীতিকে খুবই সমৃদ্ধ করে।

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। ভূগোল, সেট-২

ভূগোল প্রশ্ন:১ মৃত্তিকার পরিলেখ বা Soil Profile কাকে বলে ? উত্তর:  "Profile is a vertical section of soil from surface to parent material". অর্থাৎ মৃত্তিকার উপুর্যপুরি উল্লম্ব প্রস্থচ্ছেদকে মৃত্তিকা পরিলেখ বা Soil Profile বলে। এই স্তরগুলি প্রত্যেকে আলাদা হলেও রাসায়নিক ও ভৌত উপাদানগত দিক থেকে একে অন্যের সঙ্গে সম্পর্কিত। পরিলেখ মাটির একমাত্রিক অবস্থা নির্দেশ করে।  প্রশ্ন:২ জরায়ুজ অঙ্কুরােদগম কাকে বলে ? উত্তর:  লবণাম্বু উদ্ভিদের ফল হালকা হয়। তাই অনেক সময় অনেক উদ্ভিদের বীজ মাটিতে পড়ার আগেই অঙ্কুরােদগম হয়ে যায়, এই ধরনের অঙ্কুরােদগমকে জরায়ুজ অঙ্কুরােদগম বলে।

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। ভূগোল, সেট-১

ভূগোল প্রশ্ন:১ পৃথিবীর বৃহত্তম ব্যস্ততম বিমান বন্দরের নাম কি ? উত্তর:  বৃহত্তম—নিউইয়র্ক।  ব্যস্ততম—শিকাগাে। প্রশ্ন:২ ইউট্রোফিকেশন কাকে বলে ? উত্তর:  পরিপােষক দূষণের ফলে হ্রদ, জলাশয় ও পুকুরে যে প্রক্রিয়ায় অ্যালগি জাতীয় জলজ উদ্ভিদের বৃদ্ধি ঘটে এবং জলাশয় ক্রমশ ভরাট হয়ে আসে, সেই প্রক্রিয়াকে ইউট্রোফিকেশন বলে।

আঞ্চলিক ভূগোলের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-ভারতের শিল্পসমূহ, সেট-২

ভারতের শিল্পসমূহ প্রশ্ন:১ ভারতের কোথায় কোথায় সংকর ইস্পাত কারখানা গড়ে উঠেছে ? উত্তর:  তামিলনাড়ুর সালেম, পশ্চিমবঙ্গের দুর্গাপুর ও কর্ণাটকের ভদ্রাবতীতে ভারতের সংকর ইস্পাত কারখানাগুলি গড়ে উঠেছে। প্রশ্ন:২ ভারতের দক্ষিণাঞ্চলে প্রধান ঢারটি কার্পাস বয়নকেন্দ্রের নাম লেখো। উত্তর:  তামিলনাড়ু, কেরল, কর্ণাটক দক্ষিণাঞ্চলের অন্তর্গত। এই অঞ্চলের প্রধান চারটি বয়নকেন্দ্র হল— (ক) কোয়েম্বাটুর, (খ) মাদুরাই,  ( গ) চেন্নাই,  (ঘ) তুতিকোরিন।

আঞ্চলিক ভূগোলের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-ভারতের শিল্পসমূহ, সেট-১

ভারতের শিল্পসমূহ প্রশ্ন:১ ভারতীয় পাটজাত দ্রব্য কোন্ কোন্ দেশে রপ্তানি হয় ? উত্তর:  ভারতীয় পাটজাত দ্রব্য প্রধানত আমেরিকা যুক্তরাষ্ট্র, রাশিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, ব্রিটিশ যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া প্রভৃতি দেশে রপ্তানি করা হয়। প্রশ্ন:২ অনুসারী শিল্প কাকে বলে ?

