Skip to main content

Posts

Showing posts from February, 2021

সাম্প্রতিক পোস্ট

ইতিহাস MCQs For WBCS EXAM, SET 01

ইতিহাস MCQs For WBCS EXAM প্রশ্নঃ ১.  গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন? (a) লুম্বিনী (b) সারণাথ (c) কুশিনগর (d)  বুদ্ধগয়া উত্তরঃ d প্রশ্নঃ ২.  মৃচ্ছকটিকম নাটকটি কার লেখা? (a) বিসাখদত্ত (b) সুদ্রক (c)  বানভট্ট (d)  ভাস উত্তরঃ b

[WBCS Special MCQs] Biology।।বাস্তব্যবিদ্যা ও পরিবেশ।।সেট-১৯

WBCS Special MCQs Biology বাস্তব্যবিদ্যা ও পরিবেশ প্রশ্ন:১ ভারতীয়দের গড় আয়ুষ্কাল হল— (a) 60-70 বছর (b) 50 বছরের কম (c) 50-60 বছর (d) 70-80 বছর উত্তর: A প্রশ্ন:২ অতীব ঠান্ডায় যে সমস্ত উদ্ভিদ জন্মায় তাদের বলা হয়— (a) হ্যালােফাইট (b) সাইক্রোফাইট (c) স্যাম্মোফাইট (d) অক্সালােফাইট উত্তর: B

[WBCS Special MCQs] Biology।।বাস্তব্যবিদ্যা ও পরিবেশ।।সেট-১৮

WBCS Special MCQs Biology বাস্তব্যবিদ্যা ও পরিবেশ প্রশ্ন:১ দক্ষিণ ভারতের আর্দ্র সবুজ অরণ্যের বৃক্ষটি হল— (a) Hopea (b) Andropagon (c) Panicum (d) Lantana উত্তর: A প্রশ্ন:২ ওজোন স্তর দেখা যায় বায়ুমণ্ডলের কোন্ স্তরে— (a) স্ট্র্যাটোস্ফিয়ার (b) থার্মোস্ফিয়ার (c) লিথােস্ফিয়ার (d) মেসােস্ফিয়ার উত্তর: A

[WBCS Special MCQs] Biology।।বাস্তব্যবিদ্যা ও পরিবেশ।।সেট-১৭

WBCS Special MCQs Biology বাস্তব্যবিদ্যা ও পরিবেশ প্রশ্ন:১ মাইকোরােইজা নিম্নলিখিত কোনটির উদাহরণ— (a) সিমবায়ােসিস (b) এক্টোপ্যারাসিটিজম (c) এন্ডােপ্যারাসিটিজম (d) ডিকম্পােজর বা বিয়ােজক উত্তর: A প্রশ্ন:২ একটি পপুলেশনে জিন কম্পাঙ্কের যে প্রকরণ ঘটে তা সম্ভাব্য অপেক্ষা প্রাকৃতিক নির্বাচন দ্বারা নিয়ন্ত্রিত হয়। একে বলে— (a) জেনেটিক কোড (b) জেনেটিক ফ্লো (c) জেনেটিক ড্রিফট (d) বিক্ষিপ্ত মিলন উত্তর: C

[WBCS Special MCQs] Biology।।বাস্তব্যবিদ্যা ও পরিবেশ।।সেট-১৬

WBCS Special MCQs Biology বাস্তব্যবিদ্যা ও পরিবেশ প্রশ্ন:১ ইকোসিস্টেমের অন্তর্গত কোনটি ? (a) খাদ্যজাল (b) খাদ্যশৃঙ্খল (c) a ও b উভয়ই (d) কোনােটিই নয় উত্তর: C প্রশ্ন:২ সর্বোচ্চ শক্তি গৃহীত হয় কার দ্বারা ? (a) মুখ্য খাদক (b) গৌণ খাদক (c) বিয়ােজক (d) উৎপাদক উত্তর: D

