Skip to main content

Posts

Showing posts from February, 2022

সাম্প্রতিক পোস্ট

নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও।

নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও।   অথবা,  একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও।  অথবা,  নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও।             উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়।  এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়।  নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা:       পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের নীচের দিকে ক্ষয়কাজ বেশি করে বলে নদী-খাত প্রথমে '।'

[VSQ] সাধারণ জ্ঞান–সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সেট–১৪৫

সাধারণ জ্ঞান প্রশ্ন:১ ভারতের অর্থনীতি কোন ধরণের অর্থনীতি ? উত্তর: মিশ্র অর্থনীতি  প্রশ্ন:২ ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটে কোন সালে ? উত্তর: ১৯৮৪ সালে  প্রশ্ন:৩ নর্মদা নদীর উৎপত্তি কোথায় ? উত্তর: অমরকণ্টক মালভূমি 

[VSQ] সাধারণ জ্ঞান–সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সেট–১৪৪

সাধারণ জ্ঞান প্রশ্ন:১ মানুষের শরীরের কোন অংশে কাফ মাসল দেখা যায় ? উত্তর: পা  প্রশ্ন:২ 'আন্তঃমৌসুমী জলবায়ুর দেশ' নামে বিখ্যাত কোনটি ? উত্তর: ভারত প্রশ্ন:৩ 'সূর্য সিদ্ধান্ত' গ্রন্থটি কোন বিষয়ক ? উত্তর: জ্যোতির্বিদ্যা 

[VSQ] সাধারণ জ্ঞান–সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সেট–১৪৩

সাধারণ জ্ঞান প্রশ্ন:১ ব্রিটিশ ইস্টইন্ডিয়া কোম্পানি ভারতের কোথায় প্রথম কারখানা স্থাপন করেন ? উত্তর: সুরাট  প্রশ্ন:২ সূর্য বাদে পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি ? উত্তর: আলফা সেন্টাউরি  প্রশ্ন:৩ ছত্তীসগড়ের সরকারি ভাষা কোনটি ? উত্তর: হিন্দি 

[VSQ] সাধারণ জ্ঞান–সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সেট–১৪২

সাধারণ জ্ঞান প্রশ্ন:১ কে হরিয়ানার হ্যারিকেন নামে পরিচিত ? উত্তর: কপিল দেব। প্রশ্ন:২ আয়তনে পৃথিবীর সবচেয়ে বড়ো হ্রদ কোনটি ? উত্তর: কাস্পিয়ান সাগর। প্রশ্ন:৩ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় ? উত্তর: আমেদাবাদকে।

[VSQ] সাধারণ জ্ঞান–সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সেট–১৪১

সাধারণ জ্ঞান প্রশ্ন:১ দোদাবেতা কোন্ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ? উত্তর: নীলগিরি। প্রশ্ন:২ ভারতবর্ষের প্রথম বহুমুখী নদী উপত্যকা প্রকল্প কোন্ নদীতে গড়ে ওঠে ?  উত্তর: দামোদর। প্রশ্ন:৩ কোন্ রাজ্যের উপকূল কে করমন্ডল বলা হয় ? উত্তর: তামিলনাড়ু।

[VSQ] সাধারণ জ্ঞান–সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সেট–১৪০

সাধারণ জ্ঞান প্রশ্ন:১ ভারতের চিল্কা হ্রদ কোথায় অবস্থিত ? উত্তর: ওড়িশায়। প্রশ্ন:২ সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে ? উত্তর: ৮ মিনিট ২০ সেকেন্ড। প্রশ্ন:৩ সুভাষচন্দ্র বসু কে নেতাজী আখ্যা কে দিয়েছিলেন ? উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।

[VSQ] সাধারণ জ্ঞান–সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সেট–১৩৯

সাধারণ জ্ঞান প্রশ্ন:১ ভারতে প্রথম বালিকা বিদ্যালয় স্থাপিত হয়েছিল কোথায় ? উত্তর: পুনে। প্রশ্ন:২ ইউরোপ থেকে ভারতে আসার জলপথ কে আবিষ্কার করেন ? উত্তর: ভাস্কো–দা–গামা। প্রশ্ন:৩ ভারতের স্বাধীনতা লাভের সময় কাশ্মীরের রাজা কে ছিলেন ? উত্তর: হরি সিং।

