Skip to main content

প্রস্তুতি শুরু করা যাক [খুব তাড়াতাড়ি আসছে]

WBSSC WBPSC WBPRB WBCS

সাম্প্রতিক পোস্ট

দশম শ্রেণী - ভৌতবিজ্ঞান - পরিবেশের জন্য ভাবনা - নোটস (Concern About Our Environment)

পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:

পশ্চিমবঙ্গের প্রধান শিক্ষা বোর্ডসমূহ [খুব তাড়াতাড়ি আসছে]

WBBPE WBBSE WBCHSE WBMSC

[MCQ] Excretion||জীবনবিজ্ঞান।। রেচন।।সেট ১।।Solve.org.in



👉প্রশ্ন ১

উদ্বায়ী তেল পাওয়া যায় — 

( a ) ইউক্যালিপটাসের পাতায়
( b ) রজন নালীতে
( c ) ক্ষীরনালীতে
( d ) ক্ষীরকোষে




উত্তর।।
উদ্বায়ী তেল পাওয়া যায় ইউক্যালিপটাসের পাতায় 



👉প্রশ্ন ২

ক্যালসিয়াম কার্বনেটের কেলাসযুক্ত রেচন পদার্থকে বলে —

( a ) রাফাইড
( b ) সিলিকা
( c ) রজন
( d ) সিস্টোলিথ


উত্তর।।
ক্যালসিয়াম কার্বনেটের কেলাসযুক্ত রেচন পদার্থকে বলে সিস্টোলিথ



👉প্রশ্ন ৩

একটি মিশ্র রজন হল-

( a ) টারপেনটাইন
( b ) গালা
( c ) হিং
( d ) গদ


উত্তর।।
একটি মিশ্র রজন হল হিং



👉প্রশ্ন ৪

বৃক্কের কোন্ অংশে নেফ্রন থাকে না -

( a ) কর্টেক্স
( b ) মেডালা
( c ) পেলভিস
( d ) সাইনাস


উত্তর।।
বৃক্কের পেলভিস অংশে নেফ্রন থাকে না । 



👉প্রশ্ন ৫

সর্পগন্ধা উদ্ভিদের মূলে পাওয়া যায় —

( a ) ব্রোমেলিন
( b ) সার্পেনটাইন
( c ) রেসারপিন
( d ) কুইনাইন


উত্তর।।
সর্পগন্ধা উদ্ভিদের মূলে পাওয়া যায় রেসারপিন



👉প্রশ্ন ৬

টারটারিক অ্যাসিড পাওয়া যায় —

( a ) লেবুতে
( b ) দইতে
( c ) তেঁতুলে
( d ) আমরুলে


উত্তর।।
টারটারিক অ্যাসিড পাওয়া যায় তেঁতুলে



👉প্রশ্ন ৭

উদ্ভিদের নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থকে বলে —

( a ) তরুক্ষীর
( b ) উপক্ষার
( c ) সিস্টোলিথ
( d ) রাফাইড


উত্তর।।
উদিদের নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থকে বলে উপক্ষার



👉প্রশ্ন ৮

ম্যালেরিয়া জ্বরে ঔষধ হিসেবে ব্যবহূত হয় —

( a ) ড্যাটুরিন
( b ) মরফিন
( c ) কুইনাইন
( d ) রেসারপিন


উত্তর।।
ম্যালেরিয়া জ্বরে ঔষধ হিসেবে ব্যবহৃত হয় কুইনাইন



👉প্রশ্ন ৯

আরশােলার রেচন অঙ্গের নাম —

( a ) ম্যালপিজিয়ান করপাসল
( b ) ম্যালপিজিয়ান নালিকা
( c ) ম্যালপিজিয়ান বডি
( d ) বােজানাসের অঙ্গ


উত্তর।।
আরশােলার রেচন অঙ্গের নাম ম্যালপিজিয়ান নালিকা



👉প্রশ্ন ১০

মল একপ্রকার -

( a ) রেচন পদার্থ
( b ) বর্জিত পদার্থ
( c ) ক্ষরিত পদার্থ
( d ) প্রয়ােজনীয় পদার্থ


উত্তর।।
মল একপ্রকার বর্জিত পদার্থ








Comments