Skip to main content

Posts

Showing posts with the label রাষ্ট্রবিজ্ঞান VSQ

প্রস্তুতি শুরু করা যাক [খুব তাড়াতাড়ি আসছে]

WBSSC WBPSC WBPRB WBCS

সাম্প্রতিক পোস্ট

দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair)

দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক

পশ্চিমবঙ্গের প্রধান শিক্ষা বোর্ডসমূহ [খুব তাড়াতাড়ি আসছে]

WBBPE WBBSE WBCHSE WBMSC

[VSQ]Political Science।।সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নোত্তর।।সেট-২০

 সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নোত্তর ✔️প্রশ্ন:১ উপযােগী বা সুখবাদের মূল প্রবক্তা (মিল/বেহ্নাম/লক)। 👉উত্তর:  বেহ্নাম। ✔️প্রশ্ন:২ রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত ? 👉উত্তর:  ৫ বছর। ✔️প্রশ্ন:৩ ভারতের প্রকৃত শাসক কে ? 👉উত্তর:  প্রধানমন্ত্রী। ✔️প্রশ্ন:৪ ভারতের রাষ্ট্রপতির বিল বাতিল করার ক্ষমতাকে কি বলে ? 👉উত্তর:  ‘ভেটো ক্ষমতা’।

[VSQ]Political Science।।সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নোত্তর।।সেট-১৯

 সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নোত্তর ✔️প্রশ্ন:১ ভারতের কূটনৈতিক প্রতিনিধিদের বিদেশে কে প্রেরণ করেন ? 👉উত্তর:  ভারতের রাষ্ট্রপতি। ✔️প্রশ্ন:২ পূর্ণক্ষমতা স্বতন্ত্রীকরণ (সম্ভব/সম্ভব নয়)। 👉উত্তর:  সম্ভব নয়। ✔️প্রশ্ন:৩ ভারতীয় পার্লামেন্টের অর্থসংক্রান্ত একটি কমিটির নাম লেখ ? 👉উত্তর:  সরকারী গাণিতিক কমিটি (PAC)। ✔️প্রশ্ন:৪ দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রথম কোথায় চালু হয় ? 👉উত্তর:  গ্রেট ব্রিটেন।

[VSQ]Political Science।।সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নোত্তর।।সেট-১৮

 সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নোত্তর ✔️প্রশ্ন:১ সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের মেয়াদ কত বছর ? 👉উত্তর:  ৫ বছর। ✔️প্রশ্ন:২ বিপ্লবকে ইতিহাসের চালিকা শক্তি বলেছেন কে ? 👉উত্তর:  কার্ল মার্কস। ✔️প্রশ্ন:৩ বর্তমান মহাসচিবের নাম কি ? 👉উত্তর:  অ্যান্টোনিও গুতারেস ✔️প্রশ্ন:৪ ‘দাস ক্যাপিটাল’ কে রচনা করেন ? 👉উত্তর:  কার্ল মার্কস ১৮৬৭ সালে।

[VSQ]Political Science।।সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নোত্তর।।সেট-১৭

 সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নোত্তর ✔️প্রশ্ন:১ দ্বি-কক্ষ বিশিষ্ট রাজ্য আইনসভার দ্বিতীয় কক্ষটির নাম কি ? 👉উত্তর:  বিধান পরিষদ। ✔️প্রশ্ন:২ জাতিপুঞ্জের সার্বভৌমত্ব (আছে/নেই)। 👉উত্তর:  নেই। ✔️প্রশ্ন:৩ বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয় (১৯৫৪/১৯৫৫/১৯৬০) সালে। 👉উত্তর:  ১৯৫৫ সালে। ✔️প্রশ্ন:৪ নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত ? 👉উত্তর:  মােট ১৫ (স্থায়ী ৫, অস্থায়ী ১০)।

[VSQ]Political Science।।সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নোত্তর।।সেট-১৬

 সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নোত্তর ✔️প্রশ্ন:১ কেন্দ্রীয় প্রশাসনের শীর্ষে অবস্থিত সংস্থাটির নাম কি ? 👉উত্তর:  ক্যাবিনেট সচিবালয়। ✔️প্রশ্ন:২ রাজ্যসভা অর্থবিল কতদিন পর্যন্ত বিবেচনার জন্য রাখতে পারেন ? 👉উত্তর:  ১৪ দিন পর্যন্ত। ✔️প্রশ্ন:৩ ব্রিটেনের আইনসভার উচ্চকক্ষের নাম (রাজ্যসভা/সেনেট/লর্ডস সভা)। 👉উত্তর:  লর্ডস সভা। ✔️প্রশ্ন:৪ ভারতের প্রধান মন্ত্রী (রাষ্ট্রপতি/সুপ্রিম কোর্ট/লােকসভা) কর্তৃক নিযুক্ত হন। 👉উত্তর:  রাষ্ট্রপতি।

