Skip to main content

Posts

Showing posts from 2022

সাম্প্রতিক পোস্ট

নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও।

নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও।   অথবা,  একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও।  অথবা,  নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও।             উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়।  এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়।  নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা:       পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের নীচের দিকে ক্ষয়কাজ বেশি করে বলে নদী-খাত প্রথমে '।'

Miscellaneous Q&A for WBCS Exam, Set 08 - ইতিহাস

Miscellaneous Q&A for WBCS Exam, Set 08 প্রশ্নঃ ১ গ্রন্থসাহেব কে সংকলন করেন ? উত্তরঃ গুরু অর্জুন সিংহ    প্রশ্নঃ ২ "ডন সোসাইটি" কে প্রতিষ্ঠা করেন ? উত্তরঃ  সতীশচন্দ্র মুখোপাধ্যায়  প্রশ্নঃ ৩ হিন্দু কলেজ কত সালে স্থাপিত হয় ? উত্তরঃ ১৮১৭ সালে  প্রশ্নঃ ৪ শিবাজীর অর্থমন্ত্রী কে কি বলা হতো ? উত্তরঃ  অমাত্য 

Miscellaneous Q&A for WBCS Exam, Set 07 - সাধারণ বিজ্ঞান

Miscellaneous Q&A for WBCS Exam প্রশ্ন : ১ পারদ জলের তুলনায় কতগুণ ভারী ? উত্তর :  ১৩.৬ গুন্  প্রশ্ন : ২ কোন তরলের তাপমাত্রা বাড়ালে আয়তন কমে কিন্তু ঘনত্ব বাড়ে ? উত্তর :  জল  প্রশ্ন : ৩ গন্ধক কিসে দ্রবীভূত হয় ? উত্তর :  কার্বন ডাই অক্সাইড 

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান, সেট ৩০ - ভূগোল

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান প্রশ্ন ১ নিচের কোন দ্বীপটি ভারত এবং শ্রীলংকার মাঝে অবস্থিত ? (a) এলিফ্যান্টা  (b) নিকোবর  (c) রামেশ্বরম  (d) সালসেট  উত্তর : C  প্রশ্ন ২ নিচের কোন নদীটি একাধিক দেশের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে ? (a) ব্রহ্মপুত্র  (b) গঙ্গা  (c) সিন্ধু  (d) উপরের সবকটি  উত্তর : D 

স্ত্রীশিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়

স্ত্রীশিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়                   স্ত্রীশিক্ষা প্রসারে বিদ্যাসাগর মহাশয়ের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। বিদ্যাসাগর মহাশয় বিশ্বাস করতেন যে, স্ত্রীজাতির উন্নতি ছাড়া দেশের ধর্ম, সমাজ ও জীবনধারার স্থায়ী বা প্রকৃত উন্নতি সম্ভব নয়। (১) বিদ্যালয় প্রতিষ্ঠা– সরকারি সাহায্য ছাড়াই নিজের উদ্যোগে তিনি ৩৫ টি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। তিনি গ্রামাঞ্চলে বালিকা বিদ্যালয় স্থাপনের ওপর জোর দেন। নারীদের পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে তিনি ড্রিঙ্কওয়াটার বেথুনের সঙ্গে মিলিতভাবে বেথুন স্কুল তৈরি করেন। (২) কলেজ প্রতিষ্ঠা– নারীদের উচ্চশিক্ষার আলোয় নিয়ে আসার জন্য তিনি প্রতিষ্ঠা করেন বেথুন কলেজ, মেট্রোপলিটান কলেজ (যার এখন নাম ‘বিদ্যাসাগর কলেজ’)। (৩) শিক্ষা সংগঠন প্রতিষ্ঠা– স্ত্রীশিক্ষার সুষ্ঠু প্রসারের লক্ষ্যে বিদ্যাসাগর মহাশয়ের মেদিনীপুর, হুগলি, বর্ধমান–সহ বিভিন্ন জেলায় ‘স্ত্রীশিক্ষা সম্মিলনী’ নামে একটি সংগঠন গড়ে তোলেন। মহাদেব গোবিন্দ রানাডে বিদ্যাসাগরের নারীকল্যাণকর ভূমিকার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন— “ গবেষণা ও মৌলিকত্ব এবং জীবনের শ্রেষ্ঠ সময় ও

