Skip to main content

Posts

Showing posts with the label রসায়নবিদ্যা VSQ

সাম্প্রতিক পোস্ট

ইতিহাস MCQs For WBCS EXAM, SET 01

ইতিহাস MCQs For WBCS EXAM প্রশ্নঃ ১.  গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন? (a) লুম্বিনী (b) সারণাথ (c) কুশিনগর (d)  বুদ্ধগয়া উত্তরঃ d প্রশ্নঃ ২.  মৃচ্ছকটিকম নাটকটি কার লেখা? (a) বিসাখদত্ত (b) সুদ্রক (c)  বানভট্ট (d)  ভাস উত্তরঃ b

[VSQ] রসায়নবিদ্যা (পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন) সেট–২৪

রসায়নবিদ্যা - পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন প্রশ্ন:১ একটি অনুঘটকের নাম লেখো যা জারক দ্রব্য হিসেবেও ব্যবহৃত হতে পারে। উত্তর:  জারক দ্রব্য হিসেবেও ব্যবহৃত হতে পারে এরূপ অনুঘটকের নাম ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড (MnO₂)। প্রশ্ন:২ তড়িৎযোজী যৌগ কী দ্বারা গঠিত ? উত্তর:  আয়নীয় বন্ধন দ্বারা গঠিত। প্রশ্ন:৩ নীচের পদার্থগুলির মধ্যে কোন্‌টি জারক এবং কোন্‌টি বিজারক তা লেখো— CO, CO₂, HNO₃, NH₃, H₂SO₄, Cl₂, KMnO₄ উত্তর:  জারক পদার্থ—CO₂, HNO₃, H₂SO₄, Cl₂, KMnO₄। বিজারক পদার্থ—CO, NH₃।

[VSQ] রসায়নবিদ্যা (পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন) সেট–২৩

রসায়নবিদ্যা - পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন প্রশ্ন:১ কোন্ নীতির ওপর ভিত্তি করে মেন্ডেলিফের পর্যায় সারণি তৈরি করা হয়েছে ? উত্তর:  ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুযায়ী মৌলগুলিকে সাজিয়ে মেন্ডেলিফ পর্যায় সারণি তৈরি করেন। প্রশ্ন:২ আধুনিক পর্যায় সারণির সবচেয়ে বড়ো পর্যায় কোন্‌টি ? এতে কয়টি মৌল আছে ? উত্তর:  আধুনিক পর্যায় সারণির সবচেয়ে বড়ো পর্যায় হল ষষ্ঠ পর্যায়। এতে 32 টি মৌল আছে। প্রশ্ন:৩ ত্রয়ী সূত্র কী ? উত্তর:  রাসায়নিকভাবে সদৃশ বা সমধর্মী তিনটি মৌলকে তাদের ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে যে শ্রেণি পাওয়া যায় তাদের মধ্যে মাঝের মৌলটির পারমাণবিক গুরুত্ব অন্য দুটি মৌলের পারমাণবিক গুরুত্বের গড় মানের সমান হয়। একে ডোবেরিনারের ত্রয়ী সূত্র বলে।

[VSQ] রসায়নবিদ্যা (পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন) সেট–২২

রসায়নবিদ্যা - পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন প্রশ্ন:১ BaCl₂–এর দ্রবণ দ্বারা কোন্ অ্যাসিডকে শনাক্ত করা যায় ? উত্তর:  BaCl₂–এর দ্রবণ দ্বারা সালফিউরিক অ্যাসিডকে শনাক্ত করা যায়। প্রশ্ন:২ কোন্ অ্যাসিডকে নীল বর্ণের তুঁতের মধ্যে ফেললে অনার্দ্র কপার সালফেটের গুঁড়ো পাওয়া যায় ? উত্তর:  সালফিউরিক অ্যাসিডকে নীল বর্ণের তুঁতের মধ্যে ফেললে সালফিউরিক অ্যাসিড তুঁতের কেলাসজল শোষণ করে নেয়। ফলে অনার্দ্র কপার সালফেটের সাদা গুঁড়ো উৎপন্ন হয়। প্রশ্ন:৩ কোন্ অ্যাসিডকে রসায়নের রাজা বলে এবং কেন ? উত্তর:  অজৈব অ্যাসিডগুলির মধ্যে সালফিউরিক অ্যাসিডের ব্যবহার সবচেয়ে বেশি বলে সালফিউরিক অ্যাসিডকে রসায়নের রাজা বলে।

