Skip to main content

Posts

Showing posts from June, 2021

সাম্প্রতিক পোস্ট

ইতিহাস MCQs For WBCS EXAM, SET 01

ইতিহাস MCQs For WBCS EXAM প্রশ্নঃ ১.  গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন? (a) লুম্বিনী (b) সারণাথ (c) কুশিনগর (d)  বুদ্ধগয়া উত্তরঃ d প্রশ্নঃ ২.  মৃচ্ছকটিকম নাটকটি কার লেখা? (a) বিসাখদত্ত (b) সুদ্রক (c)  বানভট্ট (d)  ভাস উত্তরঃ b

সাধারণ জ্ঞান>>ভারতের তাপবিদ্যুৎ কেন্দ্র, সেট ১

ভারতের তাপবিদ্যুৎ কেন্দ্র প্রশ্ন ১ কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? (ক) তামিলনাড়ু (খ) বিহার (গ) পশ্চিমবঙ্গ (ঘ) উপরের কোনটাই নয় উত্তরঃ পশ্চিমবঙ্গ প্রশ্ন ২ কোঠাগুদাম ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? (ক) অন্ধ্রপ্রদেশ (খ) রাজস্থান (গ) মহারাষ্ট্র (ঘ) উপরের কোনটাই নয় উত্তরঃ  অন্ধ্রপ্রদেশ

সাধারণ জ্ঞান>>ভারতের বিভিন্ন রাজ্য ও তাদের রাজধানী, সেট ৩

ভারতের বিভিন্ন রাজ্য ও তাদের রাজধানী প্রশ্ন ১ হরিয়ানার রাজধানীর নাম কি? (ক) চন্ডীগড় (খ) চেন্নাই (গ) জয়পুর (ঘ) ইম্ফল উত্তরঃ চন্ডীগড় প্রশ্ন ২ উত্তরপ্রদেশের রাজধানীর নাম কি? (ক) কোহিমা (খ) পাটনা   (গ) পানাজী (ঘ) লক্ষ্ণৌ উত্তরঃ লক্ষ্ণৌ

সাধারণ জ্ঞান>>ভারতের বিভিন্ন রাজ্য ও তাদের রাজধানী, সেট ২

ভারতের বিভিন্ন রাজ্য ও তাদের রাজধানী প্রশ্ন ১ ‘শিলং’ কোন রাজ্যের রাজধানী? (ক) রাজস্থান (খ) সিকিম (গ) মনিপুর (ঘ) মেঘালয় উত্তরঃ মেঘালয় প্রশ্ন ২ সিকিমের রাজধানীর নাম কি? (ক) গ্যাংটক (খ) চেন্নাই (গ) আগরতলা (ঘ) ইম্ফল উত্তরঃ গ্যাংটক

সাধারণ জ্ঞান>>ভারতের বিভিন্ন রাজ্য ও তাদের রাজধানী, সেট ১

ভারতের বিভিন্ন রাজ্য ও তাদের রাজধানী প্রশ্ন ১ কেরালার রাজধানীর নাম কি? (ক) কোহিমা (খ) তিরুভান্তাপুরম   (গ) হায়দ্রাবাদ   (ঘ) লক্ষ্ণৌ উত্তরঃ তিরুভান্তাপুরম প্রশ্ন ২ হিমাচলপ্রদেশের রাজধানীর নাম কি? (ক) ভোপাল (খ) ভূবনেশ্বর   (গ) পানাজী (ঘ) সিমলা উত্তরঃ সিমলা

সাধারণ জ্ঞান>>গুরুত্বপূর্ণ তারিখ, সেট ৬

গুরুত্বপূর্ণ তারিখ প্রশ্ন ১ বিশ্ব পর্যটন দিবস কোন দিন পালন করা হয়? (ক) ২৫ জানুয়ারি (খ) ২৭ সেপ্টেম্বর (গ) ১৪ ফেব্রুয়ারি (ঘ) ২৮ ফেব্রুয়ারী উত্তরঃ ২৭ সেপ্টেম্বর প্রশ্ন ২ বিশ্ব খাদ্য দিবস কোন দিন পালন করা হয়? (ক) ২৮ ফেব্রুয়ারী (খ) ৮ মার্চ (গ) ২১ সেপ্টেম্বর (ঘ) ১৬ অক্টোবর উত্তরঃ ১৬ অক্টোবর

সাধারণ জ্ঞান>>গুরুত্বপূর্ণ তারিখ, সেট ৫

গুরুত্বপূর্ণ তারিখ প্রশ্ন ১ জাতীয় সংহতি দিবস কোন দিন পালন করা হয়? (ক) ১৩ মে (খ) ১৭ মে (গ) ২৯ মে (ঘ) ২৩ মে উত্তরঃ ১৩ মে প্রশ্ন ২ আন্তর্জাতিক পরিবার দিবস কোন দিন পালন করা হয়? (ক) ৫ জুন (খ) ২০ জুন (গ) ১৫ মে (ঘ) ১১ জুলাই উত্তরঃ ১৫ মে

সাধারণ জ্ঞান>>গুরুত্বপূর্ণ তারিখ, সেট ৪

গুরুত্বপূর্ণ তারিখ প্রশ্ন ১ বিশ্ব জনসংখ্যা দিবস কোন দিন পালন করা হয়? (ক) ২৩ এপ্রিল (খ) ১ মে (গ) ১১ জুলাই (ঘ) ১৩ মে উত্তরঃ ১১ জুলাই প্রশ্ন ২ বিশ্ব পিতা-মাতা দিবস কোন দিন পালন করা হয়? (ক) ২৩ জুলাই (খ) ২৪ এপ্রিল (গ) ৮ মে (ঘ) ১২ মে উত্তরঃ ২৩ জুলাই

