Skip to main content

Posts

Showing posts with the label জীববিদ্যা VSQ (WBCS Special)

সাম্প্রতিক পোস্ট

নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও।

নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও।   অথবা,  একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও।  অথবা,  নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও।             উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়।  এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়।  নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা:       পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের নীচের দিকে ক্ষয়কাজ বেশি করে বলে নদী-খাত প্রথমে '।'

[WBCS Special VSQs] Biology||মানব শারীরবিদ্যা, সেট-৪৪

মানব শারীর বিদ্যা প্রশ্ন:১ প্রাপ্তবয়স্ক লােকের দেহে রক্তের পরিমাণ কত ? উত্তর:  পুরুষদেহে প্রায় 5 লিটার এবং স্ত্রীলােকের দেহে 4.5 লিটার। প্রশ্ন:২ রক্তে কখন অ্যামাইনাে অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় ? উত্তর:  লিউকেমিয়া রােগে।

[WBCS Special VSQs] Biology||মানব শারীরবিদ্যা, সেট-৪৩

মানব শারীর বিদ্যা প্রশ্ন:১ কোন্ বিভাগকে সার্বিক দাতা বলে ? উত্তর:  O বিভাগকে। প্রশ্ন:২ লসিকাবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি হলে কী হবে ? উত্তর:  স্থানটি ফুলে শােথ রােগ প্রকাশ পাবে। প্রশ্ন:৩ Rh+ ও Rh- রক্ত মিশে গেলে কী ক্ষতি হবে ?

[WBCS Special VSQs] Biology||মানব শারীরবিদ্যা, সেট-৪২

মানব শারীর বিদ্যা প্রশ্ন:১ কী কারণে RBC-র ভিতরে TCA চক্র অনুষ্ঠিত হয় না ? উত্তর:  মাইটোকন্ড্রিয়া না থাকার জন্য। প্রশ্ন:২ মানুষের দেহের কোন্ কোশ পরিণত হলে আকারে ছােটো হয়ে যায় ? উত্তর: হিমােসাইটোব্লাস্ট এবং লিম্ফোসাইট। প্রশ্ন:৩ মধুমেহ রােগে কোন্ কোন্ অ্যানায়ন রক্তে অপেক্ষাকৃত কম থাকে ?

[WBCS Special VSQs] Biology||মানব শারীরবিদ্যা, সেট-৪১

মানব শারীর বিদ্যা প্রশ্ন:১ রক্তে অস্বাভাবিক হারে WBC-সংখ্যা বেড়ে যাওয়াকে কী বলে ? উত্তর:  লিউকেমিয়া। প্রশ্ন:২ কোন্ প্রকার শ্বেতকণিকা হেপারিন নিঃসরণ করে ? উত্তর:  বেসােফিল শ্বেতকণিকা।

[WBCS Special VSQs] Biology||মানব শারীরবিদ্যা, সেট-৪০

মানব শারীর বিদ্যা প্রশ্ন:১ অণুচক্রিকার কাজ কী ? উত্তর:  রক্ততঞ্চনে সাহায্য করা। প্রশ্ন:২ রক্ততঞ্চনের উপাদানগুলির কোনটি অণুচক্রিকা থেকে নিঃসৃত হয় ? উত্তর:  থ্রম্বােপ্লাস্টিন।

[WBCS Special VSQs] Biology।। মানব শারীর বিদ্যা।।সেট-৩৯

মানব শারীর বিদ্যা প্রশ্ন:১ মানুষের প্রতিটি বৃক্কে নেফ্রনের সংখ্যা কত ? উত্তর:  প্রায় 10 লক্ষ। প্রশ্ন:২ বৃক্কের জাক্সটামেডালার ও কর্টিক্যাল নেফ্রনের সংখ্যা কত ? উত্তর:  জাক্সটামেডালার নেফ্রন মােট নেফ্রনের 15 শতাংশ এবং কর্টিক্যাল নেফ্রন মােট নেফ্রনের 85 শতাংশ। প্রশ্ন:৩ মানুষের গবিনীর দৈর্ঘ্য কত ? উত্তর:  গবিনীর দৈর্ঘ্য 25-30 cm।