[VSQ] রসায়নবিদ্যা (পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন) সেট–২১

রসায়নবিদ্যা - পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন প্রশ্ন:১ দুটি নিষ্ক্রিয় মৌল ও দুটি তেজস্ক্রিয় মৌলের নাম লেখো। উত্তর:  দুটি নিষ্ক্রিয় মৌল—হিলিয়াম, আর্গন। দুটি তেজস্ক্রিয় মৌল—রেডিয়াম, অ্যাক্টিনিয়াম। প্রশ্ন:২ অসমাপ্ত পর্যায় কোন্‌টি ? একে অসমাপ্ত বলা হয় কেন ? উত্তর:  সপ্তম পর্যায়কে অসমাপ্ত পর্যায় বলে। কারণ এই পর্যায়ে স্থান দেওয়া যায় এরূপ আরও মৌল আবিষ্কারের সম্ভাবনা আছে। প্রশ্ন:৩ দুটি সন্ধিগত মৌলের নাম লেখো। উত্তর:  দুটি সন্ধিগত মৌল—আয়রন ও কপার।

[VSQ] রসায়নবিদ্যা (পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন) সেট–২০

রসায়নবিদ্যা - পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন প্রশ্ন:১ গ্যালভানাইজেশন কোন্ ধাতু দ্বারা হয় ? উত্তর:  গ্যালভানাইজেশন জিংক ধাতু দ্বারা হয়। প্রশ্ন:২ সাধারণ উষ্ণতায় জিংক প্রসার্য, না ভঙ্গুর ? উত্তর:  সাধারণ উষ্ণতায় জিংক ভঙ্গুর। প্রশ্ন:৩ ইলেকট্রন কী ? উত্তর:  ইলেকট্রন ম্যাগনেশিয়াম ও জিংকের সংকর ধাতু। 

[VSQ] রসায়নবিদ্যা (পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন) সেট–১৯

রসায়নবিদ্যা - পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন প্রশ্ন:১ তামার তড়িৎলেপনের জন্য ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্যটির নাম লেখো। উত্তর:  তামার তড়িৎ-লেপনের জন্য ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্যটি হল কপার সালফেটের জলীয় দ্রবণ। প্রশ্ন:২ কপার তড়িদ্দ্বার ব্যবহার করে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণে তড়িদ্দ্বার দুটির কী পরিবর্তন দেখা যায় ? উত্তর:  অ্যানোড থেকে ধাতব Cu ইলেকট্রন বর্জন করে Cu²+ রূপে দ্রবণে চলে আসে, ফলে অ্যানোড ক্রমশ ক্ষয়প্রাপ্ত হয় এবং সরু হতে থাকে। অপরদিকে, CuSO₄ দ্রবণ থেকে Cu²+ আয়ন ক্যাথোড দ্বারা আকৃষ্ট হয় এবং ক্যাথোড থেকে দুটি ইলেকট্রন গ্রহণ করে ধাতব কপাররূপে ক্যাথোডে সঞ্চিত হয়, ফলে ক্যাথোড ক্রমশ পুরু হতে থাকে। CuSO₄ দ্রবণের গাঢ়ত্বের কোনো পরিবর্তন হয় না। প্রশ্ন:৩ জলের তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোড এবং অ্যানোডে কী কী গ্যাস উৎপন্ন হয় এবং এদের আয়তনের অনুপাত কত ? উত্তর:  জলের তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস এবং অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। এক্ষেত্রে অক্সিজেনের দ্বিগুণ আয়তন হাইড্রোজেন উৎপন্ন হয়। সুতরাং, উৎপন্ন হাইড

