নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
👉প্রশ্ন ১
লজ্জাবতী গাছ স্পর্শ করলে সঙ্গে সঙ্গে পত্ৰকগুলি মুড়ে যায় , এটি এক রকমের( a ) নিকটিন্যাস্টি চলন ,
( b ) সিসমোন্যাস্টি চলন ,
( c ) কেমােন্যাস্টি চলন ,
( d ) থার্মোন্যাস্টি চলন ।
উত্তর।।
লজ্জাবতী গাছ স্পর্শ করলে সঙ্গে সঙ্গে পত্রকগুলি মুড়ে যায় , এটি এক রকমের সিসমোন্যাস্টি চলন ।
👉প্রশ্ন ২
উদ্ভিদের একটি অভিকর্ষ অনুকূলবর্তী অঙ্গ হল —( a ) পাতা ,
( b ) কাণ্ড ,
( c ) ফুল ,
( d ) মূল ।
উত্তর।।
উদ্ভিদের একটি অভিকর্ষ অনুকূলবর্তী অঙ্গ হল মূল ।
👉প্রশ্ন ৩
ট্রপিক চলনে সাহায্যকারী হরমােনটি হল —( a ) থাইরক্সিন ,
( b ) অক্সিন ,
( c ) জিব্বারেলিন ,
( d ) কাইনিন ।
উত্তর।।
ট্রপিক চলনে সাহায্যকারী হরমােনটি হল অক্সিন ।
👉প্রশ্ন ৪
পদ্মফুল দিনের আলােয় ফোটে ও রাতের অন্ধকারে মুদে যায় , এটি এক ধরনের -( a ) ফটোন্যাস্টি চলন ,
( b ) সিসমোন্যাস্টি চলন ,
( c ) হাইপােন্যাস্টি চলন ,
( d ) নিকটিন্যাস্টি চলন ।
উত্তর।।
পদ্মফুল দিনের আলােয় ফোটে ও রাতের অন্ধকারে মুদে যায় , এটি এক ধরনের ফটোন্যাস্টি চলন ।
👉প্রশ্ন ৫
গমনে সক্ষম একটি উদ্ভিদ হল -( a ) জবা ,
( b ) পাতাঝাঝি ,
( c ) সূর্যশিশির ,
( d ) ক্ল্যামাইডােমােনাস
উত্তর।।
গমনে সক্ষম একটি উদ্ভিদ হল ক্ল্যামাইডােমােনাস ।
👉প্রশ্ন ৬
মাছের গমনে সাহায্যকারী পেশি হল —( a ) ঐচ্ছিক পেশি ,
( b ) হৃদপেশি
( c ) অনৈচ্ছিক পেশি ,
( d ) মায়ােটোম পেশি
উত্তর।।
মাছের গমনে সাহায্যকারী পেশি হল মায়ােটোম পেশি ।
👉প্রশ্ন ৭
পরামিশিয়ামের গমন অঙ্গ হল -( a ) সিলিয়া ,
( b ) ফ্ল্যাজেলা ,
( c ) ক্ষণপদ ,
( d ) মায়ােনিম অনুসূত্র
উত্তর।।
প্যারামিশিয়ামের গমন অঙ্গ হল সিলিয়া ।
👉প্রশ্ন ৮
কোন পেশির ক্রিয়ায় অস্থি ভাঁজ হয় ?( a ) এক্সটেনসর ,
( b ) সুপিনেটর ,
( c ) ফ্লেক্সর ,
( d ) ল্যাটিসিমাস ডরসি ।
উত্তর।।
ফ্লেক্সর পেশির ক্রিয়ায় অস্থি ভাঁজ হয় ।
👉প্রশ্ন ৯
গমনকালে মাছের দিক পরিবর্তনে সাহায্য করে -( a ) পৃষ্ঠ পাখনা ,
( b ) শ্রোণী পাখনা ,
( c ) পুচ্ছ পাখনা ,
( d ) পায়ু পাখনা । |
উত্তর।।
গমনকালে মাছের দিক পরিবর্তনে সাহায্য করে পুচ্ছ পাখনা ।
👉প্রশ্ন ১০
ফার্ণের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে ধাবিত হয় — যা একধরনের -( a ) কেমােট্রপিক চলন ,
( b ) কেমােট্যাকটিক চলন ,
( c ) কেমােন্যাস্টিক চলন ,
( d ) থার্মোনাস্টি চলন
উত্তর।।
ফার্ণের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে ধাবিত হয় - যা একধরনের কেমােট্যাকটিক চলন।
Comments
Post a Comment