দশম শ্রেণী-ভৌতবিজ্ঞান-পরিবেশের জন্য ভাবনা-ভৌতবিজ্ঞান ও পরিবেশ-এক নম্বরের প্রশ্ন বায়ুমণ্ডলের স্তর ও গঠন Q. বায়ুমণ্ডল কাকে বলে? Α. পৃথিবী পৃষ্ঠকে আবৃত করে কয়েক হাজার কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত অদৃশ্য গ্যাসীয় আবরণকে বায়ুমণ্ডল বলে. Q. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? Α. ৭৮.০৯%. Q. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? Α. ২০.৯৫%. Q. বায়ুমণ্ডলে আর্গন গ্যাসের শতকরা ভাগ কত? Α. ০.৯৩%. Q. বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত? Α. ০.০৩%. Q. বায়ুর প্রকৃতি অনুসারে বায়ুমণ্ডলকে কটি স্তরে ভাগ করা যায়? Α. ছয়টি. Q. ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত বিস্তৃত? Α. প্রায় ১৬-১৮ কিমি. Q. উচ্চতা বাড়লে ট্রপোস্ফিয়ারে বায়ুর চাপের কী পরিবর্তন হয়? Α. বায়ুর চাপ কমে যায়. Q. ট্রপোপজ কাকে বলে? Α. ট্রপোস্ফিয়ারের উপরের দিকের স্থির উষ্ণতার অঞ্চলকে (১০-১৬ কিমি) ট্রপোপজ বলে. Q. স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা কত? Α. ২০ থেকে ৪৫ কিমি পর্যন...
একনজরে ভারতীয় জলবায়ু সম্পর্কিত কয়েকটি তথ্য
১. ভারতের জলবায়ু উষ্ণ-আদ্র ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর অন্তর্গত।
২. পাঞ্জাব - হরিয়ানা ও করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়।
৩. পাঞ্জাব হরিয়ানায় পশ্চিমি ঝঞ্ঝা দেখা যায়।
৪. ভারতের মেঘালয়ের রাজধানী শিলং , পশ্চিমঘাট পর্বতের পূর্বঢাল বৃষ্টিচ্ছায় অঞ্চলের অন্তর্গত।
৫. ভারতে বৃষ্টিপাতের বন্টনের মুখ্য বৈশিষ্ট্য হলো ঋতুকেন্দ্রিকতা
৬. মেঘালয় রাজ্যের নিকট মৌসিনরামে পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত হয়।
৭. ভারতের সর্বাপেক্ষা কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চল হলো জয়সলমির।
৮. ভারতের শীতলতম স্থান জম্মু - কাশ্মীরের লাদাখ।
৯. ভারতের উষ্ণতম স্থান রাজস্থানের ব্রিয়াওয়ালি।
Related Questions
১. ভারতের কয়েকটি বায়ুপ্রবাহের নাম ও তাদের অবস্থান
২.ভারতের কয়েকটি বিখ্যাত জলপ্রপাতের নাম, তাদের অবস্থান এবং নদীর নাম

Comments
Post a Comment