বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
দিন ০১ এর অঙ্ক গুলির জন্য, এখানে ক্লিক করুন।
প্রশ্ন 1
(S.S.C. 2007)
একজন ব্যক্তি 1200 টাকায় 2 টি চেয়ার বিক্রি করেন। একটি চেয়ার এ তিনি 20% লাভ করেন এবং অন্যটিতে 20% ক্ষতি হয়। চেয়ার দুটি বিক্রি করে তার কি পরিমান লাভ বা ক্ষতি হলো?
(A) 1% ক্ষতি
(B) 2% ক্ষতি
(C) 4% ক্ষতি
(D) 1% লাভ
প্রশ্ন 2
(Bank P.O. 2008)
একটা বই 1156 টাকায় বিক্রি করে যে পরিমান লাভ হয়, ঐ বই টাই 1112 টাকায় বিক্রি করলে সমপরিমাণ ক্ষতি হয়। বইটির ক্রয়মূল্য নির্ণয় করো।
(A) Rs 1314
(B) Rs 1343
(C) Rs 1414
(D) Rs 1434
(E) কোনোটিই নয়।
প্রশ্ন 3
(S.S.C. 2008)
যদি A : B = 3 : 4 এবং B : C = 12 : 13, তাহলে A : C = ?
(A) 3:13
(B) 9:13
(C) 36:13
(D) 13:9
প্রশ্ন 4
(S.S.C. 2008)
যদি A : B = 3 : 2 এবং B : C = 3 : 4, তাহলে A : C = ?
(A) 1:2
(B) 2:1
(C) 8:9
(D) 9:8
প্রশ্ন 5
(S.S.C. 2007)
যদি A : B = 2 : 3, B : C = 2 : 4 এবং C : D = 2 : 5, তাহলে A : D = ?
(A) 2 : 15
(B) 2 : 5
(C) 1 : 5
(D) 3 : 5
প্রশ্ন 6
(Bank P.O. 2008)
একটি ছাত্রাবাসে প্রতি সপ্তাহে 42 ডজন করে অ্যাপলের প্রয়োজন হয়। ঐ ছাত্রাবাসে 39 দিন এ কতগুলি অ্যাপলের প্রয়োজন হবে?
(A) 294
(B) 273
(C) 504
(D) 234
(E) কোনোটিই নয়
প্রশ্ন 7
(LIC, 2008)
একটি 11.25 মিটার লম্বা লোহার রড এর ওজন 42.75 কেজি। এই রকম 6 মিটার লম্বা রডের ওজন কত হবে ?
(A) 22.8 kg
(B) 25.6 kg
(C) 28 kg
(D) 26.5 kg
প্রশ্ন 8
(S.S.C. 2008)
বীণা বার্ষিক ৮% সুদের হারে কিছু টাকা ব্যাংকে জমা রাখে এবং 6 বছর পর 8376 টাকা পান। তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন?
(A) Rs 17180
(B) Rs 18110
(C) Rs 16660
(D) Rs 17450
প্রশ্ন 9
(LIC, 2008)
একটি নির্দিষ্ট সুদের হারে, 64 টাকা 2 বছরে 83.20 টাকা হয়। ঐ এক এ সুদে 86 টাকা 4 বছর পর কত টাকা হবে?
(A) Rs 129.40
(B) Rs 137.60
(C) Rs 142.30
(D) Rs 144.80
প্রশ্ন 10
(Railways 2007)
সুদের পরিমান কত হলে কিছু টাকা ২০ বছর পর দ্বিগুণ হবে?
(A) 5%
(B) 4%
(C) 5.5%
(D) 6%
দিন ০৩ এর অঙ্ক গুলির জন্য এখানে ক্লিক করুন।
Comments
Post a Comment