Skip to main content

Posts

Showing posts from May, 2021

সাম্প্রতিক পোস্ট

ইতিহাস MCQs For WBCS EXAM, SET 01

ইতিহাস MCQs For WBCS EXAM প্রশ্নঃ ১.  গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন? (a) লুম্বিনী (b) সারণাথ (c) কুশিনগর (d)  বুদ্ধগয়া উত্তরঃ d প্রশ্নঃ ২.  মৃচ্ছকটিকম নাটকটি কার লেখা? (a) বিসাখদত্ত (b) সুদ্রক (c)  বানভট্ট (d)  ভাস উত্তরঃ b

ভারতীয় সংবিধান - প্রস্তাবনা, মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্য

ভারতীয় সংবিধান প্রস্তাবনা                “ আমরা , ভারতের জনগণ , ভারতকে সার্বভৌম , সমাজতান্ত্রিক , ধর্মনিরপেক্ষ , গণতান্ত্রিক , সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে এবং তার সকল নাগরিকই যাতে সামাজিক , অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার , চিন্তা , মতপ্রকাশ , বিশ্বাস , ধর্ম এবং উপাসনার স্বাধীনতা , সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযােগের সমতা প্রতিষ্ঠা এবং তাদের সকলের মধ্যে ব্যক্তির মর্যাদা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুনিশ্চিতকরণের মাধ্যমে তাদের মধ্যে যাতে ভ্রাতৃত্বের ভাব গড়ে ওঠে তার জন্য সত্যনিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করে , আমাদের গণপরিষদে তাজ , ১৯৪৯ সালের ২৬ শে নভেম্বর , এতদ্বারা এই সংবিধান গ্রহণ , বিধিবদ্ধ এবং নিজেদের অর্পণ করছি । ” ভারতীয় নাগরিকের মৌলিক অধিকার ( ভারতীয় সংবিধান , ধারা ১৪-৩০ , ৩২ ও ২২৬)  ১। সাম্যের অধিকার  ✸আইনের দৃষ্টিতে সবাই সমান এবং আইন সকলকে সমান ভাবে রক্ষা করবে । ✸জাতি , ধর্ম , বর্ণ , নারী - পুরুষ , জন্মস্থান প্রভৃতি কারণে রাষ্ট্র কোনাে নাগরিকের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করবে না ।  ✸ সরকারি চাকরির ক্ষেত্রে যােগ্যতা অনুসারে সকলের সমান অধিকার । ✸অস্পৃশ্যতা নিষিদ্ধ এবং আইন অনুসারে দণ্ডনীয়

ইতিহাসের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।।জাতিপুঞ্জের প্রতিষ্ঠা, ঠান্ডা লড়াই ও মুক্তি আন্দোলন, সেট-৪

জাতিপুঞ্জের প্রতিষ্ঠা, ঠান্ডা লড়াই ও মুক্তি আন্দোলন প্রশ্ন:১ ইন্দোনেশিয়া মূলত কোন্ রাষ্ট্রের উপনিবেশ ছিল ? কবে ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে ? উত্তর: ইন্দোনেশিয়া মূলত নেদারল্যান্ডস্-এর উপনিবেশ ছিল। ১৯৪৯ খ্রিস্টাব্দের ২৭ আগস্ট ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে। প্রশ্ন:২ কোন্ কোন্ অঞ্চল নিয়ে ইন্দোচিন গঠিত ছিল ? উত্তর:  লাওস, কম্বােডিয়া, আন্নাম, কোচিন-চিন ও টংকিং—এই পাঁচটি অঞ্চল নিয়ে ইন্দোচিন গঠিত ছিল।

ইতিহাসের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।।জাতিপুঞ্জের প্রতিষ্ঠা, ঠান্ডা লড়াই ও মুক্তি আন্দোলন, সেট-৩

জাতিপুঞ্জের প্রতিষ্ঠা, ঠান্ডা লড়াই ও মুক্তি আন্দোলন প্রশ্ন:১ তাসখন্দ চুক্তি কী ? উত্তর:  ভারত-পাক বিরােধে শান্তিপূর্ণ মীমাংসার লক্ষ্যে ১৯৬৬ খ্রিস্টাব্দের ১০ জানুয়ারি রুশ প্রধানমন্ত্রী কোসিগিনের উপস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রী এবং পাকিস্তানের রাষ্ট্রপতি আয়ুব খান তাসখন্দে এক চুক্তি সম্পাদিত করেন। প্রশ্ন:২ মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য কী ? উত্তর:  মার্শাল পরিকল্পনার দুটি মূল উদ্দেশ্য হল—  (১) যুদ্ধবিধ্বস্ত ইউরােপের দেশগুলিকে অর্থসাহায্য দিয়ে তাদেরকে সােভিয়েত প্রভাব থেকে মুক্ত করা। (২) মার্কিন অর্থ সাহায্যগ্রহণকারী দেশগুলিকে মার্কিন রাষ্ট্রজোটের অন্তর্ভুক্ত করা এবং তাদের বিদেশ নীতি নির্ধারণে আধিপত্য কায়েম করা।

ইতিহাসের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।।জাতিপুঞ্জের প্রতিষ্ঠা, ঠান্ডা লড়াই ও মুক্তি আন্দোলন, সেট-২

জাতিপুঞ্জের প্রতিষ্ঠা, ঠান্ডা লড়াই ও মুক্তি আন্দোলন প্রশ্ন:১ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কারা ? উত্তর:  নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য-রাষ্ট্র পাঁচটি। এই দেশগুলি হল—আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, চিন। প্রশ্ন:২ ‘ঠান্ডা লড়াই’ বলতে কী বােঝ ? উত্তর:  দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে পুঁজিবাদী আমেরিকা যুক্তরাষ্ট্র ও সাম্যবাদী সােভিয়েত রাশিয়া যে আদর্শগত সংঘাতে লিপ্ত হয় তা ‘ঠান্ডা লড়াই’ নামে পরিচিত।

ইতিহাসের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।।জাতিপুঞ্জের প্রতিষ্ঠা, ঠান্ডা লড়াই ও মুক্তি আন্দোলন, সেট-১