সাধারণ জ্ঞান>>গুরুত্বপূর্ণ তারিখ, সেট ৩

গুরুত্বপূর্ণ তারিখ প্রশ্ন ১ জালিওয়ানওয়ালা দিবস কোন দিন পালন করা হয়? (ক) ১ নভেম্বর (খ) ৭ আগষ্ট (গ) ২৪ অক্টোবর (ঘ) ১৩ এপ্রিল উত্তরঃ ১৩ এপ্রিল প্রশ্ন ২ বিশ্ব ঐতিহ্য দিবস কোন দিন পালন করা হয়? (ক) ১ ডিসেম্বর (খ)  ১৮ এপ্রিল (গ) ১০ ডিসেম্বর (ঘ) ৯ জানুয়ারি উত্তরঃ ১৮ এপ্রিল

সাধারণ জ্ঞান>>গুরুত্বপূর্ণ তারিখ, সেট ২

গুরুত্বপূর্ণ তারিখ প্রশ্ন ১ অনাবাসী ভারতীয় দিবস কোন দিন পালন করা হয়? (ক) ৯ জানুয়ারি (খ) ১২ জানুয়ারি (গ) ২৩ জানুয়ারি (ঘ) ২৬ জানুয়ারি উত্তরঃ ৯ জানুয়ারি প্রশ্ন ২ বিশ্ব মাতৃভাষা দিবস কোন দিন পালন করা হয়? (ক) ২১ ফেব্রুয়ারি (খ) ১৪ নভেম্বর (গ) ১৭ নভেম্বর (ঘ) ১ ডিসেম্বর উত্তরঃ ২১ ফেব্রুয়ারি

সাধারণ জ্ঞান>>গুরুত্বপূর্ণ তারিখ, সেট ১

গুরুত্বপূর্ণ তারিখ প্রশ্ন ১ জাতীয় প্রতিরক্ষা দিবস কোন দিন পালন করা হয়? (ক) ৩ মার্চ (খ) ১২ জানুয়ারি (গ) ১৮ মে (ঘ) ২৬ জানুয়ারি উত্তরঃ ৩ মার্চ প্রশ্ন ২ আন্তর্জাতিক মহিলা দিবস কোন দিন পালন করা হয়? (ক) ২৬ জানুয়ারি (খ) ৮ মার্চ (গ) ২১ ফেব্রুয়ারি (ঘ) ৩ মার্চ উত্তরঃ ৮ মার্চ

সাধারণ জ্ঞান>>বিভিন্ন খেলায় ব্যবহৃত গুরুত্বপূর্ণ শব্দ, সেট ৩

বিভিন্ন খেলায় ব্যবহৃত গুরুত্বপূর্ণ শব্দ প্রশ্ন ১ ‘ব্রিজ’ শব্দটি কোন খেলার সাথে যুক্ত? (ক) বাস্কেট বল (খ) তাস (গ) শুটিং (ঘ)  রোইং উত্তরঃ  তাস প্রশ্ন ২ ‘লুপ’ শব্দটি কোন খেলার সাথে যুক্ত? (ক)  রাগবি (খ) টেবিল টেনিস (গ) ফুটবল (ঘ) ক্রিকেট   উত্তরঃ  টেবিল টেনিস

সাধারণ জ্ঞান>>বিভিন্ন খেলায় ব্যবহৃত গুরুত্বপূর্ণ শব্দ, সেট ২

বিভিন্ন খেলায় ব্যবহৃত গুরুত্বপূর্ণ শব্দ প্রশ্ন ১ “হাজিমি” শব্দটি কোন খেলার সাথে যুক্ত? (ক) ফুটবল (খ) জুডো (গ) হকি (ঘ) বক্সিং উত্তরঃ জুডো প্রশ্ন ২ “ডিবলিং” শব্দটি কোন খেলার সাথে যুক্ত?  (ক) বাস্কেট বল (খ) চেজ (গ) শুটিং (ঘ) বেসবল উত্তরঃ বাস্কেট বল

সাধারণ জ্ঞান>>বিভিন্ন খেলায় ব্যবহৃত গুরুত্বপূর্ণ শব্দ, সেট ১

বিভিন্ন খেলায় ব্যবহৃত গুরুত্বপূর্ণ শব্দ প্রশ্ন ১ ‘গ্রীণকার্ড’ শব্দটি কোন খেলার সাথে যুক্ত? (ক)  তাস (খ) টেবিল টেনিস (গ) ফুটবল (ঘ) ক্রিকেট  উত্তরঃ  ফুটবল প্রশ্ন ২ ‘নাগে-ওয়াজা’ শব্দটি কোন খেলার সাথে যুক্ত? (ক)  জুডো (খ) তাস   (গ) ফুটবল (ঘ) ব্যাটমিন্টন উত্তরঃ  জুডো

সাধারণ জ্ঞান >> নদীর উৎসস্থল বা পতনস্থল, সেট ১

নদীর উৎসস্থল বা পতনস্থল প্রশ্ন ১ ব্রহ্মপুত্র নদের উৎপত্তি স্থল কোনটি? (ক) চেমা য়ুং দুং হিমবাহ (খ) গঙ্গোত্রী (গ) পশ্চিমঘাট পর্বতমালা (ঘ) উপরের কোনটাই নয় উত্তরঃ  চেমা য়ুং দুং হিমবাহ প্রশ্ন ২ পশ্চিমঘাট পর্বতমালা থেকে নীচের কোন নদীটি উৎপত্তি হয়েছে? (ক) সবরমতী  (খ) তুঙ্গভদ্রা (গ) লুনী (ঘ) উপরের কোনটাই নয় উত্তরঃ   তুঙ্গভদ্রা