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর - ‘ট্র্যাডিশনাল মডার্নাইজার’

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর - ‘ট্র্যাডিশনাল মডার্নাইজার’             ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮৫১ খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজের অধ্যক্ষ পদে উন্নীত হন। এরপর তিনি সংস্কৃত কলেজে র  ইংরেজি পঠনপাঠন প্রবর্তন করেন। বিদ্যাসাগর মহাশয় সকলের জন্য সংস্কৃত কলেজের দ্বার উন্মুক্ত করে দেন। তাঁর মূল বক্তব্য ছিল ‘যুক্তির বিকাশের জন্য পাশ্চাত্য-শিক্ষা’র প্রয়োজন। কিন্তু সেই শিক্ষার মাধ্যম হবে মাতৃভাষা। এজন্য তিনি বাংলা স্কুল প্রতিষ্ঠার ওপর বিশেষ গুরুত্ব দেন। তাঁর উদ্যোগে বিভিন্ন জেলায় বহু মডেল স্কুল চালু হয়। সংস্কৃত ভাষা ও সাহিত্যে তাঁর অগাধ পাণ্ডিত্য ছিল। কিন্তু পাশ্চাত্য-শিক্ষার প্রতি তাঁর কোনো অনীহা ছিল না। তিনি বিশ্বাস করতেন যে, প্রাচ্য ও পাশ্চাত্যের সমন্বয়ের মাধ্যমে ভারতবাসীর সর্বাঙ্গীণ উন্নতি সম্ভব। এই কারণে ড. অমলেশ ত্রিপাঠী বিদ্যাসাগর মহাশয়কে “Traditional Moderniser” বলে অভিহিত করেছেন।

Miscellaneous Q&A for WBCS Exam, Set 06 - সাধারণ বিজ্ঞান

Miscellaneous Q&A for WBCS Exam প্রশ্ন ১.  পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি ? উত্তরঃ  শুক্র  প্রশ্ন ২.  উদ্ভিদের মূল স্ফীত হয় ও পাতা কুঁকড়ে যায় কিসের অভাবে ? উত্তরঃ  বোরন  প্রশ্ন ৩.  প্রোটিন অপুষ্টি জনিত রোগ কোনটি ? উত্তরঃ  কাওয়াশিয়রকর  প্রশ্ন ৪.  বায়ুমণ্ডলের কোন গ্যাস অতি বেগুনি রশ্মিকে শুষে নেই ? উত্তরঃ  ওজন  প্রশ্ন ৫.  আলবিউমিন থাকে কোন খাদ্যদ্রব্যে ? উত্তরঃ  ডিম্ 

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান, সেট ২৯

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান প্রশ্ন ১ নিচের কোনটি থাকার কারণে বারুদ দ্রুত জ্বলে ওঠে ? (a) চারকোল  (b) পটাশিয়াম নাইট্রেট  (c) বেরিয়াম  (d) সালফার  উত্তর : (d) প্রশ্ন ২ নামদফা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত ? (a) অসম  (b) রাজস্থান  (c) অরুণাচল প্রদেশ  (d) জম্মু ও কাশ্মীর  উত্তর : (c)

Miscellaneous Q&A for WBCS Exam, Set 05

Miscellaneous Q&A for WBCS Exam 🧿IAA হলো - প্রাকৃতিক অক্সিন।  🧿প্রখ্যাত কবি ও গীতিকার গুলজার এর আসল নাম - সম্পূরণ সিং কালরা।  🧿লর্ড মাউন্টব্যাটেন কাকে একাই এক সীমান্ত বাহিনী বলে উল্লেখ করেন - আবদুল গফ্ফর খানকে।  🧿মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় - ১৯০৬ সালে। 

Miscellaneous Q&A for WBCS Exam, Set 04

Miscellaneous Q&A for WBCS Exam 🧿সংবাদপত্রের মুক্তিদাতারূপে পরিচিত ছিলেন - মেটকাফ।  🧿ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় - ১৯৫১ সালে।  🧿ভারতের EXIM ব্যাঙ্ক কাজ করে - ভারতের আমদানি রপ্তানির জন্য। 🧿বোম্বাই তে আর্য সমাজ প্রতিষ্ঠিত হয় - ১৮৭৫ সালে। 