জাতিপুঞ্জের প্রতিষ্ঠা, ঠান্ডা লড়াই ও মুক্তি আন্দোলন প্রশ্ন:১ বান্দুং সম্মেলনের গুরুত্ব কী ? উত্তর:  ১৯৫৫ খ্রিস্টাব্দের ১৮-২৬ এপ্রিল ইন্দোনেশিয়ার বান্দুং শহরে এশিয়া ও আফ্রিকার ২৬ টি দেশ মিলিত হয়। এই সম্মেলনের মাধ্যমে বিশ্বে জোটনিরপেক্ষ আন্দোলনের আনুষ্ঠানিক সূচনা হয়। প্রশ্ন:২ দক্ষিণ রােডেসিয়ায় কার নেতৃত্বে জাতীয় আন্দোলন পরিচালিত হয় ? এটি কবে স্বাধীনতা লাভ করে ? উত্তর:  দক্ষিণ রােডেসিয়ায় মুগাবের নেতৃত্বে জাতীয় আন্দোলন পরিচালিত হয়। এটি ১৯৮০ খ্রিস্টাব্দে স্বাধীনতা লাভ করে।

ইতিহাসের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।।স্বাধীন ভারতের সংবিধান এবং সংসদীয় গণতন্ত্রের বিকাশ, সেট-৩

স্বাধীন ভারতের সংবিধান এবং সংসদীয় গণতন্ত্রের বিকাশ প্রশ্ন:১ সংবিধানের প্রস্তাবনায় ভারতকে কী বলা হয়েছে ? উত্তর:  সংবিধানের প্রস্তাবনায় ভারতকে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র বলা হয়েছে। ১৯৭৬ খ্রিস্টাব্দের ৪২ তম সংবিধান সংশােধনে ‘সমাজতান্ত্রিক’ ও ‘ধর্মনিরপেক্ষ’ শব্দ দুটি যুক্ত হয়েছে। প্রশ্ন:২ সংসদীয় গণতন্ত্রের সাফল্যের দুটি শর্ত উল্লেখ করাে।  উত্তর:  সংসদীয় গণতন্ত্রের সাফল্যের দুটি শর্ত হল—  (১) একক বা জোটবদ্ধ শাসক দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ।  (২) শক্তিশালী বিরােধী দলের অস্তিত্ব।

ইতিহাসের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।।স্বাধীন ভারতের সংবিধান এবং সংসদীয় গণতন্ত্রের বিকাশ, সেট-২

স্বাধীন ভারতের সংবিধান এবং সংসদীয় গণতন্ত্রের বিকাশ প্রশ্ন:১ ভারতের প্রধানমন্ত্রী কীভাবে নিয়ােজিত হন ? উত্তর:  ভারতীয় সংবিধানের ৭৫ (১ নং) ধারা অনুযায়ী লােকসভার সংখ্যাগরিষ্ঠ দল বা মাের্চার নেতা বা নেত্রীকেই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পদে নিয়ােগ করে থাকেন। কিন্তু লােকসভায় কোনাে দল বা মাের্চা একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে রাষ্ট্রপতি নিজ মনােনীত ব্যক্তিকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ করতে পারেন। তবে ওই ব্যক্তির পক্ষে লােকসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন থাকতে হবে। প্রশ্ন:২ আন্তর্জাতিক বিচারালয়ের ভূমিকা কী ? উত্তর:  আন্তর্জাতিক বিচারালয়ের ভূমিকা মূলত দুটি। যেমন—  (১) স্বেচ্ছামূলক–বিবদমান পক্ষের সম্মতিতে উত্থাপিত সকল মামলার বিচার। (২) এক্তিয়ারভুক্ত–(i) কোনাে সন্ধি বা চুক্তির ব্যাখ্যা,                               (ii) আন্তর্জাতিক আইন বিষয়ক প্রশ্ন,                              (iii) আন্তর্জাতিক দায়দায়িত্ব লঙ্ঘনের ক্ষেত্রে ক্ষতিপূরণের পরিমাণ ও পদ্ধতি নির্ধারণ।

ইতিহাসের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।।স্বাধীন ভারতের সংবিধান এবং সংসদীয় গণতন্ত্রের বিকাশ, সেট-১

স্বাধীন ভারতের সংবিধান এবং সংসদীয় গণতন্ত্রের বিকাশ প্রশ্ন:১ ইমপিচমেন্ট কী ? উত্তর: ভারতীয় সংবিধান লঙ্ঘনের অপরাধে রাষ্ট্রপতিকে তার মেয়াদ (৫ বছর) শেষ হওয়ার আগেই অপসারণ করা হয় যে পদ্ধতিতে তাকে ইমপিচমেন্ট বলে। এক্ষেত্রে সংসদের উভয় কক্ষের মােট সদস্য সংখ্যার কমপক্ষে দুই-তৃতীয়াংশের লিখিত সম্মতি ও অনুমােদন দরকার। প্রশ্ন:২ ভারতীয় সংবিধান অনুযায়ী দেশের শাসনব্যবস্থা এবং আইনসভার মধ্যে মতবিরােধ দেখা গেলে তাকে কীভাবে মীমাংসা করা হয় ? উত্তর:  ভারতীয় সংবিধান অনুযায়ী দেশের শাসনব্যবস্থা এবং আইনসভার মধ্যে মতবিরােধ দেখা গেলে তার মীমাংসা করে থাকে সুপ্রিমকোর্ট। সুপ্রিমকোর্ট সংবিধানের ব্যাখ্যা প্রদানের মাধ্যমে এই মীমাংসা করে থাকে।

ইতিহাসের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।।বিশ শতকের প্রথমার্ধে জাতীয় আন্দোলন, সেট-৫

