Skip to main content

Posts

Showing posts with the label WBCS Questions

সাম্প্রতিক পোস্ট

ইতিহাস MCQs For WBCS EXAM, SET 01

ইতিহাস MCQs For WBCS EXAM প্রশ্নঃ ১.  গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন? (a) লুম্বিনী (b) সারণাথ (c) কুশিনগর (d)  বুদ্ধগয়া উত্তরঃ d প্রশ্নঃ ২.  মৃচ্ছকটিকম নাটকটি কার লেখা? (a) বিসাখদত্ত (b) সুদ্রক (c)  বানভট্ট (d)  ভাস উত্তরঃ b

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান, সেট ৩৫ - ইতিহাস

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান প্রশ্নঃ ১ কোন ভারতীয় শাসক জাভা এবং সুমাত্রা অধিকার করেছিলেন? (a) দন্তিদূর্গ  (b) রুদ্রদামন  (c) দ্বিতীয় পুলকেশী  (d) প্রথম রাজেন্দ্র চোল উত্তরঃ D প্রশ্নঃ ২ মালবিকাগ্নিমিত্রম কোন প্রাচীন ভারতীয় কবির অনন্য কীর্তি ? (a) কমন্ডক  (b) কালিদাস  (c) পাণিনি  (d) বিশাখদত্ত  উত্তরঃ B

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান, সেট ৩৪ - ইতিহাস

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান প্রশ্নঃ ১ সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান উপাস্য দেবতা কে ছিলেন ? (a) শিবানী  (b) পশুপতি  (c) বিষ্ণু  (d) বসুমতি  উত্তরঃ B প্রশ্নঃ ২ সিন্ধু সভ্যতার কোন স্থান থেকে ঘোড়ার জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে ? (a) সুরকোটাডা  (b) লোথাল  (c) ডিমাবাদ  (d) কালিবঙ্গান  উত্তরঃ A 

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান, সেট ৩৩ - ভূগোল

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান প্রশ্নঃ ১ ভারতে কত ধরণের বৃষ্টিপাত দেখা যায় ? (a) ৪ প্রকার  (b) ৬ প্রকার  (c) ৭ প্রকার  (d) ৩ প্রকার  উত্তরঃ D  প্রশ্নঃ ২ বর্হি হিমালয়ের ওপর নাম কি ? (a) কুমায়ুন  (b) হিমাদ্রি  (c) শিবালিক  (d) কোনোটিই নয়  উত্তরঃ C 

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান, সেট ৩২ - ভূগোল

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান প্রশ্ন ১ সঞ্জয় গান্ধী জাতীয় উদ্দ্যান কোন রাজ্যে অবস্থিত ? (a) বিহার  (b) গুজরাট  (c) ছত্তিসগড়  (d) উড়িষ্যা  উত্তর : C প্রশ্ন ২ বক্সা জাতীয় উদ্দ্যান কোন রাজ্যে অবস্থিত ? (a) উত্তর প্রদেশ  (b) পশ্চিমবঙ্গ  (c) সিকিম  (d) বিহার  উত্তর : B প্রশ্ন ৩ দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ? (a) কলসুবাই  (b) আন্নামালাই   (c) আনাইমুদি  (d) কোনোটিই নয়  উত্তর : C

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান, সেট ৩১ - ভূগোল

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান প্রশ্ন ১ নিচের কোনটি গ্রস্ত উপত্যকা ? (a) কাবেরী  (b) গোদাবরী  (c) কোশি  (d) নর্মদা  উত্তর : D  প্রশ্ন ২ কুড্ডাপা পর্বতশ্রেণী  অবস্থিত ? (a) পলাশ ও কাবেরীর মধ্যে  (b) সাতপুরা ও মহাদেওর মধ্যে  (c) পালকোন্ডা ও গোদাবরীর মধ্যে  (d) আরাবল্লী ও চম্বলের মধ্যে  উত্তর : C  প্রশ্ন ৩ "ওঙ্গি" নামক উপজাতি কোন অঞ্চলে বাস করে ? (a) আন্দামান-নিকোবর  (b) অরুণাচল প্রদেশ  (c) মনিপুর  (d) ঝাড়খন্ড  উত্তর : A 

