Skip to main content

Posts

সাম্প্রতিক পোস্ট

নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও।

নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও।   অথবা,  একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও।  অথবা,  নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও।             উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়।  এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়।  নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা:       পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–৬১

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ উকিল নেহি দলিল নেহি কথাটি কে বলেছেন ? উত্তর: মহাত্মা গান্ধী। প্রশ্ন:২ একজন সংগ্রামশীল জাতীয়তাবাদী নেতার নাম করো ? উত্তর: বাসুদেব বলবন্ত ফাদকে। প্রশ্ন:৩ ইয়াল্টা সম্মেলন কবে অনুষ্ঠিত হয় ? উত্তর: ১৯৪৫ খ্রিস্টাব্দে।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–৬০

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ বঙ্গদেশের কোন কবি তার প্রতিভার জন্য গুনরাজ খাঁ উপাধি পান ? উত্তর: মালাধর বসু। প্রশ্ন:২ কাশ্মীরের আকবর কাকে বলা হয় ? উত্তর: জয়নাল আবেদীন কে। প্রশ্ন:৩ বাহমনী রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন ? উত্তর: জাফর খাঁ।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–৫৯

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ Now or never–ইস্তাহার কার রচনা ? উত্তর: চৌধুরী রহমত আলি। প্রশ্ন:২ SEATO কে গঠন করেন ? উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র। প্রশ্ন:৩ MEIN KEMPF-এর রচয়িতা কে ? উত্তর: হিটলার।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–৫৮

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ নাগানন্দ কে রচনা করেন ?  উত্তর: হর্ষবর্ধন। প্রশ্ন:২ মেগাস্থিনিস কার আমলে ভারতে আসেন ? উত্তর: চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে। প্রশ্ন:৩ ধীমান কে ? উত্তর: পাল যুগের একজন বিখ্যাত ভাস্কর্য শিল্পী।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–৫৭

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ ‘আকবর নামা’ ও ‘আইন–ই–আকবরী’ কে রচনা করেন ? উত্তর: আবুল ফজল। প্রশ্ন:২ দীন-ই-ইলাহি নামে এক ধর্মমত কে প্রচার করেন ? উত্তর: আকবর। প্রশ্ন:৩ ইবাদৎ খানা কার দ্বারা নির্মিত হয় ? উত্তর: আকবর।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–৫৬

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন ?  উত্তর: লর্ড মাউন্টব্যাটেন। প্রশ্ন:২ কুনিক উপাধি কে গ্রহণ করেন ? উত্তর: অজাতশত্রু। প্রশ্ন:৩ গদর পার্টির প্রতিষ্ঠাতা কে ? উত্তর: লালা হরদয়াল।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–৫৫

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ বর্তমানে রামগিরি পর্বত কোথায় অবস্থিত ? উত্তর: দক্ষিণ-পশ্চিম মহারাষ্ট্র প্রদেশের নাগপুর অঞ্চলে অবস্থিত। প্রশ্ন:২ গুপ্তাব্দের প্রচলন কবে হয় ? উত্তর: ৩২০ সালে। প্রশ্ন:৩ বিক্রম শীল উপাধি কে গ্রহণ করেন ? উত্তর: ধর্মপাল।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–৫৪

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন ? উত্তর: রাজা অপরাজিত পল্লব। প্রশ্ন:২ চোল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ? উত্তর: বিজয়ালয়। প্রশ্ন:৩ চোল রাজ্যের প্রথম ঐতিহাসিক রাজা কে ছিলেন ? উত্তর: কারিকল।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–৫৩

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ অসহযোগ আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন এমন দুজন মহিলার নাম লেখো। উত্তর: বাসন্তী দেবী ও সরোজিনী নাইডু। প্রশ্ন:২ All white commission কাকে বলা হয় ? উত্তর: সাইমন কমিশনকে। প্রশ্ন:৩ আইন অমান্য আন্দোলনের সময় ভারতের গভর্নর জেনেরেল কে ছিলেন ? উত্তর: লর্ড আরউইন।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–৫২

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ কোনারকের সূর্য মন্দির কে নির্মাণ করেন ? উত্তর: প্রথম নরসিংহ বর্মন। প্রশ্ন:২ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিষ্ণু মন্দির কোনটি ? উত্তর: আঙ্কোরভাটের বিষ্ণু মন্দির। প্রশ্ন:৩ কৈলাসনাথ মন্দির কে নির্মাণ করেছিলেন ? উত্তর: প্রথম কৃষ্ণ।