বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
প্রশ্ন ১
6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো, যেটি 111 দ্বারা বিভাজ্য।
(A) 111111
(B) 110011
(C) 100011
(D) কোনোটিই নয়।
প্রশ্ন ২
(রেলওয়ে 2008)
3 অঙ্কের কতগুলি অখন্ড সংখ্যা আছে?
(A) 999
(B) 990
(C) 890
(D) 900
প্রশ্ন ৩
(এস.এস.সি. 2007)
দুটি সংখ্যার গুণফল 1280 এবং তাদের গ. সা. গু 8 । তাহলে তাদের ল.সা.গু কত হবে?
(A) 160
(B) 150
(C) 120
(D) 140
প্রশ্ন ৪
2923 এবং 3239 এর গ.সা.গু নিৰ্ণয় করো।
(A) 79
(B) 61
(C) 73
(D) 37
প্রশ্ন ৫
(ব্যাংক পি. ও. 2006)
48 / 7.5 * 84.5 /20 = ?
(A) 1.527
(B) 2.704
(C) 1.834
(D) 2.914
(E) কোনোটিই নয়।
প্রশ্ন ৬
(ব্যাংক পি. ও. 2005)
14 * 18.6 / 12 + 19.3 = ?
(A) 8.32
(B) 33.5
(C) 41
(D) 291.9
(E) কোনোটিই নয়।
প্রশ্ন ৭
(ব্যাংক পি. ও. 2006)
যদি 16a + 16b = 48 হয়, তাহলে a এবং b এর গড় মান কত হবে?
(A) 1.5
(B) 2.5
(C) 3
(D) 5
(E) কোনোটিই নয়।
প্রশ্ন ৮
(ব্যাংক পি. ও. 2008)
পিতা ও পুত্রের গড় বয়স 35 বছর। তাদের বয়সের অনুপাত 5 : 2 হলে , পুত্রের বয়স কত?
(A) 50 Years
(B) 35 Years
(C) 15 Years
(D) 20 Years
(E) কোনোটিই নয়।
প্রশ্ন ৯
(ব্যাংক পি. ও. 2008)
3940 এর 280% এর মান কত?
(A) 11032
(B) 10132
(C) 11320
(D) 11230
(E) কোনোটিই নয়।
প্রশ্ন ১০
(এস.এস.সি. 2006)
কোনো সংখ্যার 3/5 এর 60% 36 হলে, সংখ্যাটি কত?
(A) 75
(B) 80
(C) 90
(D) 100
দিন ০২ এর অঙ্ক গুলির জন্য এখানে ক্লিক করুন।

Comments
Post a Comment