বিশ শতকের প্রথমার্ধে জাতীয় আন্দোলন প্রশ্ন:১ সুভাষচন্দ্র বসু এবং মানবেন্দ্রনাথ রায় (এম.এন.রায়) কর্তৃক প্রতিষ্ঠিত পার্টি দুটির নাম কী ? উত্তর:  সুভাষচন্দ্র বসু প্রতিষ্ঠিত দলের নাম (১৯৩৯ খ্রি. ৩ মে) ‘ফরওয়ার্ড ব্লক’| মানবেন্দ্রনাথ রায় (এম.এন.রায়) (১৯৪০ খ্রি.) প্রতিষ্ঠিত দলের নাম ‘র‍্যাডিক্যাল ডেমােক্রেটিক পার্টি '। প্রশ্ন:২ আজাদ হিন্দ ফৌজের মহিলা বাহিনীর নাম কী ছিল ? তার নেত্রী কে ছিলেন ? উত্তর:  আজাদ হিন্দ ফৌজের মহিলা বাহিনীর নাম ছিল ঝাঁসির রানি ব্রিগেড। এর নেত্রী ছিলেন শ্রীমতী লক্ষ্মী স্বামীনাথন।

ইতিহাসের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।।বিশ শতকের প্রথমার্ধে জাতীয় আন্দোলন, সেট-৪

বিশ শতকের প্রথমার্ধে জাতীয় আন্দোলন প্রশ্ন:১ মাস্টারদা কাকে বলা হত ? তিনি স্মরণীয় কেন ? উত্তর:  বিপ্লবী সূর্য সেনকে মাস্টারদা বলা হত। তিনি ১৯৩০ খ্রিস্টাব্দের ১৮ এপ্রিল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে নেতৃত্ব দিয়েছিলেন। প্রশ্ন:২ সাম্প্রদায়িক বাঁটোয়ারা (১৯৩২ খ্রি.) কী ? উত্তর:  ব্রিটিশ প্রধানমন্ত্রী র‍্যামসে ম্যাকডােনাল্ড ভারতবাসীর ঐক্যে ভাঙন ধরানাের জন্য ১৯৩২ খ্রিস্টাব্দের ১৬ আগস্ট সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘােষণা করেন। এর উদ্দেশ্য ছিল জাতীয় আন্দোলনকে দুর্বল করা। এই নীতিতে হিন্দুদের পাশাপাশি মুসলিম, শিখ, অ্যাংলাে ইন্ডিয়ান প্রভৃতি সংখ্যালঘু সম্প্রদায়কে যেমন আলাদা নির্বাচনের অধিকার দেওয়া হয়, তেমনি অনুন্নত হিন্দুদেরও পৃথক জাতি হিসেবে ঘােষণা করে হিন্দু সম্প্রদায়ের ঐক্যে ভাঙন ধরানাের চেষ্টা করা হয়। এক কথায় এই ঘােষণায় সাম্প্রদায়িক পরিস্থিতি জটিল হয়।

ইতিহাসের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।।বিশ শতকের প্রথমার্ধে জাতীয় আন্দোলন, সেট-৩

বিশ শতকের প্রথমার্ধে জাতীয় আন্দোলন প্রশ্ন:১ ভারত কবে স্বাধীনতা লাভ করে ? স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কী ? উত্তর:  ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৫ আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে।স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম পণ্ডিত জওহরলাল নেহরু। প্রশ্ন:২ ভগৎ সিং -কে মনে রাখা হয় কেন ? উত্তর:  ভগৎ সিং ব্রিটিশবিরােধী বিপ্লবী আন্দোলনে শামিল হয়ে দিল্লির কেন্দ্রীয় আইনসভায় বােমা নিক্ষেপ করে সাহসিকতার পরিচয় দেন। লাহাের ষড়যন্ত্র মামলার (১৯২৯ খ্রি.) রায়ে তার ফাঁসি হয় (১৯৩১ খ্রি.)। ভগৎ সিং এই আত্মত্যাগের জন্য স্মরণীয় হয়ে আছেন।

ইতিহাসের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।।বিশ শতকের প্রথমার্ধে জাতীয় আন্দোলন, সেট-২

বিশ শতকের প্রথমার্ধে জাতীয় আন্দোলন প্রশ্ন:১ ১৯৩৯ সালে বিভিন্ন প্রদেশে কংগ্রেসি মন্ত্রীসভাগুলি ইস্তফা দেয় কেন ? উত্তর:  মহম্মদ আলি জিন্না দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে পৃথক পাকিস্তান রাষ্ট্রের দাবিতে অনড় থাকলে লিগ ও কংগ্রেসের মধ্যে মতভেদ চরমে পৌঁছােয়। এই পরিস্থিতিতে ভারত-সচিব জেটল্যান্ড ঘােষণা করেন ভারতে সাম্প্রদায়িক সমস্যার সমাধান হলে তবেই সাংবিধানিক সংস্কারসাধন সম্ভব। এই ঘােষণায় ক্ষুব্ধ হয়ে কংগ্রেস কার্যকরী সমিতির নির্দেশ মেনে প্রাদেশিক সরকারগুলি থেকে কংগ্রেসি মন্ত্রীসভাগুলি ইস্তফা দেয়। প্রশ্ন:২ কংগ্রেসের হরিপুরা অধিবেশনের গুরুত্ব কী ? উত্তর:  ১৯৩৮ খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের হরিপুরা অধিবেশনে দক্ষিণপন্থীদের বিরােধিতা সত্ত্বেও সুভাষচন্দ্র জাতীয় কংগ্রেসের সভাপতি পদে নিযুক্ত হন। সুভাষের জয় বামপন্থীদের জয়কে সূচিত করে।

ইতিহাসের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।।বিশ শতকের প্রথমার্ধে জাতীয় আন্দোলন, সেট-১

