Skip to main content

Posts

Showing posts with the label জীববিদ্যা VSQ (WBCS Special)

প্রস্তুতি শুরু করা যাক [খুব তাড়াতাড়ি আসছে]

WBSSC WBPSC WBPRB WBCS

সাম্প্রতিক পোস্ট

দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair)

দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক

পশ্চিমবঙ্গের প্রধান শিক্ষা বোর্ডসমূহ [খুব তাড়াতাড়ি আসছে]

WBBPE WBBSE WBCHSE WBMSC

[WBCS Special VSQs] Biology||মানব শারীরবিদ্যা, সেট-৪৪

মানব শারীর বিদ্যা প্রশ্ন:১ প্রাপ্তবয়স্ক লােকের দেহে রক্তের পরিমাণ কত ? উত্তর:  পুরুষদেহে প্রায় 5 লিটার এবং স্ত্রীলােকের দেহে 4.5 লিটার। প্রশ্ন:২ রক্তে কখন অ্যামাইনাে অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় ? উত্তর:  লিউকেমিয়া রােগে।

[WBCS Special VSQs] Biology||মানব শারীরবিদ্যা, সেট-৪৩

মানব শারীর বিদ্যা প্রশ্ন:১ কোন্ বিভাগকে সার্বিক দাতা বলে ? উত্তর:  O বিভাগকে। প্রশ্ন:২ লসিকাবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি হলে কী হবে ? উত্তর:  স্থানটি ফুলে শােথ রােগ প্রকাশ পাবে। প্রশ্ন:৩ Rh+ ও Rh- রক্ত মিশে গেলে কী ক্ষতি হবে ?

[WBCS Special VSQs] Biology||মানব শারীরবিদ্যা, সেট-৪২

মানব শারীর বিদ্যা প্রশ্ন:১ কী কারণে RBC-র ভিতরে TCA চক্র অনুষ্ঠিত হয় না ? উত্তর:  মাইটোকন্ড্রিয়া না থাকার জন্য। প্রশ্ন:২ মানুষের দেহের কোন্ কোশ পরিণত হলে আকারে ছােটো হয়ে যায় ? উত্তর: হিমােসাইটোব্লাস্ট এবং লিম্ফোসাইট। প্রশ্ন:৩ মধুমেহ রােগে কোন্ কোন্ অ্যানায়ন রক্তে অপেক্ষাকৃত কম থাকে ?

[WBCS Special VSQs] Biology||মানব শারীরবিদ্যা, সেট-৪১

মানব শারীর বিদ্যা প্রশ্ন:১ রক্তে অস্বাভাবিক হারে WBC-সংখ্যা বেড়ে যাওয়াকে কী বলে ? উত্তর:  লিউকেমিয়া। প্রশ্ন:২ কোন্ প্রকার শ্বেতকণিকা হেপারিন নিঃসরণ করে ? উত্তর:  বেসােফিল শ্বেতকণিকা।

[WBCS Special VSQs] Biology||মানব শারীরবিদ্যা, সেট-৪০

মানব শারীর বিদ্যা প্রশ্ন:১ অণুচক্রিকার কাজ কী ? উত্তর:  রক্ততঞ্চনে সাহায্য করা। প্রশ্ন:২ রক্ততঞ্চনের উপাদানগুলির কোনটি অণুচক্রিকা থেকে নিঃসৃত হয় ? উত্তর:  থ্রম্বােপ্লাস্টিন।

[WBCS Special VSQs] Biology।। মানব শারীর বিদ্যা।।সেট-৩৯

মানব শারীর বিদ্যা প্রশ্ন:১ মানুষের প্রতিটি বৃক্কে নেফ্রনের সংখ্যা কত ? উত্তর:  প্রায় 10 লক্ষ। প্রশ্ন:২ বৃক্কের জাক্সটামেডালার ও কর্টিক্যাল নেফ্রনের সংখ্যা কত ? উত্তর:  জাক্সটামেডালার নেফ্রন মােট নেফ্রনের 15 শতাংশ এবং কর্টিক্যাল নেফ্রন মােট নেফ্রনের 85 শতাংশ। প্রশ্ন:৩ মানুষের গবিনীর দৈর্ঘ্য কত ? উত্তর:  গবিনীর দৈর্ঘ্য 25-30 cm।