[VSQ]Political Science।।সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নোত্তর।।সেট-১৫

 সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নোত্তর ✔️প্রশ্ন:১ কখন ভারতীয় রাজনীতিতে বিশ্বায়নের প্রক্রিয়া শুরু হয় ? 👉উত্তর:  1990-এর দশক থেকে। ✔️প্রশ্ন:২ ভারত ও (রাশিয়া/চিন) পঞ্চশীল নীতি প্রণয়ন করছে। 👉উত্তর:  চিন। ✔️প্রশ্ন:৩ সাধারণ বিল পাস করে (লােকসভা/রাজ্যসভা/লােকসভা ও রাজ্যসভা)। 👉উত্তর:  লােকসভা ও রাজ্যসভা। ✔️প্রশ্ন:৪ W.T.O- র পুরাে নাম কি ? 👉উত্তর:  World Trade Organisation।

[VSQ]Political Science।।সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নোত্তর।।সেট-১৪

 সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নোত্তর ✔️প্রশ্ন:১ কোন রাষ্ট্র সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য হতে (বাধ্য/বাধ্য নয় )। 👉উত্তর:  বাধ্য নয়। ✔️প্রশ্ন:২ সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য সংখ্যা কত ? 👉উত্তর:  ৫৪ জন। ✔️প্রশ্ন:৩ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত ? 👉উত্তর:  দুই বছরের জন্য। ✔️প্রশ্ন:৪ আন্তর্জাতিক আদালত গঠিত হয় (১০/১৫/২০) জন বিচারপতি নিয়ে। 👉উত্তর:  ১৫ জন।

[VSQ]Political Science।।সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নোত্তর।।সেট-১৩

 সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নোত্তর ✔️প্রশ্ন:১ জেলা পরিষদের প্রধানকে কি বলে ? 👉উত্তর:  সভাধিপতি। ✔️প্রশ্ন:২ কতজন সদস্য নিয়ে গ্রাম পঞ্চায়েত গঠিত হয় ? 👉উত্তর:  ৫ জন থেকে ৩০ জন সদস্য নিয়ে। ✔️প্রশ্ন:৩ বিধান সভার কমিটি গুলির সভাপতিগণ (মুখ্যমন্ত্রী/স্পীকারের দ্বারা) নিযুক্ত হন। 👉উত্তর:  স্পীকারের দ্বারা। ✔️প্রশ্ন:৪ পশ্চিমবঙ্গে পৌর বিল কবে পাশ হয় ? 👉উত্তর:  ১৯৯৩ সালে এবং কার্যকর হয় ১৯৯৪ সালে।

[VSQ]Political Science।।সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নোত্তর।।সেট-১২

 সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নোত্তর ✔️প্রশ্ন:১ কোন বিল অর্থবিল কিনা সিদ্ধান্ত নেন ভারতের (লােকসভার স্পীকার/প্রধান মন্ত্রী/অর্থমন্ত্রী)। 👉উত্তর:  লােকসভার স্পীকার। ✔️প্রশ্ন:২ রাজ্য প্রশাসনের শীর্ষে কে আছেন ? 👉উত্তর:  রাজ্যপাল। ✔️প্রশ্ন:৩ কেন্দ্রীয় প্রশাসনে (১/২) ধরনের প্রশাসক থাকেন। 👉উত্তর:  ২ ধরনের। ✔️প্রশ্ন:৪ পার্লামেন্টের কোন কক্ষের সদস্য না হয়েও কোন ব্যক্তি (৬/৭/৮/১০) মাসের জন্য মন্ত্রী হতে পারেন। 👉উত্তর:  ৬ মাস।

[VSQ]Political Science।।সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নোত্তর।।সেট-১১

 সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নোত্তর ✔️প্রশ্ন:১ (সংসদীয়/রাষ্ট্রপতিশাসিত) ব্যবস্থায় নামসর্বস্ব রাষ্ট্রপ্রধান থাকেন। 👉উত্তর:  সংসদীয়। ✔️প্রশ্ন:২ লােকসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত ? 👉উত্তর:  ৫৫০ জন। ✔️প্রশ্ন:৩ আইনসভার (উচ্চকক্ষ/নিম্নকক্ষ) স্থায়ীসভা হিসাবে কাজ করে। 👉উত্তর:  উচ্চকক্ষ। ✔️প্রশ্ন:৪ ভারতের রাষ্ট্রপ্রধান হলেন (প্রধানমন্ত্রী/রাষ্ট্রপতি)। 👉উত্তর:  রাষ্ট্রপতি।