[WBCS Special MCQs] Biology।।বাস্তব্যবিদ্যা ও পরিবেশ।।সেট-১৫

WBCS Special MCQs Biology বাস্তব্যবিদ্যা ও পরিবেশ প্রশ্ন:১ মূল ও পত্ররন্ধ্র অনুপস্থিত— (a) থ্যালােফাইটসে (b) হাইড্রোফাইটসে  (c) মেসােফাইটসে (d) হাইগ্রোফাইটসে উত্তর: B প্রশ্ন:২ Acacia arabica হল— (a) মেসােফাইট (b) জেরােফাইট (c) হাইড্রোফাইট (d) কোনটিই নয় উত্তর: B

[WBCS Special MCQs] Biology।।বাস্তব্যবিদ্যা ও পরিবেশ।।সেট-১৪

WBCS Special MCQs Biology বাস্তব্যবিদ্যা ও পরিবেশ প্রশ্ন:১ কোনাে সম্প্রদায়ের (Community) আত্মরক্ষাকারী উপায় হল— (a) মিমিক্রি (b) কমপিটিশন (c) সিমবায়ােসিস (d) প্যারাসিটিজম উত্তর: A প্রশ্ন:২ ‘পপুলেশন’ এর গভীর অর্থ—Self perpetuation unit এটি সর্বপ্রথম কে প্রণয়ন করেন— (a) Spencer (b) Malthus (c) Odum (d) Mbium উত্তর: B

[WBCS Special MCQs] Biology।।বাস্তব্যবিদ্যা ও পরিবেশ।।সেট-১৩

WBCS Special MCQs Biology বাস্তব্যবিদ্যা ও পরিবেশ প্রশ্ন:১ Urn-shaped পপুলেশন পিরামিডের প্রকৃতি হল— (a) স্থায়ী (b) দ্রুত (c) বর্ধনশীল (d) অবক্ষয় উত্তর: D প্রশ্ন:২ একটি নির্দিষ্ট অঞ্চলের জীবগােষ্ঠীকে বলা হয়— (a) বায়ােস্ফিয়ার (b) বায়ােমাস (c) জীবসম্প্রদায় (d) লিথােস্ফিয়ার উত্তর: C

[WBCS Special MCQs] Biology।।বাস্তব্যবিদ্যা ও পরিবেশ।।সেট-১২

WBCS Special MCQs Biology বাস্তব্যবিদ্যা ও পরিবেশ প্রশ্ন:১ (জন্মহার)–(মৃত্যুহার)= (a) পপুলেশন সূচক (b) প্রজনন হার (c) পপুলেশন ঘনত্ব (d) কোনােটিই নয় উত্তর: A প্রশ্ন:২ জাঙ্গল উদ্ভিদে বাষ্পমােচন হয় প্রধানত কার মাধ্যমে— (a) পরিবর্তিত কাণ্ড (b) মূল (c) পত্ররন্ধ্র (d) শল্কপত্র উত্তর: A

[WBCS Special MCQs] Biology।।বাস্তব্যবিদ্যা ও পরিবেশ।।সেট-১১

WBCS Special MCQs Biology বাস্তব্যবিদ্যা ও পরিবেশ প্রশ্ন:১ কোনটি জাঙ্গল উদ্ভিদের বৈশিষ্ট্য নয়— (a) স্পঞ্জি প্যারেনকাইমা (b) পুরু কিউটিকল্ (c) সুদৃঢ় যান্ত্রিক কলা (d) কোনােটিই নয় উত্তর: A প্রশ্ন:২ যে সকল প্রাণী লবণাক্ততার তারতম্য সহ্য করতে পারে না তাদের বলা হয়— (a) ইউরিহ্যালাইন (b) ক্যাটাড্রোমাস (c) স্টেনােহ্যালাইন (d) অ্যানাড্রোমাস উত্তর: C

