Skip to main content

Posts

Showing posts with the label জীববিদ্যা MCQ (WBCS Special)

সাম্প্রতিক পোস্ট

ইতিহাস MCQs For WBCS EXAM, SET 01

ইতিহাস MCQs For WBCS EXAM প্রশ্নঃ ১.  গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন? (a) লুম্বিনী (b) সারণাথ (c) কুশিনগর (d)  বুদ্ধগয়া উত্তরঃ d প্রশ্নঃ ২.  মৃচ্ছকটিকম নাটকটি কার লেখা? (a) বিসাখদত্ত (b) সুদ্রক (c)  বানভট্ট (d)  ভাস উত্তরঃ b

[WBCS Special MCQs] Biology||মানব শারীরবিদ্যা, সেট-৪৫

মানব শারীরবিদ্যা প্রশ্ন:১ বৃক্কীয় পাের্টালতন্ত্র শুরু হয়— (a) সায়াটিক বৃক্কীয় পাের্টাল শিরা (b) ফিমােরাল বৃক্কীয় পাের্টাল শিরা (c) বৃক্কীয় পাের্টাল শিরা (d) ফিমােরাল, সায়াটিক, বৃক্কীয় পাের্টাল শিরা উত্তর: C প্রশ্ন:২ লসিকা দেখতে বর্ণহীন কারণ— (a) WBC থাকে (b) WBC থাকে না (c) হিমােগ্লোবিন থাকে না (d) RBC থাকে না  উত্তর: D

[WBCS Special MCQs] Biology||মানব শারীরবিদ্যা, সেট-৪৪

মানব শারীরবিদ্যা প্রশ্ন:১ সিরাম হল— (a) গামা গ্লোবিউলিন বাদে রক্তরস (b) রক্তের রক্তরস (c) ফাইব্রিনােজেন বাদে রক্তরস (d) Ca2+ বাদে রক্তরস উত্তর: C প্রশ্ন:২ কোন্ স্থান থেকে বিলিরুবিন এবং বিলিভারডিন গঠিত হয় ? (a) ফ্যাট (b) মায়ােগ্লোবিন (c) কার্বোহাইড্রেট (d) হিমােগ্লোবিন

[WBCS Special MCQs] Biology||মানব শারীরবিদ্যা, সেট-৪৩

মানব শারীরবিদ্যা প্রশ্ন:১ RBC-র সংখ্যাবৃদ্ধিকে বলে— (a) অ্যানিমিয়া (b) লিউকোমিয়া (c) লিউকোপেনিয়া (d) পলিসাইথেমিয়া উত্তর: D প্রশ্ন:২ কোন্ শ্বেতকণিকা হিস্টামিন ক্ষরণ করে ? (a) নিউট্রোফিল (b) বেসােফিল (c) ইওসিনােফিল (d) মনােসাইট উত্তর: C প্রশ্ন:৩ অবরােধজনিত জন্ডিসের ক্ষেত্রে নীচের কোনটি সঠিক ? (a) যকৃতের ভাইরাস সংক্রমণের ফলে হয় (b) RBC-র অত্যধিক হিমােলাইসিস ঘটে (c) মূত্রে মাত্রাতিরিক্ত পরিমাণ ইউরােবিলিনােজেন যুক্ত হয় (d) মল মাটির রঙের হয় উত্তর: A প্রশ্ন:৪ লােহিতকণিকায় উৎপাদনের কোন্ ধাপে হিমােগ্লোবিনের প্রথম আবির্ভাব ঘটে ? (a) আর্লি নরমােব্লাস্ট (b) প্রাে-এরথ্রোব্লাস্ট (c) অন্তর্বর্তী নরমােব্লাস্ট (d) অন্তিম নরমােব্লাস্ট উত্তর: C প্রশ্ন:৫ লােহিত রক্তকণিকা সম্বন্ধে কোন্ উক্তিটি সঠিক ? (a) এতে রাইবােজোম ও মাইটোকন্ড্রিয়া থাকে না (b) শিরার রক্তকণিকার আয়তন ধমনির রক্তকণিকার তুলনায় বেশি (c) এর উৎপত্তি হয় মেগাক্যারিওসাইট থেকে (d) ধমনির রক্তকণিকায় কার্বোমিথেন হিমােগ্লোবিন থাকে না উত্তর: A প্রশ্ন:৬ স্বাভাবিক রক্তে ক্যালশিয়ামের পরিমাণ প্রায়— (a) 15 mg/dl (b) 20 mg/dl  (c) 10 mg/dl  (d)