Miscellaneous Q&A for WBCS Exam, Set 03

Miscellaneous Q&A for WBCS Exam 🧿ভারতে নতুন কৃষি পদ্ধতির সূচনার দশক টি হলো - ১৯৬০ এর দশক।  🧿অর্থনৈতিক বিশ্লেষণের জন্য একটি অর্থনীতিকে কিভাবে ভাগ করা যায় ? - প্রাথমিক, মাধ্যমিক, এবং  সেবাক্ষেত্র।  🧿কৃষক ভিত্তিক আবাদ বলতে বোঝায় - চাষী নিজেই জমির মালিক।  🧿NABARD প্রতিষ্ঠানটির কিসের সাথে জড়িত ? - গ্রামের উন্নয়ন। 

Miscellaneous Q&A for WBCS Exam, Set 02

Miscellaneous Q&A for WBCS Exam 🧿ভারতীয় জাতীয় কংগ্রেস এর প্রথম মহিলা সভাপতি ছিলেন - অ্যানি বেসান্ত।  🧿নব্যবঙ্গের প্রধান উদ্যোক্তা ছিলেন - ডিরোজিও।  🧿মেন্ডেলিও দ্বিশঙ্কর জননের বহিরাঙ্গের অনুপাত - ৯ : ৩ : ৩ : ১।  🧿যে কৃষ্ণ লাভা মৃত্তিকায় সর্বাধিক উন্নত তুলা চাষ হয় - রেগুর। 

Miscellaneous Q&A for WBCS Exam, Set 01

Miscellaneous Q&A for WBCS Exam 🧿আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়েছিল - ১ লা সেপ্টেম্বরে।   🧿জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড ঘটেছিল - ১৩ই এপ্রিল ১৯১৯। 🧿প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা - চার্লস ডারউইন।  🧿ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান উদ্দেশ্য ছিল - গঙ্গার নিন্ম প্রবাহের মাত্রা বৃদ্ধি।  🧿DNA এর একটি প্যাঁচের মাপ -  ৩৪ A 

প্রাণীদের বিভিন্ন গ্রন্থি (Various Glands of Animals), Part 03

প্রাণীদের বিভিন্ন গ্রন্থি   ১. অ্যাপোক্রাইন গ্রন্থি (Apocrine glands) অবস্থান— স্তন্যপায়ী প্রাণীদের ত্বকে। কাজ— স্তনগ্রন্থির মতো ক্ষরণ। ২. হার্ডারিয়ান গ্রন্থি (Harderian glands) অবস্থান— সরীসৃপ, পক্ষী ও স্তন্যপায়ীদের চক্ষুর ভিতর দিকে। কাজ— নিঃসৃত রস নিকটিটেটিং পর্দাকে সিক্ত রাখে এবং লুব্রিক্যান্ট রূপে কাজ করে। ৩. ব্রুনার বর্ণিত গ্রন্থি (Brunner's glands) অবস্থান— গিনিপিগ, খরগোশ এবং অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর ডিওডিনামে। কাজ— মিউকাস ক্ষরণ করে।

