Skip to main content

Posts

Showing posts from June, 2022

সাম্প্রতিক পোস্ট

ইতিহাস MCQs For WBCS EXAM, SET 01

ইতিহাস MCQs For WBCS EXAM প্রশ্নঃ ১.  গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন? (a) লুম্বিনী (b) সারণাথ (c) কুশিনগর (d)  বুদ্ধগয়া উত্তরঃ d প্রশ্নঃ ২.  মৃচ্ছকটিকম নাটকটি কার লেখা? (a) বিসাখদত্ত (b) সুদ্রক (c)  বানভট্ট (d)  ভাস উত্তরঃ b

জোয়ারভাটার ফলাফল

জোয়ারভাটার ফলাফল জোয়ারভাটার সুবিধা— (১) জোয়ারের জল নদী-খাতে ঢুকে এর বিস্তার ও গভীরতা বৃদ্ধি করে, ফলে নদী-বন্দরে জাহাজ চলাচলে সুবিধা হয়। (২) জোয়ারের জলের প্রভাবে নদী-মোহানা পলিযুক্ত হয় এবং বদ্বীপ গঠনে বাধা পড়ে। (৩) উন্নত দেশগুলোতে আজকাল জোয়ারের জলকে  কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১৪৫

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ গুপ্তযুগের কোন সাহিত্যসাধক কে ‘ভারতীয় শেকসপিয়ার’ বলা হয়ে থাকে ? উত্তর: কালিদাস। প্রশ্ন:২ কার রাজত্বকালে তুলসীদাস ‘রামচরিতমানস’ লিখেছিলেন ? উত্তর: আকবর। প্রশ্ন:৩ সমুদ্রগুপ্তের মৃত্যুর পরবর্তী ঘটনা বিশাখদত্তের কোন রচনায় প্রতিফলিত হয়েছে ? উত্তর: মুদ্রারাক্ষস।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১88

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ ‘রুপিয়া’ মুদ্রা প্রথম কে প্রবর্তন করেন ?  উত্তর: আকবর। প্রশ্ন:২ ‘রত্নাবলী’ কার রচনা ? উত্তর: হর্ষবর্ধনের রচনা। প্রশ্ন:৩ মধ্যযুগের ভারতে কে প্রথম প্রয়োজনীয়তার কথা মনে রেখে একটি স্থায়ী সেনাদল গড়েছিলেন ? উত্তর: ইলতুৎমিস।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১৪৩

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ কে ‘নিগুণ’ সংস্কারক হিসাবে পরিচিত ? উত্তর: কবীর। প্রশ্ন:২ সম্রাট হুমায়ুন দিল্লিতে ‘দিনপানাহ’ নামে এক নতুন শহর প্রতিষ্ঠা করেন। সেই শহরের ধ্বংসাবশেষ বর্তমান দিল্লির কোথায় দেখতে পাওয়া যায় ? উত্তর: পুরানা কেল্লা। প্রশ্ন:৩ সাতবাহনদের রাজধানী কোথায় ছিল ? উত্তর: পৈথান।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১৪২

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ কে ছিলেন মুসলিম শাসক যিনি প্রথম দাক্ষিণাত্য জয় করেন ? উত্তর: আলাউদ্দীন খিলজী। প্রশ্ন:২ অমর সিংহ কোন রাজার সভাকবি ছিলেন ? উত্তর: দ্বিতীয় চন্দ্রগুপ্ত। প্রশ্ন:৩ আহমেদনগরের বিখ্যাত চাঁদবিবি তাঁর রাজ্য রক্ষার জন্য কার বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন ? উত্তর: মোগল।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১৪১

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ কৃষিজমির গুণাগুণ এবং উৎপাদন ক্ষমতা অনুযায়ী রাজ্যের জমিকে রাজস্ব নির্ধারণের জন্য বিভিন্ন শ্রেণিতে ভাগ করা হয়েছিল। কোন সম্রাটের সময় ভারতে এই প্রথা প্রথম চালু হয় ? উত্তর: শেরশাহ। প্রশ্ন:২ ভারতের কোন অঞ্চল নিয়ে চোল রাজ্য গঠিত ছিল ? উত্তর: মাদ্রাজ, কেরল ও মহীশূরের বিরাট অংশ। প্রশ্ন:৩ বঙ্গোপসাগর ও আরব সাগরের মধ্যবর্তী অঞ্চলকে নীচের কোন রাজা তার সাম্রাজ্যভুক্ত করেছিলেন ?  উত্তর: গৌতমীপুত্র সাতকণি।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১৪০

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ গুপ্তযুগে রচিত নাটকে নারী ও শূদ্রেরা কী ভাষায় কথা বলত ?  উত্তর: প্রাকৃত। প্রশ্ন:২ “অষ্টাধ্যায়ী” কার রচনা ? উত্তর: পানিনি। প্রশ্ন:৩ কবি হরিষেণ কোন রাজার সভাসদ ছিলেন ? উত্তর: সমুদ্রগুপ্ত।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১৩৯