[WBCS Special MCQs] Biology||মানব শারীরবিদ্যা, সেট-৪২

মানব শারীরবিদ্যা প্রশ্ন:১ দেহে রােগ-প্রতিরােধের জন্য কোনটির প্রয়ােজন ? (a) লিম্ফোসাইট (b) ম্যাক্রোফাজ (c) নিউট্রোফিল (d) সবকটিই উত্তর: A প্রশ্ন:২ রক্তে যে ফ্যাক্টরের অনুপস্থিতিতে খ্রিস্টমাস ডিজিজ হয়— (a) XI (b) হােমােজেনটিসিক অ্যাসিড অক্সিডেজ (c) IX (d) VIII উত্তর: D

[WBCS Special MCQs] Biology।। মানব শারীরবিদ্যা, সেট-৪১

মানব শারীরবিদ্যা প্রশ্ন:১ মাঝারি ধরনের পেশি ক্রিয়া, যেমন—ভার উত্তোলন, বারংবার করলে নিম্নলিখিত ফল দেখা যেতে পারে— (a) স্নায়ুর ক্ষয় (b) খামখেয়ালিপনা (c) পেশির হাইপারট্রফি (d) দেহের অবক্ষয় উত্তর: C প্রশ্ন:২ নিম্নলিখিত কোনটি পেশি সংকোচনের জন্য সরাসরি শক্তির উৎস ? (a) ATP (b) ক্রিয়েটিন ফসফেট (c) ল্যাকটিক অ্যাসিড (d) a ও b উভয় উত্তর: D

[WBCS Special MCQs] Biology।। মানব শারীরবিদ্যা।।সেট-৪০

মানব শারীরবিদ্যা প্রশ্ন:১ বৃক্কে পাথর তৈরি হওয়ার কারণ হল— (a) প্রােটিনের অধঃক্ষেপণ (b) বালির কণার অধঃক্ষেপণ (c) ফ্যাটের অবরুদ্ধ অবস্থা (d) অক্সালেটের কেলাসন (কেলাস গঠন) উত্তর: D প্রশ্ন:২ কোনটি ভুল ? (a) গ্লাইকোসুরিয়া—মূত্রে গ্লুকোজ থাকলে (b) অ্যালবুমিনিউরিয়া—মূত্রে অ্যালবুমিন থাকলে (c) কিটোনিউরিয়া—মূত্রে কিটোন বডি থাকলে (d) ইউরেমিয়া—মূত্রে ইউরিয়া থাকলে উত্তর: D

[WBCS Special MCQs] Biology।। মানব শারীরবিদ্যা।।সেট-৩৯

মানব শারীরবিদ্যা প্রশ্ন:১ কোন্ অন্তঃক্ষরা গ্রন্থি ব্যাঙাচির রূপান্তরে/মেটামরফোসিসে প্রয়ােজন— (a) অ্যাড্রিনাল (b) থাইরয়েড (c) পিটুইটারি (d) থাইমাস উত্তর: B প্রশ্ন:২ কোন্ রােগটিকে বাধা দেওয়ার জন্য কোনাে কোনাে অঞ্চলে খাবার লবণের সঙ্গে আয়ােডিন মেশানাে হয়— (a) রিকেট (b) গয়টার (c) অ্যাক্রোমেগালি (d) স্কার্ভি উত্তর: B

[WBCS Special MCQs] Biology।। মানব শারীরবিদ্যা।।সেট-৩৮

মানব শারীরবিদ্যা প্রশ্ন:১ রেনিন (Renin) উৎপন্ন হয়— (a) প্লিহা থেকে (b) যকৃৎ থেকে (c) জাক্সটাগ্লোমেরুলার কোশ থেকে (d) পাকস্থলী থেকে উত্তর: C প্রশ্ন:২ পিটুইটারির মধ্যবর্তী লােব থেকে নিঃসৃত হরমােন— (a) অক্সিটোসিন (b) ইন্টেরমেডিন (c) FSH (d) ভেসােপ্রেসিন উত্তর: B

[WBCS Special MCQs] Biology।। মানব শারীরবিদ্যা।।সেট-৩৭

মানব শারীরবিদ্যা প্রশ্ন:১ গ্লুকোজের পুনঃশোষণ ঘটে— (a) সংগ্রাহকনালিকায় (b) নিকটবর্তী সংবর্তনালিকায় (c) দূরবর্তী সংবর্তনালিকায় (d) হেনলির লুপে উত্তর: B প্রশ্ন:২ শীত এবং বর্ষা ঋতুতে অধিক মূত্র নির্গত/রেচিত হয় কেন ? (a) বৃক্কের সক্রিয়তা বাড়ে (b) ADH-এর ক্ষরণ বেড়ে যায় (c) নেফ্রন দ্বারা জলের কম পুনঃশােষণ (d) কম ঘর্মক্ষরণ উত্তর: D

