নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
দিন ০১ এর অঙ্ক গুলির জন্য, এখানে ক্লিক করুন।
প্রশ্ন 1
(S.S.C. 2007)
একজন ব্যক্তি 1200 টাকায় 2 টি চেয়ার বিক্রি করেন। একটি চেয়ার এ তিনি 20% লাভ করেন এবং অন্যটিতে 20% ক্ষতি হয়। চেয়ার দুটি বিক্রি করে তার কি পরিমান লাভ বা ক্ষতি হলো?
(A) 1% ক্ষতি
(B) 2% ক্ষতি
(C) 4% ক্ষতি
(D) 1% লাভ
প্রশ্ন 2
(Bank P.O. 2008)
একটা বই 1156 টাকায় বিক্রি করে যে পরিমান লাভ হয়, ঐ বই টাই 1112 টাকায় বিক্রি করলে সমপরিমাণ ক্ষতি হয়। বইটির ক্রয়মূল্য নির্ণয় করো।
(A) Rs 1314
(B) Rs 1343
(C) Rs 1414
(D) Rs 1434
(E) কোনোটিই নয়।
প্রশ্ন 3
(S.S.C. 2008)
যদি A : B = 3 : 4 এবং B : C = 12 : 13, তাহলে A : C = ?
(A) 3:13
(B) 9:13
(C) 36:13
(D) 13:9
প্রশ্ন 4
(S.S.C. 2008)
যদি A : B = 3 : 2 এবং B : C = 3 : 4, তাহলে A : C = ?
(A) 1:2
(B) 2:1
(C) 8:9
(D) 9:8
প্রশ্ন 5
(S.S.C. 2007)
যদি A : B = 2 : 3, B : C = 2 : 4 এবং C : D = 2 : 5, তাহলে A : D = ?
(A) 2 : 15
(B) 2 : 5
(C) 1 : 5
(D) 3 : 5
প্রশ্ন 6
(Bank P.O. 2008)
একটি ছাত্রাবাসে প্রতি সপ্তাহে 42 ডজন করে অ্যাপলের প্রয়োজন হয়। ঐ ছাত্রাবাসে 39 দিন এ কতগুলি অ্যাপলের প্রয়োজন হবে?
(A) 294
(B) 273
(C) 504
(D) 234
(E) কোনোটিই নয়
প্রশ্ন 7
(LIC, 2008)
একটি 11.25 মিটার লম্বা লোহার রড এর ওজন 42.75 কেজি। এই রকম 6 মিটার লম্বা রডের ওজন কত হবে ?
(A) 22.8 kg
(B) 25.6 kg
(C) 28 kg
(D) 26.5 kg
প্রশ্ন 8
(S.S.C. 2008)
বীণা বার্ষিক ৮% সুদের হারে কিছু টাকা ব্যাংকে জমা রাখে এবং 6 বছর পর 8376 টাকা পান। তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন?
(A) Rs 17180
(B) Rs 18110
(C) Rs 16660
(D) Rs 17450
প্রশ্ন 9
(LIC, 2008)
একটি নির্দিষ্ট সুদের হারে, 64 টাকা 2 বছরে 83.20 টাকা হয়। ঐ এক এ সুদে 86 টাকা 4 বছর পর কত টাকা হবে?
(A) Rs 129.40
(B) Rs 137.60
(C) Rs 142.30
(D) Rs 144.80
প্রশ্ন 10
(Railways 2007)
সুদের পরিমান কত হলে কিছু টাকা ২০ বছর পর দ্বিগুণ হবে?
(A) 5%
(B) 4%
(C) 5.5%
(D) 6%
দিন ০৩ এর অঙ্ক গুলির জন্য এখানে ক্লিক করুন।
Comments
Post a Comment