Skip to main content

Posts

Showing posts from September, 2020

সাম্প্রতিক পোস্ট

ইতিহাস MCQs For WBCS EXAM, SET 01

ইতিহাস MCQs For WBCS EXAM প্রশ্নঃ ১.  গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন? (a) লুম্বিনী (b) সারণাথ (c) কুশিনগর (d)  বুদ্ধগয়া উত্তরঃ d প্রশ্নঃ ২.  মৃচ্ছকটিকম নাটকটি কার লেখা? (a) বিসাখদত্ত (b) সুদ্রক (c)  বানভট্ট (d)  ভাস উত্তরঃ b

[MCQ]Geography।।ভারতের জলবায়ু।।সেট ২।।solve.org.in

ভারতের জলবায়ু প্রশ্ন:১ ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হল : (a) ঋতু পরিবর্তন (b) অত্যধিক উষ্ণতা (c) অত্যধিক বৃষ্টিপাত

[MCQ]Geography।। ভারতের জলবায়ু।।সেট ১।।solve.org.in

ভারতের জলবায়ু প্রশ্ন:১ কর্কটক্রান্তিরেখার অবস্থান ভারতের জলবায়ুকে প্রভাবিত : (a)  করে (b)  করে না

[MCQ]Chemistry।।রসায়নবিদ্যা।।দ্রবণ।।সেট ১

দ্রবণ প্রশ্ন:১ দ্রবণ একটি— (a) মিশ্র পদার্থ   (b) মৌলিক পদার্থ (c) যৌগিক পদার্থ

[MCQ]Chemistry।।রসায়নবিদ্যা।।পদার্থ।।সেট ২

পদার্থ প্রশ্ন:১ যে ধাতু জলে দিলে জ্বলে ওঠে সেটি হল— (a) প্ল্যাটিনাম (b) সোডিয়াম  (c) ম্যাগনেশিয়াম 

[MCQ]Chemistry।।রসায়নবিদ্যা।।পদার্থ।।সেট ১

পদার্থ প্রশ্ন:১ মােমবাতির দহন হলে— (a) রাসায়নিক পরিবর্তন হয় (b) ভৌত পরিবর্তন হয় (c) রাসায়নিক ও ভৌত উভয় পরিবর্তন হয়

[MCQ]Geography।।ভারতের নদনদী।।সেট ২।।solve.org.in

ভারতের নদনদী প্রশ্ন:১ নাসিক শহরটি : (a) কৃষ্ণার তীরে অবস্থিত (b) গােদাবরীর তীরে অবস্থিত (c) কাবেরীর তীরে অবস্থিত

[MCQ]Geography।।ভারতের নদনদী।।সেট ১।।solve.org.in

ভারতের নদনদী প্রশ্ন:১ ভাগীরথী ও অলকানন্দার মিলিত প্রবাহের নাম : (a) সিন্ধু (b) ব্রহ্মপুত্র (c) গঙ্গা

[MCQ]Geography।।ভারতের ভূপ্রকৃতি।।সেট ৪।।solve.org.in

ভারতের ভূপ্রকৃতি প্রশ্ন:১ নীলগিরি পর্বতের দক্ষিণে অবস্থিত একটি গিরিপথ হল : (a) পালঘাট (b) ভােরঘাট (c) থলঘাট

[MCQ]Geography।।ভারতের ভূপ্রকৃতি।।সেট ৩।।solve.org.in

  ভারতের ভূপ্রকৃতি প্রশ্ন:১ ভারতের দীর্ঘতম হিমবাহটির নাম : (a) গঙ্গোত্রী (b) সিয়াচেন (c) জেমু

[MCQ]ইতিহাস।।ঠান্ডা লড়াই এবং মুক্তি আন্দোলন।।সেট ৪

ঠান্ডা লড়াই এবং মুক্তি আন্দোলন   প্রশ্ন:১ তেহেরান সম্মেলন অনুষ্ঠিত হয়— (a) ১৯৩৪ খ্রিস্টাব্দে (b) ১৯৩৭ খ্রিস্টাব্দে (c) ১৯৪০ খ্রিস্টাব্দে (d) ১৯৪৩ খ্রিস্টাব্দে

