ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ
প্রশ্ন:১
নাৎসিবাদের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর: হিটলার।
প্রশ্ন:২
নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: ১৯২০ খ্রিস্টাব্দে।
প্রশ্ন:৩
নিখিল ভারত কৃষক সভার প্রথম সভাপতি কে ?
উত্তর: স্বামী সহজানন্দ সরস্বতী।
প্রশ্ন:৪
নেহেরু কমিটি কেন গঠিত হয়েছিল ?
উত্তর: সংবিধানের খসড়া রচনার জন্য।
প্রশ্ন:৫
‘Liberalism’ এর উৎপত্তি হয় কোন্ লাতিন শব্দ থেকে ?
উত্তর: ‘Liberalism’-এর উৎপত্তি হয় লাতিন শব্দ ‘Liber’ থেকে। যার অর্থ হল স্বাধীন।
প্রশ্ন:৬
ব্র্যাকের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর: ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ।
প্রশ্ন:৭
নাৎসিবাদের তাত্ত্বিক প্রতিষ্ঠাতা কে ?
উত্তর: যোসেফ গোয়েবলস।
প্রশ্ন:৮
নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত ?
উত্তর: ৫ জন।
প্রশ্ন:৯
নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস (AITUC) সভাপতি কে ?
উত্তর: লালা লাজপত রায়।
প্রশ্ন:১০
নিউইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ?
উত্তর: বিপিন বিহারী গাঙ্গুলি।

Comments
Post a Comment