পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
প্রাণীদের বিভিন্ন গ্রন্থি ১. অ্যাপোক্রাইন গ্রন্থি (Apocrine glands) অবস্থান— স্তন্যপায়ী প্রাণীদের ত্বকে। কাজ— স্তনগ্রন্থির মতো ক্ষরণ। ২. হার্ডারিয়ান গ্রন্থি (Harderian glands) অবস্থান— সরীসৃপ, পক্ষী ও স্তন্যপায়ীদের চক্ষুর ভিতর দিকে। কাজ— নিঃসৃত রস নিকটিটেটিং পর্দাকে সিক্ত রাখে এবং লুব্রিক্যান্ট রূপে কাজ করে। ৩. ব্রুনার বর্ণিত গ্রন্থি (Brunner's glands) অবস্থান— গিনিপিগ, খরগোশ এবং অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর ডিওডিনামে। কাজ— মিউকাস ক্ষরণ করে।