[WBCS Special VSQs] Biology।। মানব শারীর বিদ্যা।।সেট-৩৮

মানব শারীর বিদ্যা প্রশ্ন:১ পেশিতন্তুকে আবৃত রাখে এমন সংযােগী কলা থেকে আরম্ভ করে সংযােগী কলাসমূহের স্তরগুলির নাম লেখাে। উত্তর:  এন্ডােমাইসিয়াম, পেরিমাইসিয়াম, এপিমাইসিয়াম, গভীর ফ্যাসিয়া (deep fascia) এবং  সুপারফিসিয়াল (superficial fascia)। প্রশ্ন:২ অগ্রবাহুকে প্রসারণকারী পেশির উদর কোথায় অবস্থিত ? উত্তর:  হিউমেরাসের পশ্চাদ্ অংশে। প্রশ্ন:৩ সংকোচনের সময় I ব্যান্ড এবং A অঞ্চলে কী ঘটে ? গাঢ় ও হালকা ফিলামেন্টগুলির দৈর্ঘ্যের কি কোনাে পরিবর্তন হয় ? উত্তর:  তারা অদৃশ্য হয়ে যায়। কোনােরূপ দৈর্ঘ্যের পরিবর্তন হয় না।

[WBCS Special VSQs] Biology।। মানব শারীর বিদ্যা।।সেট-৩৭

মানব শারীর বিদ্যা প্রশ্ন:১ কোন্ স্তরটি পেরিকার্ডিয়াম ও হৎপিণ্ড–উভয়েই দেখা যায় ? উত্তর:  ভিসেরাল স্তর [সেরাস পেরিকার্ডিয়ামে (এপিকার্ডিয়াম) থাকে]। প্রশ্ন:২ কোন্ রক্তবাহ O2-যুক্ত রক্ত বাম ধমনি ও বাম নিলয়ে প্রেরণ করে ? উত্তর:  সারকামফ্লেক্স (circumflex)। প্রশ্ন:৩ কোন্ উৎসেচক এরিথ্রোসাইটে কার্বনিক অ্যাসিড উৎপাদন দ্রুততর করে ? উত্তর:  কার্বনিক অ্যানহাইড্রেজ।

[WBCS Special VSQs] Biology।। মানব শারীর বিদ্যা।।সেট-৩৬

মানব শারীর বিদ্যা প্রশ্ন:১ যে পেশি অস্থিকে দেহমধ্যরেখা থেকে দূরে সরিয়ে নিয়ে যায়, তাকে কী বলে ? উত্তর:  অ্যাডাক্টর (adductor)। প্রশ্ন:২ পেশি সংকোচনের সময় ক্রস ব্রিজ গঠনকারী পেশিতন্তুটির নাম লেখাে। উত্তর:  Z ব্যান্ড। প্রশ্ন:৩ পেশির কার্যগত সংকোচনকারী এককের নাম লেখাে। উত্তর:  মায়ােফাইব্রিল।

[WBCS Special VSQs] Biology।। মানব শারীর বিদ্যা।।সেট-৩৫

মানব শারীর বিদ্যা প্রশ্ন:১ মানবদেহে এক অণু হিমােগ্লাবিনের সঙ্গে কত অণু O2 যুক্ত হতে পারে ? উত্তর:  4 অণু। প্রশ্ন:২ শব্দ উৎপাদনকারী অঙ্গটির নাম কী ? উত্তর:  স্বরযন্ত্র বা স্বর প্রকোষ্ঠ। প্রশ্ন:৩ এরিথ্রোসাইটে কেন শুধুমাত্র অবাত শ্বসন হয় ? উত্তর:  মাইট্রোকন্ড্রিয়ার অনুপস্থিতির জন্য।

[WBCS Special VSQs] Biology।। মানব শারীর বিদ্যা।।সেট-৩৪

মানব শারীর বিদ্যা প্রশ্ন:১ স্কন্ধের মুক্ত সচল সন্ধিকে কে তৈলাক্ত করে ? উত্তর:  সাইনােভিয়াল তরল। প্রশ্ন:২ কোলাজেন সংশ্লেষকারী কোশের নাম লেখাে। উত্তর:  ফাইব্রোব্লাস্ট। প্রশ্ন:৩ ডোরাকাটা (striated) পেশিতন্তু দুই প্রকারের হয়। এরা কী কী ? উত্তর:  লাল এবং সাদা পেশিতন্তু।