[WBCS Special VSQs] Biology।। মানব শারীর বিদ্যা।।সেট-৩৯

মানব শারীর বিদ্যা প্রশ্ন:১ মানুষের প্রতিটি বৃক্কে নেফ্রনের সংখ্যা কত ? উত্তর:  প্রায় 10 লক্ষ। প্রশ্ন:২ বৃক্কের জাক্সটামেডালার ও কর্টিক্যাল নেফ্রনের সংখ্যা কত ? উত্তর:  জাক্সটামেডালার নেফ্রন মােট নেফ্রনের 15 শতাংশ এবং কর্টিক্যাল নেফ্রন মােট নেফ্রনের 85 শতাংশ। প্রশ্ন:৩ মানুষের গবিনীর দৈর্ঘ্য কত ? উত্তর:  গবিনীর দৈর্ঘ্য 25-30 cm।

[WBCS Special VSQs] Biology।। মানব শারীর বিদ্যা।।সেট-৩৮

মানব শারীর বিদ্যা প্রশ্ন:১ পেশিতন্তুকে আবৃত রাখে এমন সংযােগী কলা থেকে আরম্ভ করে সংযােগী কলাসমূহের স্তরগুলির নাম লেখাে। উত্তর:  এন্ডােমাইসিয়াম, পেরিমাইসিয়াম, এপিমাইসিয়াম, গভীর ফ্যাসিয়া (deep fascia) এবং  সুপারফিসিয়াল (superficial fascia)। প্রশ্ন:২ অগ্রবাহুকে প্রসারণকারী পেশির উদর কোথায় অবস্থিত ? উত্তর:  হিউমেরাসের পশ্চাদ্ অংশে। প্রশ্ন:৩ সংকোচনের সময় I ব্যান্ড এবং A অঞ্চলে কী ঘটে ? গাঢ় ও হালকা ফিলামেন্টগুলির দৈর্ঘ্যের কি কোনাে পরিবর্তন হয় ? উত্তর:  তারা অদৃশ্য হয়ে যায়। কোনােরূপ দৈর্ঘ্যের পরিবর্তন হয় না।

[WBCS Special VSQs] Biology।। মানব শারীর বিদ্যা।।সেট-৩৭

মানব শারীর বিদ্যা প্রশ্ন:১ কোন্ স্তরটি পেরিকার্ডিয়াম ও হৎপিণ্ড–উভয়েই দেখা যায় ? উত্তর:  ভিসেরাল স্তর [সেরাস পেরিকার্ডিয়ামে (এপিকার্ডিয়াম) থাকে]। প্রশ্ন:২ কোন্ রক্তবাহ O2-যুক্ত রক্ত বাম ধমনি ও বাম নিলয়ে প্রেরণ করে ? উত্তর:  সারকামফ্লেক্স (circumflex)। প্রশ্ন:৩ কোন্ উৎসেচক এরিথ্রোসাইটে কার্বনিক অ্যাসিড উৎপাদন দ্রুততর করে ? উত্তর:  কার্বনিক অ্যানহাইড্রেজ।

[WBCS Special VSQs] Biology।। মানব শারীর বিদ্যা।।সেট-৩৬

মানব শারীর বিদ্যা প্রশ্ন:১ যে পেশি অস্থিকে দেহমধ্যরেখা থেকে দূরে সরিয়ে নিয়ে যায়, তাকে কী বলে ? উত্তর:  অ্যাডাক্টর (adductor)। প্রশ্ন:২ পেশি সংকোচনের সময় ক্রস ব্রিজ গঠনকারী পেশিতন্তুটির নাম লেখাে। উত্তর:  Z ব্যান্ড। প্রশ্ন:৩ পেশির কার্যগত সংকোচনকারী এককের নাম লেখাে। উত্তর:  মায়ােফাইব্রিল।

[WBCS Special VSQs] Biology।। মানব শারীর বিদ্যা।।সেট-৩৫

মানব শারীর বিদ্যা প্রশ্ন:১ মানবদেহে এক অণু হিমােগ্লাবিনের সঙ্গে কত অণু O2 যুক্ত হতে পারে ? উত্তর:  4 অণু। প্রশ্ন:২ শব্দ উৎপাদনকারী অঙ্গটির নাম কী ? উত্তর:  স্বরযন্ত্র বা স্বর প্রকোষ্ঠ। প্রশ্ন:৩ এরিথ্রোসাইটে কেন শুধুমাত্র অবাত শ্বসন হয় ? উত্তর:  মাইট্রোকন্ড্রিয়ার অনুপস্থিতির জন্য।

[WBCS Special VSQs] Biology।। মানব শারীর বিদ্যা।।সেট-৩৪

মানব শারীর বিদ্যা প্রশ্ন:১ স্কন্ধের মুক্ত সচল সন্ধিকে কে তৈলাক্ত করে ? উত্তর:  সাইনােভিয়াল তরল। প্রশ্ন:২ কোলাজেন সংশ্লেষকারী কোশের নাম লেখাে। উত্তর:  ফাইব্রোব্লাস্ট। প্রশ্ন:৩ ডোরাকাটা (striated) পেশিতন্তু দুই প্রকারের হয়। এরা কী কী ? উত্তর:  লাল এবং সাদা পেশিতন্তু।

[WBCS Special VSQs] Biology।। মানব শারীর বিদ্যা।।সেট-৩৩

মানব শারীর বিদ্যা প্রশ্ন:১ আইসােএনজাইমের উদাহরণ দাও। উত্তর:  LDH. প্রশ্ন:২ রাইবােজাইম কী ? উত্তর:  RNA যখন উৎসেচকরূপে কাজ করে তখন তাকে রাইবােজাইম বলে। প্রশ্ন:৩ অ্যামাইলোলাইটিক উৎসেচকের উদাহরণ দাও। উত্তর:  অ্যামাইলেজ।

[WBCS Special VSQs] Biology।। মানব শারীর বিদ্যা।।সেট-৩২

মানব শারীর বিদ্যা প্রশ্ন:১ একটি প্যারাসিমপ্যাথেটিক স্নায়ু হৃৎগতি হ্রাস করে। এর নাম কী ? উত্তর:  ভেগাস (vagus) স্নায়ু। প্রশ্ন:২ মাছ না স্তন্যপায়ী—কোনটিতে সাইনাস ভেনােসাস থাকে ? উত্তর:  মাছে। প্রশ্ন:৩ বুকের ওপর স্টেথােস্কোপ ধরলে কোন্ শব্দ শােনা যায় ? কে এই শব্দ উৎপন্ন করে ? উত্তর:  লাব-ডাব। হৃৎচক্র।