[MCQ]ইতিহাস।।ঠান্ডা লড়াই এবং মুক্তি আন্দোলন।।সেট ৩

 ঠান্ডা লড়াই এবং মুক্তি আন্দোলন প্রশ্ন:১ বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়— (a) ১৯৫০ খ্রিস্টাব্দে (b) ১৯৫৫ খ্রিস্টাব্দে (c) ১৯৬০ খ্রিস্টাব্দে (d) ১৯৬৫ খ্রিস্টাব্দে

[MCQ]ইতিহাস।।ঠান্ডা লড়াই এবং মুক্তি আন্দোলন।।সেট ২

 ঠান্ডা লড়াই এবং মুক্তি আন্দোলন প্রশ্ন:১ পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয়— (a) ১৯০০ খ্রিস্টাব্দে (b) ১৯৫২ খ্রিস্টাব্দে (c) ১৯৫৪ খ্রিস্টাব্দে (d) ১৯৫৬ খ্রিস্টাব্দে

[MCQ]ইতিহাস।।ঠান্ডা লড়াই এবং মুক্তি আন্দোলন।।সেট ১

ঠান্ডা লড়াই এবং মুক্তি আন্দোলন প্রশ্ন:১ শ্রীলঙ্কার পূর্বনাম ছিল— (a) লঙ্কা দ্বীপ (b) সুবর্ণ দ্বীপ (c) জাভা (d) সিংহল

[MCQ]ইতিহাস।।স্বাধীন ভারতের সংবিধান।।সেট ২

 স্বাধীন ভারতের সংবিধান প্রশ্ন:১ লোকসভার মোট আসন সংখ্যা— (a) ৫৫১ টি  (b) ৫৫২ টি (c) ৫৫৩ টি (d) ৫৫৪ টি

[MCQ]ইতিহাস।।স্বাধীন ভারতের সংবিধান।।সেট ১

স্বাধীন ভারতের সংবিধান   প্রশ্ন:১ ভারতের জাতীয় স্তোত্র হল— (a) জনগণমন (b) আগুনের পরশমণি (c) ধনধান্য পুষ্পভরা (d) বন্দেমাতরম্

[MCQ]Physics।।পদার্থবিদ্যা।।শব্দ।।সেট ২।।Solve.org.in

শব্দ প্রশ্ন:১ 256 কম্পাঙ্কের সমমেল হল— (a) 625 (b) 562 (c) 512

সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গণিত অনুশীলন।।দিন ১৬

 সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গণিত অনুশীলন ☆প্রশ্ন ১ (S.S.C. 2005) (0.05 * 5 - 0.005 * 5) = ? (a) 0.0225 (b) 0.225 (c) 0.250 (d) 0.275 উত্তর : b ☆প্রশ্ন ২ (Railways 2008) (0.01/0.1) + (0.1/0.01) = ? (a) 10.10 (b) 1.10 (c) 11.10 (d) 10.11 উত্তর : a ☆প্রশ্ন ৩ (Bank P.O. 2006) 0.9 / 0.75 = ? (a) 1.4 (b) 1.8 (c) 1.1 (d)  1.35 (e) none of these উত্তর : e ☆প্রশ্ন ৪ (Railways 2006) 12.1 / 19.8 = ? (a) 7/9 (b) 11/18 (c) 13/17 (d) 11/19 উত্তর : b ☆প্রশ্ন ৫ (Railways 2006) 1999/2111 = ? (a) 0.946 (b) 0.904 (c) 0.893 (d) 0.981 উত্তর : a ☆প্রশ্ন ৬ (Railways 2006) 20.40 * ? = 12.24 (a) 0.6 (b) 0.06 (c) 6.60 (d) 0.66 উত্তর : a ☆প্রশ্ন ৭ (Railways 2006) 6(1/4) * 0.25 +0.75 - 0.3125 = ? (a) 5.9375 (b) 4.2968 (c) 2.1250 (d) 2 উত্তর : d ☆প্রশ্ন ৮ (S.S.C. 2007) যদি 1.5x = 0.04y, তাহলে ((y−x))/((y+x))  এর মান কত ? (a) 730/77 (b) 73/77 (c) 73/770 (d) 709/77 উত্তর : b ☆প্রশ্ন ৯ (Railways 2008) 0.00117 / 0.585 = ? (a) 0.02 (b) 0.03 (c) 0.002 (d) 0.003 উত্তর : c ☆প্রশ্ন ১০ (S.S.C. 2005) যদি 0.13 / p^(2

