পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
কার্বন ও কার্বন ঘটিত জ্বালানি প্রশ্ন:১ কার্বনের একটি নিয়তাকার রূপভেদ হল— (a) কোক (b) গ্রাফাইট (c) রক্ত অঙ্গার উত্তর: B প্রশ্ন:২ কার্বনের তড়িৎ-কুপরিবাহী রূপভেদ হল— (a) হীরক (b) গ্যাস কার্বন (c) গ্রাফাইট উত্তর: A প্রশ্ন:৩ বহুরূপতার একটি কারণ হল— (a) পদার্থের ভর (b) অণুতে পরমাণুর বিন্যাসের ভিন্নতা (c) পরমাণু ক্রমাঙ্ক উত্তর: B