বিশ শতকের প্রথমার্ধে জাতীয় আন্দোলন প্রশ্ন:১ মুসলিম লিগের লাহাের প্রস্তাব (১৯৪০ খ্রি.) সম্পর্কে কী জানো ? উত্তর:  লাহােরে অনুষ্ঠিত মুসলিম লিগের অধিবেশনে বাংলার প্রধানমন্ত্রী আবুল কাশেম ফজলুল হক উত্তর-পশ্চিম ও পূর্ব ভারতের মুসলিম প্রধান অঞ্চলগুলিকে নিয়ে একটি পৃথক রাষ্ট্র গঠনের দাবি তােলেন। এটি ‘লাহাের প্রস্তাব’ বা ‘পাকিস্তান প্রস্তাব’ নামে পরিচিত। প্রশ্ন:২ দ্বিজাতিতত্ত্ব বলতে কী বােঝ ? উত্তর:  হিন্দু ও মুসলমান দুটি পৃথক জাতি —এই তত্ত্বকে দ্বিজাতিতত্ত্ব বলা হয়। এই তত্ত্বের প্রবর্তক স্যার সৈয়দ আহমদ খান। মহম্মদ আলি জিন্না এই তত্ত্বের ব্যাপক প্রচার করেন, যার পরিণতিস্বরূপ পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়।

[WBCS Special VSQs] Biology।।উদ্ভিদ শারীরবৃত্ত।।সেট-১৫

উদ্ভিদ শারীরবৃত্ত প্রশ্ন:১ NADP-র পুরাে নাম কী ? উত্তর:  নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট (Nicotinamide Adenine Dinucleotide Phosphate)। প্রশ্ন:২ হিল বিক্রিয়ার প্রবর্তক কে ? উত্তর:  বিজ্ঞানী রবিন হিল। প্রশ্ন:৩ সালােকসংশ্লেষের ইলেকট্রন বাহকগুলি কী কী ? উত্তর:  সাইটোক্রোম, প্লাস্টোকুইনন, প্লাস্টোসায়ানিন, ফেরিডক্সিন, আয়রন-সালফার প্রােটিন।

[WBCS Special VSQs] Biology।।উদ্ভিদ শারীরবৃত্ত।।সেট-১৪

উদ্ভিদ শারীরবৃত্ত প্রশ্ন:১ IBA-এর সম্পূর্ণ নাম কী ? উত্তর:  IBA—ইন্ডােল বিউটারিক অ্যাসিড। প্রশ্ন:২ কৃষিকার্যে ব্যবহৃত দুটি সিন্থেটিক অক্সিনের নাম লেখাে। উত্তর:  IBA ও NAA। প্রশ্ন:৩ দুটি সিন্থেটিক অক্সিনের নাম কী ? উত্তর:  IBA ও NAA।

[WBCS Special VSQs] Biology।।উদ্ভিদ শারীরবৃত্ত।।সেট-১৩

উদ্ভিদ শারীরবৃত্ত প্রশ্ন:১ ইলেকট্রন পরিহণ তন্ত্র (ETS) কোথায় সংঘটিত হয় ? উত্তর:  ইলেকট্রন পরিবহণ তন্ত্রের ক্রিয়া মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় ঘটে। প্রশ্ন:২ দুগ্ধজাত পদার্থ উৎপাদক ব্যাকটেরিয়ার নাম লেখাে। উত্তর: Lactobacillus lactis। প্রশ্ন:৩ ইথাইল অ্যালকোহল উৎপাদনকারী ছত্রাকের বিজ্ঞানসম্মত নাম লেখাে। উত্তর:  Saccharomyces cerevisiae।

[WBCS Special VSQs] Biology।।উদ্ভিদ শারীরবৃত্ত।।সেট-১২

উদ্ভিদ শারীরবৃত্ত প্রশ্ন:১ আলােক দশা ও অন্ধকার দশার বিক্রিয়াগুলি কোথায় ঘটে ? উত্তর:  আলােক দশার বিক্রিয়াগুলি ক্লোরােপ্লাস্টের গ্রানা অংশে ও অন্ধকার দশার বিক্রিয়াগুলি ক্লোরােপ্লাস্টের স্ট্রোমা অংশে ঘটে। প্রশ্ন:২ রিডাকটিভ পেন্টোজ ফসফেট চক্র কোথায় অনুষ্ঠিত হয় ? উত্তর:  C3 উদ্ভিদের ক্লোরােপ্লাস্টের স্ট্রোমাতে। প্রশ্ন:৩ আলােকশ্বসনের ফলে শক্তি উৎপন্ন হয় কি ? উত্তর:  আলােকশ্বসনের ফলে শক্তি উৎপন্ন হয় না বরং শক্তির ব্যয় হয়।

[WBCS Special VSQs] Biology।।উদ্ভিদ শারীরবৃত্ত।।সেট-১১

উদ্ভিদ শারীরবৃত্ত প্রশ্ন:১ কী ধরনের শ্বসন প্রক্রিয়াতে মুক্ত আণবিক O2 ব্যবহৃত হয় না ? উত্তর:  অবাত শ্বসন ও সন্ধান প্রক্রিয়ায়। প্রশ্ন:২ গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কত অণু ATP উৎপন্ন হয় ? উত্তর:  8 অণু অথবা 10 অণু ATP। প্রশ্ন:৩ অবাত শ্বসন সম্পন্নকারী একটি উদ্ভিদ ও প্রাণীর উদাহরণ দাও। উত্তর:  উদ্ভিদ—ইস্ট, প্রাণী—মনােসিস্টিস।

[WBCS Special VSQs] Biology।।উদ্ভিদ শারীরবৃত্ত।।সেট-১০

উদ্ভিদ শারীরবৃত্ত প্রশ্ন:১ PEP-CK উৎসেচক কোশের কোথায় থাকে ? উত্তর:  সাইটোসলে থাকে। প্রশ্ন:২ কে নাইট্রোজিনেজকে রক্ষা করে ? উত্তর:  লেগহিমােগ্লোবিন রঞ্জক পদার্থ। প্রশ্ন:৩ ফটোসিস্টেমের অ্যান্টেনাকেন্দ্রে থাকে এরূপ দুটি প্রােটিনের নাম লেখাে। উত্তর:  PsaA এবং PsaB।

[WBCS Special VSQs] Biology।।উদ্ভিদ শারীরবৃত্ত।।সেট-৯

উদ্ভিদ শারীরবৃত্ত প্রশ্ন:১ উদ্ভিদের ক্ষেত্রে প্রধানত কোন্ অঙ্গের মাধ্যমে গ্যাসীয় বিনিময় ঘটে ? উত্তর:  পত্ররন্ধ্র দিয়ে। প্রশ্ন:২ গ্লুকোজের RQ কত ? উত্তর:  গ্লুকোজের RQ হল 1। প্রশ্ন:৩ কোন্ প্রক্রিয়ায় স্থৈতিক শক্তি গতি শক্তিতে রূপান্তরিত হয় ? উত্তর:  শ্বসন প্রক্রিয়ায়।

