Skip to main content

Posts

Showing posts with the label জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

সাম্প্রতিক পোস্ট

ইতিহাস MCQs For WBCS EXAM, SET 01

ইতিহাস MCQs For WBCS EXAM প্রশ্নঃ ১.  গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন? (a) লুম্বিনী (b) সারণাথ (c) কুশিনগর (d)  বুদ্ধগয়া উত্তরঃ d প্রশ্নঃ ২.  মৃচ্ছকটিকম নাটকটি কার লেখা? (a) বিসাখদত্ত (b) সুদ্রক (c)  বানভট্ট (d)  ভাস উত্তরঃ b

জীবনবিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-বাস্তব্যবিদ্যা ও পরিবেশ, সেট–৫

বাস্তব্যবিদ্যা ও পরিবেশ প্রশ্ন:১ গামা বৈচিত্র্য কী ? উত্তর:  একটি বৃহৎ ভৌগোলিক অঞ্চলের ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্রের বিভিন্ন সম্প্রদায়ভুক্ত জীব প্রজাতির সামগ্রিক বৈচিত্র্যকে গামা বৈচিত্র্য বলে। প্রশ্ন:২ বিশেষ কয়েকটি জিন ব্যাংকের নাম উল্লেখ করো। উত্তর:  The Vavilov Institure (USSR); National Seed Storage Laboratory (USA); The National Bureau of Plant Genetic Researches (New Delhi)। প্রশ্ন:৩ প্রোটেকটিভ অঞ্চল কী ? উত্তর:  যে স্থানটি বন হতে পারে বা নাও হতে পারে, যেখানে দিবারাত্রি বনরক্ষী উপস্থিত থেকে বিপদগ্রস্ত প্রাণীদের রাজ্য সরকারের আইন দ্বারা সংরক্ষণ করে।

জীবনবিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-বাস্তব্যবিদ্যা ও পরিবেশ, সেট–৪

বাস্তব্যবিদ্যা ও পরিবেশ প্রশ্ন:১ লাইকেন কী ? উত্তর:  ইহা শৈবাল এবং ছত্রাকের সমন্বয়ে গঠিত, যেখানে ছত্রাক পুষ্টিরস শোষণ করে শৈবালকে দেয়। শৈবাল খাদ্য উৎপাদন করে ছত্রাককে সরবরাহ করে। প্রশ্ন:২ মর্টালিটি কী ? উত্তর:  একক সময়ে কোনো পপুলেশনে যে সংখ্যায় জীবের মৃত্যু ঘটে, তাকে মর্টালিটি বলে। জন্মহার যেমন পপুলেশনের বৃদ্ধি ঘটায়, মৃত্যুহার তেমন পপুলেশনের আয়তন কমায়। প্রশ্ন:৩ পপুলেশন কাকে বলে ? উত্তর:  কোনো বিশেষ ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী একই প্রজাতিভুক্ত জীবগোষ্ঠী। অর্থাৎ কোনো নির্দিষ্ট বাসস্থানের প্রজাতিভুক্ত সমগ্র জীবের সমাহারকেই পপুলেশন বলে।

জীবনবিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-বাস্তব্যবিদ্যা ও পরিবেশ, সেট–৩

বাস্তব্যবিদ্যা ও পরিবেশ প্রশ্ন:১ কার্বন চক্র কাকে বলে ? উত্তর:  যে প্রক্রিয়ায় প্রকৃতির কার্বন ডাইঅক্সাইড গ্যাস রূপে পরিবেশ থেকে জীবদেহে এবং জীবদেহ থেকে পরিবেশে আবর্তিত হয়ে পরিবেশে কার্বনের সমতা বজায় রাখে, তাকে কার্বন চক্র বলে। প্রশ্ন:২ ফসফরাস চক্র কাকে বলে ? উত্তর:  যে পদ্ধতিতে ফসফরাস পরিবেশ থেকে জীবদেহে এবং জীবদেহ থেকে পরিবেশে আবর্তিত হয়ে পরিবেশে ফসফরাসের সমতা বজায় রাখে, তাকে ফসফরাস চক্র বলা হয়। প্রশ্ন:৩ নাইট্রোজেন চক্র কাকে বলে ? উত্তর:  যে পদ্ধতিতে বায়ুর নাইট্রোজেন মাটিতে এবং মাটির নাইট্রোজেন বায়ুতে আবর্তিত হয়ে পরিবেশে নাইট্রোজেনের সমতা বজায় রাখে, তাকে নাইট্রোজেন চক্র বলে।

জীবনবিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-বাস্তব্যবিদ্যা ও পরিবেশ, সেট–২

বাস্তব্যবিদ্যা ও পরিবেশ প্রশ্ন:১ পরিবেশ দূষণ কাকে বলে ? উত্তর:  পরিবেশের অন্তর্গত বায়ু, জল, মাটি প্রভৃতির ভৌত, রাসায়নিক ও জৈবিক বৈশিষ্ট্যের যে অনভিপ্রেত পরিবর্তন কোন্ প্রজাতির জীবন বা কোনো সজীব অস্তিত্বকে বা প্রাকৃতিক সম্পদকে ক্ষতিগ্রস্ত করছে, তাকে পরিবেশ দূষণ বলে। প্রশ্ন:২ তেজস্ক্রিয় দূষণ কাকে বলে ? উত্তর:  প্রাকৃতিক বা কৃত্রিম উপায়ে সৃষ্ট তেজস্ক্রিয় পদার্থের অবাধ ব্যবহার ও উৎপাদনের ফলে পরিবেশে তেজস্ক্রিয়তার মাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে যে দূষণ ঘটে, তাকে তেজস্ক্রিয় দূষণ বলে।

জীবনবিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-বাস্তব্যবিদ্যা ও পরিবেশ, সেট–১

বাস্তব্যবিদ্যা ও পরিবেশ প্রশ্ন:১ বাস্তুতন্ত্র কাকে বলে ? উত্তর:  কোনো নির্দিষ্ট স্থানের জীবজাত উপাদানগুলি যখন পরিবেশের জড় উপাদানগুলির সঙ্গে পরস্পর আন্তঃক্রিয়া করে যার ফলে জীবগোষ্ঠীর মধ্যে শক্তিপ্রবাহ ঘটে এবং পদার্থগুলি চক্রাকারে আবর্তিত হয়ে জীব ও জড় উপাদানগুলির মধ্যে যে বিশেষ তন্ত্র গঠন করে, তাকে বাস্তুতন্ত্র বলে। প্রশ্ন:২ খাদ্যশৃঙ্খল কাকে বলে ? উত্তর:  যে পদ্ধতিতে খাদ্যশক্তি উৎপাদক থেকে ক্রমপর্যায়ে খাদ্য ও খাদকের সম্পর্কযুক্ত প্রাণীগোষ্ঠীর মধ্যে প্রবাহিত হয়, শক্তি প্রবাহের এই ক্রমিক পর্যায়কে খাদ্যশৃঙ্খল বলে।

জীবনবিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-জৈব প্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ, সেট–২

জৈব প্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ প্রশ্ন:১ সার্দান ব্লটিং বলতে কী বোঝো ? উত্তর:  বিজ্ঞানী E.M.Southern এই পদ্ধতি আবিষ্কার করেন। এই পদ্ধতিতে ইলেকট্রোফোরেসিস প্রক্রিয়ায় প্রাপ্ত DNA খণ্ডকে অ্যাগারোজ জেল থেকে নাইট্রোসেলুলোজ ফিলটার পেপারে স্থানান্তরিত করা হয়। প্রশ্ন:২ বায়োপাইরেসি কী ? উত্তর:  কিছু সংগঠন বা সংস্থা এবং বহুজাতিক কোম্পানিগুলি অন্য জাতিগুলির অর্থাৎ দেশগুলির জৈব সম্পদ বা পেটেন্ট জৈব সম্পদ যথাযথ অনুমতি ব্যতিরেকেই লুণ্ঠন করছে তাকে বায়োপাইরেসি বলে।

জীবনবিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-জৈব প্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ, সেট–১

