Skip to main content

Posts

Showing posts from April, 2021

সাম্প্রতিক পোস্ট

নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও।

নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও।   অথবা,  একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও।  অথবা,  নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও।             উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়।  এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়।  নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা:       পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের নীচের দিকে ক্ষয়কাজ বেশি করে বলে নদী-খাত প্রথমে '।'

[WBCS Special MCQs] Biology।। উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান।।সেট-১১

উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান প্রশ্ন:১ লিগনিন যে কোশপ্রাচীরে থাকে সেটি হল— (a) ফ্লোয়েম (b) কর্ক (c) জাইলেম কোশ (d) প্যারেনকাইমা উত্তর: C প্রশ্ন:২ যে কলা খাদ্য সংবহন করে তাকে বলে— (a) ফ্লোয়েম  (b) প্যারেনকাইমা (c) ভাসকুলার (d) জাইলেম উত্তর: A

[WBCS Special MCQs] Biology।। উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান।।সেট-১০

উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান প্রশ্ন:১ ট্রিপ্লয়েড (3n) কলা হল— (a) সস্য/ভুট্টা/গম/লিলি (b) পেঁয়াজ/ব্রায়ােফাইলাম/পাইনাসের পাতা (c) পেঁয়াজ/মুলাে/গাজরের মূল (d) ফার্নের প্রােথেলাস উত্তর: A প্রশ্ন:২ সপুষ্পক উদ্ভিদের সস্য হল— (a) হ্যাপ্লয়েড (n)  (b) ডিপ্লয়েড (2n) (c) ট্রিপ্লয়েড (3n) (d) টেট্রাপ্লয়েড (4n) উত্তর: C

[WBCS Special MCQs] Biology।। উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান।।সেট-৯

উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান প্রশ্ন:১ পাখির বীজের বিস্তার ঘটানাের উপায় হল— (a) ফল খেয়ে বীজগুলি অক্ষত অবস্থায় বিষ্ঠার সঙ্গে নির্গত করা (b) পালকের সাহায্যে বহন করা (c) ঠোঁটে করে বীজ নিয়ে যাওয়া (d) ফল খাওয়া এবং পরিপাকের পর বীজ পাখির অন্ত্রে থাকা উত্তর: A প্রশ্ন:২ সিভনল— (a) বহুনিউক্লিয়াসযুক্ত (b) মৃতকোশ (c) নিউক্লিয়াসবিহীন (d) নিউক্লিয়াসযুক্ত উত্তর: C

[WBCS Special MCQs] Biology।। উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান।।সেট-৮

উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান প্রশ্ন:১ এরেনকাইমা দেখা যায়— (a) মেসোফাইটস্-এ  (b) জেরােফাইটস্-এ (c) হাইড্রোফাইটস্-এ (d) সিওফাইটস্-এ উত্তর: C প্রশ্ন:২ কোলেনকাইমাকে প্যারেনকাইমা থেকে পৃথক করা যায় যে বৈশিষ্ট্য দেখে— (a) সজীব প্রােটোপ্লাজম (b) পেকটো-সেলুলােজের দিকে কোশের কোণগুলি স্থূল (c) সেলুলােজ নির্মিত কোশপ্রাচীর (d) প্রােটোপ্লাজম থাকে না উত্তর: B

[WBCS Special MCQs] Biology।। উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান।।সেট-৭

উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান প্রশ্ন:১ অ্যানিমােফিলি হল— (a) জলের মাধ্যমে পরাগযােগ (b) বায়ুর মাধ্যমে পরাগযোগ (c) পতঙ্গের মাধ্যমে পরাগযােগ (d) পোকার মাধ্যমে পরাগযোগ উত্তর: B প্রশ্ন:২ ফুলের পাঁচটি দলাংশের মধ্যে দুটি সম্পূর্ণ ভিতরে ও দুটি সম্পূর্ণ বাইরে এবং অন্যটি ট্যুইস্টেডের মতাে সাজানাে থাকে। পুষ্পপত্রবিন্যাস হবে— (a) ইমব্রিকেট (b) ভেক্সিলারি (c) কুইনকানসিয়াল (d) ভ্যালভেট

[WBCS Special MCQs] Biology।। উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান।।সেট-৬

উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান প্রশ্ন:১ নিম্নলিখিতগুলির মধ্যে কোন্ ফলটি চারণভূমির পশুর সাহায্যে বিস্তারিত হয় ? (a) Xanthium (b) Mangifera (c) Cocos (d) ওপরের সবগুলি উত্তর: A প্রশ্ন:২ প্যারাসুটের মতাে বীজ বিস্তারিত হয়— (a) মটর (লিগুমিনােসি) (b) সরষে (কুসিফেরি) (c) তুলাে (মালভেসি) (d) হেলিঅ্যানথাস উত্তর: D

[WBCS Special MCQs] Biology।। উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান।।সেট-৫

উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান প্রশ্ন:১ একটি ফুল সম্পূর্ণ হয় যখন তার থাকে— (a) বৃতি, দলমণ্ডল, পুংস্তবক ও স্ত্রীস্তবক (b) বৃতি ও দলমণ্ডল (c) পুংস্তবক ও স্ত্রীস্তবক (d) দলমণ্ডল, পুংস্তবক ও স্ত্রীস্তবক উত্তর: A প্রশ্ন:২ একটি ফুলের দলাংশের প্রান্তগুলি এমনভাবে সাজানাে থাকে যে, প্রত্যেকটির একপ্রান্ত একটির সাহায্যে ঢাকা থাকে এবং অন্য প্রান্ত দিয়ে পরেরটিকে আবৃত করে। এই পুষ্পপত্রবিন্যাসকে বলে— (a) ভ্যালভেট (b) কুইনকানসিয়াল (c) ইমব্রিকেট (d) ট্যুইস্টেড উত্তর: D

