দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
একনজরে ভারতীয় জলবায়ু সম্পর্কিত কয়েকটি তথ্য
১. ভারতের জলবায়ু উষ্ণ-আদ্র ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর অন্তর্গত।
২. পাঞ্জাব - হরিয়ানা ও করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়।
৩. পাঞ্জাব হরিয়ানায় পশ্চিমি ঝঞ্ঝা দেখা যায়।
৪. ভারতের মেঘালয়ের রাজধানী শিলং , পশ্চিমঘাট পর্বতের পূর্বঢাল বৃষ্টিচ্ছায় অঞ্চলের অন্তর্গত।
৫. ভারতে বৃষ্টিপাতের বন্টনের মুখ্য বৈশিষ্ট্য হলো ঋতুকেন্দ্রিকতা
৬. মেঘালয় রাজ্যের নিকট মৌসিনরামে পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত হয়।
৭. ভারতের সর্বাপেক্ষা কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চল হলো জয়সলমির।
৮. ভারতের শীতলতম স্থান জম্মু - কাশ্মীরের লাদাখ।
৯. ভারতের উষ্ণতম স্থান রাজস্থানের ব্রিয়াওয়ালি।
Related Questions
১. ভারতের কয়েকটি বায়ুপ্রবাহের নাম ও তাদের অবস্থান
২.ভারতের কয়েকটি বিখ্যাত জলপ্রপাতের নাম, তাদের অবস্থান এবং নদীর নাম

Comments
Post a Comment