[WBCS Special MCQs] Biology।। মানব শারীরবিদ্যা।।সেট-৩৬

মানব শারীরবিদ্যা প্রশ্ন:১ অগ্ন্যাশয়ের α-কোশগুলিকে বিনষ্ট করলে, যে প্রক্রিয়াটি প্রভাবিত হবে সেটি হল— (a) গ্লাইকোজেনােলাইসিস (b) প্রােটিওলাইসিস (c) গ্লাইকোজেনেসিস (d) সাইটোলাইসিস উত্তর: A প্রশ্ন:২ রক্তশর্করা নিয়ন্ত্রণকারী স্টেরয়েড হরমােন হল— (a) কর্টিসন (b) কর্টিসল (c) H-ডিহাইড্রোক্সিকর্টিকোস্টেরন (d) কর্টিকোস্টেরন উত্তর: B

[WBCS Special MCQs] Biology।। মানব শারীরবিদ্যা।।সেট-৩৫

মানব শারীরবিদ্যা প্রশ্ন:১ বৃক্কের বহির্মুখী ধমনিকার তুলনায় অন্তর্মুখী ধমনিকাটি হল— (a) ছােটো ও প্রশস্ত (b) লম্বা ও মােটা (c) ছােটো ও সরু (d) লম্বা ও সরু উত্তর: A প্রশ্ন:২ গ্লোমেরুলাসের পরিশ্রুততে প্রধানত থাকে না— (a) NaCI (b) গ্লুকোজ (c) ক্রিয়েটিনিন (d) অ্যালবুমিন উত্তর: D

[WBCS Special MCQs] Biology।। মানব শারীরবিদ্যা।।সেট-৩৪

মানব শারীরবিদ্যা প্রশ্ন:১ কোন্ গ্রন্থি থেকে অ্যাড্রিনােকর্টিকোট্রফিন নিঃসৃত হয় ? (a) অ্যাড্রিনাল মেডালা (b) থাইরয়েড (c) অ্যাড্রিনাল কর্টেক্স (d) পিটুইটারি উত্তর: D প্রশ্ন:২ পিটুইটারি থেকে কোনটি নিঃসৃত হয় না ? (a) থাইরক্সিন (b) GH (c) FSH (d) ACTH উত্তর: A

[WBCS Special MCQs] Biology।। মানব শারীরবিদ্যা।।সেট-৩৩

মানব শারীরবিদ্যা প্রশ্ন:১ শিশু অবস্থায় STH-এর উৎপাদন কমে গেলে ঘটবে— (a) ক্রেটিনিজম (b) বামনত্ব (c) অতিকায়ত্ব (d) অ্যাক্রোমেগালি উত্তর: B প্রশ্ন:২ হাইপােথাইরয়েডিজমের ফলে ঘটে— (a) মধুমেহ (ডায়াবেটিস মেলিটাস) (b) ভাের ডিজিস (c) ক্রেটিনিজম এবং মিক্সিডিমা (d) বহুমূত্র (ডায়াবেটিস ইনসিপিডাস) উত্তর: C

[WBCS Special MCQs] Biology।। মানব শারীরবিদ্যা।।সেট-৩২

মানব শারীরবিদ্যা প্রশ্ন:১ কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি নয় ? (a) পিটুইটারি (b) ডিম্বাশয় (c) সাবম্যাক্সিলারি (d) শুক্রাশয় উত্তর: C প্রশ্ন:২ কোনগুলি সম্পূর্ণভাবে অন্তঃক্ষরা গ্রশ্মির অন্তর্গত ? (a) অ্যাড্রিনাল, ডিম্বাশয়, শুক্রাশয়, লালাগ্রন্থি, যকৃৎ (b) পিটুইটারি, থাইরয়েড, অ্যাড্রিনাল, ডিম্বাশয়, শুক্রাশয় (c) লালাগ্রন্থি, থাইরয়েড, অ্যাড্রিনাল, ডিম্বাশয়, শুক্রাশয় (d) পিটুইটারি, লালাগ্রন্থি, অ্যাড্রিনাল, ডিম্বাশয়, শুক্রাশয় উত্তর: B