[WBCS Special MCQs] Biology।।বাস্তব্যবিদ্যা ও পরিবেশ।।সেট-১০

WBCS Special MCQs Biology বাস্তব্যবিদ্যা ও পরিবেশ প্রশ্ন:১ মূলযুক্ত আংশিক নিমজ্জিত জলজ উদ্ভিদ কোনটি— (a) Najas (b) Potamogeton (c) Rannunculus (d) কোনোটিই নয় উত্তর: B প্রশ্ন:২ এস্টিভেশন করে ক্ষেত্রে দেখা যায়— (a) লাংফিস (b) পরিযায়ী পাখি (c) হরিণ (d) সরীসৃপ উত্তর: A

[WBCS Special MCQs] Biology।।বাস্তব্যবিদ্যা ও পরিবেশ।।সেট-৯

WBCS Special MCQs Biology বাস্তব্যবিদ্যা ও পরিবেশ প্রশ্ন:১ কত ধরনের ইকোলজিক্যাল পিরামিড দেখা যায় ? (a) 3 (b) 5 (c) 2 (d) 4 উত্তর: A প্রশ্ন:২ ইকোলজিক্যাল পিরামিডের শীর্ষে অবস্থান করে— (a) খাদক (b) তৃণভােজী (c) উৎপাদক (d) কোনােটিই নয় উত্তর: A

[WBCS Special MCQs] Biology।।বাস্তব্যবিদ্যা ও পরিবেশ।।সেট-৮

WBCS Special MCQs Biology বাস্তব্যবিদ্যা ও পরিবেশ প্রশ্ন:১ Nepenthes কোন্ শ্রেণির অন্তর্ভুক্ত— (a) উৎপাদক (b) গৌণ খাদক (c) প্রাথমিক খাদক (d) a ও b উভয়ই উত্তর: D প্রশ্ন:২ কোনটির বায়ােমাস সর্বাপেক্ষা বেশি ? (a) ক্রান্তীয় বৃষ্টিবহুল অরণ্য (b) তাইগা (c) শীতল অরণ্য (d) অ্যালাপাইন অরণ্য উত্তর: A

[WBCS Special MCQs] Biology।।বাস্তব্যবিদ্যা ও পরিবেশ।।সেট-৭

WBCS Special MCQs Biology বাস্তব্যবিদ্যা ও পরিবেশ প্রশ্ন:১ কোন্ গ্যাসটির পরিমাণ বেড়ে যাওয়ায় বিশ্বের জলবায়ুর পরিবর্তন দেখা দিয়েছে ? (a) CO2 (b) জলীয় বাষ্প (c) O2 (d) N2 উত্তর: A প্রশ্ন:২ পুকুর/ঘাসজমির বাস্তুতন্ত্রে সর্বাপেক্ষা বেশি সংখ্যক কী লক্ষ করা যায় ? (a) খাদক (b) উৎপাদক (c) বিয়ােজক (d) সর্বোচ্চ খাদক  উত্তর: B

[WBCS Special MCQs] Biology।।বাস্তব্যবিদ্যা ও পরিবেশ।।সেট-৬

WBCS Special MCQs Biology বাস্তব্যবিদ্যা ও পরিবেশ প্রশ্ন:১ কোন্ বাস্তুতন্ত্রে সর্বোচ্চ উৎপাদন দেখা যায়— (a) অরণ্য (b) মরুভূমি (c) সমুদ্র (d) পুকুর উত্তর: A প্রশ্ন:২ দুটি বাস্তুতন্ত্র পরস্পরের সঙ্গে মিলিত হলে সংযােগস্থলটিকে বলা হয়— (a) নিচ্ (b) হ্যাবিটাট (c) ইকোটাইপ (d) ইকোটোন উত্তর: D

