দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
Miscellaneous Q&A for WBCS Exam
প্রশ্ন : ১
পারদ জলের তুলনায় কতগুণ ভারী ?
উত্তর :
১৩.৬ গুন্
প্রশ্ন : ২
কোন তরলের তাপমাত্রা বাড়ালে আয়তন কমে কিন্তু ঘনত্ব বাড়ে ?
উত্তর :
জল
প্রশ্ন : ৩
গন্ধক কিসে দ্রবীভূত হয় ?
উত্তর :
কার্বন ডাই অক্সাইড
প্রশ্ন : ৪
মার্শ গ্যাসের রাসায়নিক নাম কি ?
উত্তর :
মিথেন
প্রশ্ন : ৫
পোড়া চুন এর রাসায়নিক নাম কি ?
উত্তর :
ক্যালসিয়াম অক্সাইড
প্রশ্ন : ৬
লোহা বাস্পে পরিণত হয় কত তাপমাত্রায় ?
উত্তর :
২৭২৩K
প্রশ্ন : ৭
কোন অমেরুদন্ডী প্রাণীর রক্তে কোনো শ্বাসরঞ্জক থাকে না ?
উত্তর :
আরশোলা
প্রশ্ন : ৮
এস আই পদ্ধতিতে বলের পরম একক কি ?
উত্তর :
নিউটন
প্রশ্ন : ৯
দার্শনিক উলের অপর নাম কি ?
উত্তর :
জিঙ্ক অক্সাইড (ZnO)
প্রশ্ন : ১০
মানবদেহে সর্বাধিক পরিমান যে মৌল টি থাকে তার নাম কি ?
উত্তর :
অক্সিজেন
PREV👆
NEXT👆

Comments
Post a Comment