[WBCS Special VSQs] Biology।। মানব শারীর বিদ্যা।।সেট-৩৮

মানব শারীর বিদ্যা প্রশ্ন:১ পেশিতন্তুকে আবৃত রাখে এমন সংযােগী কলা থেকে আরম্ভ করে সংযােগী কলাসমূহের স্তরগুলির নাম লেখাে। উত্তর:  এন্ডােমাইসিয়াম, পেরিমাইসিয়াম, এপিমাইসিয়াম, গভীর ফ্যাসিয়া (deep fascia) এবং  সুপারফিসিয়াল (superficial fascia)। প্রশ্ন:২ অগ্রবাহুকে প্রসারণকারী পেশির উদর কোথায় অবস্থিত ? উত্তর:  হিউমেরাসের পশ্চাদ্ অংশে। প্রশ্ন:৩ সংকোচনের সময় I ব্যান্ড এবং A অঞ্চলে কী ঘটে ? গাঢ় ও হালকা ফিলামেন্টগুলির দৈর্ঘ্যের কি কোনাে পরিবর্তন হয় ? উত্তর:  তারা অদৃশ্য হয়ে যায়। কোনােরূপ দৈর্ঘ্যের পরিবর্তন হয় না।

[WBCS Special VSQs] Biology।। মানব শারীর বিদ্যা।।সেট-৩৭

মানব শারীর বিদ্যা প্রশ্ন:১ কোন্ স্তরটি পেরিকার্ডিয়াম ও হৎপিণ্ড–উভয়েই দেখা যায় ? উত্তর:  ভিসেরাল স্তর [সেরাস পেরিকার্ডিয়ামে (এপিকার্ডিয়াম) থাকে]। প্রশ্ন:২ কোন্ রক্তবাহ O2-যুক্ত রক্ত বাম ধমনি ও বাম নিলয়ে প্রেরণ করে ? উত্তর:  সারকামফ্লেক্স (circumflex)। প্রশ্ন:৩ কোন্ উৎসেচক এরিথ্রোসাইটে কার্বনিক অ্যাসিড উৎপাদন দ্রুততর করে ? উত্তর:  কার্বনিক অ্যানহাইড্রেজ।

[WBCS Special VSQs] Biology।। মানব শারীর বিদ্যা।।সেট-৩৬

মানব শারীর বিদ্যা প্রশ্ন:১ যে পেশি অস্থিকে দেহমধ্যরেখা থেকে দূরে সরিয়ে নিয়ে যায়, তাকে কী বলে ? উত্তর:  অ্যাডাক্টর (adductor)। প্রশ্ন:২ পেশি সংকোচনের সময় ক্রস ব্রিজ গঠনকারী পেশিতন্তুটির নাম লেখাে। উত্তর:  Z ব্যান্ড। প্রশ্ন:৩ পেশির কার্যগত সংকোচনকারী এককের নাম লেখাে। উত্তর:  মায়ােফাইব্রিল।

[WBCS Special VSQs] Biology।। মানব শারীর বিদ্যা।।সেট-৩৫

মানব শারীর বিদ্যা প্রশ্ন:১ মানবদেহে এক অণু হিমােগ্লাবিনের সঙ্গে কত অণু O2 যুক্ত হতে পারে ? উত্তর:  4 অণু। প্রশ্ন:২ শব্দ উৎপাদনকারী অঙ্গটির নাম কী ? উত্তর:  স্বরযন্ত্র বা স্বর প্রকোষ্ঠ। প্রশ্ন:৩ এরিথ্রোসাইটে কেন শুধুমাত্র অবাত শ্বসন হয় ? উত্তর:  মাইট্রোকন্ড্রিয়ার অনুপস্থিতির জন্য।

[WBCS Special VSQs] Biology।। মানব শারীর বিদ্যা।।সেট-৩৪

মানব শারীর বিদ্যা প্রশ্ন:১ স্কন্ধের মুক্ত সচল সন্ধিকে কে তৈলাক্ত করে ? উত্তর:  সাইনােভিয়াল তরল। প্রশ্ন:২ কোলাজেন সংশ্লেষকারী কোশের নাম লেখাে। উত্তর:  ফাইব্রোব্লাস্ট। প্রশ্ন:৩ ডোরাকাটা (striated) পেশিতন্তু দুই প্রকারের হয়। এরা কী কী ? উত্তর:  লাল এবং সাদা পেশিতন্তু।