[VSQ] রসায়নবিদ্যা (পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন) সেট–১৮

রসায়নবিদ্যা - পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন প্রশ্ন:১ বিজারণে মৌলের যোজ্যতা বাড়ে না কমে ? উত্তর:  বিজারণে মৌলের যোজ্যতা কমে। প্রশ্ন:২ একটি গ্যাসের নাম লেখো যা জারক এবং বিজারক দুভাবেই কাজ করে। উত্তর:  জারক এবং বিজারক উভয়রূপে কাজ করে এরুপ গ্যাসের নাম সালফার ডাইঅক্সাইড (SO₂)। প্রশ্ন:৩ দহন একটি জারণ ক্রিয়া—ব্যাখ্যা করো। উত্তর:  দহনে অক্সিজেন বা তড়িৎ-ঋণাত্মক মৌলের সংযোগ ঘটে। তাই দহন জারণ ক্রিয়া। দহনে তাপ ও আলো উৎপন্ন হয়। কার্বন পোড়ালে জারণ ক্রিয়া ঘটে CO₂ উৎপন্ন হয় এবং কার্বন জ্বলতে থাকে।

[VSQ] রসায়নবিদ্যা (পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন) সেট–১৭

রসায়নবিদ্যা - পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন প্রশ্ন:১ দীর্ঘ পর্যায় সারণিতে নিষ্ক্রিয় গ্যাসগুলির অবস্থান কোন্ গ্রুপে ? উত্তর:  দীর্ঘ পর্যায় সারণিতে নিষ্ক্রিয় গ্যাসগুলির অবস্থান 18 তম গ্রুপে। প্রশ্ন:২ পর্যায় সারণির সাহায্যে কোন্ কোন্ মৌলের পারমাণবিক গুরুত্ব সংশোধন করা সম্ভব হয়েছে ? উত্তর:  বেরিলিয়াম, ইন্ডিয়াম, ইউরেনিয়াম মৌলগুলির পারমাণবিক গুরুত্বের মান সংশোধন করা সম্ভব হয়েছে। প্রশ্ন:৩ পর্যায় সারণির কোন্ পর্যায়ে কয়টি বিরলমৃত্তিকা মৌল আছে ? উত্তর:  পর্যায় সারণির ষষ্ঠ পর্যায়ে 14 টি বিরলমৃত্তিকা মৌল আছে।

[VSQ] রসায়নবিদ্যা (পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন) সেট–১৬

রসায়নবিদ্যা - পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন প্রশ্ন:১ সাবান ও ডিটারজেন্টের মধ্যে পার্থক্যগুলি লেখো। উত্তর:  (a) সাবান হল উচ্চ আণবিক গুরুত্ববিশিষ্ট ফ্যাটিঅ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ। অন্যদিকে ডিটারজেন্ট হল দীর্ঘশৃঙ্খল অ্যালকিল বেঞ্জিন সালফোনেট অথবা অ্যামোনিয়াম যৌগ। (b) খরজলের ক্ষেত্রে ডিটারজেন্ট সাবানের চেয়ে বেশি সক্রিয়। খরজলেও ডিটারজেন্ট ব্যবহার করা যায়। অপেক্ষাকৃত বেশি আম্লিক জলে সাবান অধঃক্ষিপ্ত হয় কিন্তু ডিটারজেন্ট সেক্ষেত্রে অধঃক্ষেপ সৃষ্টি করে না। (c) সাবান জৈবক্ষয়িষ্ণু কিন্তু ডিটারজেন্ট জৈবক্ষয়িষ্ণু নয়। তাই ডিটারজেন্ট মাটি ও জলকে দূষিত করে। প্রশ্ন:২ মেথিলেটেড স্পিরিটের মধ্যে লিটমাস কাগজ ডোবালে লিটমাস কাগজের রঙের কোনো পরিবর্তন হবে কি ? উত্তর:  মেথিলেটেড স্পিরিটে লিটমাস কাগজ ডোবালে লিটমাস কাগজের রঙের কোনো পরিবর্তন হবে না কারণ মেথিলেটেড স্পিরিট প্রশম তরল পদার্থ।

