দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
[VSQ] রসায়নবিদ্যা (পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন) সেট–২৪
রসায়নবিদ্যা - পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন প্রশ্ন:১ একটি অনুঘটকের নাম লেখো যা জারক দ্রব্য হিসেবেও ব্যবহৃত হতে পারে। উত্তর: জারক দ্রব্য হিসেবেও ব্যবহৃত হতে পারে এরূপ অনুঘটকের নাম ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড (MnO₂)। প্রশ্ন:২ তড়িৎযোজী যৌগ কী দ্বারা গঠিত ? উত্তর: আয়নীয় বন্ধন দ্বারা গঠিত। প্রশ্ন:৩ নীচের পদার্থগুলির মধ্যে কোন্টি জারক এবং কোন্টি বিজারক তা লেখো— CO, CO₂, HNO₃, NH₃, H₂SO₄, Cl₂, KMnO₄ উত্তর: জারক পদার্থ—CO₂, HNO₃, H₂SO₄, Cl₂, KMnO₄। বিজারক পদার্থ—CO, NH₃।