[WBCS Special MCQs] Biology।। মানব শারীরবিদ্যা।।সেট-৩১

মানব শারীরবিদ্যা প্রশ্ন:১ আপৎকালীন (জরুরি) অবস্থায় রক্তে চাপ নিয়ন্ত্রিত হয়— (a) করপাস ক্যালোসাম দ্বারা (b) অ্যাড্রিনাল দ্বারা (c) থাইরয়েড দ্বারা (d) থাইমাস দ্বারা উত্তর: B প্রশ্ন:২ অ্যাড্রিনালিনের ক্রিয়ায় বাড়ে— (a) আর্টেরিওস্ক্লেরােসিস (b) হৃৎস্পন্দন (c) a ও b উভয়ই (d) রক্তের চাপ উত্তর: C

[WBCS Special MCQs] Biology।। মানব শারীরবিদ্যা।।সেট-৩০

মানব শারীরবিদ্যা প্রশ্ন:১ নীচের কোনটি হৃৎস্পন্দন বাড়ায় ? (a) করােটি স্নায়ু এবং অ্যাড্রিনালিন (b) সিমপ্যাথেটিক স্নায়ু এবং অ্যাসিটাইল কোলিন (c) সিমপ্যাথেটিক স্নায়ু এবং অ্যাড্রিনালিন (d) করােটি স্নায়ু এবং অ্যাসিটাইল কোলিন উত্তর: C প্রশ্ন:২ নিম্নলিখিত কোনটি হার্দ-উৎপাদের নিয়ন্ত্রক নয় ? (a) হৃৎপিণ্ডের সংকোচন বল (b) হৃৎস্পন্দনের কম্পাঙ্ক (c) শিরারক্তের প্রত্যাবর্তন (d) a, b ও c তিনটিই ভুল উত্তর: D

[WBCS Special MCQs] Biology।। মানব শারীরবিদ্যা।।সেট-২৯

মানব শারীরবিদ্যা প্রশ্ন:১ হাইপােথ্যালামাস হল— (a) তৃষ্ণা ও ক্ষুধার কেন্দ্র (b) ঘুম-সাহায্যকারী কেন্দ্র (c) দেহতাপ নিয়ন্ত্রণকারী কেন্দ্র (d) সবকটির কেন্দ্র উত্তর: D প্রশ্ন:২ সংজ্ঞাবহ করােটি আয়ু হল— (a) স্পাইনাল অ্যাকসেসরি (b) অডিটরি (c) ভেগাস (d) আবডুসেন্স উত্তর: B

[WBCS Special MCQs] Biology।। মানব শারীরবিদ্যা।।সেট-২৮

মানব শারীরবিদ্যা প্রশ্ন:১ প্রাণীদেহে সব থেকে দীর্ঘ কোশটি হল— (a) ক্রোম্যাটোফোর (b) ওস্টিওসাইট (c) নিউরােন (d) লিম্ফোসাইট উত্তর: C প্রশ্ন:২ সাব-অ্যারানয়েড স্পেস অবস্থিত— (a) পায়া ম্যাটারের ওপরে (b) ব্লাস্টোসিল (c) ডুরা ম্যাটারের ওপরে (d) ওপরের কোনােটিই নয় উত্তর: A প্রশ্ন:৩ মানুষের মস্তিষ্কের কোন্ অংশ অন্যান্য অংশের তুলনায় অধিক উন্নত ?

[WBCS Special MCQs] Biology।। মানব শারীরবিদ্যা।।সেট-২৭

মানব শারীরবিদ্যা প্রশ্ন:১ কোন্ পিটুইটারি হরমােন দ্বারা সারটোলি কোশগুলি নিয়ন্ত্রিত হয় ? (a) LH (b) FSH (c) প্রােল্যাকটিন (d) GH উত্তর: B প্রশ্ন:২ পশ্চাৎ পিটুইটারি থেকে নিঃসৃত হরমােন নিম্নলিখিত একটির সঙ্গে জড়িত— (a) প্রােটিন বিপাক (b) কার্বোহাইড্রেট বিপাক (c) ফ্যাট বিপাক (d) জরায়ুর সংকোচন উত্তর: D

[WBCS Special MCQs] Biology।। মানব শারীরবিদ্যা।।সেট-২৬

মানব শারীরবিদ্যা প্রশ্ন:১ কোনটি রক্ত থেকে অ্যালভিওলাইতে নিষ্কাশিত মূল বর্জিত গ্যাস ? (a) CO2 (b) O2 (c) NH3 (d) N2 উত্তর: A প্রশ্ন:২ হিমােগ্লোবিনকে নিম্নলিখিতরূপে ব্যাখ্যা করা যায়— (a) প্রােটিন (b) লাইপােপ্রােটিন (c) উৎসেচক (d) নিউক্লিওলিপিড উত্তর: A