Skip to main content

Posts

Showing posts from March, 2021

সাম্প্রতিক পোস্ট

নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও।

নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও।   অথবা,  একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও।  অথবা,  নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও।             উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়।  এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়।  নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা:       পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...

[WBCS Special MCQs]Physics||ভৌত রাশির একক ও মাত্রা||সেট ৩

  WBCS Special MCQs Physics ভৌত রাশির একক ও মাত্রা প্রশ্ন ১ নিচের কোন জোড়ার মাত্রা একই নয় ? (a) ক্ষমতা ও বিকৃতি  (b) টর্ক ও কার্য  (c) রৈখিক ভরবেগ ও বলের ঘাত  (d) চাপ ও পীড়ন  উত্তর :: A  প্রশ্ন ২ Y = ইয়ং - গুণাঙ্ক  ও  S = পৃষ্ঠটান হলে, Y/S রাশিটির মাত্রা কোন রাশিটির মাত্রার সঙ্গে সমান হবে ?  (a) কম্পাঙ্ক  (b) তরঙ্গ সংখ্যা  (c) তরঙ্গ দৈর্ঘ্য  (d) তরঙ্গ গতিবেগ   উত্তর :: B 

[WBCS Special MCQs]Physics||ভৌত রাশির একক ও মাত্রা||সেট ২

 WBCS Special MCQs Physics ভৌত রাশির একক ও মাত্রা প্রশ্ন ১ পাসকাল কিসের একক ? (a) বিকৃতি  (b) পীড়ন  (c) চাপ  (d) সান্দ্রতাঙ্ক  উত্তর :: B  পীড়ন ও চাপ  সমজাতীয় রাশি এবং চাপের একক হল পাসকাল।  প্রশ্ন ২ 'ইলেকট্রন - ভোল্ট' কিসের একক ? (a) তড়িদাধান  (b) তড়িৎ বিভব  (c) তড়িৎক্ষমতা  (d) শক্তি  উত্তর :: D  'ইলেকট্রন - ভোল্ট' হল শক্তির একটি ক্ষুদ্র একক।  

[WBCS Special MCQs]Physics||ভৌত রাশির একক ও মাত্রা||সেট ১

WBCS Special MCQs Physics ভৌত রাশির একক ও মাত্রা প্রশ্ন ১ আন্তর্জাতিক একক পদ্ধতিতে প্রাথমিক এককের সংখ্যা হল - (a) ৩ (b) ৬ (c) ৭ (d) ৯ উত্তর :: C  প্রশ্ন ২ আন্তর্জাতিক একক পদ্ধতিতে কোনটি মূল একক নয় - (a) সেকেন্ড  (b) আম্পিয়ার  (c) ক্যান্ডেল  (d) ডিগ্রি সেন্টিগ্রেড উত্তর :: D 

[WBCS Special VSQs] Biology।। জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান।।সেট-২৫

WBCS Special VSQs Biology জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান প্রশ্ন:১ রড আকৃতিবিশিষ্ট ব্যাকটেরিয়াদের কী বলে ? উত্তর:  Bacillus। প্রশ্ন:২ কেমােসিন্থেটিক ব্যাকটেরিয়ার উদাহরণ দাও। উত্তর:  সালফার ব্যাকটেরিয়া। প্রশ্ন:৩ একটি সায়ানােব্যাকটেরিয়ার উদাহরণ দাও।  উত্তর:  Nostoc।

[WBCS Special VSQs] Biology।। জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান।।সেট-২৪

WBCS Special VSQs Biology জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান প্রশ্ন:১ কর্টিকোলস লাইকেন কী ? উত্তর:  যে প্রকার লাইকেন ক্রান্তীয় অঞ্চলে গাছের ছালের উপর জন্মায়। প্রশ্ন:২ ব্যাসিডিওলাইকেন কী ? উত্তর:  যে লাইকেনের ছত্রাক অংশীদারটি ব্যাসিডিওমাইকোটিনার অন্তর্ভুক্ত। উদাহরণ-Corella। প্রশ্ন:৩ দাবানল ছড়াতে সাহায্যকারী লাইকেন কী ? উত্তর:  Usnea।

[WBCS Special VSQs] Biology।। জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান।।সেট-২৩

