নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের নীচের দিকে ক্ষয়কাজ বেশি করে বলে নদী-খাত প্রথমে '।'
প্রাণীদের বিভিন্ন গ্রন্থি ১. অ্যাপোক্রাইন গ্রন্থি (Apocrine glands) অবস্থান— স্তন্যপায়ী প্রাণীদের ত্বকে। কাজ— স্তনগ্রন্থির মতো ক্ষরণ। ২. হার্ডারিয়ান গ্রন্থি (Harderian glands) অবস্থান— সরীসৃপ, পক্ষী ও স্তন্যপায়ীদের চক্ষুর ভিতর দিকে। কাজ— নিঃসৃত রস নিকটিটেটিং পর্দাকে সিক্ত রাখে এবং লুব্রিক্যান্ট রূপে কাজ করে। ৩. ব্রুনার বর্ণিত গ্রন্থি (Brunner's glands) অবস্থান— গিনিপিগ, খরগোশ এবং অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর ডিওডিনামে। কাজ— মিউকাস ক্ষরণ করে।