🧱 হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার বিশদ বিবরণ হরপ্পা সভ্যতা (আনুমানিক ২৬০০ - ১৯০০ খ্রিস্টপূর্বাব্দ), যা সিন্ধু সভ্যতা নামেও পরিচিত, প্রাচীন বিশ্বের অন্যতম উন্নত এবং সুপরিকল্পিত নগরকেন্দ্রিক সভ্যতা। হরপ্পা, মহেন-জো-দারো, লোথাল, কালিবঙ্গান এবং ধোলাভিরা-এর মতো স্থানগুলিতে খননকার্যের ফলে যে নগর পরিকল্পনা উন্মোচিত হয়েছে, তা এই সভ্যতার প্রকৌশল ও পৌর প্রশাসনের দক্ষতা প্রমাণ করে। এটি সমসাময়িক মিশরীয় বা মেসোপটেমীয় সভ্যতার নগর পরিকল্পনা থেকেও অনেক বেশি সুশৃঙ্খল ও আধুনিক ছিল।
কোন মাটিতে কোন ফসল?
√পলিমাটি
ধান, গম-সহ প্রায় সব ধরনের ফসল
√ল্যাটেরাইট
চা, কফি, রবার
√সিরোজেম
মিলেট জাতীয় শস্য, ভুট্টা
√কৃষ্ণমৃত্তিকা
তুলা, মিলেট, তৈলবীজ, তামাক
√লোহিত মৃত্তিকা
রাগি, তৈলবীজ, জোয়ার
√পডসল মৃত্তিকা
গম, বার্লি, বিভিন্ন ধরনের ফল
√উপকূলীয় মৃত্তিকা
নারকেল, সুপারি, কাজুবাদাম, অল্প পরিমাণে ধান
√ভাবর মৃত্তিকা
তৃণ
Comments
Post a Comment