নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
Miscellaneous Q&A for WBCS Exam
প্রশ্ন : ১
পারদ জলের তুলনায় কতগুণ ভারী ?
উত্তর :
১৩.৬ গুন্
প্রশ্ন : ২
কোন তরলের তাপমাত্রা বাড়ালে আয়তন কমে কিন্তু ঘনত্ব বাড়ে ?
উত্তর :
জল
প্রশ্ন : ৩
গন্ধক কিসে দ্রবীভূত হয় ?
উত্তর :
কার্বন ডাই অক্সাইড
প্রশ্ন : ৪
মার্শ গ্যাসের রাসায়নিক নাম কি ?
উত্তর :
মিথেন
প্রশ্ন : ৫
পোড়া চুন এর রাসায়নিক নাম কি ?
উত্তর :
ক্যালসিয়াম অক্সাইড
প্রশ্ন : ৬
লোহা বাস্পে পরিণত হয় কত তাপমাত্রায় ?
উত্তর :
২৭২৩K
প্রশ্ন : ৭
কোন অমেরুদন্ডী প্রাণীর রক্তে কোনো শ্বাসরঞ্জক থাকে না ?
উত্তর :
আরশোলা
প্রশ্ন : ৮
এস আই পদ্ধতিতে বলের পরম একক কি ?
উত্তর :
নিউটন
প্রশ্ন : ৯
দার্শনিক উলের অপর নাম কি ?
উত্তর :
জিঙ্ক অক্সাইড (ZnO)
প্রশ্ন : ১০
মানবদেহে সর্বাধিক পরিমান যে মৌল টি থাকে তার নাম কি ?
উত্তর :
অক্সিজেন
PREV👆
NEXT👆
Comments
Post a Comment