জৈব প্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ প্রশ্ন:১ RIA কী ? উত্তর:  অ্যান্টিজেন-অ্যান্টিবডি বিক্রিয়ার ক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার দ্বারা কোনো বস্তুর উপস্থিতি নির্ধারণ RIA নামে অভিহিত। প্রশ্ন:২ প্রোটোপ্লাস্ট ফিউশন কী ? উত্তর:  এই পদ্ধতিতে দুটি ভিন্ন কিন্তু পরস্পর সম্পর্কিত দুটি প্রজাতির গাছের কোশকে একত্রিত করা যায়। প্রশ্ন:৩ ভেক্টরের দুটি সাধারণ ধর্ম লেখো। উত্তর:  (i) ভেক্টর আকারে বেশ ছোটো (সাধারণ 10 কিলো বেসের নীচে)।  (ii) এক কোশ থেকে অন্য কোশে স্থানান্তরের পক্ষে সুবিধাজনক।

জীবনবিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-জীববিদ্যা ও মানবকল্যান, সেট–৫

জীববিদ্যা ও মানবকল্যান প্রশ্ন:১ কলাপালন কী ? উত্তর:  যে পদ্ধতিতে পরীক্ষাগারে কাচের পাত্রে উপযুক্ত পুষ্টিমাধ্যমে উদ্ভিদের অন্তরিত কোশ, কলা বা অঙ্গের বৃদ্ধি বা পোষণ করা হয়, তাকে কলাপালন বলে। প্রশ্ন:২ সংকরায়নের উদ্দেশ্যগুলি কী কী ? উত্তর:  ( i) একটি অপত্য উদ্ভিদে সবরকম উন্নত বৈশিষ্ট্যগুলির সমাবেশ ঘটানো;  (ii) অধিক মাত্রায় জিনগত প্রকরণ তৈরি করা;  (iii) হাইব্রিড ভিগর সম্পন্ন উদ্ভিদ সৃষ্টি করা।

জীবনবিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-জীববিদ্যা ও মানবকল্যান, সেট–৪

জীববিদ্যা ও মানবকল্যান প্রশ্ন:১ মিথোজেনস কী ? উত্তর:  ব্যাকটেরিয়া যখন সেলুলোজিক বস্তুর উপর বৃদ্ধি লাভ করে এবং প্রচুর মাত্রায় কার্বন ডাইঅক্সাইড ও হাইড্রোজেনসহ মিথেন উৎপন্ন করে। প্রশ্ন:২ প্রাকৃতিক শত্রুদের তিনটি বৈশিষ্ট্য লেখো। উত্তর:  (i) নতুন পরিবেশে মানিয়ে নিতে অভ্যস্ত।  (ii) এরা পোষকনির্ভর।  (iii) এদের উচ্চ পরজীবীত্ব থাকে না।

জীবনবিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-জীববিদ্যা ও মানবকল্যান, সেট–৩

জীববিদ্যা ও মানবকল্যান প্রশ্ন:১ ফাইলেরিয়েসিস রোগের প্যাথোজেনের নাম লেখো। ফাইলেরিয়েসিসকে এলিফ্যানটিয়েসিস বলে কেন ? উত্তর:  প্যাথোজেন—Wuchereria bancrofti. ফাইলেরিয়েসিস রোগে পা ফুলে হাতির পা-এর মতো দেখতে হয় বলে এই রোগের অপর নাম এলিফ্যানটিয়েসিস। প্রশ্ন:২ কেমোথেরাপি (Chemotherapy) বলতে কী বোঝো ? উত্তর:  কয়েক প্রকার ক্যানসার প্রতিরোধক ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। এইসব ওষুধ DNA সংশ্লেষে বাধা সৃষ্টি করে কোশ বিভাজন বন্ধ করে দেয়। কেমোথেরাপির সাহায্যে ক্যানসার কোশের মৃত্যু ঘটানো হয়। কেমোথেরাপির কয়েকটি পার্শ্বপ্রতিক্রিয়া হল—চুল উঠে যাওয়া, রক্তাল্পতা ইত্যাদি।

জীবনবিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-জীববিদ্যা ও মানবকল্যান, সেট–২