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ শেষ মৌর্য সম্রাট কে ছিলেন ? উত্তর: বৃহদ্রথ। প্রশ্ন:২ জৈনদের চব্বিশজন তীর্থঙ্করের মধ্যে প্রথম তীর্থঙ্কর কে ? উত্তর: ঋষভনাথ। প্রশ্ন:৩ পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি যা ৭০০ খ্রিস্টাব্দের পূর্বে স্থাপিত হয়েছিল ? উত্তর: তক্ষশীলা।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১৩৮

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ প্রথম কোন প্রাচীন ভারতীয় রাজা সাম্রাজ্যবাদের সূচনা করেন ? উত্তর: বিম্বিসার। প্রশ্ন:২ প্রাচীন ভারতের ইতিহাসে ‘রত্নাকর’ ভৌগোলিক দিক থেকে কোন সাগরকে বলা হত ? উত্তর: ভারতমহাসাগর। প্রশ্ন:৩ ভারতে প্রথম মোগল উদ্যান স্থাপনের কৃতিত্ব কার ? উত্তর: বাবর।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১৩৭

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ মুঘল সাম্রাজ্যের পতনের জন্য কে দায়ী ? উত্তর: ঔরঙ্গজেব। প্রশ্ন:২ মালিক কাফুর কে ছিলেন ? উত্তর: আলাউদ্দিন খলজির সেনাপতি। প্রশ্ন:৩ আলিপুর বোমা মামলায় প্রধান আসামী কে ছিলেন ? উত্তর: অরবিন্দ ঘোষ।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১৩৬

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ কবে গৌড়রাজ্য প্রতিষ্ঠিত হয় ? উত্তর: ৬০৬ সালে। প্রশ্ন:২ কবে পাল সাম্রাজ্যের বিলুপ্তি ঘটে ? উত্তর: ১১২৪ খ্রিষ্ঠাব্দে। প্রশ্ন:৩ পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন ? উত্তর: গ্রীক বিজ্ঞানীরা।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১৩৫

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ হান্টার কমিশন কবে গঠিত হয় ?  উত্তর: ১৮৮২ খ্রিস্টাব্দে। প্রশ্ন:২ হিটলার কবে অস্ট্রিয়াকে জার্মানির সঙ্গে যুক্ত করেন ? উত্তর: ১৯৩৮ খ্রিস্টাব্দে ১৪ মার্চ। প্রশ্ন:৩ পার্ল হারবার কে ছিল ? উত্তর: মার্কিন নৌ-ঘাঁটি।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১৩৪

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ? উত্তর: গোপাল। প্রশ্ন:২ চোল বংশের শ্রেষ্ঠ রাজার নাম কি ?  উত্তর: প্রথম রাজেন্দ্র চোল। প্রশ্ন:৩ ‘উত্তরাপথ স্বামী’ বলে কাকে অভিহিত করা হয় ? উত্তর: ধর্মপালকে।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১৩৩

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ হিন্দ স্বরাজ গ্রন্থের লেখক কে ?  উত্তর: মহাত্মা গান্ধি। প্রশ্ন:২ কার নেতৃত্বে জার্মান সেনাদল অপারেশন বারবারোসা শুরু করে ? উত্তর: হিটলারের নেতৃত্বে। প্রশ্ন:৩ হোমরুল শব্দের অর্থ কী ? উত্তর: স্বায়ত্তশাসন।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১৩২

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ কোথায় শাং রাজারা সভ্যতা গড়ে তোলে ? উত্তর: হোয়াংহো নদীর তীরে। প্রশ্ন:২ ইসলামের কবে আবির্ভাব ঘটেছিল ? উত্তর: সপ্তম শতাব্দিতে। প্রশ্ন:৩ হিউয়েন সাঙ কাকে বৌদ্ধধর্মের নিগ্রহকারী হিসেবে অবিহিত করেছেন ? উত্তর: শশাঙ্ক-কে।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১৩১

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ সীমান্ত গান্ধীর অনুগামীদের কী বলা হয় ?  উত্তর: থােদা-ই-খিদমতগার। প্রশ্ন:২ সেডানের যুদ্ধ কবে সংগঠিত হয় ? উত্তর: ১৮৭০ খ্রিস্টাব্দে। প্রশ্ন:৩ হরিজন পত্রিকার সম্পাদক কে ? উত্তর: মহাত্মা গান্ধী।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১৩০

