Skip to main content

Posts

Showing posts with the label WBCS Questions

সাম্প্রতিক পোস্ট

ভারত-ইতিহাসে সমুদ্রের প্রভাব আলোচনা করো।

ভারত-ইতিহাসে সমুদ্রের প্রভাব           ভারত-ইতিহাসে সমুদ্রের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুদূরপ্রসারী। সমুদ্র ভারতের কেবল ভৌগোলিক সীমানাই নির্ধারণ করেনি, বরং এর সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি এবং বিশ্ব-সম্পর্কের উপর গভীর প্রভাব ফেলেছে। ভারতবর্ষের তিনদিক সমুদ্রবেষ্টিত। তাই, ভারত-ইতিহাসে সমুদ্রের প্রভাব থাকাটাই স্বাভাবিক ঘটনা।  (১) তিনদিক সমুদ্রবেষ্টিত হওয়ায় তিন দিকের সীমান্ত বেশ সুরক্ষিত।  (২) আবার এই সমুদ্রপথ ধরেই আমাদের দেশের সঙ্গে চিন, রোম, মালয়, সুমাত্রা, জাভা, সিংহল ও পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক গড়ে উঠেছে।  (৩) এমনকি এই জলপথের মাধ্যমেই রাজনৈতিক প্রাধান্য স্থাপিত হয়েছে।

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান, সেট ৩৫ - ইতিহাস

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান প্রশ্নঃ ১ কোন ভারতীয় শাসক জাভা এবং সুমাত্রা অধিকার করেছিলেন? (a) দন্তিদূর্গ  (b) রুদ্রদামন  (c) দ্বিতীয় পুলকেশী  (d) প্রথম রাজেন্দ্র চোল উত্তরঃ D প্রশ্নঃ ২ মালবিকাগ্নিমিত্রম কোন প্রাচীন ভারতীয় কবির অনন্য কীর্তি ? (a) কমন্ডক  (b) কালিদাস  (c) পাণিনি  (d) বিশাখদত্ত  উত্তরঃ B

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান, সেট ৩৪ - ইতিহাস

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান প্রশ্নঃ ১ সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান উপাস্য দেবতা কে ছিলেন ? (a) শিবানী  (b) পশুপতি  (c) বিষ্ণু  (d) বসুমতি  উত্তরঃ B প্রশ্নঃ ২ সিন্ধু সভ্যতার কোন স্থান থেকে ঘোড়ার জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে ? (a) সুরকোটাডা  (b) লোথাল  (c) ডিমাবাদ  (d) কালিবঙ্গান  উত্তরঃ A 

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান, সেট ৩৩ - ভূগোল

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান প্রশ্নঃ ১ ভারতে কত ধরণের বৃষ্টিপাত দেখা যায় ? (a) ৪ প্রকার  (b) ৬ প্রকার  (c) ৭ প্রকার  (d) ৩ প্রকার  উত্তরঃ D  প্রশ্নঃ ২ বর্হি হিমালয়ের ওপর নাম কি ? (a) কুমায়ুন  (b) হিমাদ্রি  (c) শিবালিক  (d) কোনোটিই নয়  উত্তরঃ C 

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান, সেট ৩২ - ভূগোল

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান প্রশ্ন ১ সঞ্জয় গান্ধী জাতীয় উদ্দ্যান কোন রাজ্যে অবস্থিত ? (a) বিহার  (b) গুজরাট  (c) ছত্তিসগড়  (d) উড়িষ্যা  উত্তর : C প্রশ্ন ২ বক্সা জাতীয় উদ্দ্যান কোন রাজ্যে অবস্থিত ? (a) উত্তর প্রদেশ  (b) পশ্চিমবঙ্গ  (c) সিকিম  (d) বিহার  উত্তর : B প্রশ্ন ৩ দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ? (a) কলসুবাই  (b) আন্নামালাই   (c) আনাইমুদি  (d) কোনোটিই নয়  উত্তর : C