প্রাণীদের বিভিন্ন গ্রন্থি (Various Glands of Animals), Part 02

প্রাণীদের বিভিন্ন গ্রন্থি  ১. যকৃৎ (Liver) অবস্থান— মেরুদণ্ডী প্রাণীদের উদরগহ্বরে। কাজ— পিত্তরস ক্ষরণ করা, বিভিন্ন বিপাক নিয়ন্ত্রণ করা, লোহিতকণিকা উৎপন্ন করা। ২. স্তনগ্রন্থি (Mammary glands) অবস্থান— স্তন্যপায়ী প্রাণীদের বক্ষ ও উদরে। কাজ— দুগ্ধ নিঃসরণ করা। ৩. সিবেসিয়াস গ্রন্থি (Sebacious glands) অবস্থান— স্তন্যপায়ীদের ত্বকে। কাজ— সিবাম ক্ষরণ করা। ৪. প্যারোটিড গ্রন্থি (Parotid glands) অবস্থান— মানুষ, গিনিপিগ, খরগোশের কর্ণমূলে অবস্থিত একপ্রকার লালাগ্রন্থি। কুনোব্যাঙের কর্ণপটহের পাশে অবস্থিত বিষাক্ত থলি বিশেষ। কাজ— লালা ক্ষরণ করা। ব্যাঙের ক্ষেত্রে বিষাক্ত পদার্থ ক্ষরণ করা। ৫. পেরিনিয়াল গ্রন্থি (Perineal glands) অবস্থান— স্তন্যপায়ী প্রাণীদের পেরিনিয়াল অঞ্চলে। কাজ— ক্ষরণ বিশেষ গন্ধ সৃষ্টি করে যৌন আকর্ষণ সৃষ্টি করে। ৬. অলফ্যাক্টরি গ্রন্থি (Olfactory glands) অবস্থান— স্তন্যপায়ীদের নাসিকা এপিথিলিয়ামে। কাজ— মিউকাস ক্ষরণ করা, নাসাপথকে সিক্ত ও পিচ্ছিল রাখা। ৭. লিম্ফ গ্ল্যান্ড বা লসিকাগ্রন্থি (Lymph glands) অবস্থান— মেরুদণ্ডী প্রাণীদের দেহের বিভিন্ন অংশে (প্লিহা ও টনসিল এই প্রকারের গ্রন্থ

প্রাণীদের বিভিন্ন গ্রন্থি (Various Glands of Animals), Part 01

প্রাণীদের বিভিন্ন গ্রন্থি  ১. ঘর্মগ্রন্থি (Sweat glands) অবস্থান— স্তন্যপায়ী প্রাণীদের, প্রধানত মানুষের ত্বকে অবস্থিত। কাজ— ঘর্ম নিঃসরণ করে দেহের তাপ নিয়ন্ত্রণ করা। ২. থাইমাস গ্রন্থি (Thymus gland) অবস্থান— স্তন্যপায়ী প্রাণীদের তথা মানুষের বক্ষগহ্বরে ট্রাকিয়ার নীচে অবস্থিত। কাজ— থাইমোসিন হরমোন নিঃসরণ করা। ৩. প্যারাথাইরয়েড গ্রন্থি (Parathyroid glands) অবস্থান— স্তন্যপায়ী প্রাণীদের থাইরয়েডের পৃষ্ঠদেশে অবস্থিত। কাজ— প্যারাথরমোন ক্ষরণ করা।

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান, সেট ২৮ - ভূগোল

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান প্রশ্ন ১ নিচের কোন শহরটি নিরক্ষরেখার কাছে অবস্থিত ? (a) কলকাতা  (b) মুম্বাই  (c) চেন্নাই  (d) শ্রীনগর  উত্তর :  কলকাতা  প্রশ্ন ২ নিচের কোন সংরক্ষিত অরণ্যে সবচেয়ে বেশি হাতি দেখা যায় ? (a) সুন্দরবন  (b) মানস  (c) কাজিরাঙা  (d) নন্দাদেবী  উত্তর : কাজিরাঙা  প্রশ্ন ৩ "ভারতের রাঢ়" বলা হয় কোন অঞ্চলকে ? (a) দুর্গাপুর  (b) রাউরকেল্লা  (c) জামশেদপুর  (d) ভিলাই  উত্তর : দুর্গাপুর 

জোয়ারভাটার ফলাফল

জোয়ারভাটার ফলাফল জোয়ারভাটার সুবিধা— (১) জোয়ারের জল নদী-খাতে ঢুকে এর বিস্তার ও গভীরতা বৃদ্ধি করে, ফলে নদী-বন্দরে জাহাজ চলাচলে সুবিধা হয়। (২) জোয়ারের জলের প্রভাবে নদী-মোহানা পলিযুক্ত হয় এবং বদ্বীপ গঠনে বাধা পড়ে। (৩) উন্নত দেশগুলোতে আজকাল জোয়ারের জলকে  কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১৪৫

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ গুপ্তযুগের কোন সাহিত্যসাধক কে ‘ভারতীয় শেকসপিয়ার’ বলা হয়ে থাকে ? উত্তর: কালিদাস। প্রশ্ন:২ কার রাজত্বকালে তুলসীদাস ‘রামচরিতমানস’ লিখেছিলেন ? উত্তর: আকবর। প্রশ্ন:৩ সমুদ্রগুপ্তের মৃত্যুর পরবর্তী ঘটনা বিশাখদত্তের কোন রচনায় প্রতিফলিত হয়েছে ? উত্তর: মুদ্রারাক্ষস।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১88