[VSQ] সাধারণ জ্ঞান–সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সেট–১৩৮

সাধারণ জ্ঞান প্রশ্ন:১ ভারতবর্ষের সবচেয়ে বড় উপজাতি কোনটি ?  উত্তর: গোল্ড। প্রশ্ন:২ নিম্নলিখিত কোন্ রাজ্যে স্থানান্তরিত কৃষি দেখা যায় না ?   উত্তর: পশ্চিমবঙ্গ। প্রশ্ন:৩ ভুটানের দীর্ঘতম নদী কোনটি ?  উত্তর: মানস।

[VSQ] সাধারণ জ্ঞান–সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সেট–১৩৭

সাধারণ জ্ঞান প্রশ্ন:১ Wings of Fire আত্মজীবনীটি হল— উত্তর: এ পি জে আব্দুল কালাম। প্রশ্ন:২ ভারতের প্রথম এভারেস্ট জয়ী মহিলা হলেন— উত্তর: বাচেন্দ্ৰী পাল। প্রশ্ন:৩ ফাউন্টেন পেন আবিষ্কার করেন— উত্তর: ওয়াটার ম্যান।

[VSQ] সাধারণ জ্ঞান–সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সেট–১৩৬

সাধারণ জ্ঞান প্রশ্ন:১ ভারতীয় সংবিধানে বর্ণিত একক নাগরিকত্বের ধারণা কোন্ দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ? উত্তর: ব্রিটেন। প্রশ্ন:২ কোন্ দেশটির কোনো লিখিত সংবিধান নেই ? উত্তর: ইংল্যান্ড। প্রশ্ন:৩ ভারতীয় সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল ? উত্তর: ৩৮৯ জন।

[VSQ] সাধারণ জ্ঞান–সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সেট–১৩৫

সাধারণ জ্ঞান প্রশ্ন:১ সংবিধানের কোন্ অংশে নির্দেশমূলক নীতিগুলির উল্লেখ আছে ? উত্তর: চতুর্থ। প্রশ্ন:২ কেন্দ্রীয় ক্ষমতা সংক্রান্ত কমিটি ও সংবিধান কমিটির সভাপতি কে ছিলেন ? উত্তর: জওহরলাল নেহেরু। প্রশ্ন:৩ মৌলিক অধিকারের তালিকা থেকে কোনটি বাদ দেওয়া হয়েছে ? উত্তর: ব্যক্তিগত সম্পত্তির অধিকার।

[VSQ] সাধারণ জ্ঞান–সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সেট–১৩৪

সাধারণ জ্ঞান প্রশ্ন:১ গান্ধিজী প্রথম সত্যাগ্রহ শুরু করেন— উত্তর: দক্ষিণ আফ্রিকায়। প্রশ্ন:২ হিন্দু কলেজের বর্তমান নাম কী ? উত্তর: প্রেসিডেন্সি কলেজ। প্রশ্ন:৩ ঔরঙ্গজেব পার্বত্য মুষিক বলে অভিহিত করেছেন— উত্তর: শিবাজীকে।

[VSQ] সাধারণ জ্ঞান–সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সেট–১৩৩

সাধারণ জ্ঞান প্রশ্ন:১ কোনটি সৌরশক্তি সংগ্রহে সক্ষম ? উত্তর: উৎপাদক। প্রশ্ন:২ সর্বাধিক ভূমিকম্পপ্রবণ দেশ কোনটি ? উত্তর: জাপান। প্রশ্ন:৩ বায়ুমণ্ডলে অক্সিজেনের শতকরা পরিমাণ কত ? উত্তর: ২১ ভাগ।

[VSQ] সাধারণ জ্ঞান–সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সেট–১৩২

সাধারণ জ্ঞান প্রশ্ন:১ জলাভূমিতে শৈবাল পচে যে বিষ নির্গত হয় তার নাম কি ? উত্তর: স্ট্রিকনিন। প্রশ্ন:২ মৃত্তিকার দ্বারা ছত্রাকঘটিত প্রধানত যে রোগ ছড়ায় তার নাম কি ? উত্তর: ক্লোমোমাইকসিস। প্রশ্ন:৩ ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটর যন্ত্র ব্যবহার হয় প্রধানত কোথায় ? উত্তর: বায়ুদূষণ প্রতিরোধে।