[MCQ]Physics।।পদার্থবিদ্যা।।শব্দ।।সেট ১।।Solve.org.in

 শব্দ প্রশ্ন:১ স্বনকের আকার বাড়লে শব্দের প্রাবল্য— (a) কমে (b) একই থাকে (c) বাড়ে

[MCQ]Geography।। ভারতের ভূপ্রকৃতি।।সেট ২।।solve.org.in

 ভারতের ভূপ্রকৃতি প্রশ্ন:১ পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম : (a) কলসুবাই (b) ডােডাবেট্টা (c) আনাইমুদি

[MCQ]Geography।। ভারতের ভূপ্রকৃতি।।সেট ১।।solve.org.in

ভারতের ভূপ্রকৃতি   প্রশ্ন:১ পূর্ব ও পশ্চিম হিমালয়ের সীমানা হল : (a) দার্জিলিং হিমালয় (b) কাশ্মীর হিমালয় (c) মধ্য হিমালয়

[MCQ]Physics।।পদার্থবিদ্যা।।আলো।।সেট ২।।Solve.org.in

আলো   প্রশ্ন:১ সমতল দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব বস্তুর দূরত্বের— (a) বেশি হবে (b) সমান হবে (c) কম হবে

[MCQ]Physics।।পদার্থবিদ্যা।।আলো।।সেট ১।।Solve.org.in

 আলো প্রশ্ন:১ প্রতিফলনে পার্শ্বীয় পরিবর্তন হয় যখন বস্তুটি— (a) স্বচ্ছ (b) প্রতিসম (c) অপ্রতিসম উত্তর: C প্রশ্ন:২ যে শ্রেণীর অক্ষরগুলিতে পার্শ্বীয় পরিবর্তন হয় না তা হল— (a) BDO (b) PSR (c) OMU উত্তর: C প্রশ্ন:৩ একটি ঘড়ির ডায়ালে সংখ্যার পরিবর্তে দাগ চিহ্ন আছে। একটি সমতল আয়নায় দেখে মনে হল 9 টা 20 মিনিট বেজেছে। তখন প্রকৃত সময় ছিল— (a) 9 টা 20 মিনিট (b) 2 টো 40 মিনিট (c) 8 টা 40 মিনিট উত্তর: B প্রশ্ন:৪ একটি সমতল দর্পণে লম্বভাবে আপতিত আলোকরশ্মির জন্য আপতন কোণের মান— (a) 90° (b) 0° (c) 45° উত্তর: B প্রশ্ন:৫ কোনাে আলােকরশ্মি কোনাে দর্পণের তলের সঙ্গে 40° কোণ করে দর্পণে আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে— (a) 50° (b) 40° (c) 80° উত্তর: A প্রশ্ন:৬ একটি বস্তু দর্পণ থেকে 20 cm দূরে আছে। বস্তুটির প্রতিবিম্ব বস্তু থেকে যে দূরে অবস্থিত তা হল— (a) 20 cm (b) 30 cm (c) 40 cm উত্তর: C প্রশ্ন:৭ সিনেমার পর্দা হওয়া উচিত—    (a) সাদা ও অমসৃণ (b) মসৃণ ও সাদা (c) রঙিন ও মসৃণ উত্তর: A প্রশ্ন:৮ আলোকরশ্মির চ্যুতিকোণ 90° হতে হলে সমতল দর্পণে কোনাে রশ্মির আপতন কোণ হবে— (a) 60° (b) 45° (c) 30° উত্তর: B প্রশ্ন:

[MCQ]Physics।।পদার্থবিদ্যা।।সরল যন্ত্র।।সেট ২।।Solve.org.in

সরল যন্ত্র ✬প্রশ্ন:১ মানুষের বাহু একটি— (a) প্রথম শ্রেণির লিভার (b) দ্বিতীয় শ্রেণির লিভার (c) তৃতীয় শ্রেণির লিভার

[MCQ]Physics।।পদার্থবিদ্যা।।সরল যন্ত্র।।সেট ১।।Solve.org.in

সরল যন্ত্র ✹প্রশ্ন:১ আদর্শ যন্ত্রের কর্মদক্ষতা হল—  (a) 50 % (b) 99 % (c) 100 %

[MCQ]Physics।।পদার্থবিদ্যা।।কার্য, ক্ষমতা ও শক্তি।।সেট ২।।Solve.org.in

 কার্য, ক্ষমতা ও শক্তি ✮ প্রশ্ন:১ হর্সপাওয়ার (HP) কিসের একক— (a) ক্ষমতার   (b) কার্যের (c) শক্তির

[MCQ]Physics।।পদার্থবিদ্যা।।কার্য, ক্ষমতা ও শক্তি।।সেট ১।।Solve.org.in

 কার্য, ক্ষমতা ও শক্তি ✬ প্রশ্ন:১ HP যে ভৌত রাশির একক সেটি হল— (a) কার্য  (b) ক্ষমতা (c) শক্তি

[MCQ]Physics।।পদার্থবিদ্যা।।নিউটনের গতিসূত্র।।সেট ২।।Solve.org.in

 নিউটনের গতিসূত্র ❂ প্রশ্ন:১ তােমার কাছে দুটি বল আছে। প্রথম বলটির ভর 40 g এবং দ্বিতীয় বলটির ভর 80 g। প্রথম বলটিকে 10 cm.s^-1 বেগে এবং দ্বিতীয় বলটিকে 5 cm.s^-1 বেগে ছোঁড়া হল। এখন প্রথম বলটির ভরবেগ— (a) দ্বিতীয় বলটির ভরবেগের সমান (b) দ্বিতীয় বলটির ভরবেগের চেয়ে বেশি (c) দ্বিতীয় বলটির ভরবেগের চেয়ে কম

[MCQ]Physics।।পদার্থবিদ্যা।।নিউটনের গতিসূত্র।।সেট ১।।Solve.org.in

নিউটনের গতিসূত্র  ✬ প্রশ্ন:১ হালকা বস্তুর তুলনায় ভারী বস্তুর জাড্য— (a) কম (b) একই (c) বেশি

[MCQ]Physics।।পদার্থবিদ্যা।।স্থিতি ও গতি।।সেট ১।।Solve.org.in

স্থিতি ও গতি   ✲ প্রশ্ন:১ নীচের বস্তুগুলির মধ্যে কোন্‌টি চরম স্থির বস্তু— (a) পৃথিবী (b) সূর্য (c) এদের কোনােটিই নয়