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ ‘রুপিয়া’ মুদ্রা প্রথম কে প্রবর্তন করেন ?  উত্তর: আকবর। প্রশ্ন:২ ‘রত্নাবলী’ কার রচনা ? উত্তর: হর্ষবর্ধনের রচনা। প্রশ্ন:৩ মধ্যযুগের ভারতে কে প্রথম প্রয়োজনীয়তার কথা মনে রেখে একটি স্থায়ী সেনাদল গড়েছিলেন ? উত্তর: ইলতুৎমিস।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১৪৩

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ কে ‘নিগুণ’ সংস্কারক হিসাবে পরিচিত ? উত্তর: কবীর। প্রশ্ন:২ সম্রাট হুমায়ুন দিল্লিতে ‘দিনপানাহ’ নামে এক নতুন শহর প্রতিষ্ঠা করেন। সেই শহরের ধ্বংসাবশেষ বর্তমান দিল্লির কোথায় দেখতে পাওয়া যায় ? উত্তর: পুরানা কেল্লা। প্রশ্ন:৩ সাতবাহনদের রাজধানী কোথায় ছিল ? উত্তর: পৈথান।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১৪২

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ কে ছিলেন মুসলিম শাসক যিনি প্রথম দাক্ষিণাত্য জয় করেন ? উত্তর: আলাউদ্দীন খিলজী। প্রশ্ন:২ অমর সিংহ কোন রাজার সভাকবি ছিলেন ? উত্তর: দ্বিতীয় চন্দ্রগুপ্ত। প্রশ্ন:৩ আহমেদনগরের বিখ্যাত চাঁদবিবি তাঁর রাজ্য রক্ষার জন্য কার বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন ? উত্তর: মোগল।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১৪১

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ কৃষিজমির গুণাগুণ এবং উৎপাদন ক্ষমতা অনুযায়ী রাজ্যের জমিকে রাজস্ব নির্ধারণের জন্য বিভিন্ন শ্রেণিতে ভাগ করা হয়েছিল। কোন সম্রাটের সময় ভারতে এই প্রথা প্রথম চালু হয় ? উত্তর: শেরশাহ। প্রশ্ন:২ ভারতের কোন অঞ্চল নিয়ে চোল রাজ্য গঠিত ছিল ? উত্তর: মাদ্রাজ, কেরল ও মহীশূরের বিরাট অংশ। প্রশ্ন:৩ বঙ্গোপসাগর ও আরব সাগরের মধ্যবর্তী অঞ্চলকে নীচের কোন রাজা তার সাম্রাজ্যভুক্ত করেছিলেন ?  উত্তর: গৌতমীপুত্র সাতকণি।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১৪০

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ গুপ্তযুগে রচিত নাটকে নারী ও শূদ্রেরা কী ভাষায় কথা বলত ?  উত্তর: প্রাকৃত। প্রশ্ন:২ “অষ্টাধ্যায়ী” কার রচনা ? উত্তর: পানিনি। প্রশ্ন:৩ কবি হরিষেণ কোন রাজার সভাসদ ছিলেন ? উত্তর: সমুদ্রগুপ্ত।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১৩৯

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ শেষ মৌর্য সম্রাট কে ছিলেন ? উত্তর: বৃহদ্রথ। প্রশ্ন:২ জৈনদের চব্বিশজন তীর্থঙ্করের মধ্যে প্রথম তীর্থঙ্কর কে ? উত্তর: ঋষভনাথ। প্রশ্ন:৩ পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি যা ৭০০ খ্রিস্টাব্দের পূর্বে স্থাপিত হয়েছিল ? উত্তর: তক্ষশীলা।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১৩৮

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ প্রথম কোন প্রাচীন ভারতীয় রাজা সাম্রাজ্যবাদের সূচনা করেন ? উত্তর: বিম্বিসার। প্রশ্ন:২ প্রাচীন ভারতের ইতিহাসে ‘রত্নাকর’ ভৌগোলিক দিক থেকে কোন সাগরকে বলা হত ? উত্তর: ভারতমহাসাগর। প্রশ্ন:৩ ভারতে প্রথম মোগল উদ্যান স্থাপনের কৃতিত্ব কার ? উত্তর: বাবর।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১৩৭