[VSQ] সাধারণ জ্ঞান–সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সেট–১৩১

সাধারণ জ্ঞান প্রশ্ন:১ মিশরের প্রধান অর্থকরী ফসল হল— উত্তর: কার্পাস। প্রশ্ন:২ বঙ্কিমচন্দ্রের বন্দেমাতরম গানটি রয়েছে— উত্তর: আনন্দমঠ উপন্যাসে। প্রশ্ন:৩ ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন— উত্তর: উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়।

[VSQ] সাধারণ জ্ঞান–সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সেট–১৩০

সাধারণ জ্ঞান প্রশ্ন:১ গণনাট্য সংঘের নাটক নবান্ন কোন্ বিষয় নিয়ে লেখা ?  উত্তর: মন্বন্তর। প্রশ্ন:২ শিশির কুমার ভাদুড়ী অভিনীত প্রথম নাটকের নাম কি ?  উত্তর: আলমগীর। প্রশ্ন:৩ নিখিল ব্যানার্জী কোন্ বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত ? উত্তর: সেতার।

[VSQ] সাধারণ জ্ঞান–সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সেট–১২৯

সাধারণ জ্ঞান প্রশ্ন:১ ব্রোঞ্জে কি কি থাকে ? উত্তর: তামা ও টিন। প্রশ্ন:২ আড়াই দিনকা ঝোপড়া কোথায় অবস্থিত ? উত্তর: আজমির। প্রশ্ন:৩ মানব শরীরের কোন্ অঙ্গে লিম্ফোসাইট কোষ গঠিত হয় ? উত্তর: অস্থি মজ্জা।

[VSQ] সাধারণ জ্ঞান–সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সেট–১২৮

সাধারণ জ্ঞান প্রশ্ন:১ মাছের শুক্রাণুর নিউক্লিয়াসে কোন্ প্রোটিন থাকে ? উত্তর: প্রোটামিন। প্রশ্ন:২ এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় ? উত্তর: ১৭৮৪ সালে। প্রশ্ন:৩ স্মল পক্স বা গুটি বসন্তের টিকা আবিষ্কার কে করেন ? উত্তর: ড. এডওয়ার্ড জেনার।

[VSQ] সাধারণ জ্ঞান–সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সেট–১২৭

সাধারণ জ্ঞান প্রশ্ন:১ ম্যালেরিয়া, ফাইলেরিয়া, ডেঙ্গুজ্বর প্রভৃতি হল— উত্তর: মশাবাহিত রোগ। প্রশ্ন:২ গঙ্গা অ্যাকশন প্ল্যান শুরু হয় কবে ?  উত্তর: ১৯৮৬ সালে। প্রশ্ন:৩ প্লেগ রোগের বাহক কে ? উত্তর: ইঁদুরের গায়ে বসবাসকারী এক ধরণের ফ্লি।

[VSQ] সাধারণ জ্ঞান–সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সেট–১২৬

সাধারণ জ্ঞান প্রশ্ন:১ প্রথম রাজ্যসভা কবে গঠিত হয় ? উত্তর: এপ্রিল ১৯৫২। প্রশ্ন:২ “সংবিধান পরিবর্তনের জন্য আইনসভার দু তৃতীয়াংশ সদস্যের সম্মতিই যথেষ্ট”—কার মত ? উত্তর: ল্যাস্কির। প্রশ্ন:৩ ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থীকে নূন্যতম কত বছর বয়স হতে হবে ? উত্তর: ৩৫ বছর।

[VSQ] সাধারণ জ্ঞান–সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সেট–১২৫

সাধারণ জ্ঞান প্রশ্ন:১ জস বাটলার কোন্ খেলার সঙ্গে যুক্ত ? উত্তর: ক্রিকেট। প্রশ্ন:২ মায়ানমারের পূর্বের রাজধানীর নাম কি ছিল ? উত্তর: ইয়াঙ্গুন। প্রশ্ন:৩ গারো পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ? উত্তর: নক্রেক।