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান, সেট ৩০ - ভূগোল

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান প্রশ্ন ১ নিচের কোন দ্বীপটি ভারত এবং শ্রীলংকার মাঝে অবস্থিত ? (a) এলিফ্যান্টা  (b) নিকোবর  (c) রামেশ্বরম  (d) সালসেট  উত্তর : C  প্রশ্ন ২ নিচের কোন নদীটি একাধিক দেশের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে ? (a) ব্রহ্মপুত্র  (b) গঙ্গা  (c) সিন্ধু  (d) উপরের সবকটি  উত্তর : D 

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান, সেট ২৯

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান প্রশ্ন ১ নিচের কোনটি থাকার কারণে বারুদ দ্রুত জ্বলে ওঠে ? (a) চারকোল  (b) পটাশিয়াম নাইট্রেট  (c) বেরিয়াম  (d) সালফার  উত্তর : (d) প্রশ্ন ২ নামদফা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত ? (a) অসম  (b) রাজস্থান  (c) অরুণাচল প্রদেশ  (d) জম্মু ও কাশ্মীর  উত্তর : (c)

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান, সেট ২৮ - ভূগোল

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান প্রশ্ন ১ নিচের কোন শহরটি নিরক্ষরেখার কাছে অবস্থিত ? (a) কলকাতা  (b) মুম্বাই  (c) চেন্নাই  (d) শ্রীনগর  উত্তর :  কলকাতা  প্রশ্ন ২ নিচের কোন সংরক্ষিত অরণ্যে সবচেয়ে বেশি হাতি দেখা যায় ? (a) সুন্দরবন  (b) মানস  (c) কাজিরাঙা  (d) নন্দাদেবী  উত্তর : কাজিরাঙা  প্রশ্ন ৩ "ভারতের রাঢ়" বলা হয় কোন অঞ্চলকে ? (a) দুর্গাপুর  (b) রাউরকেল্লা  (c) জামশেদপুর  (d) ভিলাই  উত্তর : দুর্গাপুর 

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান, সেট ২৭

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান প্রশ্নঃ১ ইনকিলাব জিন্দাবাদ প্রথম বলেন কে ?  ( a ) তিলক  ( b ) সাভারকার  ( e ) ভগৎসিং  ( d ) চন্দ্রশেখর আজাদ  উত্তরঃ c  প্রশ্নঃ২  রাজীব গান্ধি ক্যান্সার ইনস্টিটিউট অ্যাণ্ড রিসার্চ সেন্টার অবস্থিত  ( a ) দিল্লি  ( b ) মুম্বাই  ( c ) কলকাতা  ( d ) চেন্নাই   উত্তরঃ a  প্রশ্নঃ৩ ভারতের চাল গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?  ( a ) কলকাতা  ( b ) বেঙ্গালুরু ( c ) কটক  ( d ) দিল্লী  উত্তরঃ c 

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান, সেট ২৬

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান প্রশ্নঃ১ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ  ( a ) এভারেস্ট ( b ) কাঞ্জনজঙ্ঘা ( c ) K2  ( d ) নন্দাদেবী  উত্তরঃ c  প্রশ্নঃ২ চারমিনার কোথায় অবস্থিত ? ( a ) সেকেন্দ্রাবাদ ( b ) আমেদাবাদ ( c ) হায়দ্রাবাদ ( d ) দিল্লী  উত্তরঃ c  প্রশ্নঃ৩ Isohyet দিয়ে মাপা হয় ?  ( a ) সমতাপযুক্ত অঞ্চল  ( b ) সমচাপযুক্ত অঞ্চল  ( c ) সমানবৃষ্টিপাত যুক্ত অঞ্চল  ( d ) সমান উষ্ণতাযুক্ত অঞ্চল   উত্তরঃ c 