[WBCS Special VSQs] Biology।। মানব শারীর বিদ্যা।।সেট-৩৩

মানব শারীর বিদ্যা প্রশ্ন:১ আইসােএনজাইমের উদাহরণ দাও। উত্তর:  LDH. প্রশ্ন:২ রাইবােজাইম কী ? উত্তর:  RNA যখন উৎসেচকরূপে কাজ করে তখন তাকে রাইবােজাইম বলে। প্রশ্ন:৩ অ্যামাইলোলাইটিক উৎসেচকের উদাহরণ দাও। উত্তর:  অ্যামাইলেজ।

[WBCS Special VSQs] Biology।। মানব শারীর বিদ্যা।।সেট-৩২

মানব শারীর বিদ্যা প্রশ্ন:১ একটি প্যারাসিমপ্যাথেটিক স্নায়ু হৃৎগতি হ্রাস করে। এর নাম কী ? উত্তর:  ভেগাস (vagus) স্নায়ু। প্রশ্ন:২ মাছ না স্তন্যপায়ী—কোনটিতে সাইনাস ভেনােসাস থাকে ? উত্তর:  মাছে। প্রশ্ন:৩ বুকের ওপর স্টেথােস্কোপ ধরলে কোন্ শব্দ শােনা যায় ? কে এই শব্দ উৎপন্ন করে ? উত্তর:  লাব-ডাব। হৃৎচক্র।

[WBCS Special VSQs] Biology।। মানব শারীর বিদ্যা।।সেট-৩১

মানব শারীর বিদ্যা প্রশ্ন:১ কোন্ শিরা যকৃৎ থেকে রক্ত দূরে নিয়ে যায় ? উত্তর:  হেপাটিক শিরা। প্রশ্ন:২ লসিকা রক্তরস না আন্তঃকোশীয় তরলের সঙ্গে অধিক সাদৃশ্যপূর্ণ ? উত্তর:  আন্তঃকোশীয় তরল (Interstitial fluid)। কারণ প্রােটিনের পরিমাণ স্বল্প। প্রশ্ন:৩ কোন্ ধরনের কারক (Ejection) কলা হৃৎসংবহন কেন্দ্র (CV) দ্বারা নিয়ন্ত্রিত হয় ? উত্তর:  হৃৎপিণ্ডের হৃদপেশি এবং রক্তবাহের প্রাচীরের মসৃণ পেশি।

[WBCS Special VSQs] Biology।। মানব শারীর বিদ্যা।।সেট-৩০

মানব শারীর বিদ্যা প্রশ্ন:১ মূত্রের মাধ্যমে জল নিষ্কাশন কোন্ হরমােনের প্রভাবে হয় ? উত্তর:  ADH (Vasopressin)। প্রশ্ন:২ পশ্চাদ পিটুইটারি থেকে ক্ষরিত হরমােনের নাম লেখাে। উত্তর:  ভ্যাসােপ্রেসিন ও অক্সিটোসিন। প্রশ্ন:৩ যে-কোনাে দুটি গােনাডােট্রপিনের নাম লেখাে ও তাদের কাজ উল্লেখ করাে।  উত্তর:  FSH— FSH গ্রাফিয়ান ফলিকল-এর পূর্ণতা দান করে ও ইস্ট্রোজেন ক্ষরণ নিয়ন্ত্রণ করে। পুংদেহে স্পারমাটোজেনেসিস নিয়ন্ত্রণ করে। LH— ডিম্বােৎপাদন নিয়ন্ত্রণ করে, করপাস লিউটিয়াম রক্ষণাবেক্ষণ করে ও প্রােজেস্টেরন ক্ষরণ করে।

[WBCS Special VSQs] Biology।। মানব শারীর বিদ্যা।।সেট-২৯

মানব শারীর বিদ্যা প্রশ্ন:১ ভোকাল কর্ড (স্বরযন্ত্র) কোথায় অবস্থিত ? উত্তর:  ল্যারিংক্স। প্রশ্ন:২ বলপূর্বক শ্বাসত্যাগের পরেও কী পরিমাণ বায়ু ফুসফুসে থেকে যায় ? উত্তর:  প্রায় 1500 ml অবশিষ্ট বায়ু। প্রশ্ন:৩ মানবদেহের যে অঙ্গে প্রশ্বাস বায়ু স্বাভাবিক অবস্থায় আনীত হয় তাকে কী বলে ? উত্তর:  নাসাগহ্বর।

