ভারত-ইতিহাসে সমুদ্রের প্রভাব ভারত-ইতিহাসে সমুদ্রের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুদূরপ্রসারী। সমুদ্র ভারতের কেবল ভৌগোলিক সীমানাই নির্ধারণ করেনি, বরং এর সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি এবং বিশ্ব-সম্পর্কের উপর গভীর প্রভাব ফেলেছে। ভারতবর্ষের তিনদিক সমুদ্রবেষ্টিত। তাই, ভারত-ইতিহাসে সমুদ্রের প্রভাব থাকাটাই স্বাভাবিক ঘটনা। (১) তিনদিক সমুদ্রবেষ্টিত হওয়ায় তিন দিকের সীমান্ত বেশ সুরক্ষিত। (২) আবার এই সমুদ্রপথ ধরেই আমাদের দেশের সঙ্গে চিন, রোম, মালয়, সুমাত্রা, জাভা, সিংহল ও পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক গড়ে উঠেছে। (৩) এমনকি এই জলপথের মাধ্যমেই রাজনৈতিক প্রাধান্য স্থাপিত হয়েছে।
একনজরে ভারতীয় জলবায়ু সম্পর্কিত কয়েকটি তথ্য
১. ভারতের জলবায়ু উষ্ণ-আদ্র ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর অন্তর্গত।
২. পাঞ্জাব - হরিয়ানা ও করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়।
৩. পাঞ্জাব হরিয়ানায় পশ্চিমি ঝঞ্ঝা দেখা যায়।
৪. ভারতের মেঘালয়ের রাজধানী শিলং , পশ্চিমঘাট পর্বতের পূর্বঢাল বৃষ্টিচ্ছায় অঞ্চলের অন্তর্গত।
৫. ভারতে বৃষ্টিপাতের বন্টনের মুখ্য বৈশিষ্ট্য হলো ঋতুকেন্দ্রিকতা
৬. মেঘালয় রাজ্যের নিকট মৌসিনরামে পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত হয়।
৭. ভারতের সর্বাপেক্ষা কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চল হলো জয়সলমির।
৮. ভারতের শীতলতম স্থান জম্মু - কাশ্মীরের লাদাখ।
৯. ভারতের উষ্ণতম স্থান রাজস্থানের ব্রিয়াওয়ালি।
Related Questions
১. ভারতের কয়েকটি বায়ুপ্রবাহের নাম ও তাদের অবস্থান
২.ভারতের কয়েকটি বিখ্যাত জলপ্রপাতের নাম, তাদের অবস্থান এবং নদীর নাম

Comments
Post a Comment