[MCQ]ইতিহাস।।বিশ শতকের প্রথমার্ধে জাতীয় আন্দোলন।।সেট ৫

 বিশ শতকের প্রথমার্ধে জাতীয় আন্দোলন ⭐প্রশ্ন:১ দিল্লির লালকেল্লায় বন্দি আজাদ হিন্দ ফৌজের বিচার শুরু হয়েছিল— (a) ১৯৪৩ খ্রিস্টাব্দে (b) ১৯৪৪ খ্রিস্টাব্দে (c) ১৯৪৫ খ্রিস্টাব্দে (d) ১৯৪৬ খ্রিস্টাব্দে উত্তর: C ⭐প্রশ্ন:২ বাংলায় স্বদেশি আন্দোলনের সঙ্গে যুক্ত একজন নেত্রীর নাম হল— (a) সরোজিনী নাইডু    (b) বীণা দাশ (c) শ্রীমতি অ্যানি বেসান্ত (d) সরলাদেবী চৌধুরানী উত্তর: D ⭐প্রশ্ন:৩ ভারতে কার নেতৃত্বে প্রথম মে দিবস পালিত হয়— (a) জয়প্রকাশ নারায়ণ (b) ড. রামমনােহর লােহিয়া (c) সিঙ্গারাভেলু চেট্টিয়ার (d) অচ্যুত পট্টবর্ধন উত্তর: C ⭐প্রশ্ন:৪ জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময়ে ভারতের ভাইসরয় ছিলেন— (a) জন লরেন্স (b) নর্থ ব্রুক (c) ডাফরিন (d) ক্যানিং উত্তর: C ⭐প্রশ্ন:৫ কবে ‘মন্ত্রী মিশন’ ভারতে আসে— (a) ১৯৪৩ খ্রিস্টাব্দে (b) ১৯৪৪ খ্রিস্টাব্দে (c) ১৯৪৫ খ্রিস্টাব্দে (d) ১৯৪৬ খ্রিস্টাব্দে উত্তর: D ⭐প্রশ্ন:৬ মুসলিম লিগের লাহাের প্রস্তাব গৃহীত হয়— (a) ১৯৩৮ খ্রিস্টাব্দে (b) ১৯৪০ খ্রিস্টাব্দে (c) ১৯৪২ খ্রিস্টাব্দে (d) ১৯৪৪ খ্রিস্টাব্দে উত্তর: B ⭐প্রশ্ন:৭ ভারত ছাড়াে আন্দোলনের সময় মেদিনীপুরের কোন্ অঞ্চলে জাত

[MCQ]ইতিহাস।।বিশ শতকের প্রথমার্ধে জাতীয় আন্দোলন।।সেট ৪

 বিশ শতকের প্রথমার্ধে জাতীয় আন্দোলন 📙প্রশ্ন:১ কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়— (a) ১৯৩৪ খ্রিস্টাব্দে (b) ১৯৩৮ খ্রিস্টাব্দে (c) ১৯৪২ খ্রিস্টাব্দে (d) ১৯৪৬ খ্রিস্টাব্দে উত্তর: A 📙প্রশ্ন:২ জাতীয় কংগ্রেসের কোন্ অধিবেশনে সুভাষচন্দ্র বসু প্রথম সভাপতি নির্বাচিত হন— (a) ত্রিপুরি (b) দিল্লি (c) হরিপুরা (d) কলকাতা উত্তর: C 📙প্রশ্ন:৩ ভারতে প্রথম ‘মে দিবস’ পালন করা হয়— (a) ১৯২৩ খ্রিস্টাব্দে (b) ১৯২৫ খ্রিস্টাব্দে (c) ১৯২৭ খ্রিস্টাব্দে (d) ১৯২৯ খ্রিস্টাব্দে উত্তর: C 📙প্রশ্ন:৪ মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল— (a) ১৯১৪ খ্রিস্টাব্দে (b) ১৯১৯ খ্রিস্টাব্দে (c) ১৯২৪ খ্রিস্টাব্দে (d) ১৯২৯ খ্রিস্টাব্দে উত্তর: D 📙প্রশ্ন:৫ ‘লোকমান্য’ রূপে পরিচিত ছিলেন— (a) বালগঙ্গাধর তিলক    (b) বিপিনচন্দ্র পাল (c) গোপালচন্দ্র গোখলে (d) লালা লাজপত রায় উত্তর: A 📙প্রশ্ন:৬ ‘সারাভারত কিষান কংগ্রেস’- এর নাম সারাভারত কিষাণ সভা হয়— (a) ১৯৩০ খ্রিস্টাব্দে (b) ১৯৩৭ খ্রিস্টাব্দে (c) ১৯৪৪ খ্রিস্টাব্দে (d) ১৯৫১ খ্রিস্টাব্দে উত্তর: B 📙প্রশ্ন:৭ ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়— (a) ১৯৪২ খ্রিস্টাব্দে (b) ১৯৪৩ খ্রিস্টাব্দে (c)