[WBCS Special VSQs] Biology।।উদ্ভিদ শারীরবৃত্ত।।সেট-৮

উদ্ভিদ শারীরবৃত্ত প্রশ্ন:১ একটি প্রকল্পিত হরমােনের নাম কী ? উত্তর:  ভার্নালিন। প্রশ্ন:২ দুটি দীর্ঘ দিবা উদ্ভিদ কী হবে ? উত্তর:  Zea mays a Pisum sativum। প্রশ্ন:৩ একটি সংযুক্ত অক্সিনের নাম কী ? উত্তর:  ইনডোল-অ্যাসিটাইল-2-O-মায়ােইনােসিটল।

[WBCS Special VSQs] Biology।।উদ্ভিদ শারীরবৃত্ত।।সেট-৭

উদ্ভিদ শারীরবৃত্ত প্রশ্ন:১ রক্ষীকোশের প্রধান কাজ কী ? উত্তর:  স্টোমাটা খােলা বা বন্ধে সাহায্য করা। প্রশ্ন:২ স্টোমাটা খোলা বা বন্ধে কোন্ হরমােন ভূমিকা নেয় ? উত্তর:  ABA (অ্যাবসাইসিক অ্যাসিড), সাইটোকাইনিন। প্রশ্ন:৩ 'OP'- এর পুরাে নাম কী ? উত্তর:  Osmotic Pressure (অভিস্রবণীয় চাপ)।

[WBCS Special VSQs] Biology।।উদ্ভিদ শারীরবৃত্ত।।সেট-৬

উদ্ভিদ শারীরবৃত্ত প্রশ্ন:১ C4 চক্র কোথায় সম্পন্ন হয় ? উত্তর:  মেসােফিল কোশ ও বান্ডিল সিদের কোশে সম্পন্ন হয়। প্রশ্ন:২ জল থেকেই যে O2 উৎপন্ন হয় তা কোন্ বিজ্ঞানী পরীক্ষার সাহায্যে প্রমাণ করেন ? উত্তর:  রুবেন ও ক্যামেন। প্রশ্ন:৩ দুটি আলােকশ্বসনকারী উদ্ভিদের নাম কী ? উত্তর:  ধান, মটর।

[WBCS Special VSQs] Biology।।উদ্ভিদ শারীরবৃত্ত।।সেট-৫

উদ্ভিদ শারীরবৃত্ত প্রশ্ন:১ প্লাজমােলাইসযুক্ত কোশকে কীভাবে ডিপ্লাজমােলাইসিস করবে ? উত্তর:  কোশটিকে বিশুদ্ধ জলে রাখতে হবে। প্রশ্ন:২ যদি উদ্ভিদকোশকে হাইপােটনিক দ্রবণে রাখা হয় তাহলে কী ঘটবে ? উত্তর:  কোশের রসস্ফীতি ঘটবে। প্রশ্ন:৩ মূলের কোন্ অংশ জলের শোষণের সঙ্গে যুক্ত ? উত্তর:  মূলরােম।

[WBCS Special VSQs] Biology।।উদ্ভিদ শারীরবৃত্ত।।সেট-৪

উদ্ভিদ শারীরবৃত্ত প্রশ্ন:১ সালােকসংশ্লেষে সক্ষম দুটি প্রাণীর নাম লেখাে। উত্তর:  ইউগ্লিনা, ক্রাইস্যামিবা। প্রশ্ন:২ সূর্যালােকের কোন্ আলােক সালােকসংশ্লেষে অধিক সক্রিয় ? উত্তর:  লাল (660-760nm) এবং নীল (430-470nm)। প্রশ্ন:৩ সালােকসংশ্লেষে সক্ষম দুটি ব্যাকটেরিয়া উদাহরণ দাও। উত্তর:  রােডোসিউডােমােনাস, ক্লোরােবিয়াম।

[WBCS Special VSQs] Biology।।উদ্ভিদ শারীরবৃত্ত।।সেট-৩

উদ্ভিদ শারীরবৃত্ত প্রশ্ন:১ কোন্ উদ্ভিদরা মাটিতে অতিরিক্ত নাইট্রোজেনের উপস্থিতি ছাড়া বৃদ্ধিলাভ করে ? উত্তর:  লেগিউম শস্য। প্রশ্ন:২ কোন্ খনিজ মৌলটি হেম প্রােটিন-সাইটোক্রোম এবং নন-হেম প্রােটিন-ফেরিডক্সিনে দেখা যায় ? উত্তর:  Fe2+। প্রশ্ন:৩ উন্নত উদ্ভিদে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের পর সর্বাধিক ব্যবহৃত মৌলটি কী ? উত্তর:  নাইট্রোজেন (N)।

[WBCS Special VSQs] Biology।।উদ্ভিদ শারীরবৃত্ত।।সেট-২

উদ্ভিদ শারীরবৃত্ত প্রশ্ন:১ গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি কোশের কোথায় ঘটে ? উত্তর:  কোশের সাইটোপ্লাজমে ঘটে। প্রশ্ন:২ প্রােটোপ্লাজমীয় শ্বসন কাকে বলে ? উত্তর:  যে শ্বসনে প্রােটিন বা স্নেহপদার্থ শ্বসনবস্তু হিসাবে ব্যবহৃত হয়, তাকে প্রােটোপ্লাজমীয় শ্বসন বলে। প্রশ্ন:৩ কোন্ বিজ্ঞানী প্রথম ক্রেবস্ চক্রটি পর্যবেক্ষণ করেন ? উত্তর:  হ্যানস্ অ্যাডােল ক্রেবস।

[WBCS Special VSQs] Biology।।উদ্ভিদ শারীরবৃত্ত।।সেট-১

উদ্ভিদ শারীরবৃত্ত প্রশ্ন:১ দুটি সালােকসংশ্লেষকারী অণুজীবের নাম লেখাে যারা বায়ুমণ্ডলীয় নাইট্রোজেন আবদ্ধ করে। উত্তর:  Nostoc (Cyanobacteria),  Thiospirillum (Bacteria)। প্রশ্ন:২ ব্রাজিলিয়ান ঘাসের সাথে সম্পর্ক স্থাপন করে কোন্ জীব নাইট্রোজেন আবদ্ধ করে ? উত্তর:  Azospirillum lipoferum। প্রশ্ন:৩ মিথােজীবীয় নাইট্রোজেন আবদ্ধকারী ব্যাকটেরিয়ার নাম কী ? উত্তর:  Rhizobium sp.

