পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ
প্রশ্ন:১
নাৎসিবাদের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর: হিটলার।
প্রশ্ন:২
নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: ১৯২০ খ্রিস্টাব্দে।
প্রশ্ন:৩
নিখিল ভারত কৃষক সভার প্রথম সভাপতি কে ?
উত্তর: স্বামী সহজানন্দ সরস্বতী।
প্রশ্ন:৪
নেহেরু কমিটি কেন গঠিত হয়েছিল ?
উত্তর: সংবিধানের খসড়া রচনার জন্য।
প্রশ্ন:৫
‘Liberalism’ এর উৎপত্তি হয় কোন্ লাতিন শব্দ থেকে ?
উত্তর: ‘Liberalism’-এর উৎপত্তি হয় লাতিন শব্দ ‘Liber’ থেকে। যার অর্থ হল স্বাধীন।
প্রশ্ন:৬
ব্র্যাকের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর: ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ।
প্রশ্ন:৭
নাৎসিবাদের তাত্ত্বিক প্রতিষ্ঠাতা কে ?
উত্তর: যোসেফ গোয়েবলস।
প্রশ্ন:৮
নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত ?
উত্তর: ৫ জন।
প্রশ্ন:৯
নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস (AITUC) সভাপতি কে ?
উত্তর: লালা লাজপত রায়।
প্রশ্ন:১০
নিউইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ?
উত্তর: বিপিন বিহারী গাঙ্গুলি।

Comments
Post a Comment