[WBCS Special MCQs] Biology।। উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান।।সেট-৪

উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান প্রশ্ন:১ পাতার নালিকা বান্ডিল কোন প্রকৃতির ? (a) এক্সার্ক প্রকৃতির (b) এন্ডার্ক প্রকৃতির (c) মেসার্ক প্রকৃতির (d) কেন্দ্রীয় প্রকৃতির উত্তর: C প্রশ্ন:২ ‘লেপ্টোসেন্ট্রিক’ নালিকা বান্ডিলের উদাহরণ হল— (a) ফার্ন (b) পাইন (c) ড্রাসিনা (d) ঘাস উত্তর: C

ইতিহাস সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-জাতীয়তাবাদ ও সংস্কার আন্দোলন, সেট-৫

জাতীয়তাবাদ ও সংস্কার আন্দোলন প্রশ্ন:১ স্বামী দয়ানন্দ কী তত্ত্ব প্রচার করেন ? উত্তর:  অহিন্দু ও ধর্মান্তরিত হিন্দুদের হিন্দুধর্মে ফিরিয়ে আনার জন্য গৃহীত কর্মসূচি শুদ্ধি আন্দোলন নামে পরিচিত। এই ‘শুদ্ধি’ তত্ত্ব প্রচার করেন স্বামী দয়ানন্দ। প্রশ্ন:২ ডিরােজিও স্মরণীয় কেন ? উত্তর:  নব্যবঙ্গ আন্দোলনের প্রাণপুরুষ ছিলেন হেনরি লুই ভিভিয়ান ডিরােজিও। তিনি উনিশ শতকের কুসংস্কারাচ্ছন্ন সমাজব্যবস্থার বিরুদ্ধে সােচ্চার হয়েছিলেন। তাঁকে ‘ভারতের প্রথম জাতীয়তাবাদী কবি’ বলা হয়।

ইতিহাস সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-জাতীয়তাবাদ ও সংস্কার আন্দোলন, সেট-৪

জাতীয়তাবাদ ও সংস্কার আন্দোলন প্রশ্ন:১ ‘মিত্র মেলা’ কে প্রতিষ্ঠা করেন এবং কেন ? উত্তর:  ‘মিত্র মেলা’ প্রতিষ্ঠা করেন মহারাষ্ট্রের বিপ্লবী নায়ক বিনায়ক দামােদর সাভারকর।  তিনি বিপ্লবীদের শারীরিক প্রশিক্ষণ দেবার লক্ষ্যে এই গুপ্ত সমিতিটি গঠন করেন। প্রশ্ন:২ ঊনবিংশ শতাব্দীর একটি সমাজসংস্কার আন্দোলনের উল্লেখ করাে। এই আন্দোলনের পুরােভাগে কে ছিলেন ? উত্তর:  উনবিংশ শতাব্দীর একটি সমাজসংস্কার আন্দোলন হল সতীদাহ প্রথা-বিরােধী আন্দোলন। এই আন্দোলনের পুরােভাগে ছিলেন রাজা রামমােহন রায়।

ইতিহাস সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-জাতীয়তাবাদ ও সংস্কার আন্দোলন, সেট-৩

জাতীয়তাবাদ ও সংস্কার আন্দোলন প্রশ্ন:১ ইংরেজরা কেন ইলবার্ট বিলের বিরােধিতা করেছিল ? উত্তর:  ইলবার্ট বিলে (১৮৮৩ খ্রিস্টাব্দ) জেলা দায়রা আদালতের ভারতীয় বিচারকদের শ্বেতাঙ্গ আসামির বিচারের অধিকার দেওয়া হয়। এর ফলে ইউরােপীয় ও ভারতীয় বিচারকগণ সমমর্যাদার অধিকারী হয়ে ওঠেন। সে কারণে ইংরেজরা ইলবার্ট বিলের বিরােধিতা করে। প্রশ্ন:২ ভারতীয় জাতীয় কংগ্রেস কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ? এর প্রথম সভাপতি কে ছিলেন ? উত্তর:  ১৮৮৫ খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এর প্রথম সভাপতি ছিলেন।

ইতিহাস সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-জাতীয়তাবাদ ও সংস্কার আন্দোলন, সেট-২

জাতীয়তাবাদ ও সংস্কার আন্দোলন প্রশ্ন:১ হিন্দু কলেজ কে, কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন ? উত্তর:  ডেভিড হেয়ার, রাধাকান্ত দেব, হাইড ইস্ট প্রমুখের প্রচেষ্টায় ১৮১৭ খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। প্রশ্ন:২ উডের প্রতিবেদন কী ? উত্তর:  কোম্পানির বাের্ড অব কন্ট্রোলের সভাপতি চার্লস উড্ ভারতের শিক্ষা-সংক্রান্ত এক নির্দেশনামা প্রকাশ করেন (১৮৫৪ খ্রিস্টাব্দ)। এটিই ‘উডের প্রতিবেদন’ নামে পরিচিত।

ইতিহাস সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-জাতীয়তাবাদ ও সংস্কার আন্দোলন, সেট-১

জাতীয়তাবাদ ও সংস্কার আন্দোলন প্রশ্ন:১ কে, কত খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘােষণা করেন ? উত্তর:  লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘােষণা করেন। ১৮২৯ খ্রিস্টাব্দে এই কুপ্রথা নিষিদ্ধ ঘােষণা করা হয়। প্রশ্ন:২ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত দুটি পুস্তকের নাম করাে। উত্তর:  ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত দুটি পুস্তকের নাম হল—  (১) বর্ণপরিচয় ও  (২) কথামালা।  এই পুস্তক দুটি হল শিশুশিক্ষার প্রথম সােপান।

ইতিহাস সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-কোম্পানির শাসনের বিরুদ্ধে প্রতিবাদ ও বিদ্রোহ, সেট-৪