WBCS Special VSQs Biology জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান প্রশ্ন:১ মটর গাছের বৈজ্ঞানিক নাম কী ? উত্তর:  Pisum sativum। প্রশ্ন:২ ডিম কী ? উত্তর:  যে-কোনাে স্থানের আন্তঃপ্রজননশীল পপুলেশনকে ডিম বলে। প্রশ্ন:৩ ‘প্রজাতি’ শব্দটি প্রথম ব্যবহার করেন কে ? উত্তর:  John Ray।

[WBCS Special VSQs] Biology।। জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান।।সেট-২২

WBCS Special VSQs Biology জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান প্রশ্ন:১ বহিঃকোশীয় ভিরিয়ন কী ? উত্তর:  পােষক কোশের বাইরের সম্পূর্ণ ভাইরাস কণাকে বহিঃকোশীয় ভিরিয়ন বলে। প্রশ্ন:২ RNA যুক্ত প্রাণী ভাইরাস ও DNA যুক্ত উদ্ভিদ ভাইরাস কী কী ? উত্তর:  RNA যুক্ত প্রাণী ভাইরাস- ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। DNA যুক্ত উদ্ভিদ ভাইরাস- ফুলকপির মােজাইক ভাইরাস। প্রশ্ন:৩ অ্যাকটিনােফাজ কী ? উত্তর:  অ্যাকটিনােমাইসিটিস আক্রমণকারী ফাজকে অ্যাকটিনােফাজ বলে।

[WBCS Special VSQs] Biology।। জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান।।সেট-২১

WBCS Special VSQs Biology জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান প্রশ্ন:১ প্রথম জীবের শ্রেণিবিভাগ করেন কে ? উত্তর:  অ্যারিস্টটল। প্রশ্ন:২ পলিটাইপিক জেনেরা কী ? উত্তর:  যে সকল গণের একাধিক প্রজাতি থাকে। প্রশ্ন:৩ ব্যাকটেরিয়াকে প্রথম পর্যবেক্ষণ করেন কে ? উত্তর:  Leeuwenhoek।

[WBCS Special VSQs] Biology।। জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান।।সেট-২০

WBCS Special VSQs Biology জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান প্রশ্ন:১ কোন্ স্তন্যপায়ী ডিম পাড়ে ? উত্তর:  হংসচঞ্চু। প্রশ্ন:২ প্রােটিড কোন্ প্রাণীতে দেখা যায় ? উত্তর:  ফিতাকৃমি। প্রশ্ন:৩ কোন্ স্তন্যপায়ীর মারসুপিয়াম থাকে ? উত্তর:  ক্যাঙ্গারু।

[WBCS Special VSQs] Biology।। জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান।।সেট-১৯

WBCS Special VSQs Biology জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান প্রশ্ন:১ জীববৈচিত্র্যের পর্যায়গুলি কী কী ? উত্তর:  জেনেটিক, প্রজাতিভুক্ত এবং সম্প্রদায়ভুক্ত জীববৈচিত্র্য। প্রশ্ন:২ শুক্রাণু ও ডিম্বাণু কোথায় সংরক্ষণ করা হয় ? উত্তর:  জার্মপ্লাজম ব্যাংকে। প্রশ্ন:৩ বন্যপ্রাণী জীব সম্পৰ্কীয় গবেষণা কেন্দ্র কোথায় আছে ? উত্তর:  ভারতবর্ষের দেরাদুনে।

[WBCS Special VSQs] Biology।। জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান।।সেট-১৮

WBCS Special VSQs Biology জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান প্রশ্ন:১ দু-প্রকার স্লাইম মােল্ডের নাম লেখাে। উত্তর:  প্লাজমােডিয়াল এবং সেলুলার। প্রশ্ন:২ একটি প্রােটোজোয়ার নাম করাে যে অযৌন জনন ও বাইনারি ফিসানের মাধ্যমে জনন সম্পন্ন করে। উত্তর:  প্যারামিসিয়াম। প্রশ্ন:৩ ম্যালেরিয়ার পরজীবী কোন্ পর্বভুক্ত ? উত্তর:  পরজীবী প্রােটোজোয়া—স্পােরােজোয়া।

[WBCS Special VSQs] Biology।। জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান।।সেট-১৭

WBCS Special VSQs Biology জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান প্রশ্ন:১ হায়ারার্কিয়াল শ্রেণিবিন্যাসের প্রবর্তক কে ? উত্তর:  বিজ্ঞানী লিনিয়াস। প্রশ্ন:২ ট্যাক্সন (Taxon) কাকে বলে ? উত্তর:  শ্রেণিবিন্যাসের যে-কোনাে স্তরের একককে ট্যাক্সন বলে। প্রজাতি হল ক্ষুদ্রতম ট্যাক্সন। জগৎ হল বৃহত্তম ট্যাক্সন। প্রশ্ন:৩ শালগাছের বিজ্ঞানসম্মত নাম কী ? উত্তর:  Shorea robusta।

