পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ
প্রশ্ন:১
পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন ?
পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন ?
উত্তর: রাজা অপরাজিত পল্লব।
প্রশ্ন:২
চোল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
প্রশ্ন:২
চোল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তর: বিজয়ালয়।
প্রশ্ন:৩
চোল রাজ্যের প্রথম ঐতিহাসিক রাজা কে ছিলেন ?
প্রশ্ন:৩
চোল রাজ্যের প্রথম ঐতিহাসিক রাজা কে ছিলেন ?
উত্তর: তাঞ্জোর।
প্রশ্ন:৫
রাষ্ট্রকূট বংশের শেষ রাজা কে ছিলেন ?
প্রশ্ন:৫
রাষ্ট্রকূট বংশের শেষ রাজা কে ছিলেন ?
উত্তর: তৃতীয় গোবিন্দ।
প্রশ্ন:৬
‘গঙ্গাইকোন্ড চোল’ উপাধি কে ধারণ করেন ?
প্রশ্ন:৬
‘গঙ্গাইকোন্ড চোল’ উপাধি কে ধারণ করেন ?
উত্তর: প্রথম রাজেন্দ্র চোল।
প্রশ্ন:৭
চোল বংশের শ্রেষ্ঠ বা শেষ শক্তিশালী রাজা কে ছিলেন ?
প্রশ্ন:৭
চোল বংশের শ্রেষ্ঠ বা শেষ শক্তিশালী রাজা কে ছিলেন ?
উত্তর: বীর রাজেন্দ্র চোল দেব।
প্রশ্ন:৮
পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন ?
প্রশ্ন:৮
পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন ?
উত্তর: প্রথম নরসিংহ বর্মন।
প্রশ্ন:৯
স্বাধীন চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?
প্রশ্ন:৯
স্বাধীন চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর: আদিত্য।
প্রশ্ন:১০
বাতাপিকোণ্ড উপাধি কে গ্রহণ করেন ?
প্রশ্ন:১০
বাতাপিকোণ্ড উপাধি কে গ্রহণ করেন ?
উত্তর: প্রথম নরসিংহ বৰ্মন।

Comments
Post a Comment