[WBCS Special MCQs] Biology।।উদ্ভিদ শারীরবৃত্ত।।সেট-১৯

উদ্ভিদ শারীরবৃত্ত প্রশ্ন:১ জীবদেহের বৃদ্ধি নির্দিষ্ট সময় পর্যন্ত হয়ে বন্ধ হয়। একে বলে— (a) দৈহিক বৃদ্ধি (b) জননগত বৃদ্ধি (c) সমানুপাতী বৃদ্ধি (d) নিয়ত বৃদ্ধি উত্তর: D প্রশ্ন:২ একক সময়ে উদ্ভিদের বৃদ্ধিকে বলে— (a) AGR-Absolute Growth Rate (b) RGR-Relative Growth Rate (c) a ও b দুটিই (d) কোনোটিই নয় উত্তর: A

[WBCS Special MCQs] Biology।।উদ্ভিদ শারীরবৃত্ত।।সেট-১৮

উদ্ভিদ শারীরবৃত্ত প্রশ্ন:১ ক্লোরােফিল থাকে— (a) ক্লোরােপ্লাস্টের কিনারায় (b) ক্লোরােপ্লাস্টে ছড়িয়ে থাকে (c) ক্লোরােপ্লাস্টের স্ট্রোমাতে (d) ক্লোরােপ্লাস্টের গ্রানাতে উত্তর: D প্রশ্ন:২ সাইটোক্রোম হল— (a) অক্সিজেন গ্রাহক (b) হাইড্রোজেন গ্রাহক (c) ইলেকট্রন গ্রাহক (d) তাপ গ্রাহক উত্তর: C

[WBCS Special MCQs] Biology।।উদ্ভিদ শারীরবৃত্ত।।সেট-১৭

উদ্ভিদ শারীরবৃত্ত প্রশ্ন:১ সালােকসংশ্লেষে নির্গত অক্সিজেনের উৎস হল— (a) জল (b) ফোটোসিন্থেটিক এনজাইম (c) CO2 (d) পাতায় সঞ্চিত কার্বোহাইড্রেট উত্তর: A প্রশ্ন:২ কেলভিন চক্র ঘটে— (a) ক্লোরােপ্লাস্টে (b) সাইটোপ্লাজমে (c) মাইটোকন্ড্রিয়ায় (d) গ্লাইঅক্সিজোমে উত্তর: A

[WBCS Special MCQs] Biology।।উদ্ভিদ শারীরবৃত্ত।।সেট-১৬

উদ্ভিদ শারীরবৃত্ত প্রশ্ন:১ কোনটি ETS-কে ইলেকট্রনে স্থানান্তর করে— (a) ফাইটোক্রোম (b) FeS (c) সাইটোক্রোম (d) b এবং এ উভয়ই উত্তর: C প্রশ্ন:২ গ্লুকোজের সম্পূর্ণ জারণের কোন্ দশায় ADP থেকে সর্বাধিক সংখ্যায় ATP অণু— (a) গ্লাইকোলাইসিস দশায় (b) ক্রেবস চক্র দশায় (c) পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল Co-A হওয়ার সময় (d) ইলেকট্রন পরিবহন চেন দশায় উত্তর: D

[WBCS Special MCQs] Biology।।উদ্ভিদ শারীরবৃত্ত।।সেট-১৫

উদ্ভিদ শারীরবৃত্ত প্রশ্ন:১ নিম্নলিখিত কোনটির ক্ষেত্রে সালােকসংশ্লেষে O2 নির্গত হয় না ? (a) সবুজ উদ্ভিদ (b) রোডােফাইসির বিভিন্ন প্রজাতি (c) সালােকসংশ্লেষকারী ব্যাকটেরিয়া (d) BGA উত্তর: C প্রশ্ন:২ আলােকশ্বসনে সহায়তা করে— (a) বেশি O2 এবং কম CO2 (b) বেশি CO2 এবং কম O2 (c) উচ্চ তাপমাত্রা এবং কম O2 (d) উচ্চ আদ্রতা এবং উষ্ণতা উত্তর: A

[WBCS Special MCQs] Biology।।উদ্ভিদ শারীরবৃত্ত।।সেট-১৪

উদ্ভিদ শারীরবৃত্ত প্রশ্ন:১ নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি অ্যালকোহল সন্ধানের জন্য প্রয়ােজন ? (a) রাইবােজোম (b) গলগি বডি (c) মাইটোকন্ড্রিয়া উৎসেচক (d) সাইটোপ্লাজমীয় উৎসেচক উত্তর: D প্রশ্ন:২ সবাত শ্বসনের সাধারণ সংকেত— (a) 6CO2+6H2O→C6H12O6+6O2 (b) C6H12O6+6O2→6CO2+6H2O+686 kcal (c) C6H12O6→2C2H5OH+6CO2+2ATP (d) C6H12O6→2C3H6O3+2ATP উত্তর: B

[WBCS Special MCQs] Biology।।উদ্ভিদ শারীরবৃত্ত।।সেট-১৩

উদ্ভিদ শারীরবৃত্ত প্রশ্ন:১ বীজহীন ফল উৎপাদনকে বলে— (a) মােচন (b) ফটোমরফোজেনেসিস (c) কলাকৰ্ষণ (d) পার্থেনােকাৰ্পি উত্তর: D প্রশ্ন:২ যান্ত্রিকভাবে সুপ্তদশা ভঙ্গকারী বীজত্বক দেখা যায়— (a) Solanum-এ (b) Capsella-তে (c) Manigifera-তে (d) Sphagnum-এ উত্তর: B

