দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রশ্ন:১ হ্যামলেট বলতে কি বোঝায় ? উত্তর: হ্যামলেট হল প্রকৃতপক্ষে গ্রামের প্রধান অংশ থেকে বিচ্ছিন্ন একটি পাড়া বা উপগ্রাম। প্রশ্ন:২ ভারতের কোন রাজ্যকে ‘মণির দেশ’ ও ‘ক্ষুদ্র স্বর্গ’ বলা হয় ? উত্তর: মণিপুর। প্রশ্ন:৩ জারোয়াদের নিজস্ব জীবিকাটি উল্লেখ কর ? উত্তর: বুনো শুকর, গিরগিটি জাতীয় প্রাণী, মাছ শিকার ও ফলপাকুড় সংগ্রহ করে।