দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নোত্তর ✔️প্রশ্ন:১ উপযােগী বা সুখবাদের মূল প্রবক্তা (মিল/বেহ্নাম/লক)। 👉উত্তর: বেহ্নাম। ✔️প্রশ্ন:২ রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত ? 👉উত্তর: ৫ বছর। ✔️প্রশ্ন:৩ ভারতের প্রকৃত শাসক কে ? 👉উত্তর: প্রধানমন্ত্রী। ✔️প্রশ্ন:৪ ভারতের রাষ্ট্রপতির বিল বাতিল করার ক্ষমতাকে কি বলে ? 👉উত্তর: ‘ভেটো ক্ষমতা’।