[WBCS Special MCQs] Biology।।উদ্ভিদ শারীরবৃত্ত।।সেট-১২

উদ্ভিদ শারীরবৃত্ত প্রশ্ন:১ ক্রেবস চক্র হল— (a) সবাত শ্বসন (b) অবাত শ্বসন (c) অপচিতি প্রক্রিয়া (d) ওপরের কোনোটিই নয় উত্তর: A প্রশ্ন:২ ক্রেবস চক্রে বিক্রিয়ার পর্যায়ক্রম— (a) কিটোগ্লুটারিক অ্যাসিড→আইসােসাইট্রিক অ্যাসিড→অক্সালাে সাকসিনিক অ্যাসিড (b) আইসােসাইট্রিক অ্যাসিড→অক্সালাে সাকসিনিক অ্যাসিড→α-কিটোগ্লুটারিক (c) আইসােসাইট্রিক অ্যাসিড→α-কিটোগ্লুটারিক অ্যাসিড→অক্সালাে সাকসিনিক অ্যাসিড (d) অক্সালাে সাকসিনিক অ্যাসিড→আইসােসাইট্রিক অ্যাসিড→α-কিটোগ্লুটারিক উত্তর: B

[WBCS Special MCQs] Biology।।উদ্ভিদ শারীরবৃত্ত।।সেট-১১

উদ্ভিদ শারীরবৃত্ত প্রশ্ন:১ সালােকসংশ্লেষের বিভিন্ন গবেষণার অগ্রগতিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়— (a) Chlamydomonas (b) Chlorella (c) পালংপাতা (d) Hydrilla উত্তর: B প্রশ্ন:২ ক্লোরােফিল- lএ থাকে— (a) সব সালােকসংশ্লেষীয় ইউক্যারিওটে ও প্রােক্যারিওটে (b) ছত্রাক ছাড়া সব উদ্ভিদে (c) সালােকসংশ্লেষ প্রক্রিয়ায় O2 নির্গমনকারী সব উদ্ভিদে (d) সব উন্নত সালােকসংশ্লেষকারী উদ্ভিদে উত্তর: D

[WBCS Special MCQs] Biology।।উদ্ভিদ শারীরবৃত্ত।।সেট-১০

উদ্ভিদ শারীরবৃত্ত প্রশ্ন:১ গ্লুকোজ থেকে গ্লুকোজ 6-ফসফেট হওয়ার জন্য যে উৎসেচকটি ব্যবহৃত হয়, সেটি হল— (a) হেক্সোকাইনেজ (b) আইসােমারেজ (c) ফসফোকাইনেজ (d) ফসফোহেক্সোকাইনেজ উত্তর: A প্রশ্ন:২ গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজ ভেঙে ক-টি কার্বনযুক্ত যৌগ উৎপন্ন হয় ? (a) 2-C (b) 3-C (c) 4-C (d) 5-C উত্তর: B

[WBCS Special MCQs] Biology।।উদ্ভিদ শারীরবৃত্ত।।সেট-৯

উদ্ভিদ শারীরবৃত্ত প্রশ্ন:১ শ্বসনের সময় কী উৎপন্ন হয় ? (a) O2 (b) CO2 (c) NO2 (d) SO2 উত্তর: B প্রশ্ন:২ সন্ধান হল একটি— (a) অসম্পূর্ণ জারণ (b) অবাত শ্বসন (c) রেচন (d) এর মধ্যে কোনােটিই নয় উত্তর: A

[WBCS Special MCQs] Biology।।উদ্ভিদ শারীরবৃত্ত।।সেট-৮

উদ্ভিদ শারীরবৃত্ত প্রশ্ন:১ উদ্ভিদের পাতার হলুদ হওয়াকে ক্লোরােসিস বলে। এটি ঘটে কোন্ মৌলের অভাবে ? (a) সােডিয়াম (b) ফসফরাস (c) ম্যাগনেশিয়াম (d) ক্যালশিয়াম উত্তর: C প্রশ্ন:২ উদ্ভিদদেহে মৌল আয়নের ভূমিকা হল— (a) কোশপর্দার নতিমাত্রার তারতম্য বজায় রাখা (b) কোশের মধ্যে জলের পরিবহণ প্রভাবিত করে (c) কোশের আকার ও বৃদ্ধি নিয়ন্ত্রণ (d) প্রত্যেকটি উত্তর: D

[WBCS Special MCQs] Biology।।উদ্ভিদ শারীরবৃত্ত।।সেট-৭

উদ্ভিদ শারীরবৃত্ত প্রশ্ন:১ নিম্নলিখিতগুলির মধ্যে কোন্ তরঙ্গদৈর্ঘ্যের আলােক সালােকসংশ্লেষ প্রক্রিয়ায় বেশি শােষিত হয় ? (a) 660 nm (b) 440 nm (c) 680 nm (d) 700 nm উত্তর: B প্রশ্ন:২ আলােক বিক্রিয়ার স্থান হল— (a) গ্রানা (b) স্ট্রোমা (c) ER (d) সাইটোপ্লাজম উত্তর: A

[WBCS Special MCQs] Biology।।উদ্ভিদ শারীরবৃত্ত।।সেট-৬

উদ্ভিদ শারীরবৃত্ত প্রশ্ন:১ যখন একটি উদ্ভিদ কোশকে বিশুদ্ধ জলে রাখা হয়— (a) ডুবে যায় এবং ফেটে যায় (b) জলের নির্গমন ঘটবে এবং উইল্টিং ঘটবে (c) রসস্ফীতি চাপের জন্য দৃঢ় হবে (d) কোনােটিই নয় উত্তর: C প্রশ্ন:২ নিম্নলিখিত কোন্ উদ্ভিদের স্টোমাটা দিনের বেলায় বন্ধ থাকে এবং রাতের বেলায় খােলা থাকে ? (a) Corn (b) জলজ লিলি (c) Pistia (d) ক্যাকটাস উত্তর: D