জীববিদ্যা ও মানবকল্যান প্রশ্ন:১ ড্রাগ আসক্তি নিয়ন্ত্রণের জন্য নেওয়া সরকারি প্রচেষ্টাগুলি সম্পর্কে লেখো। উত্তর:  (i) মাদকসেবন আইনত নিষিদ্ধ করা। এ প্রসঙ্গে কড়া আইন প্রণয়ন বিশেষ প্রয়োজন। (ii) মাদক দ্রব্য প্রস্তুতি ও তার বিলি ব্যবস্থাকে আইন করে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা প্রয়োজন।  (iii) প্রচার মাধ্যমে মাদকসেবনের কুপ্রভাবগুলি সম্পর্কে মানুষকে অবহিত করা বিশেষভাবে জরুরি। প্রশ্ন:২ ড্রাগ আসক্ত লোকের ড্রাগ বন্ধ করলে কী কী লক্ষণ দেখা যায় ? উত্তর:  1. ক্ষুধামান্দ্যভাব,  2. অস্বস্তি ও হাই ওঠা,  3. চোখ দিয়ে জল পড়া,  4. জ্বর,  5. শীত শীত ভাব,  6. হাত পায়ে খিল ধরা,  7. কাঁপুনি ও তারারন্ধ্রের বৃদ্ধি,  8. দ্রুত শ্বাসক্রিয়া ও শ্বাসকষ্ট,  9. অনেক সময় অত্যধিক ঘুম দেখা যায়,  10. রক্তচাপ বৃদ্ধি ইত্যাদি।

জীবনবিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-জীববিদ্যা ও মানবকল্যান, সেট–১

জীববিদ্যা ও মানবকল্যান প্রশ্ন:১ মিশ্রচাষের প্রধান সুবিধাগুলি কী ? উত্তর:  মিশ্রচাষে একটি জলাশয়ের সব স্তরগুলিই মাছচাষের জন্য ব্যবহার করা যায়। মাছের উৎপাদন বাড়িয়ে প্রোটিন খাদ্যের সমস্যা মেটানো যায়। কম খরচে উচ্চ ফলন পাওয়া যায়। প্রশ্ন:২ বিদেশি কার্প বা এক্সোটিক কার্প কাকে বলে ? উদাহরণ দাও। উত্তর:  যেসব কার্প বিদেশ থেকে আমদানি করা হয়েছে, কিন্তু ভারতীয় জলবায়ুতে বৃদ্ধিসম্পন্ন ও প্রজননে সক্ষম তাদের বিদেশি কার্প বলে।  যেমন—রজত রুই (Hypopthalmichthys molitrix) , ঘেঁসো রুই (Ctenopharyngodon idella)।

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-জিনতত্ত্ব ও বিবর্তন, সেট-১২

জিনতত্ত্ব ও বিবর্তন প্রশ্ন:১ ইন্টারফারেন্স কী ? উত্তর:  সমসংস্থ ক্রোমােজোম জোড়ের কোনাে একস্থানে ক্রসিংওভার ঘটলে তা কাছকাছি জায়গায় অন্য ক্রসিংওভার হতে বাধা দেয়, এই ঘটনাকে ইন্টারফারেন্স বলে। প্রশ্ন:২ সেন্ট্রোমিয়ার ও ক্রোমােমিয়ারের পার্থক্য উল্লেখ করাে।  উত্তর:  সেন্ট্রোমিয়ার— (i) এটি ক্রোমােজোমের অংশ।  (ii) এটি ক্রোমােজোমের মুখ্য সংকোচন স্থানে অবস্থান করে।  (iii) এরা সাধারণত সংখ্যায় একটি হয়। কোনাে কোনাে ক্ষেত্রে দুটি বা তার বেশি হয়। ক্রোমােমিয়ার— (i) এটি ক্রোমােজোমস্থিত ক্রোমােনিমার অংশ।  (ii) এরা ক্রোমােনিমা তন্তুর দৈর্ঘ্য বরাবর নির্দিষ্ট দূরত্বে সারিবদ্ধভাবে অবস্থান করে।  (iii) এটি সাধারণত সংখ্যায় অনেক হয়।

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-জিনতত্ত্ব ও বিবর্তন, সেট-১১

