নেতাজি সুভাষচন্দ্র বসুর অমর বাণী ও উক্তি ১. “তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব।” (তাঁর সবচেয়ে বিখ্যাত উক্তি, যা প্রায়শই স্মরণ করা হয়) ২. “আলোচনার মাধ্যমে ইতিহাসের কোনো বাস্তব পরিবর্তন কখনোই অর্জিত হয়নি।” ৩. “স্বাধীনতা কেউ দেয় না, ছিনিয়ে নিতে হয়।” ৪. “আজ আমাদের একটাই আকাঙ্ক্ষা থাকা উচিত – মরার ইচ্ছা যাতে ভারত বাঁচতে পারে – একজন শহীদের মৃত্যুর মুখোমুখি হওয়ার আকাঙ্ক্ষা, যাতে শহীদের রক্তে স্বাধীনতার পথ প্রশস্ত করা যায়।” ৫. “আমাদের স্বাধীনতার মূল্য নিজের রক্ত দিয়ে দেওয়া আমাদের কর্তব্য।”
WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান প্রশ্ন ১ নিচের কোন শহরটি নিরক্ষরেখার কাছে অবস্থিত ? (a) কলকাতা (b) মুম্বাই (c) চেন্নাই (d) শ্রীনগর উত্তর : কলকাতা প্রশ্ন ২ নিচের কোন সংরক্ষিত অরণ্যে সবচেয়ে বেশি হাতি দেখা যায় ? (a) সুন্দরবন (b) মানস (c) কাজিরাঙা (d) নন্দাদেবী উত্তর : কাজিরাঙা প্রশ্ন ৩ "ভারতের রাঢ়" বলা হয় কোন অঞ্চলকে ? (a) দুর্গাপুর (b) রাউরকেল্লা (c) জামশেদপুর (d) ভিলাই উত্তর : দুর্গাপুর