[WBCS Special MCQs] Biology।।উদ্ভিদ শারীরবৃত্ত।।সেট-৫

উদ্ভিদ শারীরবৃত্ত প্রশ্ন:১ ATP-এর সংশ্লেষণ ঘটে— (a) মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দায় (b) মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় (c) ম্যাট্রিক্স (ধাত্র)-এ (d) ওপরের কোনােটিতেই নয় উত্তর: B প্রশ্ন:২ সবাত শ্বসনে প্রতি অণু গ্লুকোজ থেকে মােট জলের অণু উৎপন্ন হয়— (a) 12 (b) 10 (c) 8 (d) 6 উত্তর: D

[WBCS Special MCQs] Biology।।উদ্ভিদ শারীরবৃত্ত।।সেট-৪

উদ্ভিদ শারীরবৃত্ত প্রশ্ন:১ নিম্নলিখিত কোন্ উপাদানটি কোশপর্দার মাধ্যমে সক্রিয় পরিবহণে ব্যবহৃত হয় ? (a) সাইক্লিক AMP (b) অ্যাসিটাইল ক্লোরিন (c) ATP (d) লেসিথিন উত্তর: C প্রশ্ন:২ ফসফরাস কার গঠনগত উপাদান— (a) নিউক্লিক অ্যাসিড (b) কার্বোহাইড্রেট (c) প্রােটিন (d) ফ্যাট উত্তর: A

[WBCS Special MCQs] Biology।।উদ্ভিদ শারীরবৃত্ত।।সেট-৩

উদ্ভিদ শারীরবৃত্ত প্রশ্ন:১ উদ্ভিদদেহ থেকে জলের বাষ্পীভবনকে বলে— (a) পরিবহণ (b) বাষ্পমােচন (c) নিঃস্রাবণ (d) টান উত্তর: B প্রশ্ন:২ নিম্নলিখিত কোন্ উদ্ভিদের স্টোমাটা খােলে রাতে ও বন্ধ থাকে দিনে ? (a) সাকুলেন্টস (b) হাইড্রোফাইটস (c) মেসােফাইটস (d) এপিফাইটস উত্তর: A

[WBCS Special MCQs] Biology।।উদ্ভিদ শারীরবৃত্ত।।সেট-২

উদ্ভিদ শারীরবৃত্ত প্রশ্ন:১ পােটোমিটার ব্যবহার করা হয় পরিমাপ করতে— (a) আলােকের তীব্রতা (b) বৃদ্ধির হার (c) সালােকসংশ্লেষের হার (d) বাষ্পমােচনের হার উত্তর: D প্রশ্ন:২ উদ্ভিদের নিঃস্রাবণ ঘটে কার মাধ্যমে— (a) স্টোমাটা (b) হাইডাথোড  (c) লেন্টিসেল (d) কিউটিকল উত্তর: B

[WBCS Special MCQs] Biology।।উদ্ভিদ শারীরবৃত্ত।।সেট-১

উদ্ভিদ শারীরবৃত্ত প্রশ্ন:১ পৃথিবীতে নাইট্রোজেনের সবচেয়ে বৃহৎ ভাণ্ডার হল— (a) মাটি (b) সমুদ্র (c) বায়ু (d) গ্রানাইট পাথর উত্তর: C প্রশ্ন:২ নিম্নলিখিত কোন্ মৌল নাইট্রোজেন বিপাকে সাহায্য করে ? (a) Zn (b) Mn (c) Mo (d) B উত্তর: C

[WBCS Special VSQs] Biology।।কোশের গঠন এবং কাজ।।সেট-১১

কোশের গঠন এবং কাজ প্রশ্ন:১ মিয়ােসিস কোশ বিভাজনে একটি মাতৃকোশ থেকে কটি অপত্য কোশ সৃষ্টি হয় ? উত্তর:  চারটি। প্রশ্ন:২ কোশ চক্রের কোন্ দশায় নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমে বিপাক ক্রিয়া সম্পন্ন হয় ? উত্তর:  ইন্টারফেজ দশায়। প্রশ্ন:৩ কোন্ কোশ বিভাজিত হয় না ? উত্তর:  স্নায়ুকোশ।

[WBCS Special VSQs] Biology।।কোশের গঠন এবং কাজ।।সেট-১০

কোশের গঠন এবং কাজ প্রশ্ন:১ নিউক্লিক অ্যাসিডের গঠনগত একক কী ? উত্তর:  নিউক্লিওটাইড। প্রশ্ন:২ প্রাণীদেহে পাওয়া যায় এমন শর্করা কোনটি ? উত্তর:  গ্লাইকোজেন। প্রশ্ন:৩ পেন্টোজ শর্করায় ক-টি কার্বন অণু থাকে। উত্তর:  5 টি।

[WBCS Special VSQs] Biology।।কোশের গঠন এবং কাজ।।সেট-৯

কোশের গঠন এবং কাজ প্রশ্ন:১ ইনিউলিন কী ? উত্তর:  ইনিউলিন ফ্রুক্টোজের পলিমার। প্রশ্ন:২ দুটি জৈব সেলুলার পুলের উদাহরণ দাও।  উত্তর:  কার্বোহাইড্রেট, প্রােটিন। প্রশ্ন:৩ চুল ও নখে কী ধরনের প্রােটিন থাকে।  উত্তর:  কেরাটিন।

[WBCS Special VSQs] Biology।।কোশের গঠন এবং কাজ।।সেট-৮

কোশের গঠন এবং কাজ প্রশ্ন:১ কোশের কোন্ অঙ্গাণুকে প্রােটিন ফ্যাক্টরি বলে ? উত্তর:  রাইবােজোমকে। প্রশ্ন:২ ক্লোরােপ্লাস্টের কোথায় ক্লোরােফিল থাকে ? উত্তর:  গ্রানায়। প্রশ্ন:৩ কোশে যখন ভিন্ন প্রকারের দুটি নিউক্লিয়াস থাকে তখন তাকে কী বলে ? উত্তর:  হেটারােক্যারিয়ন বলে।