প্রাচীন ভারত ও ভৌগোলিক প্রেক্ষাপট (Ancient India and Geographical Context) - প্রশ্নোত্তর ১। ভারতবর্ষকে কে নৃতত্ত্বের যাদুঘর আখ্যা দিয়েছেন? উঃ। ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে 'নৃতত্ত্বের যাদুঘর' বলে আখ্যা দিয়েছেন। ২। দ্রাবিড় সভ্যতা ভারতের কোথায় প্রথম গড়ে ওঠে? উঃ। দ্রাবিড় সভ্যতা প্রথম গড়ে ওঠে দক্ষিণ ভারতে। ৩। 'নাডিক' নামে কারা পরিচিত? উঃ। আর্যরা 'নার্ডিক' নামে পরিচিত। ৪। ভারতের প্রচীনতম লিপি কোনটি? উঃ। ভারতের প্রাচীনতম লিপি হল সিন্ধু লিপি।
প্রাণীদের বিভিন্ন গ্রন্থি ১. অ্যাপোক্রাইন গ্রন্থি (Apocrine glands) অবস্থান— স্তন্যপায়ী প্রাণীদের ত্বকে। কাজ— স্তনগ্রন্থির মতো ক্ষরণ। ২. হার্ডারিয়ান গ্রন্থি (Harderian glands) অবস্থান— সরীসৃপ, পক্ষী ও স্তন্যপায়ীদের চক্ষুর ভিতর দিকে। কাজ— নিঃসৃত রস নিকটিটেটিং পর্দাকে সিক্ত রাখে এবং লুব্রিক্যান্ট রূপে কাজ করে। ৩. ব্রুনার বর্ণিত গ্রন্থি (Brunner's glands) অবস্থান— গিনিপিগ, খরগোশ এবং অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর ডিওডিনামে। কাজ— মিউকাস ক্ষরণ করে।