[WBCS Special VSQs] Biology।। জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান।।সেট-১৬

WBCS Special VSQs Biology জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান প্রশ্ন:১ দুটি খাদ্যযােগ্য শৈবালের উদাহরণ দাও। উত্তর:  ল্যামিনারিয়া ও ক্লোরেল্লা। প্রশ্ন:২ কোন্ উদ্ভিদকে উভচর উদ্ভিদ বলে ? উত্তর:  ব্রায়ােফাইটা। প্রশ্ন:৩ লবণাম্বু টেরিডােফাইটের নাম কী ? উত্তর:  Acrosticum।

[WBCS Special VSQs] Biology।। জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান।।সেট-১৫

WBCS Special VSQs Biology জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান প্রশ্ন:১ মানুষ বা মশকী কার ক্ষেত্রে যৌন দশায় ম্যালেরিয়ার পরজীবী দেখা যায় ? উত্তর:  মশকীর পৌষ্টিক তন্ত্রে। প্রশ্ন:২ প্লাসমােডিয়াম কী ? উত্তর:  স্লাইম মােল্ডসদের ক্ষেত্রে প্রাচীরবিহীন, বহুকোশীয় প্রােটোপ্লাজম গুচ্ছ, যাকে প্লাসমােডিয়াম বলে। প্রশ্ন:৩ অটোগ্যামি কী ? উত্তর:  পুং ও স্ত্রী গ্যামেট তৈরি করে একই ধরনের কোশ যা মিলিত হয়ে ডিপ্লয়েড জাইগােট গঠন করে।

[WBCS Special VSQs] Biology।। জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান।।সেট-১৪

WBCS Special VSQs Biology জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান প্রশ্ন:১ ছদ্ম সিলােমযুক্ত একটি প্রাণীর নাম কী ? উত্তর:  গােলকৃমি। প্রশ্ন:২ এককোশী ও আণুবীক্ষনিক প্রাণীদের কী বলে ? উত্তর:  প্রােটোজোয়া। প্রশ্ন:৩ অরীয়ভাবে প্রতিসম কোন্ প্রাণী ? উত্তর:  হাইড্রা।

[WBCS Special VSQs] Biology।। জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান।।সেট-১৩

WBCS Special VSQs Biology জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান প্রশ্ন:১ কোন্ কোন্ ব্যাকটেরিয়া টিটেনাস ও কলেরা রােগের জন্য দায়ী ? উত্তর:  Clostridium tetani ও Vibrio cholerae। প্রশ্ন:২ সায়ানােব্যাকটেরিয়ার লাল রঞ্জকের নাম কী ? উত্তর:  C-ফাইকোএরিথ্রিন। প্রশ্ন:৩ মনেরা রাজ্যকে কোন্ দুই প্রধান বিভাগে ভাগ করা হয়েছে ? উত্তর:  আর্কিব্যাকটেরিয়া, ইউব্যাকটেরিয়া।

[WBCS Special VSQs] Biology।। জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান।।সেট-১২

WBCS Special VSQs Biology জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান প্রশ্ন:১ কোন্ প্রাণীকে খণ্ড খণ্ড করলেও খণ্ড থেকে তাকে চেনা সম্ভব ? উত্তর:  স্পঞ্জ। প্রশ্ন:২ নালিপদ কোন্ প্রাণীতে থাকে ? উত্তর:  তারামাছ। প্রশ্ন:৩ একটি বিষধর সাপের উদাহরণ দাও ? উত্তর:  কোবরা।

[WBCS Special VSQs] Biology।। জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান।।সেট-১১

WBCS Special VSQs Biology জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান প্রশ্ন:১ বাইনাল গঠনযুক্ত একটি ভাইরাস কী ? উত্তর:  ব্যাকটেরিওফাজ T2। প্রশ্ন:২ ভাইরাসের জীবনচক্রে কয়টি দশা দেখা যায় ? উত্তর:  দুটি দশা , যথা—অন্তঃকোশীয় দশা ও বহিঃকোশীয় দশা। প্রশ্ন:৩ নগ্ন ভাইরাস কী ? উত্তর:  এনভেলপবিহীন ভাইরাসকে নগ্ন ভাইরাস বলে।