[VSQ]Political Science।।সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নোত্তর।।সেট-১০

 সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নোত্তর ✔️প্রশ্ন:১ রাজ্যের নিয়ম তান্ত্রিক শাসক ও প্রকৃত শাসক কে ? 👉উত্তর:  নিয়ম তান্ত্রিক শাসক রাজ্যপাল এবং প্রকৃত শাসক মুখ্যমন্ত্রী। ✔️প্রশ্ন:২ রাজ্য প্রশাসনের কেন্দ্র বিন্দু কোনটি ? 👉উত্তর:  জেলা প্রশাসন। ✔️প্রশ্ন:৩ পশ্চিমবঙ্গ বিধান সভার বর্তমান সদস্য সংখ্যা কত ? 👉উত্তর:  ২৯৪ জন। ✔️প্রশ্ন:৪ রাজ্যপালের নুন্যতম বয়স কত হওয়া প্রয়ােজন ? 👉উত্তর:  ৩৫ বছর।

[VSQ]Political Science।।সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নোত্তর।।সেট-৯

 সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নোত্তর ✔️প্রশ্ন:১ নিরাপত্তা পরিষদে ভােট প্রয়ােগের অধিকারী কারা ? 👉উত্তর:  নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা। ✔️প্রশ্ন:২ ভারতের শাসন বিভাগের সর্বোচ্চ প্রধান কে ? 👉উত্তর:  রাষ্ট্রপতি। ✔️প্রশ্ন:৩ আন্তর্জাতিক বিচারালয় কতজন বিচারপতি নিয়ে গঠিত ? 👉উত্তর:  ১৫ জন বিচারপতি নিয়ে গঠিত। ✔️প্রশ্ন:৪ শাসন বিভাগের অরাজনৈতিক অংশ কাদের বলে ? 👉উত্তর:  সরকারের স্থায়ী কর্মচারীদের।

[VSQ]Political Science।।সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নোত্তর।।সেট-৮

 সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নোত্তর ✔️প্রশ্ন:১ সুপ্রিম কোর্টের আপীল এলাকা কয় প্রকারের ? 👉উত্তর:  ৪ প্রকারের। ✔️প্রশ্ন:২ রাজস্ব সংক্রান্ত বিষয় হাইকোর্টের কোন এলাকার অন্তর্ভুক্ত ? 👉উত্তর:  মূল এলাকার। ✔️প্রশ্ন:৩ রাষ্ট্রপতি পরামর্শ চাইলে সুপ্রিম কোর্ট তা দিতে (বাধ্য/বাধ্য নন)। 👉উত্তর:  বাধ্য। ✔️প্রশ্ন:৪ পশ্চিমবঙ্গে মােট পৌরসভার সংখ্যা কয়টি ? 👉উত্তর:  ১১৯ টি।

[VSQ]Political Science।।সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নোত্তর।।সেট-৭

 সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নোত্তর ✔️প্রশ্ন:১ ভারতের পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে ? 👉উত্তর:  ভারতের প্রধানমন্ত্রী। ✔️প্রশ্ন:২ ভারতের রাষ্ট্রপতির অর্ডিন্যান্স জারী করার ক্ষমতা (আছে/নেই)। 👉উত্তর:  আছে। ✔️প্রশ্ন:৩ ভারতের রাষ্ট্রপতির পূর্ব সুপারিশ ছাড়া কোন বিল লােকসভায় উত্থাপন করা যায় না ? 👉উত্তর:  অর্থবিল। ✔️প্রশ্ন:৪ ভারতবর্ষের সামরিক বাহিনীর প্রধান কে ? 👉উত্তর:  রাষ্ট্রপতি।

[VSQ]সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নোত্তর।।সেট-৬

 সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নোত্তর ✔️প্রশ্ন:১ গ্রাম পঞ্চায়েতের কার্যকাল কতদিন ? 👉উত্তর:  সাধারণভাবে ৫ বছর। ✔️প্রশ্ন:২ বর্তমানে পশ্চিমবঙ্গের পৌরসভায় কয় ধরনের কমিটি আছে ? 👉উত্তর:  ৬ ধরনের। ✔️প্রশ্ন:৩ জেলা পরিষদের স্থায়ী সমিতি বা কমিটি কয়টি ? 👉উত্তর: ১০ টি। ✔️প্রশ্ন:৪ পঞ্চায়েত ব্যবস্থার নির্বাচিত প্রতিনিধির কিভাবে নির্বাচন হন ? 👉উত্তর:  সার্বজনীন প্রাপ্ত বয়স্কের ভােটাধিকারের ভিত্তিতে।

