বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
👉প্রশ্ন ১
লজ্জাবতী গাছ স্পর্শ করলে সঙ্গে সঙ্গে পত্ৰকগুলি মুড়ে যায় , এটি এক রকমের( a ) নিকটিন্যাস্টি চলন ,
( b ) সিসমোন্যাস্টি চলন ,
( c ) কেমােন্যাস্টি চলন ,
( d ) থার্মোন্যাস্টি চলন ।
উত্তর।।
লজ্জাবতী গাছ স্পর্শ করলে সঙ্গে সঙ্গে পত্রকগুলি মুড়ে যায় , এটি এক রকমের সিসমোন্যাস্টি চলন ।
👉প্রশ্ন ২
উদ্ভিদের একটি অভিকর্ষ অনুকূলবর্তী অঙ্গ হল —( a ) পাতা ,
( b ) কাণ্ড ,
( c ) ফুল ,
( d ) মূল ।
উত্তর।।
উদ্ভিদের একটি অভিকর্ষ অনুকূলবর্তী অঙ্গ হল মূল ।
👉প্রশ্ন ৩
ট্রপিক চলনে সাহায্যকারী হরমােনটি হল —( a ) থাইরক্সিন ,
( b ) অক্সিন ,
( c ) জিব্বারেলিন ,
( d ) কাইনিন ।
উত্তর।।
ট্রপিক চলনে সাহায্যকারী হরমােনটি হল অক্সিন ।
👉প্রশ্ন ৪
পদ্মফুল দিনের আলােয় ফোটে ও রাতের অন্ধকারে মুদে যায় , এটি এক ধরনের -( a ) ফটোন্যাস্টি চলন ,
( b ) সিসমোন্যাস্টি চলন ,
( c ) হাইপােন্যাস্টি চলন ,
( d ) নিকটিন্যাস্টি চলন ।
উত্তর।।
পদ্মফুল দিনের আলােয় ফোটে ও রাতের অন্ধকারে মুদে যায় , এটি এক ধরনের ফটোন্যাস্টি চলন ।
👉প্রশ্ন ৫
গমনে সক্ষম একটি উদ্ভিদ হল -( a ) জবা ,
( b ) পাতাঝাঝি ,
( c ) সূর্যশিশির ,
( d ) ক্ল্যামাইডােমােনাস
উত্তর।।
গমনে সক্ষম একটি উদ্ভিদ হল ক্ল্যামাইডােমােনাস ।
👉প্রশ্ন ৬
মাছের গমনে সাহায্যকারী পেশি হল —( a ) ঐচ্ছিক পেশি ,
( b ) হৃদপেশি
( c ) অনৈচ্ছিক পেশি ,
( d ) মায়ােটোম পেশি
উত্তর।।
মাছের গমনে সাহায্যকারী পেশি হল মায়ােটোম পেশি ।
👉প্রশ্ন ৭
পরামিশিয়ামের গমন অঙ্গ হল -( a ) সিলিয়া ,
( b ) ফ্ল্যাজেলা ,
( c ) ক্ষণপদ ,
( d ) মায়ােনিম অনুসূত্র
উত্তর।।
প্যারামিশিয়ামের গমন অঙ্গ হল সিলিয়া ।
👉প্রশ্ন ৮
কোন পেশির ক্রিয়ায় অস্থি ভাঁজ হয় ?( a ) এক্সটেনসর ,
( b ) সুপিনেটর ,
( c ) ফ্লেক্সর ,
( d ) ল্যাটিসিমাস ডরসি ।
উত্তর।।
ফ্লেক্সর পেশির ক্রিয়ায় অস্থি ভাঁজ হয় ।
👉প্রশ্ন ৯
গমনকালে মাছের দিক পরিবর্তনে সাহায্য করে -( a ) পৃষ্ঠ পাখনা ,
( b ) শ্রোণী পাখনা ,
( c ) পুচ্ছ পাখনা ,
( d ) পায়ু পাখনা । |
উত্তর।।
গমনকালে মাছের দিক পরিবর্তনে সাহায্য করে পুচ্ছ পাখনা ।
👉প্রশ্ন ১০
ফার্ণের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে ধাবিত হয় — যা একধরনের -( a ) কেমােট্রপিক চলন ,
( b ) কেমােট্যাকটিক চলন ,
( c ) কেমােন্যাস্টিক চলন ,
( d ) থার্মোনাস্টি চলন
উত্তর।।
ফার্ণের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে ধাবিত হয় - যা একধরনের কেমােট্যাকটিক চলন।

Comments
Post a Comment