[WBCS Special MCQs] Biology।।বাস্তব্যবিদ্যা ও পরিবেশ।।সেট-৫

WBCS Special MCQs Biology বাস্তব্যবিদ্যা ও পরিবেশ প্রশ্ন:১ নিম্নলিখিত কোন্ বিষয় শুধুমাত্র উদ্ভিদকে প্রভাবিত করে— (a) প্রতিযােগিতা (b) মাটির বায়ুধারণ আলাদা (c) উষ্ণতা (d) উচ্চতা উত্তর: B প্রশ্ন:২ নিম্নলিখিত কোনটি প্যাথােজেনিক পরজীবী ? (a) Salmonella sp. (b) Bacillus (c) E.coli (d) Entamoeba sp. উত্তর: A

[WBCS Special MCQs] Biology।।বাস্তব্যবিদ্যা ও পরিবেশ।।সেট-৪

WBCS Special MCQs Biology বাস্তব্যবিদ্যা ও পরিবেশ প্রশ্ন:১ কোনগুলি বাস্তুতন্ত্রের অজীবজাত উপাদান মধ্যস্থ জৈব পদার্থ ? (a) সালফার (b) ফসফরাস (c) ফ্যাট (d) কার্বোহাইড্রেট উত্তর: C, D প্রশ্ন:২ ডি-নাইট্রিফিকেশনে সাহায্যকারী ব্যাকটেরিয়াগুলি হল— (a) Pseudomonos (b) Azotobacter (c) Thiobocillus (d) Rhizobium উত্তর: A, C

[WBCS Special MCQs] Biology।।বাস্তব্যবিদ্যা ও পরিবেশ।।সেট-৩

WBCS Special MCQs Biology বাস্তব্যবিদ্যা ও পরিবেশ প্রশ্ন:১ জল সঞ্চয়ী পাতার কোশে থাকে— (a) মিউসিলেজ (b) বড়াে কোশগহ্বর (c) a ও b উভয়ই (d) কোনােটিই নয় উত্তর: C প্রশ্ন:২ বায়ুর গতিবেগ পরিমাপক যন্ত্র হল— (a) অ্যানােমিটার (b) পােটোমিটার (c) হাইড্রোমিটার (d) ফটোমিটার উত্তর: A

[WBCS Special MCQs] Biology।।বাস্তব্যবিদ্যা ও পরিবেশ।।সেট-২

WBCS Special MCQs Biology বাস্তব্যবিদ্যা ও পরিবেশ প্রশ্ন:১ কোনগুলি চিরহরিৎ বৃক্ষ— (a) Eugenia sp. (b) Jasminum sp. (c) Michelia sp. (d) Artocarpus sp. উত্তর: A, C, D প্রশ্ন:২ মূলযুক্ত অর্ধনিমজ্জিত উদ্ভিদগুলি হল— (a) Sagittaria (b) Enhydra (c) Vallisneria (d) Jussiaea উত্তর: A, B

[WBCS Special MCQs] Biology।।বাস্তব্যবিদ্যা ও পরিবেশ।।সেট-১

WBCS Special MCQs Biology বাস্তব্যবিদ্যা ও পরিবেশ প্রশ্ন:১ ইকোসিস্টেমের শক্তির উৎস হল— (a) ATP (b) সবুজ উদ্ভিদ (c) সূর্য (d) কোনােটিই নয় উত্তর: C প্রশ্ন:২ এক ব্যক্তি খাদ্যরূপে দই গ্রহণ করছেন। ওই ব্যক্তি ট্রফিক লেভেলের কোন্ স্তরে অবস্থান করছেন ? (a) তৃতীয় (b) দ্বিতীয় (c) চতুর্থ (d) প্রথম উত্তর: A

[WBCS Special VSQs] Biology।। জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ।।সেট-২

WBCS Special VSQs Biology জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ প্রশ্ন:১ রেস্ট্রিকশন এন্ডােনিউক্লিয়েজ কী ? উত্তর:  যেসব উৎসেচক DNA খণ্ডিত করলে ব্যবহৃত হয়, যা প্রধানত ব্যাকটেরিয়াতে পাওয়া যায়। প্রশ্ন:২ ভেক্টর কী ? উত্তর:  জিন ক্লোনিং-এর জন্য ভেক্টর হল এমন এক মাধ্যম যার সাহায্যে ইপ্সিত জিনকে পােষক কোশের মধ্যে ঢােকানাে যায়।