কোম্পানির শাসনের বিরুদ্ধে প্রতিবাদ ও বিদ্রোহ প্রশ্ন:১ ভারতে ওয়াহাবি আন্দোলনের উদ্দেশ্য কী ছিল ? উত্তর:  ভারতে ওয়াহাবি আন্দোলনের উদ্দেশ্য ছিল বিধর্মী ইংরেজ শাসিত ভারত ‘দার-উল-হারব্’ (শত্রুর দেশ)-কে ‘দার-উল-ইসলাম’ বা ধর্মরাজ্যে পরিণত করা। অবশ্য ধর্মীয় উদ্দেশ্যে শুরু হলেও পরবর্তীকালে এটি রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়েছিল। প্রশ্ন:২ তিতুমির কেন বিখ্যাত ? উত্তর:  বাংলায় ওয়াহাবি আন্দোলনের প্রাণপুরুষ ছিলেন তিতুমির। তিনি নিজেকে স্বাধীন বাদশাহ বলে ঘােষণা করেন। নারকেলবেড়িয়াতে বাঁশের কেল্লা তৈরি করে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে তিনি মৃত্যুবরণ করেন।

ইতিহাস সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-কোম্পানির শাসনের বিরুদ্ধে প্রতিবাদ ও বিদ্রোহ, সেট-৩

কোম্পানির শাসনের বিরুদ্ধে প্রতিবাদ ও বিদ্রোহ প্রশ্ন:১ সাঁওতাল পরগনা কী ? উত্তর:  সাঁওতাল বিদ্রোহের তীব্রতার জেরে ব্রিটিশ সরকার বাধ্য হয় সাঁওতালদের আলাদাভাবে সুযােগসুবিধা দিতে। এই লক্ষ্যে ব্রিটিশ সরকার শুধুমাত্র সাঁওতালদের জন্য এক আলাদা পরগনা গঠন করেন, যার নাম হয় সাঁওতাল পরগনা। প্রশ্ন:২ দামিন-ই-কোহ কী ? উত্তর:  দামিন-ই-কোহ শব্দের অর্থ হল ‘পাহাড়ের প্রান্তদেশ’। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হলে সাঁওতালদের বাসভূমি বাঁকুড়া, মেদিনীপুর, বীরভূম প্রভৃতি অঞ্চল কোম্পানির রাজস্বের অধীনে আসে। তাই বাধ্য হয়ে সাঁওতালরা রাজমহল পার্বত্য অঞ্চলে ও মুরশিদাবাদের একাংশে নতুন বসতি গড়ে তােলে, যা দামিন-ই-কোহ নামে পরিচিত।

ইতিহাস সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-কোম্পানির শাসনের বিরুদ্ধে প্রতিবাদ ও বিদ্রোহ, সেট-২

কোম্পানির শাসনের বিরুদ্ধে প্রতিবাদ ও বিদ্রোহ প্রশ্ন:১ মহারাজ নন্দকুমারের ফাঁসি কেন হয়েছিল ? উত্তর:  মহারাজ নন্দকুমার গােপনে ফরাসি সরকারের সঙ্গে যােগাযােগ করেন এবং ইংরেজ কোম্পানির শাসনের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নেন। এই অপরাধে মহারাজ নন্দকুমারের ফাঁসি হয়েছিল। প্রশ্ন:২ ভারতে ওয়াহাবি আন্দোলনের প্রাণপুরুষ কে ছিলেন ? তাঁর সুবিখ্যাত বাণী কী ছিল ? উত্তর:  উত্তরপ্রদেশের রায়বেরিলির স্যার সৈয়দ আহমদ ছিলেন ভারতের ওয়াহাবি আন্দোলনের প্রাণপুরুষ। তাঁর সুবিখ্যাত বাণী ছিল, “পবিত্র কোরানে ফিরে যাও”।

ইতিহাস সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-কোম্পানির শাসনের বিরুদ্ধে প্রতিবাদ ও বিদ্রোহ, সেট-১

কোম্পানির শাসনের বিরুদ্ধে প্রতিবাদ ও বিদ্রোহ প্রশ্ন:১ ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের সময় ভারতের মােগল সম্রাট কে ছিলেন ? সেই সময়ে ভারতের গভর্নর-জেনারেল কে ছিলেন ? উত্তর:  ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের সময় ভারতের মােগল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ্। সেই সময়ে ভারতের গভর্নর-জেনারেল ছিলেন ক্যানিং। প্রশ্ন:২ ব্রিটিশ শাসনের প্রথম শতকে দুটি উপজাতি বিদ্রোহের নাম করাে। উত্তর:  কোল বিদ্রোহ (১৮৩২ খ্রি.),  সাঁওতাল বিদ্রোহ (১৮৫৫ খ্রি.)।

ইতিহাস সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-ভারতে ঔপনিবেশিক অর্থনীতি ও তার ফলাফল, সেট-৩

ভারতে ঔপনিবেশিক অর্থনীতি ও তার ফলাফল প্রশ্ন:১ পলাশির লুণ্ঠন কী ? উত্তর:  পলাশির যুদ্ধে জয়লাভের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের অর্থ ও সম্পদকে দু-হাত ভরে ভারত থেকে নিজের দেশ ইংল্যান্ডে পাচার করেছিল। বিদেশি ইংরেজরা সােনা, রুপাে বা কোনাে পণ্যসামগ্রীর বিনিময়ে এই সম্পদের নির্গমন ঘটায়নি, তাই এই ঘটনাকে অনেক ঐতিহাসিক লুণ্ঠন বলে উল্লেখ করেছেন। ব্রুকস্ অ্যাডামস আর্থিক নির্গমনের এই ঘটনাকে ‘পলাশির লুণ্ঠন’ বা ‘Plassey Plunder’ বলে অভিহিত করেছেন। প্রশ্ন:২ চিরস্থায়ী ব্যবস্থা ও রায়তওয়ারী ব্যবস্থার মধ্যে একটি পার্থক্য লেখাে। উত্তর:  চিরস্থায়ী ব্যবস্থা: জমিদারদের স্থায়ীভাবে এবং বংশানুক্রমে জমির বন্দোবস্ত দেওয়া হয়। রায়তওয়ারী ব্যবস্থা: সাধারণত ২০ বা ৩০ বছরের জন্য জমির বন্দোবস্ত দেওয়া হয়।