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ মুঘল সাম্রাজ্যের পতনের জন্য কে দায়ী ? উত্তর: ঔরঙ্গজেব। প্রশ্ন:২ মালিক কাফুর কে ছিলেন ? উত্তর: আলাউদ্দিন খলজির সেনাপতি। প্রশ্ন:৩ আলিপুর বোমা মামলায় প্রধান আসামী কে ছিলেন ? উত্তর: অরবিন্দ ঘোষ।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১৩৬

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ কবে গৌড়রাজ্য প্রতিষ্ঠিত হয় ? উত্তর: ৬০৬ সালে। প্রশ্ন:২ কবে পাল সাম্রাজ্যের বিলুপ্তি ঘটে ? উত্তর: ১১২৪ খ্রিষ্ঠাব্দে। প্রশ্ন:৩ পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন ? উত্তর: গ্রীক বিজ্ঞানীরা।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১৩৫

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ হান্টার কমিশন কবে গঠিত হয় ?  উত্তর: ১৮৮২ খ্রিস্টাব্দে। প্রশ্ন:২ হিটলার কবে অস্ট্রিয়াকে জার্মানির সঙ্গে যুক্ত করেন ? উত্তর: ১৯৩৮ খ্রিস্টাব্দে ১৪ মার্চ। প্রশ্ন:৩ পার্ল হারবার কে ছিল ? উত্তর: মার্কিন নৌ-ঘাঁটি।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১৩৪

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ? উত্তর: গোপাল। প্রশ্ন:২ চোল বংশের শ্রেষ্ঠ রাজার নাম কি ?  উত্তর: প্রথম রাজেন্দ্র চোল। প্রশ্ন:৩ ‘উত্তরাপথ স্বামী’ বলে কাকে অভিহিত করা হয় ? উত্তর: ধর্মপালকে।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১৩৩

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ হিন্দ স্বরাজ গ্রন্থের লেখক কে ?  উত্তর: মহাত্মা গান্ধি। প্রশ্ন:২ কার নেতৃত্বে জার্মান সেনাদল অপারেশন বারবারোসা শুরু করে ? উত্তর: হিটলারের নেতৃত্বে। প্রশ্ন:৩ হোমরুল শব্দের অর্থ কী ? উত্তর: স্বায়ত্তশাসন।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১৩২

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ কোথায় শাং রাজারা সভ্যতা গড়ে তোলে ? উত্তর: হোয়াংহো নদীর তীরে। প্রশ্ন:২ ইসলামের কবে আবির্ভাব ঘটেছিল ? উত্তর: সপ্তম শতাব্দিতে। প্রশ্ন:৩ হিউয়েন সাঙ কাকে বৌদ্ধধর্মের নিগ্রহকারী হিসেবে অবিহিত করেছেন ? উত্তর: শশাঙ্ক-কে।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১৩১

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ সীমান্ত গান্ধীর অনুগামীদের কী বলা হয় ?  উত্তর: থােদা-ই-খিদমতগার। প্রশ্ন:২ সেডানের যুদ্ধ কবে সংগঠিত হয় ? উত্তর: ১৮৭০ খ্রিস্টাব্দে। প্রশ্ন:৩ হরিজন পত্রিকার সম্পাদক কে ? উত্তর: মহাত্মা গান্ধী।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১৩০

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত কৃষক সংগঠনের নাম কি ? উত্তর: সারাভারত কিষানসভা। প্রশ্ন:২ লাঙ্গল পত্রিকার সম্পাদক কে ? উত্তর: কাজী নজরুল ইসলাম। প্রশ্ন:৩ জাতীয় কংগ্রেসকে ভারতীয় নির্বাচন কমিশন কতসালে জাতীয় দলের স্বীকৃতি দেয় ? উত্তর: ১৯৫৩ সালে।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১২৯