জিনতত্ত্ব ও বিবর্তন প্রশ্ন:১ মিলার ও উরে পরীক্ষাগারে কীভাবে জৈব যৌগ সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন ? উত্তর:  মিলার ও উরে একটি আবদ্ধ পাত্রে মিথেন, অ্যামােনিয়া ও হাইড্রোজেন 2:2:1 অনুপাতে জলীয় বাষ্পের মধ্যে রাখেন এবং তাপ প্রয়ােগ করে পাত্রের মধ্যে জলীয় বাষ্পের পরিচালনার ব্যবস্থা করান। এমন অবস্থায় পাত্রের মধ্যে তড়িৎ স্ফুলিঙ্গ সৃষ্টি করে কয়েকদিন পরে তাঁরা দেখলেন যে কার্বন ব্যবহৃত হয়ে বেশ কতগুলি জৈব যৌগ সৃষ্টি হয়েছে। প্রশ্ন:২ মাইক্রোস্ফিয়ার মডেল কী ? উত্তর:  একটি অর্ধভেদ্য পর্দাবেষ্টিত প্রােটিনের গঠন বিশেষ। এটি অ্যামাইনাে অ্যাসিডের শৃঙ্খল গঠন ও নিউক্লিওটাইড শৃঙ্খল গঠন প্রভৃতি উপচিতিমূলক বিপাক দেখাতে পারত এবং অঙ্কুরােদ্গম পদ্ধতিতে বংশবৃদ্ধিতে সক্ষম ছিল। S.W.Fox-এর মতে এটিই ছিল প্রথম কোশীয় জীব।

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-জিনতত্ত্ব ও বিবর্তন, সেট-১০

জিনতত্ত্ব ও বিবর্তন প্রশ্ন:১ ‘একটি প্রচ্ছন্ন ফিনােটাইপ হেটেরােজাইগাস হতে পারে না’—উক্তিটির যথার্থতা প্রমাণ করাে। উত্তর:  একটি প্রচ্ছন্ন ফিনােটাইপ কখনােই হেটেরােজাইগাস হতে পারে না, কারণ তার মধ্যে কোনাে প্রকট জিন থাকে না এবং তার দুটি অ্যালিলই প্রচ্ছন্ন প্রকৃতির, যেমন—বিশুদ্ধ লম্বা (bb), বিশুদ্ধ বেঁটে (tt) ইত্যাদি। প্রশ্ন:২ থ্যালাসেমিয়া কী ? কী কারণে এই রােগ সৃষ্টি হয় ? উত্তর:  থ্যালাসেমিয়া একটি বংশগত রােগ  যা একটি প্রচ্ছন্ন অটোজোমীয় অ্যালিলের (d) উপস্থিতিতে ঘটে। স্বাভাবিক মানুষ বিশুদ্ধ প্রকট বৈশিষ্ট্যযুক্ত (DD) হলেও সংকর বৈশিষ্ট্য (Dd) মাইনর থ্যালাসেমিয়া এবং বিশুদ্ধ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য (dd) মেজর থ্যালাসেমিয়া নামক মারাত্মক বংশগত রােগ সৃষ্টি হয়।

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-জিনতত্ত্ব ও বিবর্তন, সেট-৯

জিনতত্ত্ব ও বিবর্তন প্রশ্ন:১ ক্রো-ম্যাগনন মানুষ কাদের বলে ? উত্তর:  প্রায় 30,000 বছর আগে নিয়ানডারথাল মানুষের পরে, ক্রোম্যাগনন মানুষের আবির্ভাব ঘটেছিল। আধুনিক মানুষ ক্রোম্যাগনন মানুষেরই সমতুল্য। প্রশ্ন:২ সাবস্ট্যানটিভ ভেরিয়েশন কাকে বলে ? উত্তর:  গুণগত মানের ভিত্তিতে যে সকল চরিত্র বিচার্য হয় তাদের বলে সাবস্ট্যানটিভ চরিত্র। যখন এমন বৈশিষ্ট্যের মধ্যে বিভেদ সৃষ্টি হয়, তখন তাকে সাবস্ট্যানটিভ ভেরিয়েশন বলে।