[WBCS Special VSQs] Biology।। জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ।।সেট-১

WBCS Special VSQs Biology জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ প্রশ্ন:১ ইউক্যারিওট পােষক হিসেবে একটি বহুল ব্যবহৃত জীবের নাম করাে।  উত্তর:  ইস্ট। প্রশ্ন:২ ওয়েস্টার্ন ব্লটিং কী ? উত্তর:  যে ব্লটিং পদ্ধতিতে জেল থেকে প্রােটিনকে তোলা হয়।

[WBCS Special MCQs] Biology।। জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ।।সেট-১৯

WBCS Special MCQs Biology জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ প্রশ্ন:১ cDNA হল— (a) চক্রকার DNA (b) প্যাঁচানাে DNA  (c) সাইটোপ্লাজমিক DNA (d) কমপ্লিমেন্টারি DNA উত্তর: D প্রশ্ন:২ কোনটি থেকে Bt জিন পাওয়া যায় ? (a) Brassica napus (b) Azolla (c) Bacillus thuringiensis (d) Rhizobium উত্তর: C

[WBCS Special MCQs] Biology।। জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ।।সেট-১৮

WBCS Special MCQs Biology জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ প্রশ্ন:১ SCID-তে জিন থেরাপির জন্য ভেক্টরের মতাে ব্যবহার হয়— (a) রেট্রোভাইরাস (b) এন্টেরােভাইরাস (c) আর্বোভাইরাস (d) রােটাভাইরাস উত্তর: A প্রশ্ন:২ জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এ কোনটি বেশি ব্যবহৃত হয় ? (a) অ্যানােফিলিস (b) ড্রাগন মাছি (c) ড্রাগন লিজার্ড (d) ফলমাছি উত্তর: D

[WBCS Special MCQs] Biology।। জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ।।সেট-১৭

WBCS Special MCQs Biology জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ প্রশ্ন:১ কোনটি ক্লোনিং প্লাসমিড, যেটি প্লাসমিডের মতাে নয় ? (a) pBAD-18-cam (b) pBCSK (c) pUC 18 (d) pET উত্তর: C প্রশ্ন:২ নীচের কোনটি DNA টেকনােলজি দ্বারা সিন্থেসিস হয় না ? (a) ইনসুলিন (b) হিমােগ্লোবিন (c) সােমাটোস্ট্যাটিন (d) ইন্টারফেরন উত্তর: B

[WBCS Special MCQs] Biology।। জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ।।সেট-১৬

WBCS Special MCQs Biology জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ প্রশ্ন:১ ক্লোনিং-এর অর্থ হল— (a) প্রকৃত জিনােটাইপের পুনঃস্থাপিত করা (b) জিনােটাইপ সংরক্ষণ (c) E.coli-তে HGH জিন উৎপাদন (d) কোনােটিই নয় উত্তর: B প্রশ্ন:২ জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এ একটি ভালাে ভেক্টর হল— (a) Agrobacterium tumefaciens (b) Bacillus thuringiensis (c) Bacillus amyloliquefaciens (d) Solmonella typhimurium উত্তর: A

[WBCS Special MCQs] Biology।। জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ।।সেট-১৫

WBCS Special MCQs Biology জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ প্রশ্ন:১ Bt টক্সিন কোথা থেকে পাওয়া যায় ? (a) প্রােক্যারিয়ট (b) ইউক্যারিয়ট (c) a এবং b উভয়ই (d) কোনােটিই নয় উত্তর: A প্রশ্ন:২ জেনেটিকাল ইঞ্জিনিয়ার ব্যাকটেরিয়া দ্বারা কোনটি উৎপন্ন হয় ? (a) থাইরক্সিন (b) ইনসুলিন (c) গ্লুকাগন (d) ADH উত্তর: B

