Skip to main content

Posts

Showing posts with the label Miscellaneous Q&A for WBCS Exam

প্রস্তুতি শুরু করা যাক [খুব তাড়াতাড়ি আসছে]

WBSSC WBPSC WBPRB WBCS

সাম্প্রতিক পোস্ট

দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair)

দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক

পশ্চিমবঙ্গের প্রধান শিক্ষা বোর্ডসমূহ [খুব তাড়াতাড়ি আসছে]

WBBPE WBBSE WBCHSE WBMSC

Miscellaneous Q&A for WBCS Exam, Set 08 - ইতিহাস

Miscellaneous Q&A for WBCS Exam, Set 08 প্রশ্নঃ ১ গ্রন্থসাহেব কে সংকলন করেন ? উত্তরঃ গুরু অর্জুন সিংহ    প্রশ্নঃ ২ "ডন সোসাইটি" কে প্রতিষ্ঠা করেন ? উত্তরঃ  সতীশচন্দ্র মুখোপাধ্যায়  প্রশ্নঃ ৩ হিন্দু কলেজ কত সালে স্থাপিত হয় ? উত্তরঃ ১৮১৭ সালে  প্রশ্নঃ ৪ শিবাজীর অর্থমন্ত্রী কে কি বলা হতো ? উত্তরঃ  অমাত্য 

Miscellaneous Q&A for WBCS Exam, Set 07 - সাধারণ বিজ্ঞান

Miscellaneous Q&A for WBCS Exam প্রশ্ন : ১ পারদ জলের তুলনায় কতগুণ ভারী ? উত্তর :  ১৩.৬ গুন্  প্রশ্ন : ২ কোন তরলের তাপমাত্রা বাড়ালে আয়তন কমে কিন্তু ঘনত্ব বাড়ে ? উত্তর :  জল  প্রশ্ন : ৩ গন্ধক কিসে দ্রবীভূত হয় ? উত্তর :  কার্বন ডাই অক্সাইড 

Miscellaneous Q&A for WBCS Exam, Set 06 - সাধারণ বিজ্ঞান

Miscellaneous Q&A for WBCS Exam প্রশ্ন ১.  পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি ? উত্তরঃ  শুক্র  প্রশ্ন ২.  উদ্ভিদের মূল স্ফীত হয় ও পাতা কুঁকড়ে যায় কিসের অভাবে ? উত্তরঃ  বোরন  প্রশ্ন ৩.  প্রোটিন অপুষ্টি জনিত রোগ কোনটি ? উত্তরঃ  কাওয়াশিয়রকর  প্রশ্ন ৪.  বায়ুমণ্ডলের কোন গ্যাস অতি বেগুনি রশ্মিকে শুষে নেই ? উত্তরঃ  ওজন  প্রশ্ন ৫.  আলবিউমিন থাকে কোন খাদ্যদ্রব্যে ? উত্তরঃ  ডিম্ 

Miscellaneous Q&A for WBCS Exam, Set 05

Miscellaneous Q&A for WBCS Exam 🧿IAA হলো - প্রাকৃতিক অক্সিন।  🧿প্রখ্যাত কবি ও গীতিকার গুলজার এর আসল নাম - সম্পূরণ সিং কালরা।  🧿লর্ড মাউন্টব্যাটেন কাকে একাই এক সীমান্ত বাহিনী বলে উল্লেখ করেন - আবদুল গফ্ফর খানকে।  🧿মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় - ১৯০৬ সালে। 

Miscellaneous Q&A for WBCS Exam, Set 04

Miscellaneous Q&A for WBCS Exam 🧿সংবাদপত্রের মুক্তিদাতারূপে পরিচিত ছিলেন - মেটকাফ।  🧿ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় - ১৯৫১ সালে।  🧿ভারতের EXIM ব্যাঙ্ক কাজ করে - ভারতের আমদানি রপ্তানির জন্য। 🧿বোম্বাই তে আর্য সমাজ প্রতিষ্ঠিত হয় - ১৮৭৫ সালে। 

Miscellaneous Q&A for WBCS Exam, Set 03

Miscellaneous Q&A for WBCS Exam 🧿ভারতে নতুন কৃষি পদ্ধতির সূচনার দশক টি হলো - ১৯৬০ এর দশক।  🧿অর্থনৈতিক বিশ্লেষণের জন্য একটি অর্থনীতিকে কিভাবে ভাগ করা যায় ? - প্রাথমিক, মাধ্যমিক, এবং  সেবাক্ষেত্র।  🧿কৃষক ভিত্তিক আবাদ বলতে বোঝায় - চাষী নিজেই জমির মালিক।  🧿NABARD প্রতিষ্ঠানটির কিসের সাথে জড়িত ? - গ্রামের উন্নয়ন। 

Miscellaneous Q&A for WBCS Exam, Set 02

Miscellaneous Q&A for WBCS Exam 🧿ভারতীয় জাতীয় কংগ্রেস এর প্রথম মহিলা সভাপতি ছিলেন - অ্যানি বেসান্ত।  🧿নব্যবঙ্গের প্রধান উদ্যোক্তা ছিলেন - ডিরোজিও।  🧿মেন্ডেলিও দ্বিশঙ্কর জননের বহিরাঙ্গের অনুপাত - ৯ : ৩ : ৩ : ১।  🧿যে কৃষ্ণ লাভা মৃত্তিকায় সর্বাধিক উন্নত তুলা চাষ হয় - রেগুর। 

Miscellaneous Q&A for WBCS Exam, Set 01

Miscellaneous Q&A for WBCS Exam 🧿আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়েছিল - ১ লা সেপ্টেম্বরে।   🧿জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড ঘটেছিল - ১৩ই এপ্রিল ১৯১৯। 🧿প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা - চার্লস ডারউইন।  🧿ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান উদ্দেশ্য ছিল - গঙ্গার নিন্ম প্রবাহের মাত্রা বৃদ্ধি।  🧿DNA এর একটি প্যাঁচের মাপ -  ৩৪ A