ইতিহাস সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-ভারতে ঔপনিবেশিক অর্থনীতি ও তার ফলাফল, সেট-২

ভারতে ঔপনিবেশিক অর্থনীতি ও তার ফলাফল প্রশ্ন:১ সূর্যাস্ত আইন কী ছিল ? উত্তর:  চিরস্থায়ী বন্দোবস্তের (১৭৯৩ খ্রি. ২২ মার্চ) শর্তানুযায়ী, বছরের নির্দিষ্ট দিনে সূর্য অস্ত যাওয়ার আগে কোম্পানির নির্ধারিত খাজনা জমা দিতে না পারলে সেই জমিদারি বাজেয়াপ্ত করা হত। লর্ড কর্নওয়ালিশ প্রবর্তিত এই ব্যবস্থাই সূর্যাস্ত আইন নামে পরিচিত। প্রশ্ন:২ সম্পদের নির্গমন কী ? উত্তর:  পলাশির যুদ্ধজয়ের পর কোম্পানি অষ্টাদশ শতকের মধ্যভাগে বাংলা ও ভারতের অন্যান্য প্রান্ত থেকে কোনাে প্রতিদান ছাড়াই বিপুল পরিমাণ অর্থ, বিভিন্ন পণ্য ও উৎপাদিত দ্রব্যসামগ্রী ইংল্যান্ডে চালান করেছিল। এই ঘটনাটিই ঐতিহাসিক ও সমালােচকদের মতে সম্পদের নির্গমন বা অর্থনৈতিক নিষ্ক্রমণ (Economic Drain) নামে পরিচিত।

ইতিহাস সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-ভারতে ঔপনিবেশিক অর্থনীতি ও তার ফলাফল, সেট-১

ভারতে ঔপনিবেশিক অর্থনীতি ও তার ফলাফল প্রশ্ন:১ ‘দশসালা বন্দোবস্ত’ কবে কে প্রবর্তন করেন ? উত্তর:  ১৭৮৯ খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিশ দশসালা বন্দোবস্ত প্রবর্তন করেন। প্রশ্ন:২ ইউরােপে ধনতন্ত্র বিকাশের দুটি কারণ লেখো। উত্তর:  ইউরােপে ধনতন্ত্র বিকাশের দুটি কারণ হল—  (১) ইউরােপের মধ্যে প্রথমে ইংল্যান্ডে পরে ফ্রান্স, রাশিয়া, জার্মানিতে শিল্পবিপ্লবের সংঘটন। (২) ইউরােপের বিভিন্ন দেশ যেমন—ইংল্যান্ড, ফ্রান্স প্রভৃতি দেশ কর্তৃক বিভিন্ন দেশে উপনিবেশ স্থাপন। প্রশ্ন:৩ ‘অবশিল্পায়ন’ কাকে বলে ? উত্তর: 

ইতিহাস সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের প্রসার (১৭৬৫-১৮৬৫), সেট-৫

ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের প্রসার (১৭৬৫-১৮৬৫) প্রশ্ন:১ অমৃতসরের সন্ধি কবে, কাদের মধ্যে হয়েছিল ? উত্তর:  ১৮০৯ খ্রিস্টাব্দে অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়। সন্ধিটি হয়েছিল রণজিৎ সিংহ ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। প্রশ্ন:২ স্বত্ববিলােপ নীতি বলতে কী বোঝায় ? উত্তর:  লর্ড ডালহৌসি প্রবর্তিত স্বত্ববিলােপ নীতি বলতে বােঝায়, ইংরেজ আশ্রিত কোনাে দেশীয় রাজ্যের রাজার বংশধর না থাকলে রাজা মারা যাবার পর ওই রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়ে যাবে। দত্তক পুত্রের উত্তরাধিকার স্বীকার করা হবে না বলে এই নীতিতে ঘােষণা করা হয়।

ইতিহাস সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের প্রসার (১৭৬৫-১৮৬৫), সেট-৪

ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের প্রসার (১৭৬৫-১৮৬৫) প্রশ্ন:১ তােমার মতে, ইংরেজ গভর্নর-জেনারেলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাম্রাজ্যবাদী কে ছিলেন, সংক্ষেপে যুক্তি দিয়ে বােঝাও। উত্তর:  আমার মতে, ইংরেজ গভর্নর-জেনারেলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাম্রাজ্যবাদী ছিলেন—লর্ড ডালহৌসি, কারণ ডালহৌসিই প্রথম ব্রিটিশ শাসক হিসেবে সাম্রাজ্য বিস্তারে সর্বাপেক্ষা অধিক কৃতিত্ব দেখান। প্রশ্ন:২ পঞ্চ ‘ক’ কী ? উত্তর:  গুরু গােবিন্দ সিংহ শিখদের পাঁচটি জিনিসের অবশ্য ব্যবহারের ও পালনের নির্দেশ দেন। এগুলি হল  i. কেশ (দীর্ঘ কেশ),  ii. কচ্ছ (ছােটো পায়জামা),  iii. কড়হা (লৌহবলয়),  iv. কৃপাণ (অসি) ও  v. কঙ্কতিকা (চিরুনি)।

ইতিহাস সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের প্রসার (১৭৬৫-১৮৬৫), সেট-৩

ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের প্রসার (১৭৬৫-১৮৬৫) প্রশ্ন:১ চিলিয়ানওয়ালার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয় ? এই যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ? উত্তর:  ১৮৪৯ খ্রিস্টাব্দে চিলিয়ানওয়ালার যুদ্ধ হয়। এই যুদ্ধ হয়েছিল ইংরেজ কোম্পানি বা ডালহৌসির সঙ্গে পাঞ্জাব রাজ্যের। প্রশ্ন:২ ফোর্ট উইলিয়াম কলেজ কে, কবে, কোথায়, কেন তৈরি করেন ? উত্তর:  গভর্নর-জেনারেল লর্ড ওয়েলেসলি ১৮০০ খ্রিস্টাব্দে কলকাতায় ইংরেজ কর্মচারীদের ভারতীয় ভাষা ও সংস্কৃতি শিক্ষার জন্য তৈরি করেন ফোর্ট উইলিয়াম কলেজ।

ইতিহাস সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের প্রসার (১৭৬৫-১৮৬৫), সেট-২

ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের প্রসার (১৭৬৫-১৮৬৫) প্রশ্ন:১ দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধের কারণ কী ছিল ? উত্তর:  দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধের কারণ হল —  (১) মারাঠারা মহীশূর আক্রমণ করলে পূর্বশর্ত অনুযায়ী ইংরেজদের কাছে সাহায্য চেয়ে হায়দার ব্যর্থ হন।  (২) হায়দার আলির প্রতিবাদ উপেক্ষা করে ইংরেজরা মহীশূর রাজ্যের অন্তর্গত ফরাসি উপনিবেশ মাহে দখল করেছিল। প্রশ্ন:২ তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ কত খ্রিস্টাব্দে শুরু হয় ? এই যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ? উত্তর:  ১৭৯০ খ্রিস্টাব্দে তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ শুরু হয়েছিল। যুদ্ধে প্রধান দুই প্রতিপক্ষ ছিল টিপু সুলতান ও ইংরেজ কোম্পানি।

ইতিহাস সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের প্রসার (১৭৬৫-১৮৬৫), সেট-১

ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের প্রসার (১৭৬৫-১৮৬৫) প্রশ্ন:১ সগৌলির সন্ধি কবে, কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ? উত্তর:  ১৮১৬ খ্রিস্টাব্দে সগৌলির সন্ধি স্বাক্ষরিত হয়।  এই সন্ধি হয়েছিল ইংরেজদের সঙ্গে নেপালের রাজার। প্রশ্ন:২ কে, কবে দস্তক প্রথা বিলুপ্ত করেন ? উত্তর:  ওয়ারেন হেস্টিংস ১৭৭৩ খ্রিস্টাব্দে দস্তুক প্রথা বিলুপ্ত করেন। প্রশ্ন:৩ ‘সব লাল হাে যায়েগা' কে, কেন বলেছিলেন ? উত্তর:  ‘সব লাল হাে যায়েগা'— এই উক্তিটি করেছিলেন মহারাজ রণজিৎ সিংহ। একদিন সমগ্র ভারতে ইংরেজ শাসন প্রতিষ্ঠা হবে, এই আশঙ্কায় তিনি খেদের সঙ্গে এই মন্তব্য করেছিলেন।

ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (VSQ), সেট-৩৪

ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রশ্ন:১ এককেন্দ্রিক মতবাদের প্রবক্তা কে ? উত্তর:  বার্জেস। প্রশ্ন:২ সােলাম সৃষ্টি কিভাবে হয় ? উত্তর:  A ও B স্তর মিলে সােলাম সৃষ্টি হয়। প্রশ্ন:৩ ব্লাকফুট রোগ কেন হয় ? উত্তর:  আর্সেনিক এর প্রভাবে হয়। প্রশ্ন:৪ Truck-farming কাকে বলে ? উত্তর:  বাগান কৃষিকে Truck-farming বলে।

ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (VSQ), সেট-৩৩

ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রশ্ন:১ পশ্চিমবঙ্গের ম্যানগ্রোভ অরণ্যটির নাম কী ? উত্তর:  সুন্দরবন। প্রশ্ন:২ এরােসল কী ? উত্তর:  বাতাসে ভাসমান অতি সূক্ষ্ম-ধূলিকণা। প্রশ্ন:৩ সাইক্রোফাইট কী ? উত্তর:  ঠাণ্ডা মৃত্তিকায় জন্মানাে উদ্ভিদ। প্রশ্ন:৪ আর্সেনিক দূষণ কী ? উত্তর:  আর্সেনিকের বিষক্রিয়ার ফলে জল ও মৃত্তিকা দূষণ।

ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (VSQ), সেট-৩২

ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রশ্ন:১ স্থিতিস্থাপক প্রতিক্ষেপ তত্ত্বের প্রবক্তা কে ? উত্তর:  মার্কিন ভূ-তত্ত্ববিদ রিড। প্রশ্ন:২ কোন তরঙ্গের বিধ্বংসী ক্ষমতা সবচেয়ে বেশি ? উত্তর:  পৃষ্টতরঙ্গের বিধ্বংসী ক্ষমতা সবচেয়ে বেশি। প্রশ্ন:৩ মেরকাল্লিতরঙ্গের মাত্রা কত ? উত্তর:  মেরকাল্লিতরঙ্গের মাত্রা 1 থেকে 12 পর্যন্ত। প্রশ্ন:৪ সিন্ইকলজি বলতে কী বােঝ ? উত্তর:  নির্দিষ্ট কোন অঞ্চলের সমস্ত জীবসম্প্রদায়ের বাস্তুতন্ত্র বিষয় আলােচ্য বিষয়।

ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (VSQ), সেট-৩১

ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রশ্ন:১ ভারতের প্রথম কাপড়ের কল কোথায় কবে স্থাপিত হয় ? উত্তর:  1818 সালে হাওড়ার ঘুষুরিতে (পশ্চিমবঙ্গ)। প্রশ্ন:২ কাকে ভারতের ম্যাঞ্চেস্টার বলা হয় ? উত্তর:  আমেদাবাদ। প্রশ্ন:৩ সবুজ চা পৃথিবীর কোন দেশে বেশি উৎপন্ন হয় ? উত্তর:  চীনদেশ। প্রশ্ন:৪ ভারতের একক বৃহত্তম শিল্পটির নাম কী ? উত্তর:  কার্পাস বয়ন শিল্প।

ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (VSQ), সেট-৩০

ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রশ্ন:১ মাইক্রোথার্মস কী ? উত্তর:  যেসব উদ্ভিদের সারা বছর ধরে অল্প তাপমাত্রার প্রয়ােজন তাদের মাইক্রোথার্মস বলে। প্রশ্ন:২ কে প্রথম ‘সালােকসংশ্লেষ’ বা ‘ফটোসিন্থেসিস’ শব্দটি ব্যবহার করেন ? উত্তর:  বিজ্ঞানী বার্নেস (1898)। প্রশ্ন:৩ কাকে ‘Hungry Soil’ বলা হয় ? উত্তর:  বালি মৃত্তিকাকে। প্রশ্ন:৪ সারিবদ্ধভাবে অবস্থিত অনেকগুলি বাসগৃহকে একত্রে কী বলে ? উত্তর:  দণ্ডাকৃতির বা রৈখিক জনবসতি।

ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (VSQ), সেট-২৯

ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রশ্ন :১ ভারতের বৃহত্তম লৌহ-ইস্পাত কারখানা কোনটি ? উত্তর:  ভিলাই। প্রশ্ন:২ ভারতের বৃহত্তম মােটরগাড়ি নির্মাণ কারখানা কোনটি ? উত্তর:  হিন্দুস্থান মােটর কারখানা। প্রশ্ন:৩ কাকে Sunrise Industry বলে ? উত্তর:  পেট্রোরাসায়নিক শিল্প। প্রশ্ন:৪ পৃথিবীর বৃহত্তম মােটরগাড়ি উৎপাদনকারী দেশ কোনটি ? উত্তর:  আমেরিকা যুক্তরাষ্ট্র।

ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (VSQ), সেট-২৮

ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রশ্ন:১ ক্ষারের প্রাধান্য কোথায় দেখা যায় ? উত্তর:  পেডােক্যাল জাতীয় মাটিতে ক্ষারের প্রাধান্য দেখা যায়। প্রশ্ন:২ মেগাসিটি কাকে বলা হয় ? উত্তর:  50 লক্ষের বেশি বিশিষ্ট শহরকে। প্রশ্ন:৩ ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ কোনটি ? উত্তর:  NH7। প্রশ্ন:৪ হেপাটাইটিস রােগ কিভাবে হয় ? উত্তর:  জলবাহিত হয়ে।

ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (VSQ), সেট-২৭

ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রশ্ন:১ অ্যাসিড বৃষ্টি কাকে বলে ? উত্তর:  PH এর মান 5.5 এর নীচে থাকলে তাকে অ্যাসিড বৃষ্টি বলে। প্রশ্ন:২ পৌরবসতির সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন কে ? উত্তর:  হাডসন। প্রশ্ন:৩ শুধুমাত্র ফুলের চাষকে কি বলে ? উত্তর: ফ্লোরিকালচার বলে। প্রশ্ন:৪ হর্টিকালচার বলতে কি বােঝ ? উত্তর:  ফল ও ফুলের চাষ।

ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (VSQ), সেট-২৬

ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রশ্ন:১ সি.ও.ডি. কী ? উত্তর:  রাসায়নিক অক্সিজেন চাহিদা। প্রশ্ন:২ অ্যাকোটিক অঞ্চল কী ? উত্তর:  সমুদ্রের যে গভীরতায় সূৰ্য্যের আলাে পৌঁছায় না। প্রশ্ন:৩ তরল অক্সিজেনের স্ফুটনাঙ্ক কত ? উত্তর:  –112.4° সেন্টিগ্রেড। প্রশ্ন:৪ গ্রিন পিস কী ? উত্তর:  নেদারল্যাণ্ডের আমস্টারডামে পরিবেশ সুরক্ষার উদ্দেশ্যে গঠিত আন্তর্জাতিক স্বেচ্ছাসেবি সংস্থা (1971)।

ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (VSQ), সেট-২৫

ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রশ্ন:১ চের্নোবিল কোথায় অবস্থিত ? উত্তর: ইউক্রেনে। প্রশ্ন:২ ভ্যালােরাইজেশন কী ? উত্তর:  কফি মূল্য নির্ধারনের পদ্ধতি। প্রশ্ন:৩ দক্ষিণ আফ্রিকার স্থানান্তর কৃষি কী নামে পরিচিত ? উত্তর:  ফ্যাঙ। প্রশ্ন:৪ ভনকানাইজেশন পদ্ধতিটি কে আবিস্কার করেন ? উত্তর:  মার্কিন বিজ্ঞানী চার্লস গুডইয়ার।

ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (VSQ), সেট-২৪

ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রশ্ন:১ হার্ডপ্যান কী ? উত্তর:  মৃত্তিকার ‘B' স্তরে গঠিত অদ্রাবনীয় স্তর। প্রশ্ন:২ কোন্ মৃত্তিকার পরিলেখ পরিণত ও সুস্পষ্ট ? উত্তর:  আঞ্চলিক মৃত্তিকার। প্রশ্ন:৩ রেগােলিথ কী ? উত্তর:  কঠিন ভূ-ত্বকের উপরিভাগে অববাহিকার ফলে সৃষ্ট শিলাচূর্ণ। প্রশ্ন:৪ ব্লকম্পেড বা লেসেনমার কী ? উত্তর:  আবহবিকারের ফলে সৃষ্ট ট্যালাস গঠিত পর্বতের পাদদেশীয় ভূমিরূপ।

ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (VSQ), সেট-২৩

ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রশ্ন:১ কাকে উন্নয়নের জীবনরেখা বলা হয় ? উত্তর:  সমুদ্রপথ। প্রশ্ন:২ ডাম্পিং কী ? উত্তর:  অস্বাভাবিক কম দামে পণ্য বাজারে বিক্রি করে অন্যায়ভাবে প্রতিযােগী দেশগুলিকে সড়িয়ে দেবার নীতি। প্রশ্ন:৩ পৃথিবীর বৃহত্তম বিমানবন্দরটি কোথায় অবস্থিত ? উত্তর:  আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক। প্রশ্ন:৪ সাইবার স্পেস কী ? উত্তর:  কম্পিউটার নিয়ন্ত্রিত তথ্য ও যােগাযােগ প্রযুক্তি।

ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (VSQ), সেট-২২

ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রশ্ন:১ ব্ল্যাকফুট রােগের কারণ কী ? উত্তর:  আর্সেনিকের বিষক্রিয়া। প্রশ্ন:২ পােলিও কী ঘটিত রােগ ? উত্তর:  ভাইরাস ঘটিত রােগ। প্রশ্ন:৩ ক্লোরােসিস কী ? উত্তর:  উদ্ভিদের পাতায় ক্লোরােফিলের অভাবজনিত কারণে হলুদ বর্ণের দাগ সৃষ্টি। প্রশ্ন:৪ হেপাটাইটিস-এ রােগের সৃষ্টির কারণ কী ? উত্তর:  জলবাহিত ভাইরাস।

ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (VSQ), সেট-২১

ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রশ্ন:১ বাস্তুতন্ত্র কোন্ প্রণালির অন্তর্ভুক্ত ? উত্তর:  উন্মুক্ত প্রণালি। প্রশ্ন:২ টেরারােজা কী ? উত্তর:  চুনাপাথর গঠিত অঞ্চলে অববাহিকার ফলে সৃষ্ট ভূ-আস্তরণ। প্রশ্ন:৩ বাস্তুতন্ত্রে একটি সজীব উপাদানের নাম করাে। উত্তর: সবুজ উদ্ভিদ। প্রশ্ন:৪ মৃত্তিকা বা Soil শব্দটির উৎস কোথায় ? উত্তর:  সয়েল বা Soil শব্দটি ল্যাটিন শব্দ সােলাম (Solum) থেকে এসেছে। যার অর্থ হল ‘ভূমিতল’ (Floor)।

ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (VSQ), সেট-২০

ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রশ্ন :১ ফ্লোরিকালচার কী ? উত্তর:  সারাবছর ফোটে এমন ফুলের চাষ। প্রশ্ন:২ ভারতের প্রথম কাগজের কলটি কোথায় কবে স্থাপিত হয় ? উত্তর:  1840 সালে পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে। প্রশ্ন:৩ শস্যাবর্তন কী ? উত্তর:  একই জমিতে বছরের বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদনের পদ্ধতি। প্রশ্ন:৪ পৃথিবীর কাগজের রাজধানী কাকে বলা হয় ? উত্তর:  কানাডার কুইবেক প্রদেশের থ্রি রিভার্স শহরকে।

ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (VSQ), সেট-১৯

ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রশ্ন:১ পৃথিবীর সর্বাধিক জনঘনত্ব কোন্ দেশে দেখা যায় ? উত্তর:  বাংলাদেশ। প্রশ্ন:২ জনসংখ্যা বৃদ্ধির গুণােত্তর হার কী ? উত্তর:  1, 2, 4, 8, 16, 32। প্রশ্ন:৩ কোনাে অঞ্চলে মানুষের বন্টনগত তারতম্যের সূচক কী ? উত্তর:  জনঘনত্ব। প্রশ্ন:৪ 50 লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট নগরকে কী বলা হয় ? উত্তর:  মেগাসিটি।

[WBCS Special MCQs] Biology।।উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান।।সেট-৩

উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান প্রশ্ন:১ প্রােটোডার্ম, প্রােক্যাম্বিয়াম ও গ্রাউন্ড মেরিস্টেম হল— (a) ভাজক কলা (b) স্থায়ী কলা (c) অগ্রস্থ ভাজক কলা (d) পার্শ্বস্থ ভাজক কলা উত্তর: C প্রশ্ন:২ সাইজোজেনাস (Schizogenous) গ্রন্থি তৈরি হয়— (a) দুটি কোশের মধ্যবর্তী মধ্যচ্ছদা পৃথককরণের ফলে (b) কোশে নির্জীব বস্তু জমা হওয়ার ফলে (c) উদ্বায়ী তেল জমার ফলে (d) কোশের বিনষ্টিকরণের ফলে উত্তর: A

[WBCS Special MCQs] Biology।।উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান।।সেট-২

উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান প্রশ্ন:১ Double staining পদ্ধতিতে উদ্ভিদের প্রস্থচ্ছেদে ফ্লোয়েম কি রং ধারণ করে ? (a) লাল (b) গােলাপি (c) নীল  (d) সবুজ উত্তর: D প্রশ্ন:২ ভাজক কলায় কোনটি দেখা যায় না ? (a) ক্ষুদ্র গহ্বর (b) পাতলা কোশপ্রাচীর (c) কোশান্তর রন্ধ্র (d) ঘন সাইটোপ্লাজম উত্তর: C

[WBCS Special MCQs] Biology।।উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান।।সেট-১

উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান প্রশ্ন:১ পাতা সৃষ্টিতে কোন্ ভাজক কলা অংশগ্রহণ করে ? (a) অগ্রস্থ ভাজক কলা (b) পার্শ্বস্থ ভাজক কলা (c) নিবেশিত ভাজক কলা (d) গৌণ ভাজক কলা উত্তর: A প্রশ্ন:২ পরিস্ফুরণের দশা অনুযায়ী ভাজক কলা হল— (a) অগ্রস্থ, পার্শ্বস্থ ও নিবেশিত ভাজক কলা (b) মাস, প্লেট ও রিব মেরিস্টেম (c) প্রােটোডার্ম, প্রােক্যাম্বিয়াম ও গ্রাউন্ড মেরিস্টেম (d) আদি, প্রাথমিক ও গৌণ ভাজক কলা উত্তর: D