[WBCS Special VSQs] Biology।। জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান।।সেট-১০

WBCS Special VSQs Biology জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান প্রশ্ন:১ জীববিদ্যার কোন্ শাখায় ছত্রাক সম্পর্কে আলােচনা করা হয় ? উত্তর:  মাইকোলজি। প্রশ্ন:২ জেনেটিক বিদ্যায় গুরুত্বপূর্ণ ছত্রাকের নাম কী ? উত্তর:  Neurospora। প্রশ্ন:৩ যে-কোন একটি গিল ছত্রাকের নাম কী ? উত্তর:  Agaricus।

[WBCS Special VSQs] Biology।। জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান।।সেট-৯

WBCS Special VSQs Biology জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান প্রশ্ন:১ অর্থনৈতিক গুরুত্বসম্পন্ন শৈবাল কী ? উত্তর:  Laminaria sp. প্রশ্ন:২ ব্রায়ােফাইটার দুটি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করাে। উত্তর:  ( a) ব্রায়ােফাইটার প্রধান উদ্ভিদদেহটি লিঙ্গধর (n), রেণুধর উদ্ভিদ (2n) সর্বদাই লিঙ্গধর উদ্ভিদের সঙ্গে যুক্ত থাকে।  (b) এদের মূল থাকে না, পরিবর্তে রাইজয়েড, শল্ক বা রােম থাকে। প্রশ্ন:৩ মিশ্র মুকুল কী ? উত্তর:  যে মুকুল থেকে উদ্ভিদের অঙ্গ ও ফুল উভয় উৎপন্ন হয়। যেমন—আপেলের পুস্পমুকুল।

[WBCS Special VSQs] Biology।। জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান।।সেট-৮

WBCS Special VSQs Biology জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান প্রশ্ন:১ মসের রেণু দ্বারা গঠিত আদি ফিলামেন্টযুক্ত গঠন কী ? উত্তর:  প্রােটোনিমা। প্রশ্ন:২ বেল্ট আকৃতির ক্লোরােপ্লাস্ট কোথায় দেখা যায় ? উত্তর:  ইউলােথ্রিক্স শৈবালে। প্রশ্ন:৩ কোন্ উদ্ভিদে কুণ্ডলিত মুকুল পত্রবিন্যাস দেখা যায় ? উত্তর:  ফার্নে।

[WBCS Special VSQs] Biology।। জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান।।সেট-৭

WBCS Special VSQs Biology জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান প্রশ্ন:১ ইউগ্লিনার পুষ্টি পদ্ধতি কী ? উত্তর:  অটোট্রপিক এবং হলােজয়িক পুষ্টি। প্রশ্ন:২ সকল প্রােটোজোয়ান প্রােটিস্টদের মধ্যে কী প্রকার খাদ্যের পরিপাক দেখা যায় ? উত্তর:  ইন্ট্রাসেলুলার (Intracellular)। প্রশ্ন:৩ ম্যালেরিয়ার পরজীবীর ঊসিস্ট গঠিত হয় কোথায় ? উত্তর:  মানুষের যকৃতে।

[WBCS Special VSQs] Biology।। জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান।।সেট-৬

WBCS Special VSQs Biology জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান প্রশ্ন:১ বৃহৎ স্তন্যপায়ী প্রাণী কোনটি ? উত্তর:  তিমি। প্রশ্ন:২ একটি স্বভােজী প্রােটোজোয়ার উদাহরণ দাও। উত্তর:  Euglena viridis। প্রশ্ন:৩ কোন্ প্রাণীর শুষ্ক আঁশযুক্ত চর্ম দেখা যায় ? উত্তর:  সরীসৃপ।

[WBCS Special VSQs] Biology।। জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান।।সেট-৫

  WBCS Special VSQs Biology জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান প্রশ্ন:১ Rhizopus কী হােমােথ্যালিক না হেটারােথ্যালিক ? উত্তর:  হেটারােথ্যালিক। প্রশ্ন:২ কোন্ শ্রেণির ছত্রাকে প্রস্থ প্রাচীর থাকে না ? উত্তর:  মিউকর। প্রশ্ন:৩ একটি উদাহরণ দাও যেক্ষেত্রে সােমাটোগ্যামি ঘটে ? উত্তর:  অ্যাগারিকাস (Agaricus)।