[WBCS Special VSQs] Biology।। মানব শারীর বিদ্যা।।সেট-৩১

মানব শারীর বিদ্যা প্রশ্ন:১ কোন্ শিরা যকৃৎ থেকে রক্ত দূরে নিয়ে যায় ? উত্তর:  হেপাটিক শিরা। প্রশ্ন:২ লসিকা রক্তরস না আন্তঃকোশীয় তরলের সঙ্গে অধিক সাদৃশ্যপূর্ণ ? উত্তর:  আন্তঃকোশীয় তরল (Interstitial fluid)। কারণ প্রােটিনের পরিমাণ স্বল্প। প্রশ্ন:৩ কোন্ ধরনের কারক (Ejection) কলা হৃৎসংবহন কেন্দ্র (CV) দ্বারা নিয়ন্ত্রিত হয় ? উত্তর:  হৃৎপিণ্ডের হৃদপেশি এবং রক্তবাহের প্রাচীরের মসৃণ পেশি।

[WBCS Special VSQs] Biology।। মানব শারীর বিদ্যা।।সেট-৩০

মানব শারীর বিদ্যা প্রশ্ন:১ মূত্রের মাধ্যমে জল নিষ্কাশন কোন্ হরমােনের প্রভাবে হয় ? উত্তর:  ADH (Vasopressin)। প্রশ্ন:২ পশ্চাদ পিটুইটারি থেকে ক্ষরিত হরমােনের নাম লেখাে। উত্তর:  ভ্যাসােপ্রেসিন ও অক্সিটোসিন। প্রশ্ন:৩ যে-কোনাে দুটি গােনাডােট্রপিনের নাম লেখাে ও তাদের কাজ উল্লেখ করাে।  উত্তর:  FSH— FSH গ্রাফিয়ান ফলিকল-এর পূর্ণতা দান করে ও ইস্ট্রোজেন ক্ষরণ নিয়ন্ত্রণ করে। পুংদেহে স্পারমাটোজেনেসিস নিয়ন্ত্রণ করে। LH— ডিম্বােৎপাদন নিয়ন্ত্রণ করে, করপাস লিউটিয়াম রক্ষণাবেক্ষণ করে ও প্রােজেস্টেরন ক্ষরণ করে।

[WBCS Special VSQs] Biology।। মানব শারীর বিদ্যা।।সেট-২৯

মানব শারীর বিদ্যা প্রশ্ন:১ ভোকাল কর্ড (স্বরযন্ত্র) কোথায় অবস্থিত ? উত্তর:  ল্যারিংক্স। প্রশ্ন:২ বলপূর্বক শ্বাসত্যাগের পরেও কী পরিমাণ বায়ু ফুসফুসে থেকে যায় ? উত্তর:  প্রায় 1500 ml অবশিষ্ট বায়ু। প্রশ্ন:৩ মানবদেহের যে অঙ্গে প্রশ্বাস বায়ু স্বাভাবিক অবস্থায় আনীত হয় তাকে কী বলে ? উত্তর:  নাসাগহ্বর।

[WBCS Special VSQs] Biology।। মানব শারীর বিদ্যা।।সেট-২৮

মানব শারীর বিদ্যা প্রশ্ন:১ কোন্ নিউরােন CNS-এ উদ্দীপনা পৌঁছে দেয় এবং কোন্ স্নায়ু CNS থেকে উদ্দীপনা বহন করে নিয়ে যায় ? উত্তর:  সেনসরি (অ্যাফারেন্ট) এবং মােটর (ইফারেন্ট)। প্রশ্ন:২ স্পাইনাল স্নায়ু কোন্ স্নায়ুতন্ত্রের অন্তর্গত ? উত্তর: প্রান্তীয় (peripheral) স্নায়ুতন্ত্র। প্রশ্ন:৩ কোন্ নিউরােন একমুখী উদ্দীপনা পরিবহণ করে ? উত্তর:  প্রিসাইন্যাপটিক নিউরােন।

[WBCS Special VSQs] Biology।। মানব শারীর বিদ্যা।।সেট-২৭

মানব শারীর বিদ্যা প্রশ্ন:১ পৌষ্টিক নালির কোন্ অংশে ক্রমসংকোচন-প্রসারণ (Peristalsis) দেখা যায় না ? উত্তর:  পায়ু। প্রশ্ন:২ পৌষ্টিক নালির দুটি অংশের নাম লেখাে যেখানে ফ্যাটের পরিপাক হয়। উত্তর:  পাকস্থলী এবং ক্ষুদ্রান্ত্র। প্রশ্ন:৩ ক্ষুদ্রান্ত্রের তিনটি উৎসেচকের নাম লেখাে যা কার্বোহাইড্রেটের আর্দ্রবিশ্লেষণকে ত্বরান্বিত করে। উত্তর:  মলটেজ, সুক্রেজ, ল্যাকটেজ।

[WBCS Special VSQs] Biology।। মানব শারীর বিদ্যা।।সেট-২৬

মানব শারীর বিদ্যা প্রশ্ন:১ ACTH-এর পুরাে নাম লেখাে। উত্তর:  Adreno Cortico Trophic Hormone. প্রশ্ন:২ পশ্চাদ্ পিটুইটারির হরমােনগুলি কোথায় সংশ্লেষিত হয় ? উত্তর:  হাইপােথ্যালামাসে। প্রশ্ন:৩ অ্যালডােস্টেরনের একটি কাজ লেখাে। উত্তর:  Na+ শােষণ এবং K+ -এর দেহ থেকে নিষ্কাশন।

