শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি 🗇 "নারীর প্রেম পুরুষের কাছে শুধু আশ্রয়, কিন্তু পুরুষের প্রেম নারীর কাছে জীবন।" 🗇 "সংসারে কেউ কাউকে ভালোবাসে না, শুধু ভালোবাসার অভিনয় করে।" 🗇 "যে জন ভালোবাসে, সে জন জানে ভালোবাসার মূল্য।" 🗇 "পুরুষের মনস্তত্ত্বই এই, তারা যাকে বেশি ভালোবাসে, তাকেই বেশি কষ্ট দেয়।" 🗇 "স্নেহ ভালোবাসার কাঙাল, তাই দুর্বলকে সে বেশি টানে।"
কোন মাটিতে কোন ফসল?
√পলিমাটি
ধান, গম-সহ প্রায় সব ধরনের ফসল
√ল্যাটেরাইট
চা, কফি, রবার
√সিরোজেম
মিলেট জাতীয় শস্য, ভুট্টা
√কৃষ্ণমৃত্তিকা
তুলা, মিলেট, তৈলবীজ, তামাক
√লোহিত মৃত্তিকা
রাগি, তৈলবীজ, জোয়ার
√পডসল মৃত্তিকা
গম, বার্লি, বিভিন্ন ধরনের ফল
√উপকূলীয় মৃত্তিকা
নারকেল, সুপারি, কাজুবাদাম, অল্প পরিমাণে ধান
√ভাবর মৃত্তিকা
তৃণ
Comments
Post a Comment