[MCQ]ইতিহাস।।বিশ শতকের প্রথমার্ধে জাতীয় আন্দোলন।।সেট ৩

বিশ শতকের প্রথমার্ধে জাতীয় আন্দোলন 📖প্রশ্ন:১ সুভাষচন্দ্র বসু রচিত একটি গ্রন্থের নাম হল— (a) ইন্ডিয়া উইনস ফ্রিডম (b) দি ইন্ডিয়ান স্ট্রাগল (c) ডিসকভারি অফ ইন্ডিয়া (d) দ্য মেকিং অফ নেশনস

[MCQ]ইতিহাস।।বিশ শতকের প্রথমার্ধে জাতীয় আন্দোলন।।সেট ২

বিশ শতকের প্রথমার্ধে জাতীয় আন্দোলন 📖প্রশ্ন:১ ‘সারা ভারত কিষান কংগ্রেস’-এর প্রথম অধিবেশনে সভাপতি ছিলেন—   (a) বি.পি.ওয়াদিয়া (b) স্বামী সহজানন্দ সরস্বতী (c) ড. রামমনোহর লোহিয়া  (d) ই.এম.এস নাম্বুদিরিপাদ

[MCQ]ইতিহাস।।বিশ শতকের প্রথমার্ধে জাতীয় আন্দোলন।।সেট ১

 বিশ শতকের প্রথমার্ধে জাতীয় আন্দোলন 📖প্রশ্ন:১ ‘আজাদ হিন্দ ফৌজ’ প্রথমে সংগঠিত করেন— (a) প্রীতম সিং (b) ক্যাপ্টেন মােহন সিং (c) রাসবিহারী বসু (d) নেতাজি সুভাষচন্দ্র বসু

সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গণিত অনুশীলন।।দিন ১৫

গণিত অনুশীলন⋙সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য 📚প্রশ্ন ১ একটি আয়তাকার ঘরের প্রস্থ 8 মিটার এবং উচ্চতা 5 মিটার হলে, ঘরটির প্রস্থের দিকের প্রতিটি দেওয়ালের ক্ষেত্রফল কত ? a. 16 বর্গমিটার  b. 26 বর্গমিটার c. 40 বর্গমিটার d. 60 বর্গমিটার

[MCQ]Physics and chemistry।।পদার্থ ও রসায়ন বিদ্যা।।অবস্থার পরিবর্তন।।সেট ২।।Solve.org.in

পদার্থ ও রসায়ন বিদ্যা>>>অবস্থার পরিবর্তন 📖প্রশ্ন:১ 0°C উষ্ণতার একটি বরফখণ্ডে গর্ত করে 10°C উষ্ণতার জল দ্বারা পূর্ণ করলে এই জলের উষ্ণতা হবে— (a) 10°C (b) 0°C (c) -10°C

[MCQ]Physics and chemistry।।পদার্থ ও রসায়ন বিদ্যা।।অবস্থার পরিবর্তন।।সেট ১।।Solve.org.in

পদার্থ ও রসায়ন বিদ্যা>>>অবস্থার পরিবর্তন 🔖প্রশ্ন:১ চাপ বাড়ালে মোমের গলনাঙ্ক— (a) বেড়ে যায়  (b) কমে যায় (c) একই থাকে

[MCQ]Physics and chemistry।।পদার্থ ও রসায়ন বিদ্যা।।পদার্থ ও শক্তি।।সেট ২।।Solve.org.in

পদার্থ ও রসায়ন বিদ্যা>>>পদার্থ ও শক্তি  📙প্রশ্ন:১ সৌর কোশে— (a) সৌর শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় (b) সৌর শক্তি আলােক শক্তিতে রূপান্তরিত হয় (c) সৌর শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়