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান, সেট ২৫

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান প্রশ্নঃ ১ কাকে IMF ( International Monetory Fund ) এর MD বা প্রধান হিসাবে দ্বিতীয়বারের জন্য নিয়োগ করা হয়—  ( a ) ক্রিস্টাইন লাগার্দে  ( b ) হোস্ট কোহিলের  ( c ) জিম ইয়ংকিম  ( d ) রঘুরাম রাজন  উত্তরঃ a  প্রশ্নঃ২ ব্র্যান্ডন ম্যাককালাম কোন দলের বিপক্ষে দ্রুততম টেস্ট সেঞ্চুরি করেন ?  ( a ) পাকিস্তান  ( b ) অস্ট্রেলিয়া  ( c ) দক্ষিণ আফ্রিক  ( d ) ইংল্যান্ড  উত্তরঃ b  প্রশ্নঃ৩ কোন দেশ সফলভাবে ASTRO - H মহাকাশ পর্যবেক্ষণ উপগ্রহ পাঠিয়েছে ?  ( a ) চীন  ( b ) জাপান  ( c ) ফ্রান্স  ( ​d ) ভারত   উত্তরঃ b 

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান, সেট ২৪

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান প্রশ্নঃ১ ইয়ং বেঙ্গল সোসাইটির প্রধান গুরু কে ছিলেন ?  ( a ) হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও  ( b ) রাজা রামমোহন রায়  ( c ) দাদাভাই নৌরজী  ( d ) কোনটাই নয়  উত্তরঃ a  প্রশ্নঃ২ ‘ খানুয়ার যুদ্ধে ’ কে পরাজিত হয়েছিলেন ?  ( a ) মেবারের রাণা সংগ্রাম সিংহ  ( b ) বাবর ( b ) ইব্রাহিম লোদি  ( d ) কোনটাই নয়  উত্তরঃ a  প্রশ্নঃ৩ কোন যন্ত্রের দ্বারা বিদ্যুৎ উৎপাদন করা হয় ?  ( a ) পাম বল  ( b ) ডায়নামো ( c ) অ্যানিমোমিটার  ( d ) কোনটাই নয়  উত্তরঃ b 

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান, সেট ২৩

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান প্রশ্নঃ১ বায়ু মন্ডলের সর্বনিম্ন স্তরের নাম কি ?  ( a ) স্ট্রটোস্ফিয়ার  ( b ) ট্রপোস্ফিয়ার ( c ) আয়নোস্ফিয়ার   ( d ) কোনটাই নয় উত্তরঃ a  প্রশ্নঃ২ কোন ধরণের ঘড়িতে গ্রীণিজ সময় প্রদর্শিত হয় ?  ( a ) মাইক্রোমিটার ( b ) অ্যানিমোমিটার   ( c ) ক্রেনোমিটার  ( d ) কোনটাই নয়  উত্তরঃ  c  প্রশ্নঃ৩ আইহোল প্রশস্তি কোন রাজার সম্পর্কে ছিল ? ( a ) আকবর  ( b ) হুমায়ুন ( c ) দ্বিতীয় পুলকেশী  ( d ) কোনটাই নয় উত্তরঃ c 

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান, সেট ২২

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান প্রশ্নঃ ১ এরোপ্লেনের আবিষ্কারক কে ?  ( a ) অরভিল রাইট  ( b ) উইলবার রাইট ( c ) দুইজনেই  ( d ) কোনটাই নয় উত্তরঃ c  প্রশ্নঃ২  বাংলায় প্রথম উপন্যাস কে লিখেছিলেন ?  ( a ) প্যারিচাঁদ মিত্র  ( b ) বুদ্ধদেব বসু ( c ) প্রবোধ সান্যাল  ( d ) কোনটাই নয় উত্তরঃ a  প্রশ্নঃ৩ কোন বাঙালী মহিলা সর্বপ্রথম বহু ইংরেজি কবিতা লিখেছিলেন ? ( a ) পদ্মজা নাইডু  ( b ) বিজয়লক্ষ্মী পন্ডিত ( c ) সরোজিনী নাইডু    ( d ) কোনটাই নয় উত্তরঃ c 

