শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি 🗇 "নারীর প্রেম পুরুষের কাছে শুধু আশ্রয়, কিন্তু পুরুষের প্রেম নারীর কাছে জীবন।" 🗇 "সংসারে কেউ কাউকে ভালোবাসে না, শুধু ভালোবাসার অভিনয় করে।" 🗇 "যে জন ভালোবাসে, সে জন জানে ভালোবাসার মূল্য।" 🗇 "পুরুষের মনস্তত্ত্বই এই, তারা যাকে বেশি ভালোবাসে, তাকেই বেশি কষ্ট দেয়।" 🗇 "স্নেহ ভালোবাসার কাঙাল, তাই দুর্বলকে সে বেশি টানে।"
একনজরে ভারতীয় জলবায়ু সম্পর্কিত কয়েকটি তথ্য
১. ভারতের জলবায়ু উষ্ণ-আদ্র ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর অন্তর্গত।
২. পাঞ্জাব - হরিয়ানা ও করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়।
৩. পাঞ্জাব হরিয়ানায় পশ্চিমি ঝঞ্ঝা দেখা যায়।
৪. ভারতের মেঘালয়ের রাজধানী শিলং , পশ্চিমঘাট পর্বতের পূর্বঢাল বৃষ্টিচ্ছায় অঞ্চলের অন্তর্গত।
৫. ভারতে বৃষ্টিপাতের বন্টনের মুখ্য বৈশিষ্ট্য হলো ঋতুকেন্দ্রিকতা
৬. মেঘালয় রাজ্যের নিকট মৌসিনরামে পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত হয়।
৭. ভারতের সর্বাপেক্ষা কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চল হলো জয়সলমির।
৮. ভারতের শীতলতম স্থান জম্মু - কাশ্মীরের লাদাখ।
৯. ভারতের উষ্ণতম স্থান রাজস্থানের ব্রিয়াওয়ালি।
Related Questions
১. ভারতের কয়েকটি বায়ুপ্রবাহের নাম ও তাদের অবস্থান
২.ভারতের কয়েকটি বিখ্যাত জলপ্রপাতের নাম, তাদের অবস্থান এবং নদীর নাম

Comments
Post a Comment