প্রাচীন ভারত ও ভৌগোলিক প্রেক্ষাপট (Ancient India and Geographical Context) - প্রশ্নোত্তর ১। ভারতবর্ষকে কে নৃতত্ত্বের যাদুঘর আখ্যা দিয়েছেন? উঃ। ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে 'নৃতত্ত্বের যাদুঘর' বলে আখ্যা দিয়েছেন। ২। দ্রাবিড় সভ্যতা ভারতের কোথায় প্রথম গড়ে ওঠে? উঃ। দ্রাবিড় সভ্যতা প্রথম গড়ে ওঠে দক্ষিণ ভারতে। ৩। 'নাডিক' নামে কারা পরিচিত? উঃ। আর্যরা 'নার্ডিক' নামে পরিচিত। ৪। ভারতের প্রচীনতম লিপি কোনটি? উঃ। ভারতের প্রাচীনতম লিপি হল সিন্ধু লিপি।
আকরিক : অ্যানথ্রাসাইট : ৮৫% - ৯০% উজ্জ্বল কালো বিটুমিনাস : ৫০% - ৮৫% কালো লিগনাইট : ৩৫% - ৫০% বাদামি পিট : ৩০% এর কম হাল্কা বাদামি রাজ্যভিত্তিক কয়লার উৎপাদন : ১. গান্ডোয়ানা যুগের কয়লা : ঝাড়খন্ড : তালচের, সুন্দরগর, সম্বলপুর ছত্তিসগড় : কোরবা, বিলাসপুর, রায়গড়, ঝিলিমিলি অন্ধ্রপ্রদেশ : সিঙ্গারেনি, কাঠগুদাম, নেল্লোর ২. টার্সিয়ারি যুগের কয়লা : মধ্যপ্রদেশ : কানহা ও পেঞ্চ উপত্যকা, রেওয়া, বেতুল তামিলনাড়ু : নেভেলী, কুলাডুর আসাম : নাজিরা, মাকুম মেঘালয় : করাইহাড়ি, ওয়াইমং, চেরাপুঞ্জি, লাকসা