[VSQ] রসায়নবিদ্যা (পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন) সেট–১৫

রসায়নবিদ্যা - পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন প্রশ্ন:১ পেট্রোল কি হিসেবে ব্যবহৃত হয় ? উত্তর:  পেট্রোল জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। প্রশ্ন:২ একটি অজৈব লবণের নাম লেখো যার জলীয় দ্রবণ প্রশম। উত্তর:  জলীয় দ্রবণ প্রশম এরূপ একটি অজৈব লবণ হল সোডিয়াম ক্লোরাইড। প্রশ্ন:৩ কাপড়-কাচা সোডার রাসায়নিক নাম কী ? এর সংকেত লেখো। এটি উদ্‌ত্যাগী না উদ্‌গ্রাহী বস্তু ? উত্তর:  কাপড়-কাচা সোডার রাসায়নিক নাম সোডিয়াম কার্বনেট। এর সংকেত Na₂CO₃.10H₂O। এটি উদ্‌ত্যাগী বস্তু।

[VSQ] রসায়নবিদ্যা (পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন) সেট–১৪

রসায়নবিদ্যা - পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন প্রশ্ন:১ অ্যালুমিনিয়ামের সংকর ধাতু ডুরালুমিন দিয়ে কেন বিমানের কাঠামো নির্মাণ করা হয় ? উত্তর:  অ্যালুমিনিয়ামের সংকর ধাতু ডুরালুমিন হালকা অথচ শক্ত বলে বিমানের কাঠামো নির্মাণে ব্যবহার করা হয়। প্রশ্ন:২ একটি ধাতুর নাম লেখো যা লঘু HNO₃–এর সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। উত্তর:  ম্যাগনেশিয়াম ধাতু লঘু HNO₃–এর সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। প্রশ্ন:৩ কোন্ আকরিক থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হয় ? উত্তর:  বক্সাইট আকরিক থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হয়।

[VSQ] রসায়নবিদ্যা (পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন) সেট–১৩

রসায়নবিদ্যা - পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন প্রশ্ন:১ তড়িৎ বিশ্লেষণে কে তড়িৎ বহন করে ? উত্তর:  তড়িৎ বিশ্লেষণে বিপরীত আধানবিশিষ্ট আয়নসমূহ নির্দিষ্ট তড়িদ্বারের দিকে সঞ্চলনের মাধ্যমে তড়িৎ পরিবহন করে। প্রশ্ন:২ সাধারণ উষ্ণতায় তরল, কিন্তু তড়িৎ পরিবহন করে না—এমন দুটি পদার্থের নাম লেখো। এরা তড়িৎ পরিবহন করে না কেন ? উত্তর:  সাধারণ উষ্ণতায় তরল, কিন্তু তড়িৎ পরিবহন করে না—এরূপ দুটি তরল হল বেঞ্জিন ও চিনির দ্রবণ। এদের জলীয় দ্রবণে এরা আয়নে বিশ্লিষ্ট হয় না বলে এরা তড়িৎ পরিবহন করে না। প্রশ্ন:৩ পরমাণু কখন অ্যানায়নে পরিণত হয় ? উত্তর:  পরমাণু এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক তড়িৎগ্রস্ত অ্যানায়নে পরিণত হয়।

[VSQ] রসায়নবিদ্যা (পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন) সেট–১২