[WBCS Special VSQs] Biology।। জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান।।সেট-৪

WBCS Special VSQs Biology জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান প্রশ্ন:১ ন্যাচারাল হিস্ট্রি-মিউজিয়াম কোথায় অবস্থিত ? উত্তর:  লন্ডনে। প্রশ্ন:২ CEE-এর সম্পূর্ণ নাম কী ? উত্তর:  Centre for Environment Education। প্রশ্ন:৩ একটি পাবলিক অ্যাকুরিয়ামের নাম কী ? উত্তর:  জার্জিয়া অ্যাকুয়ারিয়াম।

[WBCS Special VSQs] Biology।। জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান।।সেট-৩

WBCS Special VSQs Biology জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান প্রশ্ন:১ একটি একতন্ত্রী DNA ভাইরাস এবং একটি দ্বিতন্ত্রী DNA ভাইরাসের নাম কী ? উত্তর:  একতন্ত্রী DNA ভাইরাস— কলিফাজ fd ভাইরাস, ϕx174। দ্বিতন্ত্রী RNA ভাইরাস—রিও ভাইরাস। প্রশ্ন:২ কোন্ উদ্ভিদ বীজ তৈরি করলেও ফল থাকে না ? উত্তর:  Pinus। প্রশ্ন:৩ ভাইরাস প্রােক্যারিওট না ইউক্যারিওট ? উত্তর:  আধুনিক বিজ্ঞানীগণ ভাইরাসকে কোশবিহীন জীব আখ্যা দিয়েছেন তাই একে প্রােক্যারিওট বা ইউক্যারিওট কোনােটিই বলা যায় না।

[WBCS Special VSQs] Biology।। জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান।।সেট-২

WBCS Special VSQs Biology জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান প্রশ্ন:১ সাগু উৎপাদনকারী জিমনােম্পার্ম কী ? উত্তর:  Cycas। প্রশ্ন:২ এপিপােগিয়াম কী ? উত্তর:  মূলবিহীন সপুষ্পক উদ্ভিদ। প্রশ্ন:৩ বহুবীজভ্রূণতা কী ? উত্তর:  একটি বীজে অনেকগুলি ভ্রূণ থাকলে, তাকে বহুবীজভ্রূণতা বলে।

[WBCS Special VSQs] Biology।। জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান।।সেট-১

WBCS Special VSQs Biology জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান প্রশ্ন:১ একটি চোয়ালবিহীন প্রাণীর উদাহরণ দাও। উত্তর:  ল্যামপ্রে, হ্যাগফিশ। প্রশ্ন:২ ভার্টিব্রাটা কাদের বলে ? উত্তর:  যেসব প্রাণীদের মেরুদণ্ড ও করােটিকা থাকে তাদের ভার্টিব্রাটা বলে। প্রশ্ন:৩ হিমােসিল আছে এমন একটি প্রাণীর উদাহরণ দাও। উত্তর:  আরশােলা।

[WBCS Special MCQs] Biology।। জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান।।সেট-৪২

WBCS Special MCQs Biology জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান প্রশ্ন:১ বিভিন্ন প্রজাতির বাঁশের উদ্যানকে বলে— (a) আর্কিবেরিয়াম (b) পাইনেটাম (c) বামবুসেটাম (d) হার্বেরিয়াম উত্তর: C প্রশ্ন:২ বিভিন্ন প্রাণী প্রদর্শিত ও সংরক্ষিত করা হয়— (a) চিড়িয়াখানায় (b) উদ্ভিদ উদ্যানে (c) মিউজিয়ামে (d) হার্বেরিয়ামে উত্তর: A

[WBCS Special MCQs] Biology।। জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান।।সেট-৪১

WBCS Special MCQs Biology জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান প্রশ্ন:১ কোনটিকে ক্যাটফিশ বলে ? (a) Catla catla (b) Labeo rohita (c) Clarias batrachus (d) Labeo calbasu উত্তর: C প্রশ্ন:২ কোনটি বিষবিহীন সাপ ? (a) কোবরা (b) বােড়া (c) কেউটে (d) ময়াল উত্তর: D

[WBCS Special MCQs] Biology।। জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান।।সেট-৪০

