দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - সত্য মিথ্যা
নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরুপন করো : বিভাগ ১: সাধারণ ধারণা ও বিজ্ঞানীর অবদান ১. উদ্দীপক প্রয়োগে জীবদেহের সাড়া দেওয়ার ক্ষমতাকে সংবেদনশীলতা বলে। (সত্য) ২. উদ্ভিদের গমনে সামগ্রিক স্থান পরিবর্তন হয় না। (মিথ্যা - গমনে স্থান পরিবর্তন হয়) ৩. বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু প্রমাণ করেন যে উদ্ভিদের প্রাণ আছে। (সত্য) ৪. ক্রেস্কোগ্রাফ যন্ত্রের সাহায্যে উদ্ভিদের চলন পরিমাপ করা হয়। (সত্য) ৫. প্রাণীদের মতো উদ্ভিদেরও উন্নত স্নায়ুতন্ত্র থাকে। (মিথ্যা - উদ্ভিদের স্নায়ুতন্ত্র নেই) ৬. প্রোটোপ্লাজমের রোটেশন বা সারকুলেশন চলন পাতাশ্যাওলার কোশে দেখা যায়। (সত্য) বিভাগ ২: ট্যাকটিক চলন (Tactic Movement) ৭. ট্যাকটিক চলনে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন হয়। (সত্য) ৮. ফটোট্যাকটিক চলন কেবল আলোর তীব্রতার ওপর নির্ভর করে। (মিথ্যা - তীব্রতা ও গতিপথ উভয়ের ওপর নির্ভর করে) ৯. ক্ল্যামাইডোমোনাস নামক শৈবালে ট্যাকটিক চলন দেখা যায়। (সত্য) ১০. ট্যাকটিক চলন এক প্রকার বক্র চলন। (মিথ্যা - এটি সামগ্রিক চলন) ১১. ট্যাকটিক চলন অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। (মিথ্য...