Skip to main content

Posts

প্রস্তুতি শুরু করা যাক [খুব তাড়াতাড়ি আসছে]

WBSSC WBPSC WBPRB WBCS

সাম্প্রতিক পোস্ট

ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers )

ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী?          যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়।  প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা-  (১) প্রাচীন প্রস্তরযুগ,  (২) মধ্য প্রস্তরযুগ,  (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ:   প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ:   মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ:   এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.

পশ্চিমবঙ্গের প্রধান শিক্ষা বোর্ডসমূহ [খুব তাড়াতাড়ি আসছে]

WBBPE WBBSE WBCHSE WBMSC

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান, সেট ২৮ - ভূগোল

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান প্রশ্ন ১ নিচের কোন শহরটি নিরক্ষরেখার কাছে অবস্থিত ? (a) কলকাতা  (b) মুম্বাই  (c) চেন্নাই  (d) শ্রীনগর  উত্তর :  কলকাতা  প্রশ্ন ২ নিচের কোন সংরক্ষিত অরণ্যে সবচেয়ে বেশি হাতি দেখা যায় ? (a) সুন্দরবন  (b) মানস  (c) কাজিরাঙা  (d) নন্দাদেবী  উত্তর : কাজিরাঙা  প্রশ্ন ৩ "ভারতের রাঢ়" বলা হয় কোন অঞ্চলকে ? (a) দুর্গাপুর  (b) রাউরকেল্লা  (c) জামশেদপুর  (d) ভিলাই  উত্তর : দুর্গাপুর 

জোয়ারভাটার ফলাফল

জোয়ারভাটার ফলাফল জোয়ারভাটার সুবিধা— (১) জোয়ারের জল নদী-খাতে ঢুকে এর বিস্তার ও গভীরতা বৃদ্ধি করে, ফলে নদী-বন্দরে জাহাজ চলাচলে সুবিধা হয়। (২) জোয়ারের জলের প্রভাবে নদী-মোহানা পলিযুক্ত হয় এবং বদ্বীপ গঠনে বাধা পড়ে। (৩) উন্নত দেশগুলোতে আজকাল জোয়ারের জলকে  কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১৪৫

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ গুপ্তযুগের কোন সাহিত্যসাধক কে ‘ভারতীয় শেকসপিয়ার’ বলা হয়ে থাকে ? উত্তর: কালিদাস। প্রশ্ন:২ কার রাজত্বকালে তুলসীদাস ‘রামচরিতমানস’ লিখেছিলেন ? উত্তর: আকবর। প্রশ্ন:৩ সমুদ্রগুপ্তের মৃত্যুর পরবর্তী ঘটনা বিশাখদত্তের কোন রচনায় প্রতিফলিত হয়েছে ? উত্তর: মুদ্রারাক্ষস।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১88

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ ‘রুপিয়া’ মুদ্রা প্রথম কে প্রবর্তন করেন ?  উত্তর: আকবর। প্রশ্ন:২ ‘রত্নাবলী’ কার রচনা ? উত্তর: হর্ষবর্ধনের রচনা। প্রশ্ন:৩ মধ্যযুগের ভারতে কে প্রথম প্রয়োজনীয়তার কথা মনে রেখে একটি স্থায়ী সেনাদল গড়েছিলেন ? উত্তর: ইলতুৎমিস।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১৪৩

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ কে ‘নিগুণ’ সংস্কারক হিসাবে পরিচিত ? উত্তর: কবীর। প্রশ্ন:২ সম্রাট হুমায়ুন দিল্লিতে ‘দিনপানাহ’ নামে এক নতুন শহর প্রতিষ্ঠা করেন। সেই শহরের ধ্বংসাবশেষ বর্তমান দিল্লির কোথায় দেখতে পাওয়া যায় ? উত্তর: পুরানা কেল্লা। প্রশ্ন:৩ সাতবাহনদের রাজধানী কোথায় ছিল ? উত্তর: পৈথান।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১৪২

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ কে ছিলেন মুসলিম শাসক যিনি প্রথম দাক্ষিণাত্য জয় করেন ? উত্তর: আলাউদ্দীন খিলজী। প্রশ্ন:২ অমর সিংহ কোন রাজার সভাকবি ছিলেন ? উত্তর: দ্বিতীয় চন্দ্রগুপ্ত। প্রশ্ন:৩ আহমেদনগরের বিখ্যাত চাঁদবিবি তাঁর রাজ্য রক্ষার জন্য কার বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন ? উত্তর: মোগল।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১৪১

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ কৃষিজমির গুণাগুণ এবং উৎপাদন ক্ষমতা অনুযায়ী রাজ্যের জমিকে রাজস্ব নির্ধারণের জন্য বিভিন্ন শ্রেণিতে ভাগ করা হয়েছিল। কোন সম্রাটের সময় ভারতে এই প্রথা প্রথম চালু হয় ? উত্তর: শেরশাহ। প্রশ্ন:২ ভারতের কোন অঞ্চল নিয়ে চোল রাজ্য গঠিত ছিল ? উত্তর: মাদ্রাজ, কেরল ও মহীশূরের বিরাট অংশ। প্রশ্ন:৩ বঙ্গোপসাগর ও আরব সাগরের মধ্যবর্তী অঞ্চলকে নীচের কোন রাজা তার সাম্রাজ্যভুক্ত করেছিলেন ?  উত্তর: গৌতমীপুত্র সাতকণি।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১৪০

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ গুপ্তযুগে রচিত নাটকে নারী ও শূদ্রেরা কী ভাষায় কথা বলত ?  উত্তর: প্রাকৃত। প্রশ্ন:২ “অষ্টাধ্যায়ী” কার রচনা ? উত্তর: পানিনি। প্রশ্ন:৩ কবি হরিষেণ কোন রাজার সভাসদ ছিলেন ? উত্তর: সমুদ্রগুপ্ত।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১৩৯

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ শেষ মৌর্য সম্রাট কে ছিলেন ? উত্তর: বৃহদ্রথ। প্রশ্ন:২ জৈনদের চব্বিশজন তীর্থঙ্করের মধ্যে প্রথম তীর্থঙ্কর কে ? উত্তর: ঋষভনাথ। প্রশ্ন:৩ পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি যা ৭০০ খ্রিস্টাব্দের পূর্বে স্থাপিত হয়েছিল ? উত্তর: তক্ষশীলা।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১৩৮

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ প্রথম কোন প্রাচীন ভারতীয় রাজা সাম্রাজ্যবাদের সূচনা করেন ? উত্তর: বিম্বিসার। প্রশ্ন:২ প্রাচীন ভারতের ইতিহাসে ‘রত্নাকর’ ভৌগোলিক দিক থেকে কোন সাগরকে বলা হত ? উত্তর: ভারতমহাসাগর। প্রশ্ন:৩ ভারতে প্রথম মোগল উদ্যান স্থাপনের কৃতিত্ব কার ? উত্তর: বাবর।