[WBCS Special VSQs] Biology।। মানব শারীর বিদ্যা।।সেট-৩৩

মানব শারীর বিদ্যা প্রশ্ন:১ আইসােএনজাইমের উদাহরণ দাও। উত্তর:  LDH. প্রশ্ন:২ রাইবােজাইম কী ? উত্তর:  RNA যখন উৎসেচকরূপে কাজ করে তখন তাকে রাইবােজাইম বলে। প্রশ্ন:৩ অ্যামাইলোলাইটিক উৎসেচকের উদাহরণ দাও। উত্তর:  অ্যামাইলেজ।

[WBCS Special VSQs] Biology।। মানব শারীর বিদ্যা।।সেট-৩২

মানব শারীর বিদ্যা প্রশ্ন:১ একটি প্যারাসিমপ্যাথেটিক স্নায়ু হৃৎগতি হ্রাস করে। এর নাম কী ? উত্তর:  ভেগাস (vagus) স্নায়ু। প্রশ্ন:২ মাছ না স্তন্যপায়ী—কোনটিতে সাইনাস ভেনােসাস থাকে ? উত্তর:  মাছে। প্রশ্ন:৩ বুকের ওপর স্টেথােস্কোপ ধরলে কোন্ শব্দ শােনা যায় ? কে এই শব্দ উৎপন্ন করে ? উত্তর:  লাব-ডাব। হৃৎচক্র।

[WBCS Special VSQs] Biology।। মানব শারীর বিদ্যা।।সেট-৩১

মানব শারীর বিদ্যা প্রশ্ন:১ কোন্ শিরা যকৃৎ থেকে রক্ত দূরে নিয়ে যায় ? উত্তর:  হেপাটিক শিরা। প্রশ্ন:২ লসিকা রক্তরস না আন্তঃকোশীয় তরলের সঙ্গে অধিক সাদৃশ্যপূর্ণ ? উত্তর:  আন্তঃকোশীয় তরল (Interstitial fluid)। কারণ প্রােটিনের পরিমাণ স্বল্প। প্রশ্ন:৩ কোন্ ধরনের কারক (Ejection) কলা হৃৎসংবহন কেন্দ্র (CV) দ্বারা নিয়ন্ত্রিত হয় ? উত্তর:  হৃৎপিণ্ডের হৃদপেশি এবং রক্তবাহের প্রাচীরের মসৃণ পেশি।

[WBCS Special VSQs] Biology।। মানব শারীর বিদ্যা।।সেট-৩০

মানব শারীর বিদ্যা প্রশ্ন:১ মূত্রের মাধ্যমে জল নিষ্কাশন কোন্ হরমােনের প্রভাবে হয় ? উত্তর:  ADH (Vasopressin)। প্রশ্ন:২ পশ্চাদ পিটুইটারি থেকে ক্ষরিত হরমােনের নাম লেখাে। উত্তর:  ভ্যাসােপ্রেসিন ও অক্সিটোসিন। প্রশ্ন:৩ যে-কোনাে দুটি গােনাডােট্রপিনের নাম লেখাে ও তাদের কাজ উল্লেখ করাে।  উত্তর:  FSH— FSH গ্রাফিয়ান ফলিকল-এর পূর্ণতা দান করে ও ইস্ট্রোজেন ক্ষরণ নিয়ন্ত্রণ করে। পুংদেহে স্পারমাটোজেনেসিস নিয়ন্ত্রণ করে। LH— ডিম্বােৎপাদন নিয়ন্ত্রণ করে, করপাস লিউটিয়াম রক্ষণাবেক্ষণ করে ও প্রােজেস্টেরন ক্ষরণ করে।

[WBCS Special VSQs] Biology।। মানব শারীর বিদ্যা।।সেট-২৯

মানব শারীর বিদ্যা প্রশ্ন:১ ভোকাল কর্ড (স্বরযন্ত্র) কোথায় অবস্থিত ? উত্তর:  ল্যারিংক্স। প্রশ্ন:২ বলপূর্বক শ্বাসত্যাগের পরেও কী পরিমাণ বায়ু ফুসফুসে থেকে যায় ? উত্তর:  প্রায় 1500 ml অবশিষ্ট বায়ু। প্রশ্ন:৩ মানবদেহের যে অঙ্গে প্রশ্বাস বায়ু স্বাভাবিক অবস্থায় আনীত হয় তাকে কী বলে ? উত্তর:  নাসাগহ্বর।