রসায়নবিদ্যা - পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন প্রশ্ন:১ তামার পাত্রে লঘু HCI অ্যাসিড রাখা যাবে কি ? উত্তর:  লঘু HCl অ্যাসিডের সঙ্গে তামার বিক্রিয়া হয় না। সেজন্য তামার পাত্রে লঘু HCl অ্যাসিড রাখা যায়। প্রশ্ন:২ জার্মান সিলভার কী কাজে ব্যবহৃত হয় ? উত্তর:  বাসনপত্র, শৌখিন দ্রব্য, ফুলদানি ইত্যাদি প্রস্তুত করতে এটি ব্যবহৃত হয়। প্রশ্ন:৩ পিতল তৈরি করতে কোন্ কোন্ ধাতুর প্রয়োজন হয় ? উত্তর:  পিতল তৈরি করতে তামা (Cu) ও দস্তার (Zn) প্রয়োজন হয়।

[VSQ] রসায়নবিদ্যা (পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন) সেট–১১

রসায়নবিদ্যা - পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন প্রশ্ন:১ সাধারণ উষ্ণতায় কোন্ অ্যাসিড গ্যাসীয় অবস্থায় থাকতে পারে ? উত্তর:  সাধারণ উষ্ণতায় হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাসীয় অবস্থায় থাকতে পারে। প্রশ্ন:২ কোন্ অ্যাসিডের সংস্পর্শে অ্যামোনিয়া গ্যাস এলে সাদা ধোঁয়ার সৃষ্টি হয় ? উত্তর:  হাইড্রোক্লোরিক অ্যাসিডের (HCI) সংস্পর্শে অ্যামোনিয়া গ্যাস এলে অ্যামোনিয়াম ক্লোরাইডের (NH₄CI) সাদা ধোঁয়া উৎপন্ন হয়। প্রশ্ন:৩ একটি অজারক অ্যাসিডের নাম ও সংকেত লেখো। উত্তর:  হাইড্রোক্লোরিক অ্যাসিড অজারক অ্যাসিড। এর সংকেত HCl।

[VSQ] রসায়নবিদ্যা (পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন) সেট–১০

রসায়নবিদ্যা - পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন প্রশ্ন:১ আধুনিক পর্যায় সারণির দ্বিতীয় পর্যায়ের মৌলগুলিকে তড়িৎ ঋণাত্মকতার ক্রম অনুসারে সাজাও। উত্তর:  পর্যায় সারণির দ্বিতীয় পর্যায়ের মৌলগুলির তড়িৎ-ঋণাত্মকতার ক্রম হল—Li < Be < B < C < N < O < F। প্রশ্ন:২ Mg-এর পরমাণু ক্রমাঙ্ক 12। পর্যায় সারণিতে এর অবস্থান চিহ্নিত করো। উত্তর:  Mg-এর পরমাণু ক্রমাঙ্ক 12 । এর ইলেকট্রন-বিন্যাস K=2, L=8, M=21 ∴ পর্যায় সারণিতে Mg-এর অবস্থান তৃতীয় পর্যায়ের দ্বিতীয় শ্রেণিতে। প্রশ্ন:৩ Na, Li, K-কে ক্রমবর্ধমান পরমাণুর আকার অনুসারে সাজাও। উত্তর:  ক্রমবর্ধমান পরমাণুর আকার হল–Li < Na < K।

[VSQ] রসায়নবিদ্যা (পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন) সেট–৯

রসায়নবিদ্যা - পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন প্রশ্ন:১ দুটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম লেখো। উত্তর:  দুটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ—অ্যামোনিয়াম হাইড্রক্সাইড (NH₄OH), অ্যাসিটিক অ্যাসিড (CH₃COOH)। প্রশ্ন:২ H+ এবং AI³+ আয়ন দুটির মধ্যে কে আগে ক্যাথোডে মুক্ত হবে ? উত্তর:  H+ এবং AI³+ আয়ন দুটির মধ্যে যেহেতু H+ আয়নের অবস্থান তড়িৎ-রাসায়নিক শ্রেণিতে AI³+ আয়নের নীচে, সেহেতু H+ আয়ন আগে ক্যাথোডে মুক্ত হবে। প্রশ্ন:৩ অ্যানোডে কোন্ আয়ন তড়িৎমুক্ত হয় ? উত্তর:  অ্যানোডে অ্যানায়ন তড়িৎমুক্ত হয়।