[MCQ]Physics and chemistry।।পদার্থ ও রসায়ন বিদ্যা।।পদার্থ ও শক্তি।।সেট ১।।Solve.org.in

 পদার্থ ও রসায়ন বিদ্যা>>>পদার্থ ও শক্তি 📘প্রশ্ন:১ বস্তুর ভর যত বাড়ে তার ওজন তত— (a) কমে (b) বাড়ে (c) বাড়ে না 

[MCQ]Physics and chemistry।।পদার্থ ও রসায়ন বিদ্যা।।পরিমাপের পদ্ধতি।।সেট ২।।Solve.org.in

 পদার্থ ও রসায়ন বিদ্যা⋙পরিমাপের পদ্ধতি 📗প্রশ্ন:১ SI- তে তাপমাত্রার একক হল— (a) degree celsius (b) candela (c) kelvin উত্তর: C

[MCQ]Physics and chemistry।।পদার্থ ও রসায়ন বিদ্যা।।পরিমাপের পদ্ধতি।।সেট ১।।Solve.org.in

পদার্থ ও রসায়ন বিদ্যা⋙পরিমাপের পদ্ধতি ☆ প্রশ্ন:১ স্কেলার রাশিটি চিহ্নিত করাে— (a) ত্বরণ (b) ভরবেগ (c) কার্য

সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গণিত অনুশীলন।।দিন ১৪

গণিত অনুশীলন☆সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য 📚প্রশ্ন ১ শুন্য একটি  (i) স্বাভাবিক সংখ্যা  (ii) অখণ্ড সংখ্যা  (iii) ধনাত্মক পূর্ণসংখ্যা  (iv) ঋণাত্মক পূর্ণসংখ্যা 

[MCQ]ইতিহাস।।নাতসিবাদ ও ফ্যাসিবাদ—দ্বিতীয় বিশ্বযুদ্ধ।।সেট ৫

 ইতিহাস।।নাতসিবাদ ও ফ্যাসিবাদ—দ্বিতীয় বিশ্বযুদ্ধ 📕প্রশ্ন:১ অ্যান্টি-কমিন্টার্ন চুক্তি স্বাক্ষরিত হয়— (a) ১৯২৭ খ্রিস্টাব্দে (b) ১৯৩০ খ্রিস্টাব্দে (c) ১৯৩৩ খ্রিস্টাব্দে (d) ১৯৩৬ খ্রিস্টাব্দে উত্তর: D 📕প্রশ্ন:২ স্পেনের গৃহযুদ্ধ শুরু হয়েছিল— (a) ১৯৩৬ খ্রিস্টাব্দে (b) ১৯৪০ খ্রিস্টাব্দে (c) ১৯৪৪ খ্রিস্টাব্দে (d) ১৯৪৮ খ্রিস্টাব্দে উত্তর: A 📕প্রশ্ন:৩ হিটলার জার্মানির চ্যান্সেলর পদে নিযুক্ত হন— (a) ১৯৩০ খ্রিস্টাব্দে (b) ১৯৩৩ খ্রিস্টাব্দে (c) ১৯৩৬ খ্রিস্টাব্দে (d) ১৯৩৯ খ্রিস্টাব্দে উত্তর: B 📕প্রশ্ন:৪ জার্মানি কোন্ জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিল— (a) স্লাভ  (b) আ্যংলো স্যাকসন   (c) নর্ডিক (d) টিউটন উত্তর: D 📕প্রশ্ন:৫ দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয়— (a) ১৯৩৫ খ্রিস্টাব্দে (b) ১৯৪০ খ্রিস্টাব্দে (c) ১৯৪৫ খ্রিস্টাব্দে (d) ১৯৫০ খ্রিস্টাব্দে উত্তর: C 📕প্রশ্ন:৬ রোম-বার্লিন-টোকিও অক্ষচুক্তি স্বাক্ষরিত হয়— (a) ১৯২৯ খ্রিস্টাব্দে (b) ১৯৩৩ খ্রিস্টাব্দে (c) ১৯৩৭ খ্রিস্টাব্দে (d) ১৯৪০ খ্রিস্টাব্দে উত্তর: C 📕প্রশ্ন:৭ ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়— (a) ১৯১৯ খ্রিস্টাব্দে (b) ১৯২৪ খ্রিস্টাব্দে (c) ১৯২৯ খ্রিস