[WBCS Special VSQs] Biology।। মানব শারীর বিদ্যা।।সেট-২৫

মানব শারীর বিদ্যা প্রশ্ন:১ অবশিষ্ট বায়ু কী ? স্বাভাবিক পূর্ণবয়স্ক ব্যক্তির দেহে এর মান কত ? উত্তর:  সম্পূর্ণরূপে শ্বাসত্যাগের পরে ফুসফুসে ও শ্বাসবায়ু চলাচলের পথে যে পরিমাণ বায়ু অবশিষ্ট থাকে তাকে অবশিষ্ট বায়ু বলে। এর স্বাভাবিক মান প্রায় 1200 মিলি। প্রশ্ন:২ এপিগ্লটিস কীভাবে খাদ্য ও তরলকে ল্যারিংক্সে প্রবেশ করতে দেয় না ? উত্তর:  গলাধঃকরণের সময় এপিগ্লটিস ল্যারিংক্সের খােলা মুখ বন্ধ করে দেয়। প্রশ্ন:৩ শ্বাসঅঙ্গের নাম লেখাে ? (i) জোঁক, (ii) কীটপতঙ্গ, (ii) চিংড়ি ও (iv) ব্যাঙের লার্ভা। উত্তর:  (i) ত্বক, (ii) ট্রাকিয়া, (iii) ফুলকা, (iv) ফুলকা।

[WBCS Special VSQs] Biology।। মানব শারীর বিদ্যা।।সেট-২৪

মানব শারীর বিদ্যা প্রশ্ন:১ অগ্র পিটুইটারি থেকে ক্ষরিত দুটি হরমােনের নাম লেখাে। উত্তর:  GH, LTH। প্রশ্ন:২ ভ্যাসােপ্রেসিন ক্ষরণকারী গ্রন্থির নাম লেখাে। এর দুটি প্রধান কাজ কী কী ? উত্তর:  পিটুইটারি গ্রন্থি। দেহে জলের সংরক্ষণ রক্তবাহের সংকোচন। প্রশ্ন:৩ কীসের অভাবে বাহু, পা এবং নিম্ন চোয়ালের অস্থিসমূহ অতি দীর্ঘায়িত হয় ? উত্তর:  GH-এর অধিক ক্ষরণ।

[WBCS Special VSQs] Biology।। মানব শারীর বিদ্যা।।সেট-২৩

মানব শারীর বিদ্যা প্রশ্ন:১ কবজির কোন্ অস্থিটি সবথেকে বেশি ভঙ্গুর ? উত্তর:  স্ক্যাফয়েড (scaphoid)। প্রশ্ন:২ আলনার কোন্ অংশটিকে কনুই বলে ? উত্তর:  অলিক্রেনন (olecranon)। প্রশ্ন:৩ কোনগুলি সত্য পঞ্জরাস্থি, মিথ্যা পঞ্জরাস্থি এবং ভাসমান পঞ্জরাস্থি ? উত্তর:  সত্য পঞ্জরাস্থি (জোড়া 1-7), মিথ্যা পঞ্জরাস্থি (জোড়া 8-12) এবং ভাসমান পঞ্জরাস্থি (জোড়া 11 ও 12)।

[WBCS Special VSQs] Biology।। মানব শারীর বিদ্যা।।সেট-২২

মানব শারীর বিদ্যা প্রশ্ন:১ EFP-র পুরাে নাম কী ? উত্তর:  ইফেকটিভ ফিলট্রেশন প্রেসার। প্রশ্ন:২ হেনলির লুপে কী কী বস্তু শােষিত হয় ? উত্তর:  হেনলির লুপে জল, N2+, CI-, ইউরিয়া শােষিত হয়। প্রশ্ন:৩ ADH-এর কাজ কী ? উত্তর:  বৃক্কীয় নালিকায় পুনঃশশাষণে সাহায্য করে, বিশেষ করে জল শােষণের হার বাড়ায়।

[WBCS Special VSQs] Biology।। মানব শারীর বিদ্যা।।সেট-২১

মানব শারীর বিদ্যা প্রশ্ন:১ প্যারােটিড গ্রন্থির অবস্থান ও কাজ উল্লেখ করাে। উত্তর:  কানের নীচে ম্যান্ডিবল ও ম্যাসটয়েড প্রবর্দ্ধকের মধ্যবর্তী খাঁজের একদিকে বা উভয়দিকে অবস্থান করে। কাজ— লালারস নিঃসরণ করা। প্রশ্ন:২ অন্ত্রের কোন্ প্রবর্দ্ধক ক্ষুদ্রান্ত্রকে পশ্চাদবর্তী উদর গাত্রে সংলগ্ন করে রাখে ? উত্তর:  মেসেন্ট্রি। প্রশ্ন:৩ দেহের বৃহত্তম গ্রন্থি কোনটি ? উত্তর:  যকৃৎ।

[WBCS Special VSQs] Biology।। মানব শারীর বিদ্যা।।সেট-২০

মানব শারীর বিদ্যা প্রশ্ন:১ ICSH-এর পুরাে নাম লেখাে। উত্তর:  Interstitial Cell Stimulating Hormone। প্রশ্ন:২ কোন্ ধরনের হরমােন রক্তে বাহিত হয়ে প্লাজমা প্রােটিনের সঙ্গে যুক্ত হয় ? উত্তর:  স্টেরয়েড হরমােন। প্রশ্ন:৩ অক্সিটোসিন ও ট্রপিক হরমােনের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ লেখাে। উত্তর:  অক্সিটোসিন— বাচ্চা প্রসবের সময় জরায়ুর পেশির সংকোচন ঘটায়। ট্রপিক হরমােন— অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ উদ্দীপিত করে এবং তা থেকে হরমােন ক্ষরণ ঘটায়।

