দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
Miscellaneous Q&A for WBCS Exam, Set 08
প্রশ্নঃ ১
গ্রন্থসাহেব কে সংকলন করেন ?
উত্তরঃ
গুরু অর্জুন সিংহ
প্রশ্নঃ ২
"ডন সোসাইটি" কে প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ
সতীশচন্দ্র মুখোপাধ্যায়
প্রশ্নঃ ৩
হিন্দু কলেজ কত সালে স্থাপিত হয় ?
উত্তরঃ
১৮১৭ সালে
প্রশ্নঃ ৪
শিবাজীর অর্থমন্ত্রী কে কি বলা হতো ?
উত্তরঃ
অমাত্য
প্রশ্নঃ ৫
হরপ্পা কোথায় অবস্থিত ছিল ?
উত্তরঃ
ইরাবতী নদীর এক পুরোনো খাতের তীরে।
প্রশ্নঃ ৬
'সূত্র' কথাটির অর্থ কি ?
উত্তরঃ
স্মৃতিসহায়ক সংক্ষিপ্ত শব্দসমষ্টি
প্রশ্নঃ ৭
'অমিত্রঘাত' উপাধি কে নিয়েছিলেন ?
উত্তরঃ
বিন্দুসার
প্রশ্নঃ ৮
পরাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ?
উত্তরঃ
লর্ড বেন্টিঙ্ক
প্রশ্নঃ ৯
অজন্তার গুহাচিত্র কোন আমলে তৈরী হয় ?
উত্তরঃ
গুপ্ত আমলে
প্রশ্নঃ ১০
মহামান্য নামে কে পরিচিত ?
উত্তরঃ
মদনমোহন মালব্য

Comments
Post a Comment