[MCQ]ইতিহাস।।নাতসিবাদ ও ফ্যাসিবাদ—দ্বিতীয় বিশ্বযুদ্ধ।।সেট ৪

 নাতসিবাদ ও ফ্যাসিবাদ—দ্বিতীয় বিশ্বযুদ্ধ ❋ প্রশ্ন:১ জাপান মাঞ্চুরিয়া আক্রমণ করেছিল— (a) ১৯৩১ খ্রিস্টাব্দে (b) ১৯৩৬ খ্রিস্টাব্দে (c) ১৯৪১ খ্রিস্টাব্দে (d) ১৯৪৬ খ্রিস্টাব্দে

[MCQ]ইতিহাস।।নাতসিবাদ ও ফ্যাসিবাদ—দ্বিতীয় বিশ্বযুদ্ধ।।সেট ৩

 নাতসিবাদ ও ফ্যাসিবাদ—দ্বিতীয় বিশ্বযুদ্ধ ❋ প্রশ্ন:১ ফ্যাসিবাদের উদ্ভব হয়— (a) ইতালিতে (b) জাপানে (c) জার্মানিতে (d) রাশিয়ায়

[MCQ]ইতিহাস।।নাতসিবাদ ও ফ্যাসিবাদ—দ্বিতীয় বিশ্বযুদ্ধ।।সেট ২

নাতসিবাদ ও ফ্যাসিবাদ—দ্বিতীয় বিশ্বযুদ্ধ ✵ প্রশ্ন:১ স্পেনের গৃহযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন— (a) মুসােলিনি (b) ফ্রাঙ্কো (c) হিটলার (d) স্ট্যালিন

[MCQ]ইতিহাস।।নাতসিবাদ ও ফ্যাসিবাদ—দ্বিতীয় বিশ্বযুদ্ধ।।সেট ১

 নাতসিবাদ ও ফ্যাসিবাদ—দ্বিতীয় বিশ্বযুদ্ধ ❃ প্রশ্ন:১ ‘ইল দ্যুচে’ কথার অর্থ হল—     (a) প্রধান সেনাপতি (b) প্রধান ধর্মগুরু (c) প্রধান নেতা (d) প্রধান রাষ্ট্রদূত

[MCQ]Geography।।বায়ুপ্রবাহ, আদ্রতা এবং বৃষ্টিপাত।।সেট ৩।।solve.org.in

বায়ুপ্রবাহ, আদ্রতা এবং বৃষ্টিপাত ⛤ প্রশ্ন:১ সম্পৃক্ত বায়ুর উষ্ণতা শিশিরাঙ্কের নীচে নেমে গেলে শুরু হয় :  (a) ঘনীভবন (b) বাষ্পীভবন (c) অধঃক্ষেপণ

সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গণিত অনুশীলন।।দিন ১৩

গণিত অনুশীলন ✶প্রশ্ন ১ একটি শ্রেণিতে 81 জন বালকের মধ্যে 66 জন ফুটবল এবং 32 জন ভলিবল খেলতে পারে, এবং 6 জন কোনো খেলায় জানে না। কতজন বালক উভয় প্রকার খেলা জানে ?

[MCQ]Geography।।বারিমণ্ডল।।সেট ৩।।solve.org.in

বারিমণ্ডল ✸ প্রশ্ন:১ অমাবস্যার দিনে পৃথিবীর যে অংশ চন্দ্রের সামনে আসে সেখানে : (a) ভাটা হয় (b) মরা কটাল হয় (c) ভরা কটাল হয়