WBCS Special MCQs Biology জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান প্রশ্ন:১ নিম্নলিখিত কোনটি উদ্ভিদের চরিত্র ? (a) বহুকোশী কলা ও অঙ্গসমূহ (b) সালােকসংশ্লেষীয় রঞ্জক পদার্থ Chl-a এবং b (c) জনুক্রম (d) প্রত্যেকটি উত্তর: D প্রশ্ন:২ নিম্নলিখিত কোন্ বিভাগের উদ্ভিদের রেণু ও ভ্রূণ থাকা সত্ত্বেও বীজ বা সংবাহী কলা থাকে না ? (a) ব্রায়ােফাইটা (b) টেরিডােফাইটা (c) জিমনােস্পার্ম (d) শৈবাল উত্তর: A

[WBCS Special MCQs] Biology।। জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান।।সেট-৩৯

WBCS Special MCQs Biology জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান প্রশ্ন:১ ফিলামেন্টযুক্ত সবুজ শৈবাল হল— (a) Chlamydomonus (b) Volvox (c) Spirogyra (d) Fucus উত্তর: C প্রশ্ন:২ পরাগরেণু উৎপন্নের স্থান— (a) গর্ভকেশর (b) জননঅঙ্গাধার (c) পাপড়ি (d) পুংকেশর  উত্তর: D

[WBCS Special MCQs] Biology।। জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান।।সেট-৩৮

WBCS Special MCQs Biology জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান প্রশ্ন:১ কোন্ জোড়াটির মিল নেই ? (a) Apis indica—মধু (b) Kekia lacca—লাক্ষা  (c) Bombyx mori—রেশম (d) Pila globosa—মুক্তা উত্তর: D প্রশ্ন:২ সম্পূর্ণরূপে সামুদ্রিক প্রাণী নিয়ে গঠিত পর্বটি কী ? (a) আর্থ্রোপােডা (b) সিলেনটারেটা (c) একাইনােডার্মাটা (d) মােলাস্কা উত্তর: C

[WBCS Special MCQs] Biology।। জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান।।সেট-৩৭

WBCS Special MCQs Biology জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান প্রশ্ন:১ জলজ উদ্ভিদে নিম্নলিখিত কোনটি সুগঠিত ? (a) সংবাহী কলা (b) পত্ররন্ধ্র (c) মূল (d) এরেনকাইমা উত্তর: D প্রশ্ন:২ নিম্নলিখিত কোনটি সবুজ শৈবাল নয় ? (a) Volvox (b) Fucus (c) Spirogyra (d) Chhamydomonus উত্তর: B

[WBCS Special MCQs] Biology।। জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান।।সেট-৩৬

WBCS Special MCQs Biology জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান প্রশ্ন:১ কোনটি মেরুদণ্ডী প্রাণী নয় ? (a) স্কোলিওডন (b) সিন্ধুঘােটক (c) অ্যাম্ফিঅক্সাস (d) প্লাটিপাস উত্তর: C প্রশ্ন:২ কোনটি চোয়ালবিহীন মেরুদণ্ডী প্রাণী ? (a) Amphioxus (b) Petromyzon (c) Chelone (d) Naja উত্তর: B

[WBCS Special MCQs] Biology।। জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান।।সেট-৩৫

WBCS Special MCQs Biology জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান প্রশ্ন:১ পতঙ্গপরাগী ফুলের বৈশিষ্ট্য— (a) বর্ণহীন (b) ক্ষুদ্র (c) আকৃতিতে বড়াে (d) বড়াে, বর্ণময়, সুগন্ধযুক্ত উত্তর: D প্রশ্ন:২ পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত শৈবাল— (a) ভলভক্স (b) ল্যামিনারিয়া (c) ইউলােথ্রিক্স (d) স্পাইরােগাইরা উত্তর: B

[WBCS Special MCQs] Biology।। জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান।।সেট-৩৪

WBCS Special MCQs Biology জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান প্রশ্ন:১ হাঁপানি রােগে ব্যবহৃত এফিড্রিন এটি পাওয়া যায় কোন্ গাছ থেকে ? (a) সিঙ্কোনা (b) সর্পগন্ধা (c) ধুতরাে (d) এফিড্রা উত্তর: D প্রশ্ন:২ এফিড্রিন পাওয়া যায় কোথা থেকে— (a) Ginkgo (b) Pinus (c) Ephedra (d) Gnetum উত্তর: C

[WBCS Special MCQs] Biology।। জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান।।সেট-৩৩