[WBCS Special MCQs] Biology।। জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ।।সেট-১৪

WBCS Special MCQs Biology জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ প্রশ্ন:১ সাদার্ন ব্লটিং-এ কোনটি জেল ইলেকট্রোফোরেসিস দ্বারা পৃথক করা হয় ? (a) tRNA (b) DNA (c) mRNA (d) প্রােটিন উত্তর: B প্রশ্ন:২ কোনটি রেস্ট্রিকশন এন্ডােনিউক্লিয়েজ নয় ? (a) Eco RI  (b) Hind III (c) DNAse I (d) Pst-I উত্তর: C

[WBCS Special MCQs] Biology।। জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ।।সেট-১৩

WBCS Special MCQs Biology জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ প্রশ্ন:১ যে পদ্ধতিতে DNA খণ্ডকের ভেঙে দেওয়া এবং নিবেশিত করা হয় অপর DNA অণুর মধ্যে, সেটি কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত ? (a) জিন ক্লোনিং (b) জিন টাইপিং (c) জিন স্প্লাইসিং (d) DNA ফিঙ্গার প্রিন্টিং উত্তর: A প্রশ্ন:২ 1919 খ্রিস্টাব্দে ‘বায়ােটেকনােলজি’ শব্দটি কে দিয়েছিলেন ? (a) Nathans (b) Arber (c) Korenberg (d) Karl Erkey উত্তর: D

[WBCS Special MCQs] Biology।। জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ।।সেট-১২

WBCS Special MCQs Biology জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ প্রশ্ন:১ নীচের কোন্ বন্ডের গঠনে লাইগেজেস অনুঘটকরূপে কাজ করে ? (a) H–H (b) C=C (c) C–H (d) C=O উত্তর: D প্রশ্ন:২ জিন ক্লোনিং-এর সাহায্যে বহিরাগত জিনপ্রাপ্ত জীবটিকে কী বলা হয় ? (a) ট্রান্সফরমড (b) ট্রান্সডিউসড (c) ট্রান্সজেনিক (d) ক্লোনড উত্তর: C

[WBCS Special MCQs] Biology।। জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ।।সেট-১১

WBCS Special MCQs Biology জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ প্রশ্ন:১ কোনটি জেনেটিং ইঞ্জিনিয়ারিং-এর সঙ্গে সম্পর্কযুক্ত ? (a) প্লাসমিড  (b) মিউটেশন (c) প্লাসটিড (d) হাইব্রিড ভিগাের উত্তর: A প্রশ্ন:২ জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এর অগ্রগতি সম্ভব হয়েছে কারণ— (a) এন্ডােনিউক্লিয়েজেস (b) এক্সোনিউক্লিয়েজেস (c) অঙ্কোজিন (d) ট্রান্সপােজোন উত্তর: A

[WBCS Special MCQs] Biology।। জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ।।সেট-১০

WBCS Special MCQs Biology জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ প্রশ্ন:১ প্রথম রেস্ট্রিকশন এন্ডােনিউক্লিয়েজ হল— (a) Eco RI (b) Hind-II (c) Ava I (d) Hind-III উত্তর: B প্রশ্ন:২ নীচের কোনটি জিন স্থানান্তকরণের প্রক্রিয়া ? (a) মাইক্রোইনজেকশন (b) ইলেক্ট্রোপােরেশন (c) পারটিকল গান (d) সবগুলিই উত্তর: D

[WBCS Special MCQs] Biology।। জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ।।সেট-৯