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত কৃষক সংগঠনের নাম কি ? উত্তর: সারাভারত কিষানসভা। প্রশ্ন:২ লাঙ্গল পত্রিকার সম্পাদক কে ? উত্তর: কাজী নজরুল ইসলাম। প্রশ্ন:৩ জাতীয় কংগ্রেসকে ভারতীয় নির্বাচন কমিশন কতসালে জাতীয় দলের স্বীকৃতি দেয় ? উত্তর: ১৯৫৩ সালে।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১২৯

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ ভার্সাই সন্ধি কবে স্বাক্ষরিত হয় ? উত্তর: ১৯১৯ খ্রিস্টাব্দে। প্রশ্ন:২ মনিপুর কবে পূর্ণ রাজ্যের মর্যাদা পায় ? উত্তর: ১৯৭২ খ্রিস্টাব্দে। প্রশ্ন:৩ জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে “বন্দেমাতরম” কে ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহন করা হয় ? উত্তর: ১৮৯৬ সালের কোলকাতা অধিবেশনে।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১২৮

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ রাশিয়ার সেনাবাহিনী কী নামে পরিচিত ছিল ? উত্তর: লাল ফৌজ। প্রশ্ন:২ রাষ্ট্রপতি কাদেরকে নিয়োগ করে থাকেন ? উত্তর: প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার সদস্যদের। প্রশ্ন:৩ রাজা রামমোহন রায় কবে ব্রাহ্মসমাজ গঠন করেন ? উত্তর: ১৮২৮ খ্রিস্টাব্দে।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১২৭

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ সারা ভারত কিষান সভা কবে গঠিত হয় ? উত্তর: ১৯৩৬ খ্রিস্টাব্দে। প্রশ্ন:২ সিংহল (বর্তমান শ্রীলঙ্কা) এর প্রথম রাষ্ট্রনায়কের নাম কী ছিল ? উত্তর: ডি.এস. সেনাপতি। প্রশ্ন:৩ সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে কবে ঘোষণা করেন ? উত্তর: র‍্যামসে ম্যাকডোনাল্ড, ১৯৩২ খ্রিস্টাব্দে।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১২৬

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ সুভাষচন্দ্র বসু ভারতের অভ্যন্তরে প্রথম কোথায় ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করেন ? উত্তর: মনিপুরের ইম্ফলে। প্রশ্ন:২ সম্মিলিত জাতিপুঞ্জ নামটি কোন্ বিখ্যাত কবির কবিতা থেকে চয়ন করা হয়েছে ? উত্তর: লর্ড বায়রনের চাইল্ড হেরাল্ড থেকে। প্রশ্ন:৩ স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ? উত্তর: লর্ড মাউন্ট ব্যাটেন।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১২৫

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ লাহোর ষড়যন্ত্র মামলার প্রধান আসামি হিসাবে কাকে অভিযুক্ত করা হয় ? উত্তর: ভগতসিং। প্রশ্ন:২ সাংবাদিকতার মুক্তিদাতা  হিসাবে কে পরিচিত ছিলেন ? উত্তর: সাংবাদিকতার মুক্তিদাতা  হিসাবে মেটকাফ পরিচিত ছিলেন। প্রশ্ন:৩ লোকসভায় কে সভাপতিত্ব করেন ? উত্তর: স্পিকার।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১২৪

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন ? উত্তর: লর্ড মাউন্টব্যাটেন। প্রশ্ন:২ সূর্যসেনের ফাঁসি হয় কত খ্রিস্টাব্দে ? উত্তর: ১৯৩৪ খ্রিস্টাব্দে ১২ জানুয়ারি। প্রশ্ন:৩ স্যার চার্লস উড কে ছিলেন ? উত্তর: লর্ড ডালহৌসির আমলে শিক্ষা সংক্রান্ত বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১২৩

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ স্বরাজ্য দলের প্রথম সভাপতি কে ছিলেন ? উত্তর: দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ। প্রশ্ন:২ মুনি গোসাঁই নামে কে পরিচিত ? উত্তর: মুনি গোসাঁই নামে ভারতচন্দ্র রায়গুনাকর পরিচিত। প্রশ্ন:৩ স্বদেশী ভাণ্ডার কে গঠন করেন ? উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১২২

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন ? উত্তর: বদরুদ্দিন তায়বজী। প্রশ্ন:২ ভারতীয় জাতীয় কংগ্রেসের জন্ম হয় কোথায় ? উত্তর: মুম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে। প্রশ্ন:৩ ভারতের পার্লামেন্ট উচ্চকক্ষে কে সভাপতিত্ব করেন ? উত্তর: উপরাষ্ট্রপতি।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১২১

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ রবীন্দ্রনাথ কাকে ভারত পথিক বলে অভিহিত করেন ? উত্তর: রাজারামোহন রায়। প্রশ্ন:২ রসিদ আলি দিবস কবে পালিত হয় ? উত্তর: ১৯৪৬ খ্রিস্টাব্দে ১২ ফেব্রুয়ারি। প্রশ্ন:৩ রুশ বিপ্লবে (১৯১৭) কে নেতৃত্ব দেন ? উত্তর: লেনিন।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১২০