[VSQ] সাধারণ জ্ঞান–সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সেট–১২৪

সাধারণ জ্ঞান প্রশ্ন:১ মোপলা বিদ্রোহ কত সালে হয় ? উত্তর: ১৯২১ সালে। প্রশ্ন:২ কর্ণের কোন্ অংশ দেহের ভারসাম্য রক্ষা করে ? উত্তর: অটোলিথ। প্রশ্ন:৩ বঙ্গবন্ধু স্টেডিয়ামটি কোথায় অবস্থিত ? উত্তর: ঢাকা, বাংলাদেশ।

[VSQ] সাধারণ জ্ঞান–সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সেট–১২৩

সাধারণ জ্ঞান প্রশ্ন:১ বায়ুমন্ডলে কোন্ গ্যাসের পরিমাণ সবথেকে বেশি ? উত্তর: নাইট্রোজেন। প্রশ্ন:২ সাইলেন্ট ভ্যালি কোন্ রাজ্যে অবস্থিত ? উত্তর: কেরালা। প্রশ্ন:৩ জীবাশ্ম জ্বালানি থেকে কি উৎপন্ন হয় ? উত্তর: কার্বন ড্রাই অক্সাইড।

[VSQ] সাধারণ জ্ঞান–সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সেট–১২২

সাধারণ জ্ঞান প্রশ্ন:১ অমিত্রঘাত নামে কে পরিচিত ছিলেন ? উত্তর: বিন্দুসার। প্রশ্ন:২ কবে ভারত সরকার কর্তৃক অল ইন্ডিয়া রেডিওর সূচনা হয় ? উত্তর: ১৯৩৬ সালে। প্রশ্ন:৩ সালাল জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত ? উত্তর: জম্মু ও কাশ্মীর রাজ্যে।

[VSQ] সাধারণ জ্ঞান–সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সেট–১২১

সাধারণ জ্ঞান প্রশ্ন:১ ইম্ফল কোন্ রাজ্যের রাজধানী ?  উত্তর: মণিপুর। প্রশ্ন:২ ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি ?  উত্তর: তারাপুর। প্রশ্ন:৩ কোনটি ভারতের দীর্ঘতম হিমবাহ ? উত্তর: সিয়াচেন।

[VSQ] সাধারণ জ্ঞান–সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সেট–১২০

সাধারণ জ্ঞান প্রশ্ন:১ ‘চিড়িয়াখানা’ চলচ্চিত্রের নায়ক কে ছিলেন ?  উত্তর: উত্তমকুমার। প্রশ্ন:২ ১৯৬৯ সালে মৃণাল সেনের কোন্ ছবিটি রাষ্ট্রপতি স্বর্ণপদক লাভ করেছিল ?  উত্তর: ভুবন সোম। প্রশ্ন:৩ ‘গণদেবতা’ চলচ্চিত্রের নায়ক কে ছিলেন ? উত্তর: সৌমিত্র চট্টোপাধ্যায়।

[VSQ] সাধারণ জ্ঞান–সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সেট–১১৯

সাধারণ জ্ঞান প্রশ্ন:১ রাজ্য সচিবালয়ের শীর্ষাধিকারী কে ? উত্তর: মুখ্যসচিব। প্রশ্ন:২ উত্তরবঙ্গের মূল প্রশাসনিক ভবনের নাম কি ? উত্তর: উত্তরকন্যা। প্রশ্ন:৩ ‘দাগ’ ও ‘হুলিয়া’ ব্যবস্থা কে প্রচলন করেন ? উত্তর: আলাউদ্দিন খলজি।

[VSQ] সাধারণ জ্ঞান–সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সেট–১১৮

সাধারণ জ্ঞান প্রশ্ন:১ সুনীল গঙ্গোপাধ্যায় কোন্ ছদ্মনামটি ব্যবহার করতেন ? উত্তর: নীললোহিত। প্রশ্ন:২ ভারতে গান্ধিজী প্রথম সত্যাগ্রহ করেন— উত্তর: চম্পারনে। প্রশ্ন:৩ WTO সদরদপ্তর কোথায় অবস্থিত ? উত্তর: জেনেভা।