WBCS Special MCQs Biology জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ প্রশ্ন:১ জিন ক্লোনিং-এর সময় কোনটিকে ‘জিন ট্যাক্সি’ বলা হয় ? (a) প্রােটোজোয়া (b) প্লাসমিড (c) ব্যাকটেরিয়াম (d) ভ্যাকসিন উত্তর: B প্রশ্ন:২ হিরুডিন হল— (a) জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এর সৃষ্ট E.coli যা অ্যান্টিবায়ােটিক উৎপাদন করে (b) ট্ৰান্সজেনিক Brassica napus-এর প্রােটিন যা রক্ত জমাট বাঁধতে বাধা দেয়  (c) Gossypium hirsutum (তুলো) থেকে বিষাক্ত অণু পৃথকীকরণ যা ফার্টিলিটি কমায় (d) Hordeum vulgare (বার্লি)-এর প্রােটিন যা বেশি লাইসিনযুক্ত উত্তর: B

[WBCS Special MCQs] Biology।। জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ।।সেট-৮

WBCS Special MCQs Biology জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ প্রশ্ন:১ ভিটামিন B12 উৎপাদনে কোন্ ব্যাকটেরিয়া ব্যবহার করা হয় ? (a) Bacillus megathenium (b) Propionibacterium freudenreichii (c) Streptomyces olivaceus (d) উপরের সবকটি উত্তর: D প্রশ্ন:২ একটি প্রােটিনের পরিপূরক হল— (a) Spirulina (b) Chlorella (c) Gracilaria (d) উপরের সবকটি উত্তর: A

[WBCS Special MCQs] Biology।। জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ।।সেট-৭

WBCS Special MCQs Biology জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ প্রশ্ন:১ বায়ােটেকনােলজির দ্বারা প্রথম উৎপাদিত ভিটামিন কোনটি ? (a) ভিটামিন-C (b) ভিটামিন-B2 (c) ভিটামিন-B1 (d) ভিটামিন-A উত্তর: A প্রশ্ন:২ স্যার আলেকজান্ডার ফ্লেমিং নীচের কোনটি থেকে পেনিসিলিন উৎপাদন করেছিলেন ? (a) Bacillus brevis (b) Penicillium griseofulvin (c) Penicillium notatum (d) Penicillium chrysogenum উত্তর: C

[WBCS Special MCQs] Biology।। জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ।।সেট-৬

WBCS Special MCQs Biology জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ প্রশ্ন:১ নীচের কোনটি বায়ােওয়েপন হিসেবে ব্যবহৃত হয় না ? (a) Bacillus anthracis (b) Bacillus thuringiensis toxin (c) Small pox (d) Botulinum toxin উত্তর: B প্রশ্ন:২ DNA ফিঙ্গার প্রিন্টিং পদ্ধতির প্রবর্তন এবং সংশােধন করেন— (a) Francois Jacob (b) Beadle এবং Tatum (c) Jacques Monad (d) Alec Jefferys উত্তর: D

[WBCS Special MCQs] Biology।। জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ।।সেট-৫

WBCS Special MCQs Biology জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ প্রশ্ন:১ কৃত্রিম ক্রোমােজোম বাহকগুলি হল— (a) BAC (b) YAC (c) RAC (d) HAC উত্তর: A, B, D প্রশ্ন:২ ক্যানসার প্রস্তুতকারী কোন্ জিনগুলি বেশ সাফল্যের সঙ্গে চিহ্নিত করা গেছে ? (a) BRCA1 (b) p53 (c) ampR (d) CNBr উত্তর: A, B

[WBCS Special MCQs] Biology।। জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ।।সেট-৪

WBCS Special MCQs Biology জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ প্রশ্ন:১ জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়ায় যে ফসল ভারতে তৈরি করা হয়েছে সেটি হল— (a) Bt তুলাে (b) টম্যাটো যা দেরিতে পাকে (c) হার্বিসাইড tolerant ভুট্টা (d) গােল্ডেন রাইস উত্তর: A প্রশ্ন:২ কোনগুলি ট্রান্সজেনিক প্রাণীর উদাহরণ ? (a) হরিণ ও জিরাফ (b) ইঁদুর ও ভেড়া (c) গােরু ও মহিষ (d) মুরগি ও হাঁস উত্তর: B

[WBCS Special MCQs] Biology।। জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ।।সেট-৩