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ ভার্সাই সন্ধি কবে স্বাক্ষরিত হয় ? উত্তর: ১৯১৯ খ্রিস্টাব্দে। প্রশ্ন:২ মনিপুর কবে পূর্ণ রাজ্যের মর্যাদা পায় ? উত্তর: ১৯৭২ খ্রিস্টাব্দে। প্রশ্ন:৩ জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে “বন্দেমাতরম” কে ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহন করা হয় ? উত্তর: ১৮৯৬ সালের কোলকাতা অধিবেশনে।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১২৮

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ রাশিয়ার সেনাবাহিনী কী নামে পরিচিত ছিল ? উত্তর: লাল ফৌজ। প্রশ্ন:২ রাষ্ট্রপতি কাদেরকে নিয়োগ করে থাকেন ? উত্তর: প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার সদস্যদের। প্রশ্ন:৩ রাজা রামমোহন রায় কবে ব্রাহ্মসমাজ গঠন করেন ? উত্তর: ১৮২৮ খ্রিস্টাব্দে।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১২৭

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ সারা ভারত কিষান সভা কবে গঠিত হয় ? উত্তর: ১৯৩৬ খ্রিস্টাব্দে। প্রশ্ন:২ সিংহল (বর্তমান শ্রীলঙ্কা) এর প্রথম রাষ্ট্রনায়কের নাম কী ছিল ? উত্তর: ডি.এস. সেনাপতি। প্রশ্ন:৩ সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে কবে ঘোষণা করেন ? উত্তর: র‍্যামসে ম্যাকডোনাল্ড, ১৯৩২ খ্রিস্টাব্দে।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১২৬

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ সুভাষচন্দ্র বসু ভারতের অভ্যন্তরে প্রথম কোথায় ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করেন ? উত্তর: মনিপুরের ইম্ফলে। প্রশ্ন:২ সম্মিলিত জাতিপুঞ্জ নামটি কোন্ বিখ্যাত কবির কবিতা থেকে চয়ন করা হয়েছে ? উত্তর: লর্ড বায়রনের চাইল্ড হেরাল্ড থেকে। প্রশ্ন:৩ স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ? উত্তর: লর্ড মাউন্ট ব্যাটেন।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১২৫

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ লাহোর ষড়যন্ত্র মামলার প্রধান আসামি হিসাবে কাকে অভিযুক্ত করা হয় ? উত্তর: ভগতসিং। প্রশ্ন:২ সাংবাদিকতার মুক্তিদাতা  হিসাবে কে পরিচিত ছিলেন ? উত্তর: সাংবাদিকতার মুক্তিদাতা  হিসাবে মেটকাফ পরিচিত ছিলেন। প্রশ্ন:৩ লোকসভায় কে সভাপতিত্ব করেন ? উত্তর: স্পিকার।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১২৪

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন ? উত্তর: লর্ড মাউন্টব্যাটেন। প্রশ্ন:২ সূর্যসেনের ফাঁসি হয় কত খ্রিস্টাব্দে ? উত্তর: ১৯৩৪ খ্রিস্টাব্দে ১২ জানুয়ারি। প্রশ্ন:৩ স্যার চার্লস উড কে ছিলেন ? উত্তর: লর্ড ডালহৌসির আমলে শিক্ষা সংক্রান্ত বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১২৩

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ স্বরাজ্য দলের প্রথম সভাপতি কে ছিলেন ? উত্তর: দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ। প্রশ্ন:২ মুনি গোসাঁই নামে কে পরিচিত ? উত্তর: মুনি গোসাঁই নামে ভারতচন্দ্র রায়গুনাকর পরিচিত। প্রশ্ন:৩ স্বদেশী ভাণ্ডার কে গঠন করেন ? উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১২২

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন ? উত্তর: বদরুদ্দিন তায়বজী। প্রশ্ন:২ ভারতীয় জাতীয় কংগ্রেসের জন্ম হয় কোথায় ? উত্তর: মুম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে। প্রশ্ন:৩ ভারতের পার্লামেন্ট উচ্চকক্ষে কে সভাপতিত্ব করেন ? উত্তর: উপরাষ্ট্রপতি।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১২১

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ রবীন্দ্রনাথ কাকে ভারত পথিক বলে অভিহিত করেন ? উত্তর: রাজারামোহন রায়। প্রশ্ন:২ রসিদ আলি দিবস কবে পালিত হয় ? উত্তর: ১৯৪৬ খ্রিস্টাব্দে ১২ ফেব্রুয়ারি। প্রশ্ন:৩ রুশ বিপ্লবে (১৯১৭) কে নেতৃত্ব দেন ? উত্তর: লেনিন।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১২০