[VSQ] রসায়নবিদ্যা (পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন) সেট–৮

রসায়নবিদ্যা - পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন প্রশ্ন:১ কপারকে মুদ্রা ধাতু বলে কেন ? উত্তর:  মুদ্রা তৈরিতে ব্যবহার করা হয় বলে কপারকে মুদ্রা ধাতু বলে। প্রশ্ন:২ একটি প্রশম জৈব তরলের নাম উল্লেখ করো যা জ্বালানিরূপে ব্যবহৃত হয়। উত্তর:  জ্বালানিরূপে ব্যবহৃত হয় এরূপ একটি প্রশম জৈব তরল হল কেরোসিন। প্রশ্ন:৩ ব্রোঞ্জে কপার ও ম্যাগনেশিয়াম ধাতু দুটির মধ্যে কোন্‌টি বর্তমান ? উত্তর:  ব্রোঞ্জে কপার ও ম্যাগনেশিয়াম ধাতু দুটির মধ্যে কপার বর্তমান।

[VSQ] রসায়নবিদ্যা (পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন) সেট–৭

রসায়নবিদ্যা - পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন প্রশ্ন:১ একটি অজৈব সারের নাম ও সংকেত লেখো। উত্তর:  একটি অজৈব সার হল অ্যামোনিয়াম সালফেট। এর সংকেত হল (NH₄)₂SO₄। প্রশ্ন:২ ডিটারজেন্টের মুখ্য কাজ কী ? উত্তর:  ডিটারজেন্টের মুখ্য কাজ জামাকাপড় পরিষ্কার করা। প্রশ্ন:৩ কালাজ্বরের ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় এরুপ একটি জৈব যৌগের নাম লেখো। উত্তর:  কালাজ্বরের ওষুধ তৈরিতে ব্যবহৃত জৈব যৌগটি হল ইউরিয়া।

[VSQ] রসায়নবিদ্যা (পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন) সেট–৬

রসায়নবিদ্যা - পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন প্রশ্ন:১ পরিবেশ দূষণের জন্য দায়ী একটি গ্যাসীয় দূষকের নাম লেখো। উত্তর:  পরিবেশ দূষণের জন্য দায়ী একটি গ্যাসীয় দূষক হল সালফার ডাইঅক্সাইড (SO₂)। প্রশ্ন:২ শুষ্ককরণ কাজে কোন্ অ্যাসিড ব্যবহৃত হয় ? উত্তর:  শুষ্ককরণ কাজে সালফিউরিক অ্যাসিড ব্যবহৃত হয়। প্রশ্ন:৩ স্বর্ণকারদের দোকান থেকে কোন গ্যাস নির্গত হয়ে বায়ুমণ্ডলকে দূষিত করে ? উত্তর:  স্বর্ণকারদের দোকান থেকে নাইট্রোজেন ডাইঅক্সাইড (NO₂) গ্যাস নির্গত হয়ে বায়ুমণ্ডলকে দূষিত করে।

[VSQ] রসায়নবিদ্যা (পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন) সেট–৫

রসায়নবিদ্যা - পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন প্রশ্ন:১ Na এবং F পরস্পর যুক্ত হয়ে কী জাতীয় যৌগ উৎপন্ন করে ? উত্তর:  Na এবং F পরস্পর যুক্ত হয়ে তড়িৎযোজী যৌগ গঠন করে। প্রশ্ন:২ ডলোমাইট ও সিডারাইট কোন্ সংশ্লিষ্ট ধাতুর লেখো। উত্তর:  ডলোমাইট—ম্যাগনেশিয়াম। সিডারাইট—আয়রন। প্রশ্ন:৩ একটি পরমাণু থেকে অপর পরমাণুতে ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে যে যোজ্যতার প্রকাশ ঘটে, তাকে কী যোজ্যতা বলা হয় ? উত্তর:  একটি পরমাণু থেকে অপর পরমাণুতে ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে যে যোজ্যতার প্রকাশ ঘটে, তাকে তড়িৎযোজ্যতা বলে।