🗿 হরপ্পা সভ্যতার অধিবাসীদের সামাজিক জীবনের বিস্তারিত পরিচয় হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার অধিবাসীদের সামাজিক জীবন সম্পর্কে জানার প্রধান উৎস হলো প্রত্নতাত্ত্বিক খননকার্যের ফলে প্রাপ্ত নগর পরিকল্পনা, সমাধিক্ষেত্র, মৃৎপাত্র, মূর্তি, অলংকার এবং অন্যান্য নিদর্শনসমূহ। এই নিদর্শনের ভিত্তিতে সমাজবিজ্ঞানীরা হরপ্পা সমাজের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি তুলে ধরেছেন:
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নোত্তর ✔️প্রশ্ন:১ উপযােগী বা সুখবাদের মূল প্রবক্তা (মিল/বেহ্নাম/লক)। 👉উত্তর: বেহ্নাম। ✔️প্রশ্ন:২ রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত ? 👉উত্তর: ৫ বছর। ✔️প্রশ্ন:৩ ভারতের প্রকৃত শাসক কে ? 👉উত্তর: প্রধানমন্ত্রী। ✔️প্রশ্ন:৪ ভারতের রাষ্ট্রপতির বিল বাতিল করার ক্ষমতাকে কি বলে ? 👉উত্তর: ‘ভেটো ক্ষমতা’।