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ মিত্র শক্তি জোট কত সালে গঠিত হয় ? উত্তর: ১৯৪০ খ্রিস্টাব্দে ১২ অক্টোবর। প্রশ্ন:২ মেট্রোপলিটন ইন্সটিটিউশন কে প্রতিষ্ঠা করেন ? উত্তর: ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর। প্রশ্ন:৩ জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের প্রথম যৌথ অধিবেশন কত সাথে ও কোথায় হয় ? উত্তর: ১৯১৬ সালে লক্ষ্নৌতে।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১১৯

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ ভারতীয় সংসদ বা পার্লামেন্টের উচ্চকক্ষের নাম কী ? উত্তর: রাজ্যসভা। প্রশ্ন:২ ভারতে কে প্রথম দ্বিজাতিতত্ত্বের প্রবর্তন করেছিলেন ? উত্তর: স্যার সৈয়দ আহমদ খান। প্রশ্ন:৩ ভারতীয় সংবিধান কবে কার্যকর হয় ? উত্তর: ১৯৫০ সালের ২৬ শে জানুয়ারি।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১১৮

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ সুভাষচন্দ্র বসু কতসালে দ্বিতীয়বার কংগ্রেস সভাপতি নিযুক্ত হন ? উত্তর: ১৯৩৯ সালে ত্রিপুরা অধিবেশনে। প্রশ্ন:২ ভারতের কোন শহরে সবচেয়ে বেশিবার কংগ্রেসের অধিবেশন বসে ? উত্তর: কোলকাতা ১৬ বার। প্রশ্ন:৩ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে কংগ্রেস সভাপতি কে ছিলেন ? উত্তর: সুভাষচন্দ্র বসু।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১১৭

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ ভারতের শ্রমিক শ্রেণির প্রথম সর্বভারতীয় সংগঠনের নাম কি ?  উত্তর: নিখিল ভারত শ্রমিক ইউনিয়ন (AITUC)। প্রশ্ন:২ জাতীয় কংগ্রেসের সর্বকনিষ্ঠ সভাপতি কে ছিলেন ? উত্তর: মৌলানা আজাদ। প্রশ্ন:৩ ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন ? উত্তর: চক্রবর্তী রাজাগপালাচারি।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১১৬

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ স্কুল বুক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় ? উত্তর: ১৮১৭ খ্রিস্টাব্দে। প্রশ্ন:২ "The Land of Fire" নামে পরিচিত কোন দেশ ? উত্তর: "The Land of Fire" নামে পরিচিত আজারবাইজান। প্রশ্ন:৩ সত্যশোধক সমাজ কে গঠন করেন ? উত্তর: জ্যোতিবা ফুলে।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১১৫

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কী ? উত্তর: সর্দার বল্লভভাই প্যাটেল। প্রশ্ন:২ ভারতের প্রথম মহিলা গ্র্যাজুয়েট কে ? উত্তর: কাদম্বিনী গাঙ্গুলি। প্রশ্ন:৩ ভারতের প্রথম প্রধান মন্ত্রী কে ছিলেন ? উত্তর: জহরলাল নেহেরু।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১১৪

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা কালে ভারতের বড়লাট কে ছিলেন ? উত্তর: লর্ড ডাফরিন। প্রশ্ন:২ ভারতীয় বিপ্লববাদের জননী কে ? উত্তর: মাদাম কামা। প্রশ্ন:৩ ভারতীয় প্রাচীন সাহিত্যে আর্যরা মঙ্গোলীয়দের (গোষ্ঠীভুক্তদের) কী নামে আখ্যায়িত করেন ? উত্তর: কিরাত।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১১৩

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ মার্গারেট নোবেল নামে কে পরিচিত ? উত্তর: ভগিনী নিবেদিতা। প্রশ্ন:২ মরুভূমির শৃগাল নামে কাকে অভিহিত করা হত ? উত্তর: হিটলারের সেনাপতি রোমেল। প্রশ্ন:৩ মাৎসিনি কে ? উত্তর: ইটালির ঐক্য আন্দোলনের নেতা।