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান, সেট ৩১ - ভূগোল

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান প্রশ্ন ১ নিচের কোনটি গ্রস্ত উপত্যকা ? (a) কাবেরী  (b) গোদাবরী  (c) কোশি  (d) নর্মদা  উত্তর : D  প্রশ্ন ২ কুড্ডাপা পর্বতশ্রেণী  অবস্থিত ? (a) পলাশ ও কাবেরীর মধ্যে  (b) সাতপুরা ও মহাদেওর মধ্যে  (c) পালকোন্ডা ও গোদাবরীর মধ্যে  (d) আরাবল্লী ও চম্বলের মধ্যে  উত্তর : C  প্রশ্ন ৩ "ওঙ্গি" নামক উপজাতি কোন অঞ্চলে বাস করে ? (a) আন্দামান-নিকোবর  (b) অরুণাচল প্রদেশ  (c) মনিপুর  (d) ঝাড়খন্ড  উত্তর : A 

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান, সেট ৩০ - ভূগোল

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান প্রশ্ন ১ নিচের কোন দ্বীপটি ভারত এবং শ্রীলংকার মাঝে অবস্থিত ? (a) এলিফ্যান্টা  (b) নিকোবর  (c) রামেশ্বরম  (d) সালসেট  উত্তর : C  প্রশ্ন ২ নিচের কোন নদীটি একাধিক দেশের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে ? (a) ব্রহ্মপুত্র  (b) গঙ্গা  (c) সিন্ধু  (d) উপরের সবকটি  উত্তর : D 

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান, সেট ২৯

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান প্রশ্ন ১ নিচের কোনটি থাকার কারণে বারুদ দ্রুত জ্বলে ওঠে ? (a) চারকোল  (b) পটাশিয়াম নাইট্রেট  (c) বেরিয়াম  (d) সালফার  উত্তর : (d) প্রশ্ন ২ নামদফা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত ? (a) অসম  (b) রাজস্থান  (c) অরুণাচল প্রদেশ  (d) জম্মু ও কাশ্মীর  উত্তর : (c)

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান, সেট ২৮ - ভূগোল

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান প্রশ্ন ১ নিচের কোন শহরটি নিরক্ষরেখার কাছে অবস্থিত ? (a) কলকাতা  (b) মুম্বাই  (c) চেন্নাই  (d) শ্রীনগর  উত্তর :  কলকাতা  প্রশ্ন ২ নিচের কোন সংরক্ষিত অরণ্যে সবচেয়ে বেশি হাতি দেখা যায় ? (a) সুন্দরবন  (b) মানস  (c) কাজিরাঙা  (d) নন্দাদেবী  উত্তর : কাজিরাঙা  প্রশ্ন ৩ "ভারতের রাঢ়" বলা হয় কোন অঞ্চলকে ? (a) দুর্গাপুর  (b) রাউরকেল্লা  (c) জামশেদপুর  (d) ভিলাই  উত্তর : দুর্গাপুর 

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান, সেট ২৭

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান প্রশ্নঃ১ ইনকিলাব জিন্দাবাদ প্রথম বলেন কে ?  ( a ) তিলক  ( b ) সাভারকার  ( e ) ভগৎসিং  ( d ) চন্দ্রশেখর আজাদ  উত্তরঃ c  প্রশ্নঃ২  রাজীব গান্ধি ক্যান্সার ইনস্টিটিউট অ্যাণ্ড রিসার্চ সেন্টার অবস্থিত  ( a ) দিল্লি  ( b ) মুম্বাই  ( c ) কলকাতা  ( d ) চেন্নাই   উত্তরঃ a  প্রশ্নঃ৩ ভারতের চাল গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?  ( a ) কলকাতা  ( b ) বেঙ্গালুরু ( c ) কটক  ( d ) দিল্লী  উত্তরঃ c 

