Skip to main content

Posts

Showing posts with the label ভূগোল VSQ

সাম্প্রতিক পোস্ট

ইতিহাস MCQs For WBCS EXAM, SET 01

ইতিহাস MCQs For WBCS EXAM প্রশ্নঃ ১.  গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন? (a) লুম্বিনী (b) সারণাথ (c) কুশিনগর (d)  বুদ্ধগয়া উত্তরঃ d প্রশ্নঃ ২.  মৃচ্ছকটিকম নাটকটি কার লেখা? (a) বিসাখদত্ত (b) সুদ্রক (c)  বানভট্ট (d)  ভাস উত্তরঃ b

ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (VSQ), সেট–৯৪

ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রশ্ন:১ হ্যামলেট বলতে কি বোঝায় ? উত্তর: হ্যামলেট হল প্রকৃতপক্ষে গ্রামের প্রধান অংশ থেকে বিচ্ছিন্ন একটি পাড়া বা উপগ্রাম। প্রশ্ন:২ ভারতের কোন রাজ্যকে ‘মণির দেশ’ ও ‘ক্ষুদ্র স্বর্গ’ বলা হয় ? উত্তর: মণিপুর। প্রশ্ন:৩ জারোয়াদের নিজস্ব জীবিকাটি উল্লেখ কর ? উত্তর: বুনো শুকর, গিরগিটি জাতীয় প্রাণী, মাছ শিকার ও ফলপাকুড় সংগ্রহ করে।

ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (VSQ), সেট–৯৩

ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রশ্ন:১ বিশ্বে প্রথম মহাশূন্যে হেঁটেছেন কে ? উত্তর: অ্যালেক্সি লিওনভ। প্রশ্ন:২ ভারতবর্ষে মোট কটি দ্বীপ আছে ? উত্তর: ১৪৭ টি। প্রশ্ন:৩ বঙ্গোপসাগরের অন্তর্ভুক্ত কটি দ্বীপ আছে ? উত্তর: দুশো চারটি।

ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (VSQ), সেট–৯২

ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রশ্ন:১ মধ্য আমেরিকায় স্থানান্তর কৃষি কী নামে পরিচিত ? উত্তর: মিলপা। প্রশ্ন:২ কেন্দ্রীয় মৎস্য শিকার কেন্দ্র ও মৎস্য গবেষণাগারটি ভারতের কোন শহরে অবস্থিত ?  উত্তর: কোচিনে। প্রশ্ন:৩ ন্যাশনাল অ্যারোনটিক্যাল ল্যাবরেটরী কোথায় অবস্থতি ? উত্তর: ব্যাঙ্গালোরে।

ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (VSQ), সেট–৯১

ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রশ্ন:১ WTO এর সদস্য দেশের সংখ্যা কত ? উত্তর:  ১৬৪ টি (জুলাই ২০১৬)। প্রশ্ন:২ ‘Cosmos’ কার লেখা ? উত্তর:  হামবোল্ট। প্রশ্ন:৩ মানবীয় ভূগোলের প্রবক্তা কে ? উত্তর:  ভিদাল–দে–লা–ব্লাচে।

ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (VSQ), সেট–৯০

ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রশ্ন:১ আল্পস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ? উত্তর: মাউন্ট ব্ল্যাঙ্ক। প্রশ্ন:২ বেরিং স্রোত কোন মহাসাগরে দেখা যায় ? উত্তর: প্রশান্ত মহাসাগরে। প্রশ্ন:৩ সমুদ্রে নাবিকরা যে যন্ত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করে তার নাম কি ? উত্তর: সেকস্ট্যান্ট যন্ত্র।

ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (VSQ), সেট–৮৯

ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রশ্ন:১ ভারতের সর্ববৃহৎ রাজ্যটি ভারতের সর্বক্ষুদ্র রাজ্য অপেক্ষা কত গুণ বড়ো ? উত্তর: ৯০ গুণ। প্রশ্ন:২ বাংলার ‘শিলিগুড়িতে’ জনসংখ্যা বৃদ্ধির কারণ কী ? উত্তর: ভালো সড়ক যোগাযোগ ব্যবস্থা। প্রশ্ন:৩ ভারত ও পাকিস্তানের মধ্যে ‘সিন্ধু জলবণ্টন চুক্তি‘ কবে স্বাক্ষরিত হয় ? উত্তর: ১৯৬০ সালে।

ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (VSQ), সেট–৮৮

ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রশ্ন:১ পৃথিবীর সবচেয়ে লবনাক্ত হ্রদ কোথায় অবস্থিত ? উত্তর: ভানুগালু (তুরস্ক)। প্রশ্ন:২ তিস্তা নদী কোন হিমবাহ থেকে উৎপন্ন হয় ? উত্তর: জেমু হিমবাহ। প্রশ্ন:৩ দোদাবেতা কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ? উত্তর: নীলগিরি।

ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (VSQ), সেট–৮৭

ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রশ্ন:১ ‘কচ্ছ’ শব্দের অর্থ কী ? উত্তর: জলাময় দেশ। প্রশ্ন:২ পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ? উত্তর: অন্ধ্রপ্রদেশ ও ওডিশা সীমান্তে অবস্থিত আরমা কোল্ডা (১৬৮০ মিটার)। প্রশ্ন:৩ একটি স্তুপ পর্বতের উদাহরণ দাও। উত্তর: সাতপুরা।

ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (VSQ), সেট–৮৬

ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রশ্ন:১ ভারতের প্রথম সুতাকলটি কোথায় স্থাপিত হয় ? উত্তর: ঘুসুড়ি। প্রশ্ন:২ ভারতের বৃহত্তম তাম্র কারখানাটি কোন অঞ্চলে অবস্থিত ? উত্তর: মৌভাণ্ডার। প্রশ্ন:৩ রাউরকেল্লা ইস্পাত কারখানাটি কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে ? উত্তর: পশ্চিম জর্মানী।

ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (VSQ), সেট–৮৫

ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রশ্ন:১ পাঞ্জাবকে পঞ্চ নদীর দেশ বলা হয়। এই পঞ্চনদ গুলো কোন নদীর উপনদী ? উত্তর: সিন্দু। প্রশ্ন:২ বিশ্বের সবচেয়ে লবণাক্ত হ্রদের নাম কী ? উত্তর: ভ্যান গোলু (তুরস্ক)। প্রশ্ন:৩ পাংগাং হ্রদ কোথায় আছে ? উত্তর: লাদাখ।

ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (VSQ), সেট–৮৪

ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রশ্ন:১ দ্বারকেশ্বর এবং শিলাবতী নদীর যুগ্ম প্রবাহ কী নামে পরিচিত ? উত্তর: রূপনারায়ণ। প্রশ্ন:২ বাংলার কোন জেলায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয় ? উত্তর: পুরুলিয়া। প্রশ্ন:৩ ‘দিয়ারা’ অঞ্চলটি বাংলার কোন জেলার সঙ্গে যুক্ত ? উত্তর: মালদা।

ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (VSQ), সেট–৮৩

ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রশ্ন:১ সূর্যরশ্মির কত শতাংশ ভূপৃষ্ঠে পতিত হয় ? উত্তর: ৬৬ শতাংশ। প্রশ্ন:২ আবহাওয়া ও জলবায়ুর প্রধান উপাদান কী ? উত্তর: বায়ুর উষ্ণতা। প্রশ্ন:৩ ক্যানারি স্রোত কোন মহাসাগরে প্রবাহিত হয় ? উত্তর: আটলান্টিক মহাসাগর।

ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (VSQ), সেট–৮২

ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রশ্ন:১ আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র কোথায় অবস্থিত ? উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্রে। প্রশ্ন:২ “চ্যালেঞ্জার খাত” কোথায় অবস্থিত ? উত্তর: প্রশান্ত মহাসাগরে। প্রশ্ন:৩ সমুদ্রে নাবিকরা যে যন্ত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করে তার নাম কি ? উত্তর: সেকস্ট্যান্ট যন্ত্র।

ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (VSQ), সেট–৮১

ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রশ্ন:১ DVC পুরো নাম কী ? উত্তর:  দামোদর ভ্যালি কর্পোরেশন। প্রশ্ন:২ ভারতের একমাত্র কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম কী ? উত্তর:  ইম্ফল। প্রশ্ন:৩ ভারতের খনিজভান্ডার কাকে বলে ? উত্তর:  ছোটনাগপুর মালভুমিকে।

ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (VSQ), সেট–৮০

ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রশ্ন:১ দশম জলপ্রপাতটি কোন রাজ্যে অবস্থিত ? উত্তর: ঝাড়খন্ড। প্রশ্ন:২ সিন্ধুনদের সিয়োক উপনদীটি কোন হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে ? উত্তর: রিমো। প্রশ্ন:৩ ভারতের সর্বশ্রেষ্ঠ বক্সাইট উৎপাদক অঞ্চল কোনটি ? উত্তর: পালামৌর খনি অঞ্চল।

ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (VSQ), সেট–৭৯

ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রশ্ন:১ ম্যাটার হর্ন কোন পর্বতমালার অন্তর্গত ? উত্তর: আল্পস। প্রশ্ন:২ কোন দেশকে “Land of Cakes” বলা হয় ? উত্তর: স্কটল্যান্ড। প্রশ্ন:৩ দশম জলপ্রপাতটি কোন রাজ্যে অবস্থিত ? উত্তর: ঝাড়খন্ড।

ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (VSQ), সেট–৭৮

ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রশ্ন:১ পৌরপুঞ্জ এর একটি উদাহরণ দাও ? উত্তর: কলকাতা পৌরপুঞ্জ। প্রশ্ন:২ পূৰ্বাতন সোভিয়েত ইউনিয়নে যৌথ খামারকে কী বলা হত ? উত্তর: কলখোজ বা Kolkhoz। প্রশ্ন:৩ CBD কী ? উত্তর: কোনো বড়ো শহরের কেন্দ্রীয় অংশটিকে CBD বা কেন্দ্রীয় বাণিজ্য এলাকা বলে।

ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (VSQ), সেট–৭৭

ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রশ্ন:১ ওখা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত ? উত্তর: গুজরাট। প্রশ্ন:২ পৃথিবীর শ্রেষ্ঠ অভ্রবলয় কোনটি ? উত্তর: কোডার্মা মালভূমির উত্তরাংশ। প্রশ্ন:৩ ভারতের আমদানী বাণিজ্যে কলিকাতা বন্দরের স্থান কত ?  উত্তর: দ্বিতীয়।

ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (VSQ), সেট–৭৬

ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রশ্ন:১ সিডার ঝড় কোথায় দেখা যায় ? উত্তর: ভারত ও বাংলাদেশ। প্রশ্ন:২ তিব্বতে যাওয়ার জন্য সিকিম রাজ্যে কোন গিরিপথটি আছে ? উত্তর: নাথুলা। প্রশ্ন:৩ আয়ন বায়ু কে কি নামে ডাকা হয় ? উত্তর: বাণিজ্য বায়ু।

ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (VSQ), সেট–৭৫

ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রশ্ন:১ গঙ্গা, যমুনা ও সরস্বতী নদী কোন শহরের পাশ দিয়ে বয়ে গেছে ? উত্তর: এলাহাবাদ। প্রশ্ন:২ ওড়িশা রাজ্যের State Animal কোনটি ? উত্তর: সম্বর হরিণ। প্রশ্ন:৩ আয়তনে বা জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম দেশ কি ? উত্তর: ভ্যাটিকান সিটি।