আঞ্চলিক ভূগোলের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-ভারতের জলসেচ ব্যবস্থা ও কৃষিজ ফসল, সেট-৩

ভারতের জলসেচ ব্যবস্থা ও কৃষিজ ফসল প্রশ্ন:১ ভারতের চা নিলামের প্রধান কেন্দ্র দুটি কোথায় অবস্থিত ? উত্তর:  ভারতের চা নিলামের প্রধান দুটি কেন্দ্র হল—কলকাতা (পশ্চিমবঙ্গ) ও গুয়াহাটি (অসম)। প্রশ্ন:২ পাট চাষ প্রধানত গাঙ্গেয় বদ্বীপে দেখা যায় কেন ? উত্তর:  পাট চাষ প্রধানত গাঙ্গেয় বদ্বীপে দেখা যায় কারণ—পাট চাষের জন্য ক্রান্তীয় উষ্ণ-আর্দ্র জলবায়ু, বার্ষিক গড় ২০°-৩০° সেন্টিগ্রেড উষ্ণতা, বার্ষিক গড় ১৫০-২০০ সেমি বৃষ্টিপাত এবং উর্বর নবীন পলি মাটি খুবই উপযুক্ত। গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল উৎপত্তিগতভাবেই নবীন পলি মাটি দ্বারা গঠিত এবং অসংখ্য নদনদীর প্লাবনভূমি অধ্যুষিত অঞ্চল, গাঙ্গেয় বদ্বীপ ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত। এখানকার উষ্ণ-আর্দ্র জলবায়ু, বার্ষিক গড় ২২°-২৫° সেন্টিগ্রেড উষ্ণতা এবং বার্ষিক গড় ১৭৫ সেমি বৃষ্টিপাত পাট চাষের পক্ষে আদর্শ পরিবেশ সৃষ্টি করেছে।

আঞ্চলিক ভূগোলের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-ভারতের জলসেচ ব্যবস্থা ও কৃষিজ ফসল, সেট-২

ভারতের জলসেচ ব্যবস্থা ও কৃষিজ ফসল প্রশ্ন:১ প্লাবন খাল কাকে বলে ? উত্তর:  বর্ষার সময় যে খাল প্লাবনের জলে পুষ্ট হয় তাকে প্লাবন খাল বলে। বর্ষাঋতুতে নদীতে জলস্ফীতি ঘটলে অতিরিক্ত জল খালের মাধ্যমে প্রবাহিত হয় যা সেচের কাজে ব্যবহৃত করা হয়। পশ্চিমবঙ্গের হিজলী খাল, তামিলনাড়ুর কাবেরী বদ্বীপ খাল প্রভৃতি হল ভারতের কয়েকটি প্লাবন খালের উদাহরণ। প্রশ্ন:২ দামােদর উপত্যকা পরিকল্পনার প্রধান উদ্দেশ্যগুলি কী কী ? উত্তর:  দামােদর উপত্যকা পরিকল্পনার প্রধান উদ্দেশ্যগুলি হল— (i) বন্যা নিয়ন্ত্রণ,  (ii) জলসেচ ব্যবস্থার উন্নতি,  (iii) জলবিদ্যুৎ উৎপাদন ও বণ্টন,  (iv) নৌপরিবহণ,  (v) উপত্যকার পার্শ্ববর্তী ভূমিক্ষয় রােধ ও বনভূমি সংরক্ষণ,  (vi) মৎস্যচাষ,  (vii) জলক্রীড়া ও আমােদ-প্রমােদ।

আঞ্চলিক ভূগোলের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-ভারতের জলসেচ ব্যবস্থা ও কৃষিজ ফসল, সেট-১

ভারতের জলসেচ ব্যবস্থা ও কৃষিজ ফসল প্রশ্ন:১ খাদ্যশস্য কী ? উদাহরণ দাও। উত্তর:  প্রধানত পুষ্টির প্রয়ােজনে প্রধান খাদ্য হিসেবে গ্রহণের জন্য যেসব শস্য চাষ করা হয় তাদের খাদ্যশস্য বলে।  যেমন—দানাশস্য (ধান, গম) প্রভৃতি। প্রশ্ন:২ সবুজ বিপ্লব (Green Revolution) কী ? উত্তর:  স্বাধীনতার পর ভারতে প্রথম দুটি পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষি উৎপাদন আশানুরূপ বৃদ্ধি পায়নি। ফলে দেশে খাদ্য ঘাটতি দেখা দেয় এবং খাদ্যশস্য বিদেশ থেকে আমদানি করতে হয়। এইজন্য তৃতীয় ও চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারতে কৃষির উন্নতির জন্য বিশেষ করে খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধির জন্য কতকগুলি কর্মসূচি (যা নিবিড় কৃষি জেলা কর্মসূচি নামে পরিচিত) গ্রহণ করা হয়। এই কর্মসূচি গ্রহণ করার ফলে ভারতে ফসল উৎপাদনের ক্ষেত্রে (বিশেষ করে খাদ্যশস্য) যে অভূতপূর্ব উন্নতি ঘটে তাকে সবুজ বিপ্লব বা কৃষি বিপ্লব বলে।

