প্রাচীন ভারত ও ভৌগোলিক প্রেক্ষাপট (Ancient India and Geographical Context) - প্রশ্নোত্তর ১। ভারতবর্ষকে কে নৃতত্ত্বের যাদুঘর আখ্যা দিয়েছেন? উঃ। ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে 'নৃতত্ত্বের যাদুঘর' বলে আখ্যা দিয়েছেন। ২। দ্রাবিড় সভ্যতা ভারতের কোথায় প্রথম গড়ে ওঠে? উঃ। দ্রাবিড় সভ্যতা প্রথম গড়ে ওঠে দক্ষিণ ভারতে। ৩। 'নাডিক' নামে কারা পরিচিত? উঃ। আর্যরা 'নার্ডিক' নামে পরিচিত। ৪। ভারতের প্রচীনতম লিপি কোনটি? উঃ। ভারতের প্রাচীনতম লিপি হল সিন্ধু লিপি।
WBCS Special MCQs Physics ভৌত রাশির একক ও মাত্রা প্রশ্ন ১ নিচের কোন জোড়ার মাত্রা একই নয় ? (a) ক্ষমতা ও বিকৃতি (b) টর্ক ও কার্য (c) রৈখিক ভরবেগ ও বলের ঘাত (d) চাপ ও পীড়ন উত্তর :: A প্রশ্ন ২ Y = ইয়ং - গুণাঙ্ক ও S = পৃষ্ঠটান হলে, Y/S রাশিটির মাত্রা কোন রাশিটির মাত্রার সঙ্গে সমান হবে ? (a) কম্পাঙ্ক (b) তরঙ্গ সংখ্যা (c) তরঙ্গ দৈর্ঘ্য (d) তরঙ্গ গতিবেগ উত্তর :: B