পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
বাস্তব্যবিদ্যা ও পরিবেশ প্রশ্ন:১ গামা বৈচিত্র্য কী ? উত্তর: একটি বৃহৎ ভৌগোলিক অঞ্চলের ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্রের বিভিন্ন সম্প্রদায়ভুক্ত জীব প্রজাতির সামগ্রিক বৈচিত্র্যকে গামা বৈচিত্র্য বলে। প্রশ্ন:২ বিশেষ কয়েকটি জিন ব্যাংকের নাম উল্লেখ করো। উত্তর: The Vavilov Institure (USSR); National Seed Storage Laboratory (USA); The National Bureau of Plant Genetic Researches (New Delhi)। প্রশ্ন:৩ প্রোটেকটিভ অঞ্চল কী ? উত্তর: যে স্থানটি বন হতে পারে বা নাও হতে পারে, যেখানে দিবারাত্রি বনরক্ষী উপস্থিত থেকে বিপদগ্রস্ত প্রাণীদের রাজ্য সরকারের আইন দ্বারা সংরক্ষণ করে।