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ মিত্র শক্তি জোট কত সালে গঠিত হয় ? উত্তর: ১৯৪০ খ্রিস্টাব্দে ১২ অক্টোবর। প্রশ্ন:২ মেট্রোপলিটন ইন্সটিটিউশন কে প্রতিষ্ঠা করেন ? উত্তর: ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর। প্রশ্ন:৩ জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের প্রথম যৌথ অধিবেশন কত সাথে ও কোথায় হয় ? উত্তর: ১৯১৬ সালে লক্ষ্নৌতে।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১১৯

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ ভারতীয় সংসদ বা পার্লামেন্টের উচ্চকক্ষের নাম কী ? উত্তর: রাজ্যসভা। প্রশ্ন:২ ভারতে কে প্রথম দ্বিজাতিতত্ত্বের প্রবর্তন করেছিলেন ? উত্তর: স্যার সৈয়দ আহমদ খান। প্রশ্ন:৩ ভারতীয় সংবিধান কবে কার্যকর হয় ? উত্তর: ১৯৫০ সালের ২৬ শে জানুয়ারি।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১১৮

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ সুভাষচন্দ্র বসু কতসালে দ্বিতীয়বার কংগ্রেস সভাপতি নিযুক্ত হন ? উত্তর: ১৯৩৯ সালে ত্রিপুরা অধিবেশনে। প্রশ্ন:২ ভারতের কোন শহরে সবচেয়ে বেশিবার কংগ্রেসের অধিবেশন বসে ? উত্তর: কোলকাতা ১৬ বার। প্রশ্ন:৩ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে কংগ্রেস সভাপতি কে ছিলেন ? উত্তর: সুভাষচন্দ্র বসু।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১১৭

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ ভারতের শ্রমিক শ্রেণির প্রথম সর্বভারতীয় সংগঠনের নাম কি ?  উত্তর: নিখিল ভারত শ্রমিক ইউনিয়ন (AITUC)। প্রশ্ন:২ জাতীয় কংগ্রেসের সর্বকনিষ্ঠ সভাপতি কে ছিলেন ? উত্তর: মৌলানা আজাদ। প্রশ্ন:৩ ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন ? উত্তর: চক্রবর্তী রাজাগপালাচারি।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১১৬

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ স্কুল বুক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় ? উত্তর: ১৮১৭ খ্রিস্টাব্দে। প্রশ্ন:২ "The Land of Fire" নামে পরিচিত কোন দেশ ? উত্তর: "The Land of Fire" নামে পরিচিত আজারবাইজান। প্রশ্ন:৩ সত্যশোধক সমাজ কে গঠন করেন ? উত্তর: জ্যোতিবা ফুলে।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১১৫

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কী ? উত্তর: সর্দার বল্লভভাই প্যাটেল। প্রশ্ন:২ ভারতের প্রথম মহিলা গ্র্যাজুয়েট কে ? উত্তর: কাদম্বিনী গাঙ্গুলি। প্রশ্ন:৩ ভারতের প্রথম প্রধান মন্ত্রী কে ছিলেন ? উত্তর: জহরলাল নেহেরু।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১১৪

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা কালে ভারতের বড়লাট কে ছিলেন ? উত্তর: লর্ড ডাফরিন। প্রশ্ন:২ ভারতীয় বিপ্লববাদের জননী কে ? উত্তর: মাদাম কামা। প্রশ্ন:৩ ভারতীয় প্রাচীন সাহিত্যে আর্যরা মঙ্গোলীয়দের (গোষ্ঠীভুক্তদের) কী নামে আখ্যায়িত করেন ? উত্তর: কিরাত।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১১৩

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ মার্গারেট নোবেল নামে কে পরিচিত ? উত্তর: ভগিনী নিবেদিতা। প্রশ্ন:২ মরুভূমির শৃগাল নামে কাকে অভিহিত করা হত ? উত্তর: হিটলারের সেনাপতি রোমেল। প্রশ্ন:৩ মাৎসিনি কে ? উত্তর: ইটালির ঐক্য আন্দোলনের নেতা।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১১২

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ ভারতের জাতীয় কংগ্রেস কত খ্রিষ্টাব্দে গঠিত হয় ? উত্তর: ১৮৮৫ খ্রিস্টাব্দে। প্রশ্ন:২ ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন ? উত্তর: উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন:৩ ভারতে দ্বিজাতিতত্ত্বের প্রবর্তক কে ? উত্তর: স্যার সৈয়দ আহমদ খান।

