প্রাচীন ভারত ও ভৌগোলিক প্রেক্ষাপট (Ancient India and Geographical Context) - প্রশ্নোত্তর ১। ভারতবর্ষকে কে নৃতত্ত্বের যাদুঘর আখ্যা দিয়েছেন? উঃ। ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে 'নৃতত্ত্বের যাদুঘর' বলে আখ্যা দিয়েছেন। ২। দ্রাবিড় সভ্যতা ভারতের কোথায় প্রথম গড়ে ওঠে? উঃ। দ্রাবিড় সভ্যতা প্রথম গড়ে ওঠে দক্ষিণ ভারতে। ৩। 'নাডিক' নামে কারা পরিচিত? উঃ। আর্যরা 'নার্ডিক' নামে পরিচিত। ৪। ভারতের প্রচীনতম লিপি কোনটি? উঃ। ভারতের প্রাচীনতম লিপি হল সিন্ধু লিপি।
ভারতের উল্লেখযােগ্য হ্রদ সমুহ
1. চিল্কা হ্রদ - ওড়িশা
2. পুলিকট হ্রদ - অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর সীমান্তে
3. অষ্টমুদী হ্রদ - কেরালা
5. সম্বর হ্রদ - রাজস্থান
6. ভেম্বনাদ - কেরালা
7. ভােজ হ্রদ - মধ্যপ্রদেশ
8. ডাল হ্রদ - শ্রীনগর
9. চন্দ্ৰতাল হ্রদ - হিমাচল প্রদেশ
10. কোলেরু হ্রদ - অন্ধ্রপ্রদেশ
11. লােকটাক হ্রদ - মনিপুর
12. উলার হ্রদ - কাশ্মীর
13. ওসমান সাগর - হায়দ্রাবাদ
14. পুস্কর হ্রদ - রাজস্থান

Comments
Post a Comment