[WBCS Special VSQs] Biology।। মানব শারীর বিদ্যা।।সেট-১৯

মানব শারীর বিদ্যা প্রশ্ন:১ রক্তবাহের অন্তর্গাত্র কোন্ ধরনের কলা গঠন করে ? উত্তর:  আঁইশাকার আবরণী কলা। প্রশ্ন:২ কোন্ কপাটিকা হৃৎপিণ্ডের ডায়াস্টোলের সময় বন্ধ হয় ? উত্তর:  অর্ধচন্দ্রাকার কপাটিকা। প্রশ্ন:৩ হৃদ উদ্দীপনা কোথায় উৎপন্ন হয় ? উত্তর:  সাইনাে অ্যাট্রিয়াল নােড।

[WBCS Special VSQs] Biology।। মানব শারীর বিদ্যা।।সেট-১৮

মানব শারীর বিদ্যা প্রশ্ন:১ GRH (Gonadotropin Releasing Hormone) ক্ষরণকারী অন্তঃক্ষরা গ্রন্থির নাম লেখাে। উত্তর:  হাইপােথ্যালামাস। প্রশ্ন:২ অগ্র পিটুইটারি থেকে কী কী হরমােন ক্ষরিত হয় ? উত্তর:  GH, LTH, ACTH, TSH, FSH, LH. প্রশ্ন:৩ অ্যাসনার (Aschna) গুরুত্বপূর্ণ অবদান লেখাে। উত্তর:  প্রথম হাইপােফাইসেকটমি (Hypophysectomy) করেন।

[WBCS Special VSQs] Biology।। মানব শারীর বিদ্যা।।সেট-১৭

মানব শারীর বিদ্যা প্রশ্ন:১ হাঁটু এবং কনুইতে অবস্থানকারী সচল অস্থিসন্ধির নাম লেখাে। উত্তর:  হিঞ্জ অস্থিসন্ধি। প্রশ্ন:২ মৃত্যুর পরে পেশির কাঠিন্যকে বিজ্ঞানের ভাষায় কী বলে ? উত্তর:  রাইগর মর্টিস (Rigor mortis)। প্রশ্ন:৩ প্রকরণগতভাবে দ্রুত বারংবার উদ্দীপনার ফলে পেশির একটানা সংকোচনের অবস্থাকে কী বলে ? উত্তর:  টিটেনাস (Tetanus)।

[WBCS Special VSQs] Biology।। মানব শারীর বিদ্যা।।সেট-১৬

মানব শারীর বিদ্যা প্রশ্ন:১ একটি মিশ্র গ্রন্থির নাম লেখাে। উত্তর:  অগ্ন্যাশয়। প্রশ্ন:২ পুং ও স্ত্রীদেহে গৌণ যৌন লক্ষণ প্রকাশে সাহায্যকারী হরমােন দুটির নাম লেখাে।  উত্তর:  টেস্টোস্টেরন এবং ইস্ট্রোজেন। প্রশ্ন:৩ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণকারী হরমােনের নাম লেখাে। উত্তর:  ইনসুলিন।

[WBCS Special VSQs] Biology।। মানব শারীর বিদ্যা।।সেট-১৫

মানব শারীর বিদ্যা প্রশ্ন:১ বৃক্ক থেকে কোন্ কোন্ হরমােন নিঃসৃত হয়। উত্তর:  এরিথ্রোপয়ােটিন ও প্রােস্টাগ্ল্যান্ডিন। প্রশ্ন:২ রেনাল সাইনাস কী ? উত্তর:  বৃক্কের পেলভিস অঞ্চলের সংকীর্ণ গহ্বর। প্রশ্ন:৩ বৃক্কের স্তর দুটি কী কী ? উত্তর:  বৃক্কের স্তর দুটি হল—কর্টেক্স ও মেডালা।

[WBCS Special VSQs] Biology।। মানব শারীর বিদ্যা।।সেট-১৪

মানব শারীর বিদ্যা প্রশ্ন:১ অক্সিটোসিনের দুটি গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় ক্রিয়া লেখাে। উত্তর:  জরায়ুর সংকোচন ও দুগ্ধ নিঃসরণ। প্রশ্ন:২ কোন্ হরমােন FSH ও LH-এর ক্ষরণ হ্রাস করে ? উত্তর:  টেস্টোস্টেরন LH-এর ক্ষরণ হ্রাস করে এবং ইনহিবিন FSH-এর ক্ষরণ হ্রাস করে। প্রশ্ন:৩ PTH, ক্যালশিটোনিন ও ক্যালশিট্রায়লের প্রাথমিক টার্গেট কলা কী কী ? উত্তর:  PTH— অস্থি ও বৃক্ক। ক্যালশিটোনিন— অস্থি। ক্যালশিট্রায়ল— গ্যাস্ট্রোইনটেস্টিনাল ট্রাক্ট।

[WBCS Special VSQs] Biology।। মানব শারীর বিদ্যা।।সেট-১৩

মানব শারীর বিদ্যা প্রশ্ন:১ ব্যায়ামের সময় কঙ্কাল পেশির সংকোচনের ফলে রক্ত দ্রুতবেগে হৃৎপিণ্ডে ফিরে যায়। এর ফলে কি স্ট্রোক ভলিউম বৃদ্ধি পাবে ? উত্তর:  কঙ্কাল পেশির পাম্প এন্ড ডায়াস্টোলিক ভলিউম (preload) বৃদ্ধি করে। ফলে স্ট্রোক ভলিউম বৃদ্ধি পায়। প্রশ্ন:২ কেন বিপাকীয় দিক দিয়ে সক্রিয় কলায় অধিক জালকতন্ত্র থাকে ? উত্তর:  এরা O2 ব্যবহার করে এবং নিষ্ক্রিয় কলার তুলনায় অনেক দ্রুত বর্জ্য উৎপাদন করে। প্রশ্ন:৩ ECG-তে দীর্ঘায়িত Q তরঙ্গ কী ইঙ্গিত করে ? উত্তর:  মায়ােকার্ডিয়াল ইনফ্রাকশন (Infraction) বা হার্ট অ্যাটাক।

