Skip to main content

Posts

সাম্প্রতিক পোস্ট

নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও।

নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও।   অথবা,  একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও।  অথবা,  নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও।             উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়।  এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়।  নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা:       পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১১১

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ প্রাচ্য ও পাশ্চাত্য গ্রন্থের লেখক কে ? উত্তর: স্বামী বিবেকানন্দ। প্রশ্ন:২ কোন্ বেদে আর্যাবতকে আর্যদের বাসস্থান বলা হয়েছে ? উত্তর: ঋকবেদে আর্যাবতকে আর্যদের বাসস্থান বলা হয়েছে। প্রশ্ন:৩ প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে ? উত্তর: ড. আত্মারাম পাণ্ডুরঙ্গ।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১১০

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ বঙ্গভঙ্গ রদের সময় ভারতের গভর্নর কে ছিলেন ? উত্তর: লর্ড হার্ডিঞ্জ। প্রশ্ন:২ কবে ভগৎ সিং এর ফাঁসি হয় ? উত্তর: ১৯৩১ খ্রিস্টাব্দে। প্রশ্ন:৩ কবে প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হয় ? উত্তর: ১৯১৪-১৯১৮ খ্রিস্টাব্দে।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১০৯

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কী ছিল ? উত্তর: জার্মানির পোল্যান্ড আক্রমণ করাই ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ। প্রশ্ন:২ রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল  ? উত্তর: ১৯৩৯ খ্রিস্টাব্দের ২৩শে আগস্ট-এর মধ্যরাত্রে রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। প্রশ্ন:৩ বি বা দি কাদের বলা হয় ? উত্তর: বিনয় বাদল দীনেশ কে।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১০৮

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ কোন্‌টি ? উত্তর: সোভিয়েত রাশিয়া। প্রশ্ন:২ পুনা চুক্তি কবে, কাদের মধ্যে হয়েছিল ? উত্তর: ১৯৩২ খ্রিস্টাব্দে কংগ্রেসের পক্ষে রাজেন্দ্রপ্রসাদ ও অনুন্নত সম্প্রদায়ের পক্ষে বি.আর. আম্বেদকরের মধ্যে। প্রশ্ন:৩ নৌ বিদ্রোহের সূচনা হয় কোন জাহাজে ? উত্তর: তলোয়ার।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১০৭

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয় ? উত্তর: ১৯৪২ খ্রিস্টাব্দে। প্রশ্ন:২ ভারতীয় কোন বিপ্লবী লন্ডনে কার্জন উইলকে হত্যা করেন ? উত্তর: মদনলাল ধিংড়া। প্রশ্ন:৩ ভাইমার প্রজাতন্ত্রের নেতা কে ছিলেন ? উত্তর: ফ্রেডারিখ ইবাৰ্ট।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১০৬

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ নাৎসিবাদের প্রতিষ্ঠাতা কে ? উত্তর: হিটলার। প্রশ্ন:২ নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয় ? উত্তর: ১৯২০ খ্রিস্টাব্দে। প্রশ্ন:৩ নিখিল ভারত কৃষক সভার প্রথম সভাপতি কে ? উত্তর: স্বামী সহজানন্দ সরস্বতী।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১০৫

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ ফ্যাসিবাদ শব্দটি কোন শব্দ থেকে উদ্ভব হয়েছে ? উত্তর: রোমান শব্দ থেকে। প্রশ্ন:২ ফ্যাসেস কথার অর্থ কী ? উত্তর: এক বান্ডিল লাঠি। প্রশ্ন:৩ ‘ফকির অব জঙ্গিরা’ কাব্যটি কার লেখা ? উত্তর: হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১০৪

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ দ্বিজাতিতত্ত্ব বলতে কি বোঝ ? উত্তর: হিন্দু-মুসলিম দুই ভিন্ন জাতি। প্রশ্ন:২ দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত বছর স্থায়ী ছিল ? উত্তর: ১৯৩৯-১৯৪৫ খ্রিস্টাব্দ। প্রশ্ন:৩ তেভাগা আন্দোলন কবে শুরু হয় ? উত্তর: ১৯৪৬ খ্রিস্টাব্দে।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১০৩

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ নিরস্ত্রীকরণ সম্মেলন কবে হয়েছিল ? উত্তর: ১৯৩৩ খ্রিস্টাব্দে নিরস্ত্রীকরণ সম্মেলন হয়েছিল। প্রশ্ন:২ কোন নেতা জার্মানিতে ফুয়েরার নামে পরিচিত ছিলেন ? উত্তর: অ্যাডলফ হিটলার জার্মানিতে ফুয়েরার নামে পরিচিত ছিলেন। প্রশ্ন:৩ ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন ? উত্তর: রাজা রামমোহন রায়।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১০২

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ কোন সন্ধিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল ? উত্তর: ভার্সাই সন্ধি। প্রশ্ন:২ কোলকাতা এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে ? উত্তর: স্যার উইলিয়াম জোন্স। প্রশ্ন:৩ কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন ? উত্তর: রামসে ম্যাকডোনাল্ড।