সমাজসংস্কাররূপে রাজা রামমোহন রায়ের অবদান।।

সমাজসংস্কাররূপে রাজা রামমোহন রায়ের অবদান             হুগলি জেলার রাধানগর গ্রামে রাজা রামমোহন রায় ১৭৭২ খ্রিস্টাব্দে (মতান্তরে ১৭৭৪ খ্রি.) জন্মগ্রহণ করেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ তাঁকে ভারত পথিক বলে সম্মান জানিয়েছেন। ভারতের ধর্ম ও সমাজ সংস্কারের কাজে তাঁর নিরলস সাধনার কারণে তাঁকে আধুনিক ভারতের জনক বলে অভিহিত করা হয়। ড. বিপানচন্দ্রের মতে—“উনিশ শতকের প্রথম লগ্নে ভারতীয় আকাশে রামমোহন রায় উজ্জ্বলতম নক্ষত্ররূপে ভাস্বর ছিলেন”।

সমাজসংস্কারক বিদ্যাসাগরের অবদান আলোচনা করো।

সমাজসংস্কারক বিদ্যাসাগরের অবদান               ঊনবিংশ শতকের আর–একজন অসাধারণ পণ্ডিত ও সংস্কারক ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (১৮২০–৯১ খ্রি.)। মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে তাঁর জন্ম হয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সমাজসংস্কারক বিদ্যাসাগরের প্রতি সম্মান জানিয়ে লিখেছেন—“ বিধাতা বিদ্যাসাগরের প্রতি বঙ্গভূমিকে মানুষ করিবার ভার দিয়াছিলেন”। এবং প্রখ্যাত কবি মাইকেল মধুসূদন লিখেছেন, বিদ্যাসাগরের মধ্যে ছিল সন্ন্যাসীর প্রজ্ঞা, ইংরেজের উদ্যম এবং বাঙ্গালী–মায়ের কোমল হৃদয়।

উনিশ শতকের সংস্কার আন্দোলনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো।

সংস্কার আন্দোলনে বিদ্যাসাগরের ভূমিকা               উনিশ শতকে বাংলার নবজাগরণে যে গুটিকয়েক সংস্কারক উল্লেখযোগ্য অবদান রেখে গেছেন তাঁদের মধ্যে অন্যতম হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রচলিত অর্থে একজন সংস্কৃতজ্ঞ পণ্ডিত হয়েও সমাজ সচেতন ও মানবতাবাদী বিদ্যাসাগর ছিলেন বঙ্গীয় নবজাগরণের এক জ্বলন্ত প্রতিমূর্তি। বাংলাদেশে শিক্ষা বিস্তার ও সমাজ সংস্কারের কাজে তাঁর ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। 

উডের ডেসপ্যাচ বা উডের প্রতিবেদন।

উডের ডেসপ্যাচ            ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারের লক্ষ্যে ইংল্যান্ডের বোর্ড অব কন্ট্রোলের সভাপতি স্যার চার্লস উডের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্ট একটি শিক্ষা কমিটি গঠন করে। এই কমিটি প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষার জন্য যে সুপারিশ পেশ করেন (১৮৫৪ খ্রি., ১৯ জুলাই ) তা উডের ডেসপ্যাচ বা উডের প্রতিবেদন নামে পরিচিত।

মানবসেবার আদর্শ সম্পর্কে স্বামী বিবেকানন্দের চিন্তাধারা সংক্ষেপে উল্লেখ করো।

মানবসেবার আদর্শ সম্পর্কে স্বামী বিবেকানন্দের চিন্তাধারা                 প্রাচীনকাল থেকেই সনাতন ভারতবর্ষে গৌতমবুদ্ধ, শঙ্করাচার্য, শ্রীচৈতন্যদেব, শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংস–সহ যেসব চিরপ্রণম্য মহাপুরুষ মানবসেবার আদর্শ প্রচার করেছিলেন, তাঁদেরই সার্থক উত্তরপুরুষ ছিলেন স্বামী বিবেকানন্দ। বিবেকানন্দই প্রথম বলেন, “জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর”।

জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি কী ছিল ?

জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি কী ছিল      ভারতীয় জাতীয় রাজনীতিতে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছিল মূলত ভারতবাসীর আশা–আকাঙ্ক্ষা পূরণ ও ব্রিটিশবিরোধী ক্ষোভের হাত থেকে ব্রিটিশ শাসনকে রক্ষা করার জন্যই।  জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার উদ্দেশ্য (১) কংগ্রেসের প্রথম অধিবেশন— উদ্দেশ্য ঘোষণা—বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজ হল জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে (১৮৮৫ খ্রি., ২৮ ডিসেম্বর) সভাপতির ভাষণে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় কংগ্রেস প্রতিষ্ঠার নেপথ্যে চারটি মূল উদ্দেশ্যের কথা ঘোষণা করেছিলেন। এগুলি হল—   (i) ভাষাগত ও ধর্মীয় বৈচিত্রে ভরা ভারতের বিভিন্ন প্রদেশের দেশপ্রেমীদের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব ও একাত্মতা গড়ে তোলা, (ii) সম্প্রীতির দ্বারা জাতি, ধর্ম, প্রাদেশিকতার তুচ্ছ সংকীর্ণতা দূর করে জাতীয় সংহতির পথ প্রশস্ত করা, (iii) শিক্ষিতদের সুচিন্তিত মতামত গ্রহণ করে সামাজিক ও অন্যান্য সমস্যা সমাধানের উপায় নির্ণয় করা, (iv) ভারতের রাজনৈতিক অগ্রগতির জন্য ভবিষ্যৎ কর্মসূচি গ্রহণ করা।