[WBCS Special VSQs] Biology।। মানব শারীর বিদ্যা।।সেট-১২

মানব শারীর বিদ্যা প্রশ্ন:১ কোন্ ইস্ট্রোজেন-এর ক্রিয়াই প্রধান ? উত্তর:  β-ইস্ট্রাডাইঅল। প্রশ্ন:২ সােডিয়াম ও পটাশিয়াম আয়নের বিপাক কোন্ হরমােনের প্রভাবে হয় ? উত্তর:  অ্যালডােস্টেরন। প্রশ্ন:৩ সেমিসারকুলার ডাক্ট কোন্ ধরনের সাম্যের সঙ্গে সম্পর্কিত ? উত্তর:  গতিশীল (dynamic)।

[WBCS Special VSQs] Biology।। মানব শারীর বিদ্যা।।সেট-১১

মানব শারীর বিদ্যা প্রশ্ন:১ পেপসিন ও ট্রিপসিনের মাত্রা কত ? উত্তর:  পেপসিন-pH 2.0 (অ্যাসিড), ট্রিপসিন-pH 8.3 (ক্ষারীয়)। প্রশ্ন:২ লাইপেজের অ্যাকটিভেটর কী ? উত্তর:  পিত্তলবণ। প্রশ্ন:৩ উৎসেচকের মূল ধর্ম কী ? উত্তর:  উৎসেচক প্রােটিনধর্মী।

[WBCS Special VSQs] Biology।। মানব শারীর বিদ্যা।।সেট-১০

মানব শারীর বিদ্যা প্রশ্ন:১ স্টেথােস্কোপে কোন্ শব্দ শােনা যায়– (i) নিলয়ের সিস্টোলে AV কপাটিকা বন্ধ হলে, (ii) নিলয়ের ডায়াস্টোলে অর্ধচন্দ্রাকার কপাটিকা বন্ধ হলে। উত্তর:  (i) লাব (Lub)  (ii) ডাব (Dup)। প্রশ্ন:২ কোন্ উৎসেচক দ্রবীভূত ফাইব্রিনােজেনকে অদ্রাব্য ফাইব্রিনে পরিণত করে ? উত্তর:  থ্রম্বিন (Thrombin)। প্রশ্ন:৩ একটি প্রাণীর নাম লেখাে যার হৃৎপিণ্ড শুধুমাত্র O2-বিহীন রক্ত পাম্প করে। উত্তর:  মাছ।

[WBCS Special VSQs] Biology।। মানব শারীর বিদ্যা।।সেট-৯

মানব শারীর বিদ্যা প্রশ্ন:১ রেটিনার কোন্ অংশে শুধুমাত্র কোন্ কোশ থাকে কিন্তু রড কোশ থাকে না ? উত্তর:  ফোভিয়া সেন্ট্রালিস। প্রশ্ন:২ James Longley-এর অবদান লেখাে। উত্তর:  ANS আবিষ্কার করেন। প্রশ্ন:৩ গুরুমস্তিষ্কের কোন্ অংশটি সােমাস্থেটিক (somasthetic) অঞ্চল ? উত্তর:  প্যারাইটাল লােব।

[WBCS Special VSQs] Biology।। মানব শারীর বিদ্যা।।সেট-৮

মানব শারীর বিদ্যা প্রশ্ন:১ CSF কোথায় তৈরি হয় এবং কোথায় পুনঃশােষিত হয় ? উত্তর:  CSF চারটি ভেন্ট্রিলের কোরয়েড প্লেক্সাস দ্বারা তৈরি হয় এবং অ্যারাকনয়েড ভিলাই (villi) দ্বারা শােষিত হয়। প্রশ্ন:২ পরিবর্তনের সময় ধূসর না সাদা বস্তু দ্রুত বৃদ্ধি পায় ?  উত্তর:  ধূসর বস্তু দ্রুত বৃদ্ধি পায়। প্রশ্ন:৩ কেন স্নায়ু উদ্দীপনা নিউরােনের একই দিকে প্রবাহিত হয় ? উত্তর:  রিফ্রাকটরি (refractory) পর্যায়-এর জন্য।

[WBCS Special VSQs] Biology।। মানব শারীর বিদ্যা।।সেট-৭

মানব শারীর বিদ্যা প্রশ্ন:১ প্রােটিনিউরিয়া কী ? উত্তর:  মূত্রে প্রােটিন নির্গত হওয়াকে প্রােটিনিউরিয়া বলে। প্রশ্ন:২ মানুষের প্রধান N2 ঘটিত রেচন পদার্থ কী ? এটি কোথায় সংশ্লেষিত হয় ? উত্তর:  ইউরিয়া। এটি যকৃতের সংশ্লেষিত হয়। প্রশ্ন:৩ কোন্ হরমােনের অভাবে বা কমক্ষরণে ডায়াবেটিস ইনসিপিডাস হয় ? উত্তর:  ADH হরমােনের অভাবে বা কম ক্ষরণে ডায়াবেটিস ইনসিপিডাস হয়।

[WBCS Special VSQs] Biology।। মানব শারীর বিদ্যা।।সেট-৬

মানব শারীর বিদ্যা প্রশ্ন:১ কোন্ আলােকগ্রাহক মৃদু আলােয় এবং কোনটি বর্ণ দেখতে সাহায্য করে ? উত্তর:  রড কোশ এবং কোন্ কোশ। প্রশ্ন:২ মধ্যকর্ণকে কে বহিঃকর্ণের থেকে পৃথক করে ? উত্তর:  কর্ণপটহ (টিমপ্যানিক পর্দা) বহিঃকর্ণকে মধ্যকর্ণের থেকে পৃথক করে। প্রশ্ন:৩ প্রেসবায়ােপিয়া (presbiyopia) কী ? উত্তর:  বয়স বৃদ্ধির সঙ্গে লেন্সের নমনীয়তা হ্রাস।

