দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - গুরুত্বপূর্ণ তথ্য ১. উদ্ভিদের চলন (Plant Movement) উদ্ভিদ সাধারণত এক জায়গায় স্থির থাকে, তবে উদ্দীপকের প্রভাবে বা জৈবিক প্রয়োজনে তাদের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালিত হয়। একেই চলন বলে। চলন ও গমন: চলনে প্রাণীর মতো সামগ্রিক স্থান পরিবর্তন হয় না (ব্যতিক্রম: ক্ল্যামাইডোমোনাস, ভলবক্স)। গমনে সামগ্রিক স্থান পরিবর্তন হয়। আচার্য জগদীশচন্দ্র বসুর অবদান: তিনি প্রমাণ করেন উদ্ভিদের প্রাণ আছে এবং তারা উদ্দীপনায় সাড়া দেয়। তার আবিষ্কৃত যন্ত্র হলো— ক্রেসকোগ্রাফ (Crescograph) ।
দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - গুরুত্বপূর্ণ তথ্য
দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - গুরুত্বপূর্ণ তথ্য ১. উদ্ভিদের চলন (Plant Movement) উদ্ভিদ সাধারণত এক জায়গায় স্থির থাকে, তবে উদ্দীপকের প্রভাবে বা জৈবিক প্রয়োজনে তাদের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালিত হয়। একেই চলন বলে। চলন ও গমন: চলনে প্রাণীর মতো সামগ্রিক স্থান পরিবর্তন হয় না (ব্যতিক্রম: ক্ল্যামাইডোমোনাস, ভলবক্স)। গমনে সামগ্রিক স্থান পরিবর্তন হয়। আচার্য জগদীশচন্দ্র বসুর অবদান: তিনি প্রমাণ করেন উদ্ভিদের প্রাণ আছে এবং তারা উদ্দীপনায় সাড়া দেয়। তার আবিষ্কৃত যন্ত্র হলো— ক্রেসকোগ্রাফ (Crescograph) ।