Skip to main content

Posts

Showing posts from October, 2022

প্রস্তুতি শুরু করা যাক [খুব তাড়াতাড়ি আসছে]

WBSSC WBPSC WBPRB WBCS

সাম্প্রতিক পোস্ট

দশম শ্রেণী-ভৌতবিজ্ঞান-পরিবেশের জন্য ভাবনা-ভৌতবিজ্ঞান ও পরিবেশ-বহু বিকল্পভিত্তিক প্রশ্ন

বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো: (প্রতিটি প্রশ্নের মান-1) UNIT 1. পরিবেশের জন্য ভাবনা 1.1  ভৌতবিজ্ঞান ও পরিবেশ Q1. গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন্ গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? (মাধ্যমিক ২০১৮) (a) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (b) CH4 (মিথেন) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) H₂O বাম্প। Q 2. প্রদত্ত কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না?  (মাধ্যমিক ২০২০) (a) NO (নাইট্রোজেন মনোক্সাইড) (b) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) CFC (ক্লোরোফ্লুরোকার্বন)

পশ্চিমবঙ্গের প্রধান শিক্ষা বোর্ডসমূহ [খুব তাড়াতাড়ি আসছে]

WBBPE WBBSE WBCHSE WBMSC

Miscellaneous Q&A for WBCS Exam, Set 06 - সাধারণ বিজ্ঞান

Miscellaneous Q&A for WBCS Exam প্রশ্ন ১.  পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি ? উত্তরঃ  শুক্র  প্রশ্ন ২.  উদ্ভিদের মূল স্ফীত হয় ও পাতা কুঁকড়ে যায় কিসের অভাবে ? উত্তরঃ  বোরন  প্রশ্ন ৩.  প্রোটিন অপুষ্টি জনিত রোগ কোনটি ? উত্তরঃ  কাওয়াশিয়রকর  প্রশ্ন ৪.  বায়ুমণ্ডলের কোন গ্যাস অতি বেগুনি রশ্মিকে শুষে নেই ? উত্তরঃ  ওজন  প্রশ্ন ৫.  আলবিউমিন থাকে কোন খাদ্যদ্রব্যে ? উত্তরঃ  ডিম্ 

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান, সেট ২৯

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান প্রশ্ন ১ নিচের কোনটি থাকার কারণে বারুদ দ্রুত জ্বলে ওঠে ? (a) চারকোল  (b) পটাশিয়াম নাইট্রেট  (c) বেরিয়াম  (d) সালফার  উত্তর : (d) প্রশ্ন ২ নামদফা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত ? (a) অসম  (b) রাজস্থান  (c) অরুণাচল প্রদেশ  (d) জম্মু ও কাশ্মীর  উত্তর : (c)

Miscellaneous Q&A for WBCS Exam, Set 05

Miscellaneous Q&A for WBCS Exam 🧿IAA হলো - প্রাকৃতিক অক্সিন।  🧿প্রখ্যাত কবি ও গীতিকার গুলজার এর আসল নাম - সম্পূরণ সিং কালরা।  🧿লর্ড মাউন্টব্যাটেন কাকে একাই এক সীমান্ত বাহিনী বলে উল্লেখ করেন - আবদুল গফ্ফর খানকে।  🧿মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় - ১৯০৬ সালে। 

Miscellaneous Q&A for WBCS Exam, Set 04

Miscellaneous Q&A for WBCS Exam 🧿সংবাদপত্রের মুক্তিদাতারূপে পরিচিত ছিলেন - মেটকাফ।  🧿ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় - ১৯৫১ সালে।  🧿ভারতের EXIM ব্যাঙ্ক কাজ করে - ভারতের আমদানি রপ্তানির জন্য। 🧿বোম্বাই তে আর্য সমাজ প্রতিষ্ঠিত হয় - ১৮৭৫ সালে। 

Miscellaneous Q&A for WBCS Exam, Set 03

Miscellaneous Q&A for WBCS Exam 🧿ভারতে নতুন কৃষি পদ্ধতির সূচনার দশক টি হলো - ১৯৬০ এর দশক।  🧿অর্থনৈতিক বিশ্লেষণের জন্য একটি অর্থনীতিকে কিভাবে ভাগ করা যায় ? - প্রাথমিক, মাধ্যমিক, এবং  সেবাক্ষেত্র।  🧿কৃষক ভিত্তিক আবাদ বলতে বোঝায় - চাষী নিজেই জমির মালিক।  🧿NABARD প্রতিষ্ঠানটির কিসের সাথে জড়িত ? - গ্রামের উন্নয়ন।