দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
আকরিক : অ্যানথ্রাসাইট : ৮৫% - ৯০% উজ্জ্বল কালো বিটুমিনাস : ৫০% - ৮৫% কালো লিগনাইট : ৩৫% - ৫০% বাদামি পিট : ৩০% এর কম হাল্কা বাদামি রাজ্যভিত্তিক কয়লার উৎপাদন : ১. গান্ডোয়ানা যুগের কয়লা : ঝাড়খন্ড : তালচের, সুন্দরগর, সম্বলপুর ছত্তিসগড় : কোরবা, বিলাসপুর, রায়গড়, ঝিলিমিলি অন্ধ্রপ্রদেশ : সিঙ্গারেনি, কাঠগুদাম, নেল্লোর ২. টার্সিয়ারি যুগের কয়লা : মধ্যপ্রদেশ : কানহা ও পেঞ্চ উপত্যকা, রেওয়া, বেতুল তামিলনাড়ু : নেভেলী, কুলাডুর আসাম : নাজিরা, মাকুম মেঘালয় : করাইহাড়ি, ওয়াইমং, চেরাপুঞ্জি, লাকসা