ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
কোন মাটিতে কোন ফসল?
√পলিমাটি
ধান, গম-সহ প্রায় সব ধরনের ফসল
√ল্যাটেরাইট
চা, কফি, রবার
√সিরোজেম
মিলেট জাতীয় শস্য, ভুট্টা
√কৃষ্ণমৃত্তিকা
তুলা, মিলেট, তৈলবীজ, তামাক
√লোহিত মৃত্তিকা
রাগি, তৈলবীজ, জোয়ার
√পডসল মৃত্তিকা
গম, বার্লি, বিভিন্ন ধরনের ফল
√উপকূলীয় মৃত্তিকা
নারকেল, সুপারি, কাজুবাদাম, অল্প পরিমাণে ধান
√ভাবর মৃত্তিকা
তৃণ
Comments
Post a Comment