ভারতসভা

ভারতসভা       ১৮৭৬ খ্রিস্টাব্দে ২৬ জুলাই কলকাতার অ্যালবার্ট হলে (এখনকার কলেজ স্ট্রিটের কফি হাউস) অনুষ্ঠিত এক সমাবেশে ভারতসভা গঠন করা হয়। ভারতসভা গঠনে মূল উদ্যোগ নেন। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও আনন্দমোহন বসু এবং তাঁদের সাহায্য করেন শিবনাথ শাস্ত্রী এবং দ্বারকানাথ গাঙ্গুলি। উদ্দেশ্য ভারতসভা গঠনের মূল উদ্দেশ্য ছিল— (১) এক ঐক্যবদ্ধ ব্রিটিশবিরোধী জনমত গড়ে তোলা; (২) বিভিন্ন ভাষা, গোষ্ঠী, ধর্মীয় সম্প্রদায়ভুক্ত ভারতবাসীকে একই রাজনৈতিক ভাবনায় দীক্ষিত করা; (৩) হিন্দু–মুসলিমদের মধ্যে সম্প্রীতির পরিবেশ গড়ে তোলা; (৪) জাতীয় রাজনৈতিক আন্দোলনগুলিতে সমাজের নিম্নবর্গের মানুষদের শামিল করানো। 

ইলবার্ট বিল বিতর্কের গুরুত্ব পর্যালোচনা করো।

ইলবার্ট বিল বিতর্কের গুরুত্ব           বিচারবিভাগে ইউরোপীয় ও ভারতীয় বিচারকদের সমমর্যাদা দানের লক্ষ্যে ভাইসরয় লর্ড রিপনের পরামর্শে তাঁর আইন সচিব কোর্টনি ইলবার্ট এক খসড়া আইন প্রবর্তন করেন, যা ইলবার্ট বিল নামে পরিচিত। বিতর্কের গুরুত্ব (১) প্রত্যক্ষ গুরুত্ব— (i)ইউরোপীয়দের মধ্যে—ইলবার্ট বিল প্রকাশ হওয়ার পর সর্বপ্রথম কলকাতা হাইকোর্টের ব্যারিস্টার ব্রানসনের নেতৃত্বে গঠিত হয় ডিফেন্স অ্যাসোসিয়েশন। এই সমিতির নেতৃত্বে ইলবার্ট বিলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়। ভারতের ইংলিশম্যান পত্রিকা ও ইংল্যান্ডের ‘দ্য টাইমস’ পত্রিকায় ইলবার্ট বিলের বিরুদ্ধে তীব্র সমালোচনামূলক লেখা প্রকাশিত হয়। (ii) সংশোধন—ইলবার্ট বিলকে কেন্দ্র করে ইউরোপীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিলে সরকার বিলটির সংশোধন করতে বাধ্য হয়। নতুন সংশোধিত আইনে বলা হয় যে, এখন থেকে ভারতীয় বিচারকগণ ইউরোপীয় অপরাধীদের বিচার করার সময় জুরির সাহায্য নিতে বাধ্য থাকবেন। বলাবাহুল্য এই জুরিদের অধিকাংশই ছিলেন ইউরোপীয়। (iii) ভারতীয়দের মধ্যে—ইউরোপীয়দের চাপে ইলবার্ট বিল সংশোধন করা হলে ভারতীয়দের মধ্যেও তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। স