প্রাকৃতিক ভূগোলের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-বারিমণ্ডল, সেট-৪

বারিমণ্ডল প্রশ্ন:১ উত্তর আটলান্টিক মহাসাগরে দুটি মগ্নচড়ার নাম লেখাে। উত্তর:  (ক) নিউফাউন্ডল্যান্ডের দক্ষিণ-পূর্বে গ্র্যান্ড ব্যাংক,  (খ) গ্রেট ব্রিটেনের পূর্বে উত্তর সাগরে ডগার্স ব্যাংক। প্রশ্ন:২ দক্ষিণ গােলার্ধে মহাদেশগুলির উপকূলে মগ্নচড়া সৃষ্টি হয়নি কেন ? উত্তর:  দক্ষিণ গােলার্ধের মহাদেশগুলি কুমেরু সাগর থেকে বহুদূরে উষ্ণ ও নাতিশীতােষ্ণ অঞ্চলে অবস্থিত হওয়ায় কুমের স্রোতের সঙ্গে আগত হিমশৈলগুলি মহাদেশের উপকূলে পৌছােনাের অনেক আগেই গলে যায়। তাই দক্ষিণ গােলার্ধে মহাদেশগুলির উপকূলে মগ্নচড়া সৃষ্টি হয়নি।

প্রাকৃতিক ভূগোলের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-বারিমণ্ডল, সেট-৩

বারিমণ্ডল প্রশ্ন:১ উষ্ণ স্রোত কীভাবে জলবায়ুকে প্রভাবিত করে ? উত্তর:  নিম্ন অক্ষাংশ থেকে প্রবাহিত উষ্ণ স্রোত উচ্চ অক্ষাংশের শীতল অঞ্চলে সমুদ্রজলের উষ্ণতা বৃদ্ধি করে। উষ্ণ স্রোত যে উপকূলে প্রবাহিত হয় সেখানে প্রচুর বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে। কারণ—উষ্ণ স্রোতের উপরের বাতাস উষ্ণ ও আর্দ্র প্রকৃতির। উষ্ণ স্রোত নিরক্ষীয় অঞ্চল ও মেরু অঞ্চলের সমুদ্রের জলে উষ্ণতার সমতা বিধানে সাহায্য করে। তাছাড়া উষ্ণ স্রোত সংলগ্ন উপকূলের উষ্ণতাও বৃদ্ধি করে।

প্রাকৃতিক ভূগোলের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-বারিমণ্ডল, সেট-২

বারিমণ্ডল প্রশ্ন:১ বানডাকা কাকে বলে ? উত্তর:  জোয়ারের সময়, বিশেষত ভরা জোয়ারের সময় সাগর-মহাসাগরের জল স্ফীত হয়ে সমুদ্রের অগভীর মহীসোপান, সংকীর্ণ নদী মােহানা বা চড়াযুক্ত নদীর মুখে প্রবল বেগে উজানের দিকে এগিয়ে চলে। এর ফলে নদীতে যে জলােচ্ছ্বাস ঘটে, তাকেই বানডাকা বলে। পশ্চিমবঙ্গের হুগলি নদীতে প্রতিদিনই নির্দিষ্ট সময়ে বান ডাকে।

প্রাকৃতিক ভূগোলের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-বারিমণ্ডল, সেট-১

বারিমণ্ডল প্রশ্ন:১ সমুদ্রস্রোত বলতে কী বােঝাে ? উত্তর:  প্রধানত নিয়ত বায়ু ও সমুদ্রজলের উষ্ণতা ও লবণতার তারতম্যের জন্য সমুদ্রের জল একস্থান থেকে অন্যস্থানে প্রবাহিত হলে তাকে সমুদ্রস্রোত বলে। প্রশ্ন:২ নিরক্ষীয় প্রতিস্রোত কী ? উত্তর:  নিরক্ষীয় অঞ্চলে পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত উত্তর ও দক্ষিণ নিরক্ষীয় স্রোতের মাঝখান দিয়ে একটি ক্ষীণ উষ্ণ স্রোত বিপরীত দিক থেকে প্রবাহিত হয়। একেই নিরক্ষীয় প্রতিস্রোত বলে।