[VSQ] সাধারণ জ্ঞান–সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সেট–১১৭

সাধারণ জ্ঞান প্রশ্ন:১ পাকিস্তানের মুদ্রার নাম কি ? উত্তর: রুপি। প্রশ্ন:২ রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজি সাহিত্য পাঠের উদ্দেশ্যে কবে প্রথম ইংল্যান্ডে যান ? উত্তর: ১৮৭৮ সালে। প্রশ্ন:৩ আরব সাগরের রানী বলা হয় ? উত্তর: কোচিকে।

[VSQ] সাধারণ জ্ঞান–সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সেট–১১৬

সাধারণ জ্ঞান প্রশ্ন:১ শেষ বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায় ? উত্তর: দক্ষিণ আফ্রিকায়। প্রশ্ন:২ চের্নোবিলের ঘটনা ঘটেছিল কত সালে ? উত্তর: ১৯৮৬ সালে। প্রশ্ন:৩ ভারতে পরিবেশ রক্ষা আইন পাস হয় কত সালে ? উত্তর: ১৯৮৬ সালে।

[VSQ] সাধারণ জ্ঞান–সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সেট–১১৫

সাধারণ জ্ঞান প্রশ্ন:১ পৃথিবীর প্রথম সবাক ছবি তৈরি হয় কত সালে ? উত্তর: ১৯২৭ সালে। প্রশ্ন:২ হলিউডে প্রথম কোন্ ভারতীয় অভিনয় করেন ? উত্তর: দস্তাগীর। প্রশ্ন:৩ প্রথম অস্কার জয়ী ভারতীয় কে ? উত্তর: ভানু আথাইয়া।

[VSQ] সাধারণ জ্ঞান–সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সেট–১১৪

সাধারণ জ্ঞান প্রশ্ন:১ আরব সাগরের রানী বলা হয় কাকে ? উত্তর: কোচিনকে। প্রশ্ন:২ কাবুলিওয়ালা ছোটগল্পটি কে রচনা করেছেন ? উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন:৩ দৈর্ঘ্যে পৃথিবীর বৃহত্তম পর্বতমালা কোনটি ? উত্তর: আন্দিজ।

[VSQ] সাধারণ জ্ঞান–সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সেট–১১৩

সাধারণ জ্ঞান প্রশ্ন:১ ভারতীয় সংগীত প্রথম কোন্ সালে রেকডিং হয় ? উত্তর: ১৮৯৮ সালে। প্রশ্ন:২ ঠুংরি গানের জনক কাকে বলা হয় ?  উত্তর: ওয়াজেদ আলী শা। প্রশ্ন:৩ ভারতের প্রথম নৃত্য বিদ্যালয় কোনটি ? উত্তর: কলাক্ষেত্র।

[VSQ] সাধারণ জ্ঞান–সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সেট–১১২

সাধারণ জ্ঞান প্রশ্ন:১ কোন্ ছবিতে জলের নীচের দৃশ্য প্রথম পরিবেশিত হয় ?  উত্তর: আনমোল মতি। প্রশ্ন:২ প্রথম নাট্যশালা কোথায় তৈরি হয়েছিল ?  উত্তর: এথেন্সে। প্রশ্ন:৩ ‘চারুলতা’ চলচ্চিত্রে নায়িকার ভূমিকায় কে অবতীর্ণ হয়েছিলেন ?  উত্তর: মাধবী মুখার্জী।

[VSQ] সাধারণ জ্ঞান–সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সেট–১১১

সাধারণ জ্ঞান প্রশ্ন:১ গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন ? উত্তর: বি.আর.আম্বেদকর। প্রশ্ন:২ কত সালে ভারতবর্ষ প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে ?  উত্তর: ১৯৫০ সালে। প্রশ্ন:৩ কবে ভারতের সংবিধান গৃহীত হয় ? উত্তর: ১৯৪৯ সালের ২৬ শে নভেম্বর।