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান, সেট ২৬

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান প্রশ্নঃ১ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ  ( a ) এভারেস্ট ( b ) কাঞ্জনজঙ্ঘা ( c ) K2  ( d ) নন্দাদেবী  উত্তরঃ c  প্রশ্নঃ২ চারমিনার কোথায় অবস্থিত ? ( a ) সেকেন্দ্রাবাদ ( b ) আমেদাবাদ ( c ) হায়দ্রাবাদ ( d ) দিল্লী  উত্তরঃ c  প্রশ্নঃ৩ Isohyet দিয়ে মাপা হয় ?  ( a ) সমতাপযুক্ত অঞ্চল  ( b ) সমচাপযুক্ত অঞ্চল  ( c ) সমানবৃষ্টিপাত যুক্ত অঞ্চল  ( d ) সমান উষ্ণতাযুক্ত অঞ্চল   উত্তরঃ c 

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান, সেট ২৫

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান প্রশ্নঃ ১ কাকে IMF ( International Monetory Fund ) এর MD বা প্রধান হিসাবে দ্বিতীয়বারের জন্য নিয়োগ করা হয়—  ( a ) ক্রিস্টাইন লাগার্দে  ( b ) হোস্ট কোহিলের  ( c ) জিম ইয়ংকিম  ( d ) রঘুরাম রাজন  উত্তরঃ a  প্রশ্নঃ২ ব্র্যান্ডন ম্যাককালাম কোন দলের বিপক্ষে দ্রুততম টেস্ট সেঞ্চুরি করেন ?  ( a ) পাকিস্তান  ( b ) অস্ট্রেলিয়া  ( c ) দক্ষিণ আফ্রিক  ( d ) ইংল্যান্ড  উত্তরঃ b  প্রশ্নঃ৩ কোন দেশ সফলভাবে ASTRO - H মহাকাশ পর্যবেক্ষণ উপগ্রহ পাঠিয়েছে ?  ( a ) চীন  ( b ) জাপান  ( c ) ফ্রান্স  ( ​d ) ভারত   উত্তরঃ b 

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান, সেট ২৪

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান প্রশ্নঃ১ ইয়ং বেঙ্গল সোসাইটির প্রধান গুরু কে ছিলেন ?  ( a ) হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও  ( b ) রাজা রামমোহন রায়  ( c ) দাদাভাই নৌরজী  ( d ) কোনটাই নয়  উত্তরঃ a  প্রশ্নঃ২ ‘ খানুয়ার যুদ্ধে ’ কে পরাজিত হয়েছিলেন ?  ( a ) মেবারের রাণা সংগ্রাম সিংহ  ( b ) বাবর ( b ) ইব্রাহিম লোদি  ( d ) কোনটাই নয়  উত্তরঃ a  প্রশ্নঃ৩ কোন যন্ত্রের দ্বারা বিদ্যুৎ উৎপাদন করা হয় ?  ( a ) পাম বল  ( b ) ডায়নামো ( c ) অ্যানিমোমিটার  ( d ) কোনটাই নয়  উত্তরঃ b 

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান, সেট ২৩

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান প্রশ্নঃ১ বায়ু মন্ডলের সর্বনিম্ন স্তরের নাম কি ?  ( a ) স্ট্রটোস্ফিয়ার  ( b ) ট্রপোস্ফিয়ার ( c ) আয়নোস্ফিয়ার   ( d ) কোনটাই নয় উত্তরঃ a  প্রশ্নঃ২ কোন ধরণের ঘড়িতে গ্রীণিজ সময় প্রদর্শিত হয় ?  ( a ) মাইক্রোমিটার ( b ) অ্যানিমোমিটার   ( c ) ক্রেনোমিটার  ( d ) কোনটাই নয়  উত্তরঃ  c  প্রশ্নঃ৩ আইহোল প্রশস্তি কোন রাজার সম্পর্কে ছিল ? ( a ) আকবর  ( b ) হুমায়ুন ( c ) দ্বিতীয় পুলকেশী  ( d ) কোনটাই নয় উত্তরঃ c 