WBCS Special MCQs Biology জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান প্রশ্ন:১ কোনটি Platyhelminthes পর্বের অন্তর্গত ? (a) Taenia (b) Pheretima (c) Plasmodium (d) Ascaris উত্তর: A প্রশ্ন:২ Ascaris-এর লার্ভাকে কী বলে ? (a) র‍্যাবডিটিফর্ম (b) সিস্টিসারকাস (c) হেক্সাকান্থ (d) অঙ্কোস্ফিয়ার উত্তর: A

[WBCS Special MCQs] Biology।। জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান।।সেট-৩২

WBCS Special MCQs Biology জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান প্রশ্ন:১ সবচেয়ে বড়াে পাখি হল— (a) এমু (b) উটপাখি (c) ময়ূর (d) পেঙ্গুইন উত্তর: B প্রশ্ন:২ নীচের কোনটি জরায়ুজ প্রাণী ?  (a) ছুঁচো (b) প্লাটিপাস (c) ক্যাঙারু (d) কোনােটিই নয় উত্তর: A

[WBCS Special MCQs] Biology।। জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান।।সেট-৩১

WBCS Special MCQs Biology জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান প্রশ্ন:১ গেমাকাপ দেখা যায়— (a) পােগােনেটামে (b) রিকসিয়ায় (c) ফিউনেরিয়ায় (d) মারকেনসিয়ায় উত্তর: D প্রশ্ন:২ সিনােসােরাস দেখা যায়— (a) Selaginella (b) Equisetum (c) Pteris (d) Marsilea উত্তর: C

[WBCS Special MCQs] Biology।। জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান।।সেট-৩০

WBCS Special MCQs Biology জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান প্রশ্ন:১ কোন্ প্রাণীগােষ্ঠী সরাসরি শিশুপ্রাণীর জন্ম দেয় ? (a) সিংহ, বাদুড়, তিমি, বাঁদর (b) ক্যাঙারু, হেজহগ, ডলফিন, গিনিপিগ (c) প্লাটিপাস, সিংহ, পেঙ্গুইন, বাদুড় (d) ছুঁচো, বাদুড়, সাপ, বিড়াল উত্তর: A প্রশ্ন:২ স্তন্যপায়ী প্রাণীর দাঁতের বৈশিষ্ট্য হল—(i) দাঁতগুলি বিভিন্ন ধরনের হয়, (ii) দাঁতগুলি মাড়ির গর্তে প্রােথিত থাকে, (iii) দুটি সেট দাঁত সৃষ্টি হয়। স্তন্যপায়ী প্রাণীদের দাঁতের এরূপ সেটকে বলে— (a) হেটারােডন্ট, ডাইফিওডন্ট, থেকোডন্ট (b) হেটারােডন্ট, থেকোডন্ট, ডাইফিওডন্ট (c) থেকোডন্ট, ডাইফিওডন্ট, হেটারােডন্ট (d) ডাইফিওডন্ট, থেকোডন্ট, হেটারােডন্ট উত্তর: B

[WBCS Special MCQs] Biology।। জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান।।সেট-২৯

WBCS Special MCQs Biology জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান প্রশ্ন:১ এলিফ্যানটিসিয়েসি রােগের কারণ হল— (a) Entamoeba (b) Ascaris (c) Wuchereria (d) Tsetse fly উত্তর: প্রশ্ন:২ কেঁচোর দেহের কোন্ খণ্ডকে সিটা থাকে না ? (a) ক্লাইটেলাম (b) প্রথম খণ্ড (c) শেষ খণ্ড (d) ক্লাইটেলাম, প্রথম ও শেষ খণ্ড উত্তর: D

[WBCS Special MCQs] Biology।। জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান।।সেট-২৮

WBCS Special MCQs Biology জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান প্রশ্ন:১ জটিল প্রাণীর গাটে ও দেহপ্রাচীরের মধ্যবর্তী স্থানে থাকে— (a) ফ্যারিংস (b) সিলােম (c) সিউডােসিলােম (d) কোনােটিই নয় উত্তর: B প্রশ্ন:২ নিম্নলিখিত কোনটি প্রাণীরাজ্যের বৈশিষ্ট্য নয় ? (a) কার্বোহাইড্রেট হল সঞ্চিত বস্তু (b) বহুকোশীয়তা (c) a ও b উভয় (d) কোনােটিই নয় উত্তর: A

[WBCS Special MCQs] Biology।। জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান।।সেট-২৭