[WBCS Special VSQs] Biology।। মানব শারীর বিদ্যা।।সেট-২৮

মানব শারীর বিদ্যা প্রশ্ন:১ কোন্ নিউরােন CNS-এ উদ্দীপনা পৌঁছে দেয় এবং কোন্ স্নায়ু CNS থেকে উদ্দীপনা বহন করে নিয়ে যায় ? উত্তর:  সেনসরি (অ্যাফারেন্ট) এবং মােটর (ইফারেন্ট)। প্রশ্ন:২ স্পাইনাল স্নায়ু কোন্ স্নায়ুতন্ত্রের অন্তর্গত ? উত্তর: প্রান্তীয় (peripheral) স্নায়ুতন্ত্র। প্রশ্ন:৩ কোন্ নিউরােন একমুখী উদ্দীপনা পরিবহণ করে ? উত্তর:  প্রিসাইন্যাপটিক নিউরােন।

[WBCS Special VSQs] Biology।। মানব শারীর বিদ্যা।।সেট-২৭

মানব শারীর বিদ্যা প্রশ্ন:১ পৌষ্টিক নালির কোন্ অংশে ক্রমসংকোচন-প্রসারণ (Peristalsis) দেখা যায় না ? উত্তর:  পায়ু। প্রশ্ন:২ পৌষ্টিক নালির দুটি অংশের নাম লেখাে যেখানে ফ্যাটের পরিপাক হয়। উত্তর:  পাকস্থলী এবং ক্ষুদ্রান্ত্র। প্রশ্ন:৩ ক্ষুদ্রান্ত্রের তিনটি উৎসেচকের নাম লেখাে যা কার্বোহাইড্রেটের আর্দ্রবিশ্লেষণকে ত্বরান্বিত করে। উত্তর:  মলটেজ, সুক্রেজ, ল্যাকটেজ।

[WBCS Special VSQs] Biology।। মানব শারীর বিদ্যা।।সেট-২৬

মানব শারীর বিদ্যা প্রশ্ন:১ ACTH-এর পুরাে নাম লেখাে। উত্তর:  Adreno Cortico Trophic Hormone. প্রশ্ন:২ পশ্চাদ্ পিটুইটারির হরমােনগুলি কোথায় সংশ্লেষিত হয় ? উত্তর:  হাইপােথ্যালামাসে। প্রশ্ন:৩ অ্যালডােস্টেরনের একটি কাজ লেখাে। উত্তর:  Na+ শােষণ এবং K+ -এর দেহ থেকে নিষ্কাশন।

[WBCS Special VSQs] Biology।। মানব শারীর বিদ্যা।।সেট-২৫

মানব শারীর বিদ্যা প্রশ্ন:১ অবশিষ্ট বায়ু কী ? স্বাভাবিক পূর্ণবয়স্ক ব্যক্তির দেহে এর মান কত ? উত্তর:  সম্পূর্ণরূপে শ্বাসত্যাগের পরে ফুসফুসে ও শ্বাসবায়ু চলাচলের পথে যে পরিমাণ বায়ু অবশিষ্ট থাকে তাকে অবশিষ্ট বায়ু বলে। এর স্বাভাবিক মান প্রায় 1200 মিলি। প্রশ্ন:২ এপিগ্লটিস কীভাবে খাদ্য ও তরলকে ল্যারিংক্সে প্রবেশ করতে দেয় না ? উত্তর:  গলাধঃকরণের সময় এপিগ্লটিস ল্যারিংক্সের খােলা মুখ বন্ধ করে দেয়। প্রশ্ন:৩ শ্বাসঅঙ্গের নাম লেখাে ? (i) জোঁক, (ii) কীটপতঙ্গ, (ii) চিংড়ি ও (iv) ব্যাঙের লার্ভা। উত্তর:  (i) ত্বক, (ii) ট্রাকিয়া, (iii) ফুলকা, (iv) ফুলকা।