রাষ্ট্রবিজ্ঞান - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।।সেট-৮

রাষ্ট্রবিজ্ঞান - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রশ্ন:১ পঞ্চশীল নীতি কি ? উত্তর:  চিন ও ভারতের মধ্যে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে ১৯৫৪ সালে পঞ্চশীল নীতি সম্পাদিত হয়। এই পাঁচটি নীতি হল—  (i) শান্তিপূর্ণ সহাবস্থান  (ii) রাষ্ট্রীয় অখণ্ডতা ও সার্বভৌমিকতার প্রতি পারস্পরিক শ্রদ্ধা প্রদর্শন  (iii) অনাক্রমণ  (iv) অপরের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা এবং  (v) পারস্পরিক সুবিধা ও সাম্য। প্রশ্ন:২ সম্মিলিত জাতিপুঞ্জের মুখ্য উদ্দেশ্য কী ? উত্তর:  আন্তর্জাতিক ক্ষেত্রে অশান্তির কারণগুলাে দূর করার জন্য প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করে বিশ্বশান্তির জন্য অনুকূল পরিবেশ তৈরিই হল জাতিপুঞ্জের মুখ্য উদ্দেশ্য।

রাষ্ট্রবিজ্ঞান - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।।সেট-৭

রাষ্ট্রবিজ্ঞান - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রশ্ন:১ রাজ্যপাল হিসেবে নিযুক্ত হওয়ার জন্য কি কি যােগ্যতা প্রয়ােজন ? উত্তর:  (i) ব্যক্তিকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে ন্যূনতম বয়স ৩৫ বছর হতে হবে।  (ii) তিনি কেন্দ্রীয় বা রাজ্য আইনসভার সদস্য হতে পারবেন না এবং  (iii) কোন সরকারী লাভজনক পদে অধিষ্ঠিত থাকতে পারবে না। প্রশ্ন:২ রাজ্য আইনসভার সদস্য নয় এমন কোন ব্যক্তিকে মুখ্যমন্ত্রী বা অন্য কোন মন্ত্রী হিসেবে নিয়ােগ করা যায় কি ? উত্তর:  রাজ্য আইনসভার সদস্য নয় এমন কোন ব্যক্তিকে মুখ্যমন্ত্রী ব অন্যমন্ত্রী হিসেবে নিয়ােগ করা যায় তবে সেই ব্যক্তিকে ছয় মাসের মধ্যে রাজ্য আইনসভার সদস্য হিসেবে নির্বাচিত হতে হয়।

রাষ্ট্রবিজ্ঞান - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।।সেট-৬

রাষ্ট্রবিজ্ঞান - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রশ্ন:১ সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের দুটি কাজ লেখ। উত্তর: (i) মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার সংরক্ষণ।  (ii) নিজের এক্তিয়ারভুক্ত বিষয় সম্পর্কে প্রস্তাবিত খসড়া বিবরণী প্রস্তুত করা এবং সাধারণ সভার নিকট পেশ করা। প্রশ্ন:২ নিরাপত্তাপরিষদের স্থায়ী সদস্যদের ‘ভিটো' প্রদান ক্ষমতার অর্থ কী ? উত্তর:  নিরাপত্তা পরিষদে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহনের ক্ষেত্রে ৫ জন স্থায়ী সদস্য সহ মােট ৯ জন সদস্যের সমর্থন প্রয়ােজন। ৫ জন স্থায়ী সদস্যের যে কোন একজন অসম্মতি জ্ঞাপন করলে সিদ্ধান্ত বাতিল হয়ে যায়। স্থায়ী সদস্যদের এই বিশেষ ক্ষমতাকে ‘ভিটো' বলে।

রাষ্ট্রবিজ্ঞান - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।।সেট-৫

রাষ্ট্রবিজ্ঞান - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রশ্ন:১ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে দুটি যুক্তি দাও। উত্তর: (i) প্রতিটি বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারে তার ফলে কর্মদক্ষতা বৃদ্ধি পায়।  (ii) দায়িত্বশীলতা বৃদ্ধি পায়। প্রশ্ন:২ ভারতের রাষ্ট্রপতি জরুরী সংক্রান্ত ক্ষমতা কয় প্রকার ও কী কী ? উত্তর:  ভারতের রাষ্ট্রপতির তিনরকমের জরুরী ক্ষমতা আছে—  (i) ৩৫২ নম্বর ধারা অনুসারে জাতীয় জরুরী অবস্থা,  (ii) ৩৫৬ নং ধারা অনুসারে রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা, এবং  (iii) ৩৬০ নং ধারা অনুসারে আর্থিক জরুরী অবস্থা।

রাষ্ট্রবিজ্ঞান - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।।সেট-৪

রাষ্ট্রবিজ্ঞান - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রশ্ন:১ ‘কোটা’ কি ? উত্তর:  ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে ‘কোটা’ সংখ্যক ভােট পেয়ে নির্বাচিত হন। এই কোটা নির্ধারিত হয় নির্বাচনে প্রদত্ত মােট বৈধ ভােটের সংখ্যাকে ২ দিয়ে ভাগ করে ভাগফলের সঙ্গে ১ যােগ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে ‘কোটা’ বলে। প্রশ্ন:২ ভারতের রাষ্ট্রপতির ভিটো ক্ষমতা কি ? উত্তর:  ভারতের রাষ্ট্রপতির বিল বাতিল করার ক্ষমতাকে ভিটো ক্ষমতা বলে। ভারতের রাষ্ট্রপতির হাতে তিন ধরনের ভিটো প্রয়ােগের ক্ষমতা আছে। সেগুলি হল—  (i) চরম ভিটো  (ii) স্থগিত ভিটো এবং  (iii) পকেট ভিটো।