নব্যবঙ্গ বা ইয়ংবেঙ্গল আন্দোলনের অবদানগুলির সংক্ষিপ্ত বর্ণনা দাও।

নব্যবঙ্গ বা ইয়ংবেঙ্গল আন্দোলনের অবদান     খ্রিস্টীয় উনিশ শতকে বাংলার বুকে নব্যবঙ্গ দলের কার্যকলাপ সীমাবদ্ধ ছিল ঠিকই, তা বলে এঁদের অবদানকে কখনোই অস্বীকার করা সম্ভব নয়। নানা দিক থেকে আজকের সমাজ এঁদের কাছে ঋণী হয়ে আছে। নব্যবঙ্গীয় আন্দোলনের অবদান— (১) বিবিধ কুসংস্কারের বিরোধিতায়— নব্যবঙ্গ দলের সদস্যরা হিন্দুসমাজে প্রচলিত গঙ্গাসাগরে সন্তান বিসর্জন প্রথা, কৌলীন্য প্রথা, দাস প্রথা, বহুবিবাহ ও বাল্যবিবাহ প্রথা–সহ বিভিন্ন কুসংস্কারের বিরোধিতা করেছিলেন। (২) বিভিন্ন বৈষম্যের বিরোধিতায়— তৎকালীন সমাজে নারী পুরুষের বৈষম্য, বিচারব্যবস্থায় ভারতীয় ও ইরোপীয়দের বিচার বৈষম্য, জাতিগত বৈষম্য, চিরস্থায়ী ভূমি বন্দোবস্ত এমনকি পুলিশিব্যবস্থার ক্ষেত্রে ব্রিটিশের বৈষম্যমূলক আচরণের তীব্র প্রতিবাদ জানায় ইয়ংবেঙ্গল সদস্যগণ। (৩) নারীকল্যাণে— নারীজাতির স্বাধিকার প্রতিষ্ঠা ও নারীশিক্ষার প্রসার ছিল নব্যবঙ্গ দলের অন্যতম কর্মসূচি। এই কারণে কেউ কেউ আবার এঁদের মধ্যে দেখেছেন উনিশ শতকের নবজাগরণের উষালগ্ন। (৪) ভাবজগতে পরিবর্তন— এঁদের উদ্যোগে প্রকাশিত হয় ‘জ্ঞানান্বেষণ’, ‘দ্য এনকোয়ারার’, ‘দ্য বেঙ্গল স্পেকটেটর’ প্রভ

রামমোহন রায়কে কেন ‘ভারতের প্রথম আধুনিক মানুষ’ মনে করা হয় ?

ভারতের প্রথম আধুনিক মানুষ রাজা রামমোহন রায়ই প্রথম আধুনিক যুক্তিবাদী মনন ও ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে কুসংস্কারমুক্ত সমাজ গঠন ও সংস্কারমুক্ত ধর্মপ্রচারের কথা বলেন। এ ছাড়া পাশ্চাত্য শিক্ষার প্রতি তাঁর সমর্থন ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে তাঁর রাজনৈতিক বিচার–বিশ্লেষণ তাঁকে ‘প্রথম আধুনিক মানুষ’ অভিধায় ভূষিত করেছে। এ প্রসঙ্গে রামমোহন রায়ের মৃত্যুশতবর্ষে (১৯৩৩ খ্রিস্টাব্দের ১৮ ফেব্রুয়ারি), রবীন্দ্রনাথ ঠাকুর এক ইংরেজি প্রবন্ধে লিখেছিলেন, “রামমোহন তাঁর আমলের বিশ্বের সমস্ত মানুষের মধ্যে ছিলেন একমাত্র ব্যক্তি, যিনি সম্পূর্ণরূপে আধুনিক যুগের গুরুত্ব অনুধাবন করতে পেরেছিলেন”।  রামমোহন রায়–ভারতের প্রথম আধুনিক মানুষ    (১) সমাজসংস্কারের প্রথম উদ্যোগের জন্য—  ‘সতীদাহ’ প্রথা রোধের লক্ষ্যে রামমোহন রায় সমাজের বিশিষ্ট নাগরিকদের স্বাক্ষর সংবলিত এক আবেদনপত্র বড়োলাট উইলিয়াম বেন্টিঙ্কের কাছে পাঠান। বেন্টিঙ্ক রামমোহনের আবেদনে সাড়া দিয়ে ১৭ নং রেগুলেশন (Regulation–XVII) জারি করে সতীদাহ প্রথা রদ করেন। এ ছাড়াও তিনি বাল্যবিবাহ, বহুবিবাহ, কৌলীন্য প্রথা, জাতিভেদ প্রথা, কন্যাপণ, গঙ্গাসাগরে সন্তান বিসর্জন প

ঊনবিংশ শতকে ভারতে মধ্যবিত্তশ্রেণির উন্মেষের কারণ কী ?