[VSQ] সাধারণ জ্ঞান–সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সেট–১১০

সাধারণ জ্ঞান প্রশ্ন:১ পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন ? উত্তর: অপরাজিত বর্মণ। প্রশ্ন:২ আরশোলার হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা কয়টি ? উত্তর: ১৩ টি। প্রশ্ন:৩ কেঁচোকে কৃষকের বন্ধু প্রথম কে বলেন ? উত্তর: ডারউইন।

[VSQ] সাধারণ জ্ঞান–সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সেট–১০৯

সাধারণ জ্ঞান প্রশ্ন:১ পাঞ্জাব কেশরী নামে পরিচিত হল— উত্তর: লালা লাজপৎ রায়। প্রশ্ন:২ কোলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়— উত্তর: ১৮৫৭ সালে। প্রশ্ন:৩ তাপ্তি ও নর্মদা নদীর মাঝে অবস্থিত হল— উত্তর: সাতপুরা পর্বত।

[VSQ] সাধারণ জ্ঞান–সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সেট–১০৮

সাধারণ জ্ঞান প্রশ্ন:১ বর্তমানে ভারতের সংবিধানে তপসিলের সংখ্যা কটি ? উত্তর: ১২ টি। প্রশ্ন:২ ভারতের জাতীয় পতাকার পরিকল্পনা স্থির করা হয় গণপরিষদের কোন্ অধিবেশনে ? উত্তর: চতুৰ্থ। প্রশ্ন:৩ ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটির সংযুক্তি ঘটে কত খ্রিস্টাব্দে ? উত্তর: ১৯৭৬ সালে।

[VSQ] সাধারণ জ্ঞান–সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সেট–১০৭

সাধারণ জ্ঞান প্রশ্ন:১ কোন্ শহরকে এশিয়ার রোম বলা হয় ?  উত্তর: দিল্লী। প্রশ্ন:২ ভারতের সর্বোচ্চ মালভূমি কোনটি ? উত্তর: লাডাক মালভূমি। প্রশ্ন:৩ আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম জেলা কোনটি ? উত্তর: কচ্ছ।

[VSQ] সাধারণ জ্ঞান–সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সেট–১০৬

সাধারণ জ্ঞান প্রশ্ন:১ সবচেয়ে বড় নার্ভের নাম কি ? উত্তর: সাইটিকা নার্ভ। প্রশ্ন:২ বাংলার নবজাগরণের জনক কে ছিলেন ? উত্তর: রাজা রামমোহন রায়। প্রশ্ন:৩ টায়ালিন কোথা থেকে নিঃসৃত হয় ? উত্তর: মুখগহ্বরের লালাগ্রন্থি থেকে।

[VSQ] সাধারণ জ্ঞান–সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সেট–১০৫

সাধারণ জ্ঞান প্রশ্ন:১ ব্লাকফুট ডিজিস হয়ে থাকে কীসের প্রভাবে ? উত্তর: আর্সেনিকের প্রভাবে। প্রশ্ন:২ অণুচক্রিকার প্রধান কাজ কি ? উত্তর: রক্ততঞ্চনে সহায়তা করা। প্রশ্ন:৩ গৌতম বুদ্ধ কোথায় সিদ্ধি লাভ করেন ? উত্তর: বুদ্ধগয়া।

[VSQ] সাধারণ জ্ঞান–সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সেট–১০৪

সাধারণ জ্ঞান প্রশ্ন:১ স্কার্ভি রোগ হয়— উত্তর: ভিটামিন C এর অভাবে। প্রশ্ন:২ চীনে মুক্তদার নীতি ঘোষণা হয়— উত্তর: ১৮৯৯ সালে। প্রশ্ন:৩ কোষের শক্তিঘর বলা হয়— উত্তর: মাইটোকন্ড্রিয়াকে।

[VSQ] সাধারণ জ্ঞান–সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সেট–১০৩

সাধারণ জ্ঞান প্রশ্ন:১ রোহিয়া ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ? উত্তর: হিমাচল প্রদেশ। প্রশ্ন:২ আলমাটি বাঁধ কোন্ নদীর উপর অবস্থিত ? উত্তর: কৃষ্ণা। প্রশ্ন:৩ রাজস্থানের বিখ্যাত জাওয়ার খনি থেকে কোন্ ধাতু পাওয়া যায় ? উত্তর: জিঙ্ক।