WBCS Special MCQs Biology জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান প্রশ্ন:১ ‘বহুবীজভ্রূণতা' দেখা যায়— (a) নিটামে (b) সাইকাসে (c) পাইনাসে (d) এফিড্রায় উত্তর: C প্রশ্ন:২ ‘কুণ্ডলিত মুকুল পত্রবিন্যাস' কোন্ প্রকার উদ্ভিদের বৈশিষ্ট্য ? (a) গুপ্তবীজী (b) ব্যক্তবীজী (c) ফার্ন (d) মস উত্তর: C

[WBCS Special MCQs] Biology।। জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান।।সেট-২৬

WBCS Special MCQs Biology জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান প্রশ্ন:১ কোনটি সিলেনটারেট ? (a) সি-ফিশ (b) সি-আরচিন (c) সি-পেন (d) সি-কিউকামবার উত্তর: C প্রশ্ন:২ হাইড্রার নিমাটোসিস্টে কোন্ রাসায়নিক পদার্থ থাকে ? (a) হিমাটিন (b) হিমােজয়েন (c) হিপনােটক্সিন (d) অ্যাগ্লুটিনােজেন উত্তর: C

[WBCS Special MCQs] Biology।। জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান।।সেট-২৫

WBCS Special MCQs Biology জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান প্রশ্ন:১ মেসােডার্ম-এর উপস্থিতির ফলে— (a) সিলােমের বৃদ্ধিতে বাধা (b) অঙ্গ ও অঙ্গাংশের বৃদ্ধি (c) পেশির বৃদ্ধি (d) b ও c উভয়ই উত্তর: D প্রশ্ন:২ নিম্নলিখিত কোনটি উভচরের বৈশিষ্ট্য নয় ? (a) শুষ্ক চর্ম বা জলীয়বাষ্প শােষণ করে  (b) জলে গমন ঘটে (c) a ও b উভয় (d) কোনােটিই নয় উত্তর: A

[WBCS Special MCQs] Biology।। জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান।।সেট-২৪

WBCS Special MCQs Biology জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান প্রশ্ন:১ ট্যাক্সোনমি বা শ্রেণিবিন্যাসের ক্ষুদ্রতম একক হল— (a) গণ (b) প্রজাতি (c) ভ্যারাইটি (d) গােত্র উত্তর: C প্রশ্ন:২ ‘Species plantarum’ বইটির লেখক ছিলেন— (a) হুকার (b) বেন্থাম   (c) লিনিয়াস (d) হাচিনসন উত্তর: C

[WBCS Special MCQs] Biology।। জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান।।সেট-২৩

WBCS Special MCQs Biology জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান প্রশ্ন:১ কৃত্রিম শ্রেণিবিন্যাস পদ্ধতির প্রচলন করেছিলেন— (a) লিনিয়াস (b) হুকার (c) হাচিনসন (d) বেন্থাম ও হুকার উত্তর: A প্রশ্ন:২ ব্যাকটেরিয়ার কোশপ্রাচীরে থাকে— (a) পেপটাইডােগ্লাইক্যান (b) লিগনিন (c) সুবেরিন (d) সেলুলােজ উত্তর: A

[WBCS Special MCQs] Biology।। জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান।।সেট-২২

WBCS Special MCQs Biology জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান প্রশ্ন:১ Mangifera indica কার বিজ্ঞানসম্মত নাম— (a) পেঁপে (b) শাল (c) কলা (d) আম উত্তর: D প্রশ্ন:২ লিনিয়াসকে কোন্ কাজের জন্য কৃতিত্ব দেওয়া হয় ? (a) অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কারের জন্য (b) রক্তসঞ্চালন পদ্ধতি আবিষ্কারের জন্য (c) বায়ােজেনেসিস তত্ত্বের জনক হিসেবে (d) দ্বিপদ নামকরণের জন্য উত্তর: D

[WBCS Special MCQs] Biology।। জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান।।সেট-২১

WBCS Special MCQs Biology জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান প্রশ্ন:১ ট্যাক্সোনােমিক বিভাগে ট্যাক্সন হল— (a) গ্রোত্রীয় র‍্যাঙ্ক (b) যে-কোনাে র‍্যাঙ্ক (c) বর্গীয় র‍্যাঙ্ক (d) কোনােটিই নয় উত্তর: B প্রশ্ন:২ হায়ারর্কি শ্রেণিবিন্যাস প্রচলন করেন— (a) লিনিয়াস (b) হুকার (c) মেন্ডেল (d) অ্যারিস্টটল উত্তর: A