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-জিনতত্ত্ব ও বিবর্তন, সেট-৮

জিনতত্ত্ব ও বিবর্তন প্রশ্ন:১ অ্যালােপ্যাট্রিক প্রজাতি সৃষ্টি কাকে বলে ? উত্তর:  যখন একটি মিলনে সক্ষম পপুলেশন একাধিক গােষ্ঠীতে বিভক্ত হয়ে ভিন্ন ভিন্ন ভৌগােলিক অঞ্চলে আবদ্ধ হয় তখন আলাদা আলাদা প্রজাতির সৃষ্টির পথ তৈরি হয়। এইভাবে প্রজাতি সৃষ্টিকে অ্যালােপ্যাট্রিক প্রজাতি সৃষ্টি বলে। প্রশ্ন:২ সায়ানােজেন মতবাদ কাকে বলে ? উত্তর:  বিজ্ঞানী ফ্লুজারের ধারণা অনুসারে, পৃথিবী শীতল হওয়ার সময় কার্বন ও নাইট্রোজেন মিলে সায়ানােজেন নামে এক প্রকার প্রােটিন যৌগ গঠিত হয়েছিল, যার থেকে প্রােটোপ্লাজমের উদ্ভব হয়। এই মতবাদকে সায়ানােজেন মতবাদ বলে।

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-জিনতত্ত্ব ও বিবর্তন, সেট-৭

জিনতত্ত্ব ও বিবর্তন প্রশ্ন:১ বিশুদ্ধ ও সংকর কাকে বলে ? উত্তর:  যে জীব কেবল নিজের মতাে অপত্য সৃষ্টি করে তাকে বিশুদ্ধ জীব এবং যে জীব অপত্য সৃষ্টিকালে একাধিক রকমের জীব উৎপাদন করতে পারে তাকে সংকর জীব বলে। যদি কোনাে জীব বংশানুক্রমে তার বৈশিষ্ট্যগুলিকে ঠিক ঠিক বজায় রাখে তখন সেই বৈশিষ্ট্যগুলিকে খাঁটি বা বিশুদ্ধ (pure) বলা হয়; অপরপক্ষে, দুটি খাঁটি বিপরীত বৈশিষ্ট্যসম্পন্ন জীবের পরনিষেক ঘটানাের ফলে উৎপন্ন উভয় বৈশিষ্ট্যসম্পন্ন জীবকে (যদিও কেবল প্রকট গুণটিই প্রকাশিত হয়) সংকর (hybrid) বলে। উদাহরণ– বিশুদ্ধ কালাে (BB), বিশুদ্ধ সাদা (bb), সংকর কালাে (Bb)।

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-জিনতত্ত্ব ও বিবর্তন, সেট-৬

জিনতত্ত্ব ও বিবর্তন প্রশ্ন:১ মিনি স্যাটেলাইট কী ? উত্তর:  বিজ্ঞানীরা দেখেছেন মানুষের মধ্যে DNA ফিঙ্গার প্রিন্টের মধ্যে পার্থক্য নির্ভর করে DNA-র মধ্যে বসে থাকা ছােটো ছােটো বেস সজ্জার পুনরাবৃত্তি। এদের মিনি স্যাটেলাইট বা মাইকো স্যাটেলাইট DNA বলে। প্রশ্ন:২ DNA-র কাজগুলি লেখাে। উত্তর:  (i) DNA বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহকরূপে কাজ করে।  (ii) DNA প্রত্যক্ষ বা পরােক্ষভাবে কোশের সমস্ত জৈবিক ক্রিয়াগুলিকে নিয়ন্ত্রণ করে।  (iii) প্রােটিন ও RNA সংশ্লেষ করা DNA-র গুরুত্বপূর্ণ কাজ।  (iv) DNA নিজ প্রতিলিপি গঠন করে অপত্য DNA সৃষ্টি করে।

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-জিনতত্ত্ব ও বিবর্তন, সেট-৫

জিনতত্ত্ব ও বিবর্তন প্রশ্ন:১ ইনভারশন কী ? উত্তর:  কোনো ক্রোমােজোমের বাহক অংশ একই স্থানে 180° কোণে ঘুরে যখন বিপরীত সজ্জাক্রমে অবস্থান করে তখন তাকে ইনভারশন বলে। উদাহরণ—Drosophila মাছির ক্ষেত্রে CLB মিউটেশন যুক্ত বৈশিষ্ট্যের সৃষ্টি হয়। প্রশ্ন:২ জেনেটিক ড্রিফট কী ? উত্তর:  একটি বৃহৎ পপুলেশন থেকে ব্যক্তি বিশেষের ছােটো একটি গ্রুপ যখন পৃথক হয় তখন জিন ফ্রিকোয়েন্সির পরিবর্তন ঘটে, একে জেনেটিক ড্রিফট বলে।