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান, সেট ২২

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান প্রশ্নঃ ১ এরোপ্লেনের আবিষ্কারক কে ?  ( a ) অরভিল রাইট  ( b ) উইলবার রাইট ( c ) দুইজনেই  ( d ) কোনটাই নয় উত্তরঃ c  প্রশ্নঃ২  বাংলায় প্রথম উপন্যাস কে লিখেছিলেন ?  ( a ) প্যারিচাঁদ মিত্র  ( b ) বুদ্ধদেব বসু ( c ) প্রবোধ সান্যাল  ( d ) কোনটাই নয় উত্তরঃ a  প্রশ্নঃ৩ কোন বাঙালী মহিলা সর্বপ্রথম বহু ইংরেজি কবিতা লিখেছিলেন ? ( a ) পদ্মজা নাইডু  ( b ) বিজয়লক্ষ্মী পন্ডিত ( c ) সরোজিনী নাইডু    ( d ) কোনটাই নয় উত্তরঃ c 

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান, সেট ২১

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান প্রশ্ন ১ কলিকাতার এশিয়াটিক সোসাইটি কে স্থাপন করেছিলেন ?  (a) স্যার উইলিয়াম জোন্স  (b) রাজা রামমোহন রায়  (c) উইলসন জেমস্  (d) কোনটাই নয়  উত্তর : A প্রশ্ন ২ ‘বিক্রমশিলা মহাবিহার’ কে স্থাপন করেছিলেন ?  (a) রাজা ধর্মপাল  (b) কোনটাই নয়  (c) রাজা গোপাল  (d) সম্রাট অশোক  উত্তর : A

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান, সেট ২০

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান প্রশ্ন ১ মানবদেহের কর্ণে কটি হাড় বা অস্থি আছে ?  ( a ) 6 টি  ( b ) 4 টি  ( c ) 8 টি  ( d ) কোনটাই নয়  উত্তর : A প্রশ্ন ২ উড়ন্ত বেলুনে কি গ্যাস থাকে ?  ( a ) হিলিয়াম  ( c ) নিওন  ( b ) আর্গন  ( d ) কোনটাই নয় উত্তর : A

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান, সেট ১৯

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান প্রশ্ন ১ ‘দানসাগর ’ ও ‘ অদ্ভুত সাগর ’ গ্রন্থ দুটির রচয়িতা কে ?  ( a ) লক্ষণ সেন  ( b ) বল্লাল সেন  ( c ) আবুল ফজল  ( d ) কোনটাই নয়  উত্তর : B প্রশ্ন ২ সম্বর হ্রদটি কোন রাজ্যে রয়েছে ?  ( a ) কেরল  ( b ) উত্তরপ্রদেশ  ( c ) রাজস্থান  ( d ) কোনটাই নয়  উত্তর : C

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান, সেট ১৮

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান প্রশ্ন ১ সরকারি গণিতক কমিটির (Public Accounts Committee) চেয়ারম্যানকে কে নিযুক্ত করেন ? (a) রাষ্ট্রপতি  (b) স্পীকার  (c) অর্থমন্ত্রী  (d) স্বরাষ্ট্রমন্ত্রী  উত্তর : b  প্রশ্ন ২ আনুমানিক ব্যয় হিসাব কমিটির চেয়ারম্যানকে কে নিযুক্ত করেন ? (a) রাষ্ট্রপতি  (b) স্পীকার  (c) অর্থমন্ত্রী  (d) প্রধানমন্ত্রী  উত্তর : b 

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান, সেট ১৭

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান প্রশ্ন ১ শ্রী জি. ভি মভালঙ্কার লোকসভার কততম স্পীকার ছিলেন?  (a) প্রথম  (b) দ্বিতীয়  (c) তৃতীয়  (d) চতুর্থ  উত্তর : a   প্রশ্ন ২ লোকসভার স্পীকার নির্বাচিত হন  (a) লোকসভার সদস্যদের দ্বারা  (b) জনগণের দ্বারা  (c) রাষ্ট্রপতির দ্বারা  (d) রাজ্য বিধানসভার সদস্যদের দ্বারা  উত্তর : a 

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান, সেট ১৬

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান প্রশ্ন ১ ভিটামিন এ কোথায় ? a ) বৃক্ক  b ) প্লীহা  c ) যকৃৎ  d ) অস্থিমজ্জা উত্তর - c প্রশ্ন ২ বীজহীন কলা একটি - a )  অপুংজনি ফল  b ) যৌগ ফল  c ) ড্রুপ ফল  d ) প্রকৃত ফল  উত্তর - a