নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
👉প্রশ্ন ১
উদ্বায়ী তেল পাওয়া যায় —( a ) ইউক্যালিপটাসের পাতায়
( b ) রজন নালীতে
( c ) ক্ষীরনালীতে
( d ) ক্ষীরকোষে
উত্তর।।
উদ্বায়ী তেল পাওয়া যায় ইউক্যালিপটাসের পাতায় ।
👉প্রশ্ন ২
ক্যালসিয়াম কার্বনেটের কেলাসযুক্ত রেচন পদার্থকে বলে —( a ) রাফাইড
( b ) সিলিকা
( c ) রজন
( d ) সিস্টোলিথ
উত্তর।।
ক্যালসিয়াম কার্বনেটের কেলাসযুক্ত রেচন পদার্থকে বলে সিস্টোলিথ ।
👉প্রশ্ন ৩
একটি মিশ্র রজন হল-( a ) টারপেনটাইন
( b ) গালা
( c ) হিং
( d ) গদ
উত্তর।।
একটি মিশ্র রজন হল হিং ।
👉প্রশ্ন ৪
বৃক্কের কোন্ অংশে নেফ্রন থাকে না -( a ) কর্টেক্স
( b ) মেডালা
( c ) পেলভিস
( d ) সাইনাস
উত্তর।।
বৃক্কের পেলভিস অংশে নেফ্রন থাকে না ।
👉প্রশ্ন ৫
সর্পগন্ধা উদ্ভিদের মূলে পাওয়া যায় —( a ) ব্রোমেলিন
( b ) সার্পেনটাইন
( c ) রেসারপিন
( d ) কুইনাইন
উত্তর।।
সর্পগন্ধা উদ্ভিদের মূলে পাওয়া যায় রেসারপিন ।
👉প্রশ্ন ৬
টারটারিক অ্যাসিড পাওয়া যায় —( a ) লেবুতে
( b ) দইতে
( c ) তেঁতুলে
( d ) আমরুলে
উত্তর।।
টারটারিক অ্যাসিড পাওয়া যায় তেঁতুলে।
👉প্রশ্ন ৭
উদ্ভিদের নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থকে বলে —( a ) তরুক্ষীর
( b ) উপক্ষার
( c ) সিস্টোলিথ
( d ) রাফাইড
উত্তর।।
উদিদের নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থকে বলে উপক্ষার ।
👉প্রশ্ন ৮
ম্যালেরিয়া জ্বরে ঔষধ হিসেবে ব্যবহূত হয় —( a ) ড্যাটুরিন
( b ) মরফিন
( c ) কুইনাইন
( d ) রেসারপিন
উত্তর।।
ম্যালেরিয়া জ্বরে ঔষধ হিসেবে ব্যবহৃত হয় কুইনাইন।
👉প্রশ্ন ৯
আরশােলার রেচন অঙ্গের নাম —( a ) ম্যালপিজিয়ান করপাসল
( b ) ম্যালপিজিয়ান নালিকা
( c ) ম্যালপিজিয়ান বডি
( d ) বােজানাসের অঙ্গ
উত্তর।।
আরশােলার রেচন অঙ্গের নাম ম্যালপিজিয়ান নালিকা ।
👉প্রশ্ন ১০
মল একপ্রকার -( a ) রেচন পদার্থ
( b ) বর্জিত পদার্থ
( c ) ক্ষরিত পদার্থ
( d ) প্রয়ােজনীয় পদার্থ
উত্তর।।
মল একপ্রকার বর্জিত পদার্থ।
Comments
Post a Comment