[WBCS Special VSQs] Biology।। মানব শারীর বিদ্যা।।সেট-৫

মানব শারীর বিদ্যা প্রশ্ন:১ পূর্ণবয়স্ক মানুষের 206টি অস্থি অ্যাক্সিয়াল ও অ্যাপেনডিকিউলার—দুটি ভাগে বিভক্ত থাকে। নিম্নলিখিত কোনগুলি অ্যাক্সিয়াল আর কোনগুলি অ্যাপেনডিকিউলার অস্থি ? করােটি, ক্ল্যাভিকল, মেরুদণ্ড, স্কন্ধ গার্ডল, হিউমেরাস, পেলভিক গার্ডল এবং ফিমার। উত্তর:  অ্যাক্সিয়াল কঙ্কাল—করােটি, মেরুদণ্ড।  অ্যাপেনডিকিউলার কঙ্কাল—ক্ল্যাভিকল (clavicle), স্কন্ধ গার্ডল, হিউমেরাস, পেলভিক গার্ডল, ফিমার। প্রশ্ন:২ গ্রীবাদেশীয় কশেরুকার কোন্ অংশ পঞ্জরাস্থির সঙ্গে যুক্ত থাকে ? উত্তর:  ফ্যাসেট (Facet) এবং ডেমিফ্যাসেট (Demifacet)। প্রশ্ন:৩ ভার্টিব্রাল (Vertibral) ইন্টারভার্টিব্রাল (Intervertebral) ফোরামিনা (Foramina)-র কাজ কী ? উত্তর:  ভার্টিব্রাল ফোরামিনা স্পাইনাল কর্ডকে আবদ্ধ রাখে। ইন্টারভার্টিব্রাল ফোরামিনা স্পাইনাল স্নায়ুসমূহকে মেরুদণ্ড থেকে বাইরে যাওয়ার স্থান করে দেয়। পূর্ণবয়স্ক মানুষের 206 টি অস্থি অ্যাক্সিয়াল ও অ্যাপেনডিকিউলার—দুটি ভাগে বিভক্ত থাকে। 

[WBCS Special VSQs] Biology।। মানব শারীর বিদ্যা।।সেট-৪

মানব শারীর বিদ্যা প্রশ্ন:১ মস্তিষ্কের কোন্ অংশ বুদ্ধিমত্তা ও বিচক্ষণতা নিয়ন্ত্রণ করে ? উত্তর:  গুরুমস্তিষ্ক (cerebrum)। প্রশ্ন:২ স্বতন্ত্র স্নায়ুর জোগান হৃৎপিণ্ড থেকে বাদ দিলে কী হবে ? উত্তর:  হৃৎপিণ্ড কাজ করা বন্ধ করে দেবে। প্রশ্ন:৩ মস্তিষ্কের কোন্ অংশ দেহভঙ্গী/ভারসাম্য রক্ষা করে ?  উত্তর:  লঘুমস্তিষ্ক (cerebellum)।

[WBCS Special VSQs] Biology।। মানব শারীর বিদ্যা।।সেট-৩

মানব শারীর বিদ্যা প্রশ্ন:১ খুব বেশি খাদ্য গ্রহণের পরে কী তােমার পাকস্থলীতে রুগি (প্রবর্দ্ধক) (Rugae) থাকবে ? উত্তর:  সম্ভবত নয়, কারণ পাকস্থলীতে পরিপূর্ণ হলে তারা ছড়িয়ে যায়। প্রশ্ন:২ পৌষ্টিকতন্ত্রের দুটি অঙ্গের নাম লেখাে যা বেশিরভাগ তরল ক্ষরিত করে। উত্তর:  পাকস্থলী ও অগ্ন্যাশয়। প্রশ্ন:৩ ক্ষুদ্রান্ত্রের কোন্ অংশটি দীর্ঘতম ? উত্তর:  ইলিয়াম।

[WBCS Special VSQs] Biology।। মানব শারীর বিদ্যা।।সেট-২

মানব শারীর বিদ্যা প্রশ্ন:১ অ্যাসিটাইলকোলিনের উৎস লেখাে। উত্তর:  স্নায়ুপ্রান্তসমূহ। প্রশ্ন:২ মানবদেহে কতগুলি ক্রেনিয়াল ও সুষুম্মীয় স্নায়ু আছে ? উত্তর:  12 জোড়া ক্রেনিয়াল স্নায়ু এবং 31 জোড়া সুষুম্মীয় স্নায়ু আছে। প্রশ্ন:৩ কে উদ্দীপনারূপে তথ্য প্রেরণ করে ? উত্তর:  স্নায়ুসমূহ।

[WBCS Special VSQs] Biology।। মানব শারীর বিদ্যা।।সেট-১

মানব শারীর বিদ্যা প্রশ্ন:১ বিজ্ঞানী Sumner কী আবিষ্কারের পরিপ্রেক্ষিতে Nobel পেয়েছিলেন ? উত্তর:  সমস্ত উৎসেচকই প্রােটিন। প্রশ্ন:২ বাম ও ডান ফুসফুসের আকারের মধ্যে সামান্য পার্থক্য কেন দেখা যায় ? উত্তর:  যেহেতু হৃৎপিণ্ডের দুই তৃতীয়াংশ মধ্যরেখার বাম দিক বরাবর অবস্থিত, তাই হৃৎপিণ্ডকে জায়গা করে দেওয়ার জন্য বাম ফুসফুস সামান্য খাঁজ কাটা থাকে। প্রশ্ন:৩ কোন্ পদ্ধতিতে দেহতাপ হ্রাস পায় ? উত্তর:  ভ্যাসােডাইলেশন (vasodilation), হ্রাসপ্রাপ্ত বিপাকীয় হার, হ্রাসপ্রাপ্ত কঙ্কাল পেশির সংকোচন এবং ঘর্ম নিঃসরণ।