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান, সেট ২১

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান প্রশ্ন ১ কলিকাতার এশিয়াটিক সোসাইটি কে স্থাপন করেছিলেন ?  (a) স্যার উইলিয়াম জোন্স  (b) রাজা রামমোহন রায়  (c) উইলসন জেমস্  (d) কোনটাই নয়  উত্তর : A প্রশ্ন ২ ‘বিক্রমশিলা মহাবিহার’ কে স্থাপন করেছিলেন ?  (a) রাজা ধর্মপাল  (b) কোনটাই নয়  (c) রাজা গোপাল  (d) সম্রাট অশোক  উত্তর : A

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান, সেট ২০

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান প্রশ্ন ১ মানবদেহের কর্ণে কটি হাড় বা অস্থি আছে ?  ( a ) 6 টি  ( b ) 4 টি  ( c ) 8 টি  ( d ) কোনটাই নয়  উত্তর : A প্রশ্ন ২ উড়ন্ত বেলুনে কি গ্যাস থাকে ?  ( a ) হিলিয়াম  ( c ) নিওন  ( b ) আর্গন  ( d ) কোনটাই নয় উত্তর : A

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান, সেট ১৯

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান প্রশ্ন ১ ‘দানসাগর ’ ও ‘ অদ্ভুত সাগর ’ গ্রন্থ দুটির রচয়িতা কে ?  ( a ) লক্ষণ সেন  ( b ) বল্লাল সেন  ( c ) আবুল ফজল  ( d ) কোনটাই নয়  উত্তর : B প্রশ্ন ২ সম্বর হ্রদটি কোন রাজ্যে রয়েছে ?  ( a ) কেরল  ( b ) উত্তরপ্রদেশ  ( c ) রাজস্থান  ( d ) কোনটাই নয়  উত্তর : C

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান, সেট ১৮

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান প্রশ্ন ১ সরকারি গণিতক কমিটির (Public Accounts Committee) চেয়ারম্যানকে কে নিযুক্ত করেন ? (a) রাষ্ট্রপতি  (b) স্পীকার  (c) অর্থমন্ত্রী  (d) স্বরাষ্ট্রমন্ত্রী  উত্তর : b  প্রশ্ন ২ আনুমানিক ব্যয় হিসাব কমিটির চেয়ারম্যানকে কে নিযুক্ত করেন ? (a) রাষ্ট্রপতি  (b) স্পীকার  (c) অর্থমন্ত্রী  (d) প্রধানমন্ত্রী  উত্তর : b 

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান, সেট ১৭

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান প্রশ্ন ১ শ্রী জি. ভি মভালঙ্কার লোকসভার কততম স্পীকার ছিলেন?  (a) প্রথম  (b) দ্বিতীয়  (c) তৃতীয়  (d) চতুর্থ  উত্তর : a   প্রশ্ন ২ লোকসভার স্পীকার নির্বাচিত হন  (a) লোকসভার সদস্যদের দ্বারা  (b) জনগণের দ্বারা  (c) রাষ্ট্রপতির দ্বারা  (d) রাজ্য বিধানসভার সদস্যদের দ্বারা  উত্তর : a 

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান, সেট ১৬

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান প্রশ্ন ১ ভিটামিন এ কোথায় ? a ) বৃক্ক  b ) প্লীহা  c ) যকৃৎ  d ) অস্থিমজ্জা উত্তর - c প্রশ্ন ২ বীজহীন কলা একটি - a )  অপুংজনি ফল  b ) যৌগ ফল  c ) ড্রুপ ফল  d ) প্রকৃত ফল  উত্তর - a