[VSQ]সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নোত্তর।।সেট-৫

 সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নোত্তর ✔️প্রশ্ন:১ রাজ্য প্রশাসন ব্যবস্থার সর্বনিম্ন এককের নাম কি ? 👉উত্তর:  ব্লক। ✔️প্রশ্ন:২ জেলা প্রশাসনের প্রধান (স্বরাষ্ট্র সচিব/জেলাশাসক)। 👉উত্তর:  জেলাশাসক। ✔️প্রশ্ন:৩ রাজ্যপাল রাজ্য আইন সভায় কত জনকে মনােনিত করতে পারেন ? 👉উত্তর:  ১ জনকে। ✔️প্রশ্ন:৪ ভারতের স্বেচ্ছাধীন ক্ষমতার অধিকারী হলেন (রাষ্ট্রপতি/রাজ্যপাল/মুখ্যমন্ত্রী)। 👉উত্তর:  রাজ্যপাল।

[VSQ]সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নোত্তর।।সেট-৪

 সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নোত্তর ✔️প্রশ্ন:১ ভারতের রাষ্ট্রপতি কোন বিলে স্বাক্ষর দিতে বাধ্য ? 👉উত্তর: অর্থবিলে। ✔️প্রশ্ন:২ ভারতের লােকসভার স্পীকারকে কে নির্বাচন করেন ? 👉উত্তর:  লােকসভার সদস্যরা। ✔️প্রশ্ন:৩ ভারতীয় শাসনব্যবস্থা কি প্রকৃতির ? 👉উত্তর:  সংসদীয়। ✔️প্রশ্ন:৪ লােকসভার নেতা বা নেত্রী কাকে বলা হয় ? 👉উত্তর:  প্রধানমন্ত্রী।

[VSQ]সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নোত্তর।।সেট-৩

 সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নোত্তর ✔️প্রশ্ন:১ ভারতের রাষ্ট্রপতি (প্রত্যক্ষভাবে/পরােক্ষভাবে) নির্বাচিত হন। 👉উত্তর:  পরােক্ষভাবে। ✔️প্রশ্ন:২ পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভােটাধিকারের ভিত্তিতে গঠিত (হয়/হয় না)। 👉উত্তর:  হয়। ✔️প্রশ্ন:৩ মন্ত্রীসভা লােকসভার কাজে (দায়িত্বশীল/দায়িত্বশীল নয়)। 👉উত্তর:  দায়িত্বশীল। ✔️প্রশ্ন:৪ রাজ্যসভার চেয়ারম্যন পদটির দায়িত্ব কে পালন করেন ? 👉উত্তর:  উপরাষ্ট্রপতি।

[VSQ]সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নোত্তর।।সেট-২

 সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নোত্তর ✔️প্রশ্ন:১ পশ্চিমবঙ্গের পৌর সভাগুলি (৩/৪/৫) শ্রেণীর। 👉উত্তর:  ৫ শ্রেণীর। ✔️প্রশ্ন:২ জাতিপুঞ্জের মূল অঙ্গ কয়টি ? 👉উত্তর:  ৬ টি। ✔️প্রশ্ন:৩ পশ্চিমবঙ্গে ন্যায় পঞ্চায়েত (আছে/নেই)। 👉উত্তর:  নেই। ✔️প্রশ্ন:৪ জেলা প্রশাসনের প্রধান পদের নাম কি ? 👉উত্তর:  জেলাশাসক।

[VSQ]সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নোত্তর।।সেট-১

 সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নোত্তর ✔️প্রশ্ন:১ রাজ্যসভা সবচেয়ে বেশি কতজন সদস্য নিয়ে গঠিত ? 👉উত্তর:  অনধিক ২৫০ জন সদস্য নিয়ে। ✔️প্রশ্ন:২ রাজ্য সভার সদস্যের কমপক্ষে কত বয়স হতে হবে ? 👉উত্তর:  ৩০ বছর। ✔️প্রশ্ন:৩ কেন্দ্রে অর্ডিন্যান্স জারী করার ক্ষমতা কার হাতে ন্যাস্ত। 👉উত্তর:  রাষ্ট্রপতি। ✔️প্রশ্ন:৪ ভারতের সুপ্রীম কোর্ট কতজন বিচারপতি নিয়ে গঠিত ? 👉উত্তর:  ১ জন প্রধান বিচারপতি ২৫ জন সহবিচারপতি মােট ২৬ জন বিচারপতি নিয়ে গঠিত।