[VSQ] সাধারণ জ্ঞান–সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সেট–১০২

সাধারণ জ্ঞান প্রশ্ন:১ ভারতের প্রাচীনতম বাদ্য কোনটি ? উত্তর: বীণা। প্রশ্ন:২ এখনো সঙ্গীতের মাধ্যমে বেদ পাঠ করা হয় কোথায় ? উত্তর: বারাণসী। প্রশ্ন:৩ বিখ্যাত হিন্দি নাটক ‘চরণ দাস চোর’ এর পরিচালক কে ?  উত্তর: হাবিব তনবীর।

[VSQ] সাধারণ জ্ঞান–সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সেট–১০১

সাধারণ জ্ঞান প্রশ্ন:১ নাসা কত সালে প্রতিষ্ঠিত হয় ? উত্তর: ১৯৫৮ সালে। প্রশ্ন:২ ট্রান্স হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ? উত্তর: লিওপারগেল। প্রশ্ন:৩ ভাঙ্গরা কোন্ রাজ্যের নৃত্যকলা ? উত্তর: পাঞ্জাব।

[VSQ] সাধারণ জ্ঞান–সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সেট–১০০

সাধারণ জ্ঞান প্রশ্ন:১ শিবাজীর রাজধানী ছিল— উত্তর: রায়গর। প্রশ্ন:২ ইউনিট ট্রাস্ট অব ইন্ডিয়া কবে গঠিত হয়েছিল ? উত্তর: ১৯৬৪। প্রশ্ন:৩ সমঝোতা এক্সপ্রেস যে দুটি স্টেশনের মধ্যে চলে ? উত্তর: ভারত–পাকিস্তান।

[VSQ] সাধারণ জ্ঞান–সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সেট–৯৯

সাধারণ জ্ঞান প্রশ্ন:১ কোন্ গ্যাসটিকে সহজে তরলে পরিণত করা যায় ? উত্তর:  এমোনিয়া। প্রশ্ন:২ কমনওয়েলথ দিবস কবে পালিত হয় ? উত্তর:  ২৪ শে মে। প্রশ্ন:৩ আমজাদ আলী খান কোন্ সংগীত যন্ত্রের সাথে যুক্ত ? উত্তর:  সারোদ।

[VSQ] সাধারণ জ্ঞান–সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সেট–৯৮

সাধারণ জ্ঞান প্রশ্ন:১ ‘নরসিংহম কমিটি’ কোন্ ক্ষেত্রে সংস্কারের জন্য রিপোর্ট দেয় ? উত্তর:  ব্যাঙ্কিং। প্রশ্ন:২ কত কোটি টাকা নিয়ে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ১৯৫৩ সালে গঠিত হয় ? উত্তর:  ৫ কোটি। প্রশ্ন:৩ ভারতে খাদ্য নিগম (FCI) কোন্ পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে গঠিত হয় ? উত্তর:  তৃতীয় পরিকল্পনা।

[VSQ] সাধারণ জ্ঞান–সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সেট–৯৭

সাধারণ জ্ঞান প্রশ্ন:১ কে সৎনামী বিদ্রোহের নেতা ছিলেন ? উত্তর: গরীবদাস হাডা। প্রশ্ন:২ ভারত সরকারের মৃত্তিকা গবেষনাগার অবস্থিত— উত্তর: দেরাদুনে। প্রশ্ন:৩ সাপ্তাহিক সংবাদপত্র ‘The Commonweal’ (কমনউইল) কে প্রতিষ্ঠা করেন ? উত্তর: অ্যানি বেসান্ত।

[VSQ] সাধারণ জ্ঞান–সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সেট–৯৬

সাধারণ জ্ঞান প্রশ্ন:১ ফারাক্কা বাঁধ কোন্ দুটি নদীর মধ্যেকার জলপ্রবাহ নিয়ন্ত্রণ করে ? উত্তর: পদ্মা ও গঙ্গা। প্রশ্ন:২ ‘গাজী’ কার উপাধি ছিল ? উত্তর: বাবর। প্রশ্ন:৩ কেবিনেট মিশন কত সালে ভারতে এসেছিল ?  উত্তর: ১৯৪৬ সালে।