[WBCS Special VSQs] Biology।। মানব শারীর বিদ্যা।।সেট-২৮

মানব শারীর বিদ্যা প্রশ্ন:১ কোন্ নিউরােন CNS-এ উদ্দীপনা পৌঁছে দেয় এবং কোন্ স্নায়ু CNS থেকে উদ্দীপনা বহন করে নিয়ে যায় ? উত্তর:  সেনসরি (অ্যাফারেন্ট) এবং মােটর (ইফারেন্ট)। প্রশ্ন:২ স্পাইনাল স্নায়ু কোন্ স্নায়ুতন্ত্রের অন্তর্গত ? উত্তর: প্রান্তীয় (peripheral) স্নায়ুতন্ত্র। প্রশ্ন:৩ কোন্ নিউরােন একমুখী উদ্দীপনা পরিবহণ করে ? উত্তর:  প্রিসাইন্যাপটিক নিউরােন।

[WBCS Special VSQs] Biology।। মানব শারীর বিদ্যা।।সেট-২৭

মানব শারীর বিদ্যা প্রশ্ন:১ পৌষ্টিক নালির কোন্ অংশে ক্রমসংকোচন-প্রসারণ (Peristalsis) দেখা যায় না ? উত্তর:  পায়ু। প্রশ্ন:২ পৌষ্টিক নালির দুটি অংশের নাম লেখাে যেখানে ফ্যাটের পরিপাক হয়। উত্তর:  পাকস্থলী এবং ক্ষুদ্রান্ত্র। প্রশ্ন:৩ ক্ষুদ্রান্ত্রের তিনটি উৎসেচকের নাম লেখাে যা কার্বোহাইড্রেটের আর্দ্রবিশ্লেষণকে ত্বরান্বিত করে। উত্তর:  মলটেজ, সুক্রেজ, ল্যাকটেজ।

[WBCS Special VSQs] Biology।। মানব শারীর বিদ্যা।।সেট-২৬

মানব শারীর বিদ্যা প্রশ্ন:১ ACTH-এর পুরাে নাম লেখাে। উত্তর:  Adreno Cortico Trophic Hormone. প্রশ্ন:২ পশ্চাদ্ পিটুইটারির হরমােনগুলি কোথায় সংশ্লেষিত হয় ? উত্তর:  হাইপােথ্যালামাসে। প্রশ্ন:৩ অ্যালডােস্টেরনের একটি কাজ লেখাে। উত্তর:  Na+ শােষণ এবং K+ -এর দেহ থেকে নিষ্কাশন।

[WBCS Special VSQs] Biology।। মানব শারীর বিদ্যা।।সেট-২৫

মানব শারীর বিদ্যা প্রশ্ন:১ অবশিষ্ট বায়ু কী ? স্বাভাবিক পূর্ণবয়স্ক ব্যক্তির দেহে এর মান কত ? উত্তর:  সম্পূর্ণরূপে শ্বাসত্যাগের পরে ফুসফুসে ও শ্বাসবায়ু চলাচলের পথে যে পরিমাণ বায়ু অবশিষ্ট থাকে তাকে অবশিষ্ট বায়ু বলে। এর স্বাভাবিক মান প্রায় 1200 মিলি। প্রশ্ন:২ এপিগ্লটিস কীভাবে খাদ্য ও তরলকে ল্যারিংক্সে প্রবেশ করতে দেয় না ? উত্তর:  গলাধঃকরণের সময় এপিগ্লটিস ল্যারিংক্সের খােলা মুখ বন্ধ করে দেয়। প্রশ্ন:৩ শ্বাসঅঙ্গের নাম লেখাে ? (i) জোঁক, (ii) কীটপতঙ্গ, (ii) চিংড়ি ও (iv) ব্যাঙের লার্ভা। উত্তর:  (i) ত্বক, (ii) ট্রাকিয়া, (iii) ফুলকা, (iv) ফুলকা।