মধ্যবিত্তশ্রেণির উন্মেষ— ঊনবিংশ শতকে ভারতের সমাজে মধ্যবিত্তশ্রেণির উন্মেষ ঘটে নিম্নলিখিত বিভিন্ন কারণে। (১) ১৮৪৪ খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল লর্ড হার্ডিঞ্জ সরকারি চাকুরিতে ইংরেজি জানা বাধ্যতামূলক করেন। এরফলে ভারতীয় সমাজে ইংরেজি শিক্ষার প্রতি প্রবল আগ্রহের সৃষ্টি হয় এবং একদল ইংরেজি শিক্ষিত মধ্যবিত্তশ্রেণির উদ্ভব হয়। (২) ব্রিটিশ সরকার সস্তায় প্রশাসনিক কাজ চালানোর জন্য একদল কেরানি তৈরি করে। এরা মধ্যবিত্তশ্রেণির অন্তর্ভুক্ত হয়।

জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা–সংক্রান্ত বিতর্ক উল্লেখ করো।

জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা সংক্রান্ত বিতর্ক— জাতীয় কংগ্রেসের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন, তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক আছে। বিভিন্ন মত— (১) চরমপন্থী নেতা লালা লাজপত রায়–এর মতে, তৎকালীন বড়োলাট লর্ড ডাফরিন–ই কংগ্রেসের প্রতিষ্ঠাতা। ‘Young India’ পত্রিকায় তিনি লিখেছেন, কংগ্রেস ছিল ডাফরিনের মস্তিষ্কপ্রসূত ভাবনা (“Congress was a product of Dufferin's brain”)। (২) কেমব্রিজ ঐতিহাসিক ড. অনিল শীল মনে করেন—জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় ডাফরিনের ভূমিকা অতিকথন ছাড়া আর কিছুই নয়।

জাতীয় কংগ্রেসকে ব্রিটিশ সরকারের ‘নিরাপদ নিয়ামক’ (Safety Valve) বলা যায় কী ?

জাতীয় কংগ্রেসকে ব্রিটিশ সরকারের ‘নিরাপদ নিয়ামক’ (Safety Valve) বলা যায় কী ?            ব্রিটিশ সরকারের স্বরাষ্ট্রসচিব অ্যালান অক্টাভিয়ান হিউম গোপন রিপোর্ট থেকে জানতে পারেন ভারতে ব্রিটিশ শাসনের ওপর ভারতবাসী ক্ষুব্ধ এবং যে–কোনো সময় এই ক্ষোভের বহিঃপ্রকাশ হতে পারে। তাই তিনি এই ক্ষোভকে প্রশমনের জন্য ব্রিটিশ সরকারের ‘সেফটি ভাল্‌ব’ হিসেবে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন। কংগ্রেস সৃষ্টির এই তত্ত্ব ‘সেফটি ভাল্‌ব’ তত্ত্ব নামে পরিচিত। জাতীয় কংগ্রেস—নিরাপদ নিয়ামক সমর্থন— ঐতিহাসিক রজনী পামদত্ত প্রমুখের মতে, ব্রিটিশ শাসনের পক্ষে ‘নিরাপদ নিয়ামক’-এর কাজ করার জন্যই কংগ্রেস গঠিত হয়েছিল। কংগ্রেস গঠনের পশ্চাতে হিউমের প্রধান উদ্দেশ্য ছিল ভারতবাসীর ক্রমবর্ধমান অসন্তোষজনিত বিক্ষোভের কবল থেকে ইংরেজ শাসনকে রক্ষা করা। কারণ তিনি মনে করেছিলেন যে, ভারতবাসী ব্রিটিশ অত্যাচারের বিরুদ্ধে যে–কোনো সময়ে বিদ্রোহ করতে পারে। তাই তিনি চেয়েছিলেন একটি রাজনৈতিক প্রতিষ্ঠান গঠনের মাধ্যমে দেশের প্রগতিশীল অংশকে এই বিদ্রোহ থেকে বিচ্ছিন্ন করে রাখতে। কংগ্রেস ছিল ইংরেজ সাম্রাজ্যবাদের পক্ষপাতিত্বে গঠিত একটি গোপন–গভীর ষড়যন্ত্র

ইলবার্ট বিল আন্দোলন

ইলবার্ট বিল  প্রবর্তন: ১৮৭৩ খ্রি.,–এর ফৌজদারি আইন অনুসারে মফস্‌সলের ভারতীয় দায়রা বিচারকগণ কোনো শ্বেতাঙ্গ ইউরোপীয়র বিচার করতে পারতেন না। লর্ড রিপনের পরামর্শে আইন সচিব মি. ইলবার্ট এই বৈষম্যমূলক আইনের পরিবর্তে যে খসড়া আইন প্রস্তুত করেন (১৮৮৩ খ্রি.) তা ইলবার্ট বিল নামে পরিচিত হয়।

অস্ত্র আইন

অস্ত্র আইন (১৮৭৮ খ্রি.) প্রবর্তন ভারতে আগত ব্রিটিশ গভর্নর - জেনারেলদের মধ্যে অন্যতম নগ্ন সাম্রাজ্যবাদী ছিলেন লর্ড লিটন। ভারতবাসীর প্রতিবাদ করার ক্ষমতাকে হরণ করার লক্ষ্যে তিনি ১৮৭৮ খ্রিস্টাব্দে অস্ত্র আইন (Arms Act, 1878) জারি করেন।