লোহা : আকরিক এবং উৎপাদক অঞ্চল সমূহ
আকরিক লোহা :
আকরিকের নাম : ম্যাগনেটাইট
লোহার পরিমান : ৭৫% এর বেশি
রং : কালো
আকরিকের নাম : হেমাটাইট
লোহার পরিমান : ৬০% - ৭০%
রং : লাল
আকরিকের নাম : লিমোনাইট
লোহার পরিমান : ৬০% - ৫০%
রং : হলদে
আকরিকের নাম : সিডেরাইট
লোহার পরিমান : ৪০% - ৫০%
রং : ধূসর বাদামি
লোহা উৎপাদক অঞ্চল সমূহ :
রাজ্যের নাম : ওড়িশা (ভারতে প্রথম)
উত্তোলক স্থান : ময়ূরভঞ্জ, গরুমহিষীনি, বাদামপাহাড়, সুনাই পাহাড়, বোনাই পাহাড়, কেওনঝর ইত্যাদি
রাজ্যের নাম : কর্ণাটক (ভারতে দ্বিতীয়)
উত্তোলক স্থান : কুদ্রাইমুখ, বাবাবুদান পাহাড়, সান্দুর হোসপোট
রাজ্যের নাম : ছত্তিসগড় (ভারতে তৃতীয়)
উত্তোলক স্থান : দাল্লিরাজহারা, বাইলাডিলা
রাজ্যের নাম : গোয়া
উত্তোলক স্থান : পিরনা, সিড়িগাঁও, কুডনেম, বিচোলিম, সাতারি, বারজান
রাজ্যের নাম : ঝাড়খন্ড
উত্তোলক স্থান :নোয়ামুন্ডি, গুয়া, বুডাবুরু, পানশিরাবুরু, বোনাই পাহাড়, ডালটনগঞ্জ
রাজ্যের নাম : অন্ধ্রপ্রদেশ
উত্তোলক স্থান : নেল্লোর, কুভাপ্পা, কুর্নুল, অনন্তপুর
Comments
Post a Comment