Skip to main content

Posts

প্রস্তুতি শুরু করা যাক [খুব তাড়াতাড়ি আসছে]

WBSSC WBPSC WBPRB WBCS

সাম্প্রতিক পোস্ট

ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers )

ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী?          যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়।  প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা-  (১) প্রাচীন প্রস্তরযুগ,  (২) মধ্য প্রস্তরযুগ,  (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ:   প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ:   মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ:   এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.

পশ্চিমবঙ্গের প্রধান শিক্ষা বোর্ডসমূহ [খুব তাড়াতাড়ি আসছে]

WBBPE WBBSE WBCHSE WBMSC

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–৬১

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ উকিল নেহি দলিল নেহি কথাটি কে বলেছেন ? উত্তর: মহাত্মা গান্ধী। প্রশ্ন:২ একজন সংগ্রামশীল জাতীয়তাবাদী নেতার নাম করো ? উত্তর: বাসুদেব বলবন্ত ফাদকে। প্রশ্ন:৩ ইয়াল্টা সম্মেলন কবে অনুষ্ঠিত হয় ? উত্তর: ১৯৪৫ খ্রিস্টাব্দে।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–৬০

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ বঙ্গদেশের কোন কবি তার প্রতিভার জন্য গুনরাজ খাঁ উপাধি পান ? উত্তর: মালাধর বসু। প্রশ্ন:২ কাশ্মীরের আকবর কাকে বলা হয় ? উত্তর: জয়নাল আবেদীন কে। প্রশ্ন:৩ বাহমনী রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন ? উত্তর: জাফর খাঁ।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–৫৯

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ Now or never–ইস্তাহার কার রচনা ? উত্তর: চৌধুরী রহমত আলি। প্রশ্ন:২ SEATO কে গঠন করেন ? উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র। প্রশ্ন:৩ MEIN KEMPF-এর রচয়িতা কে ? উত্তর: হিটলার।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–৫৮

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ নাগানন্দ কে রচনা করেন ?  উত্তর: হর্ষবর্ধন। প্রশ্ন:২ মেগাস্থিনিস কার আমলে ভারতে আসেন ? উত্তর: চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে। প্রশ্ন:৩ ধীমান কে ? উত্তর: পাল যুগের একজন বিখ্যাত ভাস্কর্য শিল্পী।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–৫৭

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ ‘আকবর নামা’ ও ‘আইন–ই–আকবরী’ কে রচনা করেন ? উত্তর: আবুল ফজল। প্রশ্ন:২ দীন-ই-ইলাহি নামে এক ধর্মমত কে প্রচার করেন ? উত্তর: আকবর। প্রশ্ন:৩ ইবাদৎ খানা কার দ্বারা নির্মিত হয় ? উত্তর: আকবর।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–৫৬

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন ?  উত্তর: লর্ড মাউন্টব্যাটেন। প্রশ্ন:২ কুনিক উপাধি কে গ্রহণ করেন ? উত্তর: অজাতশত্রু। প্রশ্ন:৩ গদর পার্টির প্রতিষ্ঠাতা কে ? উত্তর: লালা হরদয়াল।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–৫৫

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ বর্তমানে রামগিরি পর্বত কোথায় অবস্থিত ? উত্তর: দক্ষিণ-পশ্চিম মহারাষ্ট্র প্রদেশের নাগপুর অঞ্চলে অবস্থিত। প্রশ্ন:২ গুপ্তাব্দের প্রচলন কবে হয় ? উত্তর: ৩২০ সালে। প্রশ্ন:৩ বিক্রম শীল উপাধি কে গ্রহণ করেন ? উত্তর: ধর্মপাল।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–৫৪

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন ? উত্তর: রাজা অপরাজিত পল্লব। প্রশ্ন:২ চোল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ? উত্তর: বিজয়ালয়। প্রশ্ন:৩ চোল রাজ্যের প্রথম ঐতিহাসিক রাজা কে ছিলেন ? উত্তর: কারিকল।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–৫৩

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ অসহযোগ আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন এমন দুজন মহিলার নাম লেখো। উত্তর: বাসন্তী দেবী ও সরোজিনী নাইডু। প্রশ্ন:২ All white commission কাকে বলা হয় ? উত্তর: সাইমন কমিশনকে। প্রশ্ন:৩ আইন অমান্য আন্দোলনের সময় ভারতের গভর্নর জেনেরেল কে ছিলেন ? উত্তর: লর্ড আরউইন।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–৫২

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ কোনারকের সূর্য মন্দির কে নির্মাণ করেন ? উত্তর: প্রথম নরসিংহ বর্মন। প্রশ্ন:২ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিষ্ণু মন্দির কোনটি ? উত্তর: আঙ্কোরভাটের বিষ্ণু মন্দির। প্রশ্ন:৩ কৈলাসনাথ মন্দির কে নির্মাণ করেছিলেন ? উত্তর: প্রথম কৃষ্ণ।