WBCS Special MCQs Biology জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ প্রশ্ন:১ প্রথম ট্রান্সজেনিক ক্রপ হল— (a) তিসি (b) মটর (c) তুলো (d) টোবাকো উত্তর: D প্রশ্ন:২ ইনসুলিনের আণবিক গঠনের বর্ণনা করেন— (a) Korenberg (b) Sanger (c) Richardson (d) Swaminathan উত্তর: B

[WBCS Special MCQs] Biology।। জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ।।সেট-২

WBCS Special MCQs Biology জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ প্রশ্ন:১ নীচের কোনটির দ্বারা সবচেয়ে বেশি সংখ্যক অ্যান্টিবায়ােটিক উৎপন্ন হয় ? (a) Streptomyces (b) Penicillium (c) Bacillus (d) Cephalosporium উত্তর: A প্রশ্ন:২ নীচের কোন্ ব্যাকটেরিয়া থেকে রেস্ট্রিকশন এনজাইম Hind III কে আলাদা করা হয় ? (a) Hibiscus indicus (b) Haemophilus influenzae (c) Haemophilus indica (d) E.coli উত্তর: B

[WBCS Special MCQs] Biology।। জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ।।সেট-১

WBCS Special MCQs Biology জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ প্রশ্ন:১ নীচের কোনটিতে Ti প্লাসমিড থাকে ? (a) E.coli (b) Agrobacterium tumefaciens (c) Salmonella typhimurium (d) Arabidopsis thaliana উত্তর: B প্রশ্ন:২ কোনটির গঠন জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এর মধ্যে থাকে ? (a) প্লাসটিড (b) রেস্ট্রিকশন এন্ডােনিউক্লিয়েজ (c) DNA পলিমারেজ I (d) প্রােক্রোমােজোম উত্তর: B

[WBCS Special VSQs] Biology।।জীববিদ্যা ও মানবকল্যাণ।।সেট-৮

WBCS Special VSQs Biology জীববিদ্যা ও মানবকল্যাণ প্রশ্ন:১ ইনকিউবেটার কী ? উত্তর:  যে যন্ত্রে কৃত্রিম উপায়ে ডিম ফোটানাে হয় তাকে ইনকিউবেটর বলে। প্রশ্ন:২ একটি রেট্রোভাইরাসের নাম করাে। উত্তর:  HIV—Human Immunodeficiency Virus.

[WBCS Special VSQs] Biology।।জীববিদ্যা ও মানবকল্যাণ।।সেট-৭

WBCS Special VSQs Biology জীববিদ্যা ও মানবকল্যাণ প্রশ্ন :১ কোন্ দিনটিতে বিশ্বস্বাস্থ্য দিবস পালিত হয় ? উত্তর:  7 এপ্রিল। প্রশ্ন:২ যে সমস্ত প্রাণী পরজীবী বহন করে এবং বিস্তার ঘটায় তাদের কী বলে ? উত্তর:  বাহক।

[WBCS Special VSQs] Biology।।জীববিদ্যা ও মানবকল্যাণ।।সেট-৬

WBCS Special VSQs Biology জীববিদ্যা ও মানবকল্যাণ প্রশ্ন:১ মধু কী ? উত্তর:  মধু মৌচাকের মৌ-প্রকোষ্ঠে অবস্থিত হলদে বা লালচে রঙের গাঢ় চটচটে তরল, যা প্রধানত শর্করা, খনিজ লবণ, ভিটামিন, উৎসেচক, অ্যাসিড ও রঞ্জক পদার্থ সহযােগে গঠিত। প্রশ্ন:২ প্রণােদিত প্রজননের প্রধান সুবিধাগুলি কী ? উত্তর:  প্রণােদিত প্রজননে বিশুদ্ধ ডিম সংগ্রহ করা যায়। ডিমের পরিমাণ বাড়ানাে যায় এবং ডিমপােনা পরিবহণের ঝামেলা এড়ানাে যায়।